তৃতীয় শ্রেণির বাংলা পাঠ-২৫: আদর্শ ছেলে- কুসুমকুমারী দাশ প্রশ্ন উত্তর PDF ।। 2024 সালের নতুন বছরের নতুন বই থেকে সৃজনশীল প্রশ্ন উত্তর সহ সকল বিষয় নিয়মিত আপলোড করা হয় জাগোরিক এ।
তৃতীয় শ্রেণি ● আমার বাংলা বই ● অধ্যায়ভিত্তিক কাজের সমাধান পাঠ-২৫: আদর্শ ছেলে- কুসুমকুমারী দাশ, পাঠ্যবইয়ের অনুশীলনমূলক কাজের সমাধান হতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সব প্রশ্ন উত্তর গুলো আমাদের এই পোস্টে আলোচনা করা হয়েছে। অতএব সম্পূর্ণ পোস্টটি মনযোগ সহকারে পড়ুন।
তৃতীয় শ্রেণির বাংলা পাঠ-২৫: আদর্শ ছেলে- কুসুমকুমারী দাশ প্রশ্ন উত্তর PDF
তৃতীয় শ্রেণি ● আমার বাংলা বই ● অধ্যায়ভিত্তিক কাজের সমাধান
পাঠ-২৫: আদর্শ ছেলে- কুসুমকুমারী দাশ
এই বিভাগে আরো দেখুন
- আরো পড়ুন: PDF তৃতীয় শ্রেণির বাংলা পাঠ-১৯: ঢাকাই সমলিন প্রশ্ন উত্তর
- আরো পড়ুন: PDF তৃতীয় শ্রেণির বাংলা পাঠ-২০ হজরত আবু বকর (রা.) প্রশ্ন উত্তর
- আরো পড়ুন: PDF তৃতীয় শ্রেণির বাংলা পাঠ-২১ আমার পণ-মদনমোহন তর্কালঙ্কার প্রশ্ন উত্তর
- আরো পড়ুন: PDF তৃতীয় শ্রেণির বাংলা পাঠ-২২ মানব জয়ের গল্প প্রশ্ন উত্তর
পাঠ-২৫: আদর্শ ছেলে- কুসুমকুমারী দাশ
পাঠ্যবইয়ের অনুশীলনমূলক কাজের সমাধান
শব্দ শিখি
আদর্শ – অনুসরণীয়
পণ – অঙ্গীকার
তেজে ভরা মন – উদ্দীপ্ত
আগুয়ান – অগ্রসর
সবারি – সবারই
চেতনা – বোধ
সাদা প্রাণ – সুন্দর মন
কল্যাণ – মঙ্গল
বিশ্বমাঝার – পৃথিবীর মধ্যে
একজন কবিতার একটি চরণ বলি অন্যজন পরের চরণটি বলি
সাদা প্রাণে হাসি মুখে কর এই পণ-
‘মানুষ’ হইতে হবে, মানুষ যখন-
মুখে হাসি, বুকে বল, তেজে ভরা মন
‘মানুষ’ হইতে হবে- এই তার পণ।
হাতে প্রাণে, খাট সবে, শক্তি কর দান,
তোমরা ‘মানুষ’ হলে দেশের কল্যাণে।
তৃতীয় শ্রেণির বাংলা পাঠ-২৬ মুক্তিযুদ্ধে রাজারবাগ প্রশ্ন উত্তর PDF
বলি ও লিখি
প্রশ্ন: কথার চেয়ে কীসে বড়ো হতে হবে?
উত্তর: কথার চেয়ে কাজে বড়ো হতে হবে।
প্রশ্ন: কেমন ছেলে কেউ চায় না?
উত্তর: কথায় কথায় যার চোখে জল আসেআর মাথা ঘুরেযায় এমন ছেলে কেউ চায় না।
প্রশ্ন: শিশুরা কী পণ করবে?
উত্তর: শিশুরা মানুষের কল্যাণে কাজ করবেÑ এই পণ করবে।
প্রশ্ন: কীভাবে দেশের কল্যাণ হবে?
উত্তর: সকল শিশু ‘মানুষ’ হলে দেশের কল্যাণ হবে।
প্রশ্ন: কবিতাটি দেখে দেখে সুন্দর করে বলি ও লিখি
উত্তর: শিক্ষার্থী বন্ধুরা, কবিতাটি নিজেরা সুন্দর করে দেখে দেখেশিখতে এবং বলবে।
মিলিয়ে পড়ি ও লিখি
বড় হতে হবে- কথায়/ কাজে
বিপদ আসলে- এগিয়ে যাব/ পিছিয়ে আসব
মুখে থাকতে হবে- হাসি/ কষ্ট
উত্তর:
বড় হতে হবেকাজে।
বিপদ আসলেএগিয়ে যাব।
মুখে থাকতে হবে হাসি।
কোনটি ভালো কাজ ও কোনটি খারাপ কাজ
(ছবি) খারাপ কাজ
(ছবি) ভালো কাজ
(ছবি) ভালো কাজ
দেশের কল্যাণের জন্য কী করা যায় লিখি
১. দেশের সব মানুষকে ভালোবাসতে হবে।
২. দেশের প্রতি সম্মান প্রদর্শন করতে হবে।
৩. সুনাগরিক হিসেবে নিজেকেগড়ে তুলতে হবে।
৪. অন্যায় কাজ থেকে নিজেকে বিরত রাখতে হবে।
৫. দেশের কল্যাণে কাজ করে যেতে হবে।
- আরো পড়ুন: PDF তৃতীয় শ্রেণির বাংলা পাঠ-২৩ তালগাছ-রবীন্দ্রনাথ ঠাকুর প্রশ্ন উত্তর
- আরো পড়ুন: তৃতীয় শ্রেণির বাংলা পাঠ-২৪ সেই সাহসী ছেলে প্রশ্ন উত্তর PDF
- আরো পড়ুন: তৃতীয় শ্রেণির বাংলা পাঠ-২৫: আদর্শ ছেলে- কুসুমকুমারী দাশ প্রশ্ন উত্তর
- আরো পড়ুন: তৃতীয় শ্রেণির বাংলা পাঠ-২৬ মুক্তিযুদ্ধে রাজারবাগ প্রশ্ন উত্তর PDF
- আরো পড়ুন: তৃতীয় শ্রেণির বাংলা পাঠ-২৭-২৮: নিজের মতো লিখি ও প্রতিযোগিতায় নাম লিখি প্রশ্ন উত্তর
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।