তৃতীয় শ্রেণির বাংলা পাঠ-২৭-২৮: নিজের মতো লিখি ও প্রতিযোগিতায় নাম লিখি প্রশ্ন উত্তর ।। 2024 সালের নতুন বছরের নতুন বই থেকে সৃজনশীল প্রশ্ন উত্তর সহ সকল বিষয় নিয়মিত আপলোড করা হয় জাগোরিক এ।
তৃতীয় শ্রেণি ● আমার বাংলা বই ● অধ্যায়ভিত্তিক কাজের সমাধান পাঠ-২৭-২৮: নিজের মতো লিখি ও প্রতিযোগিতায় নাম লিখি পাঠ্যবইয়ের অনুশীলনমূলক কাজের সমাধান হতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সব প্রশ্ন উত্তর গুলো আমাদের এই পোস্টে আলোচনা করা হয়েছে। অতএব সম্পূর্ণ পোস্টটি মনযোগ সহকারে পড়ুন।
তৃতীয় শ্রেণির বাংলা পাঠ-২৭-২৮: নিজের মতো লিখি ও প্রতিযোগিতায় নাম লিখি প্রশ্ন উত্তর
তৃতীয় শ্রেণি ● আমার বাংলা বই ● অধ্যায়ভিত্তিক কাজের সমাধান
পাঠ-২৭: নিজের মতো লিখি ও পাঠ-২৮: প্রতিযোগিতায় নাম লিখি
এই বিভাগে আরো দেখুন
- আরো পড়ুন: PDF তৃতীয় শ্রেণির বাংলা পাঠ-১৯: ঢাকাই সমলিন প্রশ্ন উত্তর
- আরো পড়ুন: PDF তৃতীয় শ্রেণির বাংলা পাঠ-২০ হজরত আবু বকর (রা.) প্রশ্ন উত্তর
- আরো পড়ুন: PDF তৃতীয় শ্রেণির বাংলা পাঠ-২১ আমার পণ-মদনমোহন তর্কালঙ্কার প্রশ্ন উত্তর
- আরো পড়ুন: PDF তৃতীয় শ্রেণির বাংলা পাঠ-২২ মানব জয়ের গল্প প্রশ্ন উত্তর
পাঠ-২৭: নিজের মতো লিখি ও পাঠ-২৮: প্রতিযোগিতায় নাম লিখি
পাঠ্যবইয়ের অনুশীলনমূলক কাজের সমাধান
পড়ি
(ছবি) আকাশ জুড়ে হাজার তারা,
চাঁদের আলো হাসে।
রাতের বেলার শিশির কণা
গড়িয়ে পড়ে ঘাসে।
শব্দ বসাই
রোদ উঠেছে, রোদ উঠেছে,
মেঘ গিয়েছে দূরে।
গাছের ছায়ায় পাতার নাচন
গাইছে পাখি।
(সুরে/ঘুরে) সুরে।
বৃষ্টি এলো, বৃষ্টি এলো,
কাঁপল পাতা বাঁশের বন।
ঝমঝমিয়ে বৃষ্টি এলো,
তাই না দেখে নাচছে।
(ঘন/মন)মন।
পড়ি
ছুটির দিন। ঘুমাচ্ছিলাম। হঠাৎ শুনি মিউ মিউ শব্দ। জেগে উঠে দেখি ঘরের ভেতর ছোট্ট একটা বিড়ালছানা। আমি জিজ্ঞেস করলাম, কী চাই? বিড়ালটি বলল, মিউ মিউ। আমি বললাম, ক্ষুধালেগেছে? বিড়ালটি আবার বলল, মিউ মিউ।
বললাম, কী খাবি? বিড়ালটি কিছু বলল না। আমি ওকে এক বাটি দুধ দিলাম। বিড়ালটি চুকমুক করে দুধ খেলো। বললাম, পেট ভরেছে? বিড়ালছানা বলল, মিউ মিউ। আমি বললাম, আবার মিউ!
নিজের মতো শব্দ বসিয়ে লিখি
ভোর বেলা। পাখি ডাকছে। ভাবছি, পাখিটা খুবই ক্ষুদার্ত। আমি বললাম,তোমার ক্ষুধা লেগেছে? পাখি বলল, কুউ কুউ! বললাম তোমার বিস্কুট ভালো লাগে কি? পাখি বলল. কুউ কুউ। আমি বললাম, এই নাও বিস্কুট। পাখিটা কুট কুট করে বিস্কুটখেতে লাগল। তারপর উড়ে চলে গেল।
নিজের মতো লিখি
আজ শুক্রবার। স্কুল আজ ছুটি। সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। আমি জানালার পাশে বসে আকাশের দিকে তাকিয়ে আছি। এমন সময় একটা চড়–ই পাখি জানালার পাশে এসে বসল। আমি তাকে বললাম, তুমি ভাত, চাল খাও? চড়–ই বলল, চিই চিই!
আমি বললাম তুমি চাল খাবে? চড়–ই বলল, চিই চিই। আমি বললাম, এই নাও চাল। চড়–ই কুটকুট করে চাল খেতে লাগল।তারপর খাওয়া শেষ করে বলল, চিই চিই। বুঝলাম ধন্যবাদ দিচ্ছে আমাকে। তারপর পাখিটি আকাশে উড়ে চলে গেল।
পাঠ-২৮: প্রতিযোগিতায় নাম লিখি
- আরো পড়ুন: PDF তৃতীয় শ্রেণির বাংলা পাঠ-২৩ তালগাছ-রবীন্দ্রনাথ ঠাকুর প্রশ্ন উত্তর
- আরো পড়ুন: তৃতীয় শ্রেণির বাংলা পাঠ-২৪ সেই সাহসী ছেলে প্রশ্ন উত্তর PDF
- আরো পড়ুন: তৃতীয় শ্রেণির বাংলা পাঠ-২৫: আদর্শ ছেলে- কুসুমকুমারী দাশ প্রশ্ন উত্তর
- আরো পড়ুন: তৃতীয় শ্রেণির বাংলা পাঠ-২৬ মুক্তিযুদ্ধে রাজারবাগ প্রশ্ন উত্তর PDF
- আরো পড়ুন: তৃতীয় শ্রেণির বাংলা পাঠ-২৭-২৮: নিজের মতো লিখি ও প্রতিযোগিতায় নাম লিখি প্রশ্ন উত্তর
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।