PDF তৃতীয় শ্রেণির বাংলা পাঠ-২০ হজরত আবু বকর (রা.) প্রশ্ন উত্তর।। 2024 সালের নতুন বছরের নতুন বই থেকে সৃজনশীল প্রশ্ন উত্তর সহ সকল বিষয় নিয়মিত আপলোড করা হয় জাগোরিক এ।
তৃতীয় শ্রেণি ● আমার বাংলা বই ● অধ্যায়ভিত্তিক কাজের সমাধানপাঠ-২০: হজরত আবু বকর (রা.), পাঠ্যবইয়ের অনুশীলনমূলক কাজের সমাধান হতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সব প্রশ্ন উত্তর গুলো আমাদের এই পোস্টে আলোচনা করা হয়েছে। অতএব সম্পূর্ণ পোস্টটি মনযোগ সহকারে পড়ুন।
PDF তৃতীয় শ্রেণির বাংলা পাঠ-২০ হজরত আবু বকর (রা.) প্রশ্ন উত্তর
তৃতীয় শ্রেণি ● আমার বাংলা বই ● অধ্যায়ভিত্তিক কাজের সমাধান
পাঠ-২০: হজরত আবু বকর (রা.)
এই বিভাগে আরো দেখুন
- আরো পড়ুন: PDF তৃতীয় শ্রেণির বাংলা পাঠ-১৯: ঢাকাই সমলিন প্রশ্ন উত্তর
- আরো পড়ুন: PDF তৃতীয় শ্রেণির বাংলা পাঠ-২০ হজরত আবু বকর (রা.) প্রশ্ন উত্তর
- আরো পড়ুন: PDF তৃতীয় শ্রেণির বাংলা পাঠ-২১ আমার পণ-মদনমোহন তর্কালঙ্কার প্রশ্ন উত্তর
- আরো পড়ুন: PDF তৃতীয় শ্রেণির বাংলা পাঠ-২২ মানব জয়ের গল্প প্রশ্ন উত্তর
পাঠ-২০: হজরত আবু বকর (রা.)
পাঠ্যবইয়ের অনুশীলনমূলক কাজের সমাধান
শব্দ শিখি
প্রান্ত – খোলা জায়গা
তপ্ত – গরম
উত্তপ্ত – গরম
ক্রুদ্ধ কন্ঠে – রাগের গলায়
মনিব – মালিক
ক্রীতদাস – কেনা গোলাম
মুয়াজ্জিন – যিনি আজান দেন
মুক্ত – স্বাধীন
আহব্বান – ডাক
সহচর – ডাক
হিজরত – এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া
কোষাগার – যেখানে টাকা রাখা হয়
যুক্তবণ্য ভেঙে লিখি ও আরও শব্দ বানাই
প্রান্তর ন্ত ন + ত অন্তর পান্তা
মুক্ত ক্ত ক + ত রক্ত শক্তি
মক্কা ক্ক ক + ক অক্কা ধাক্কা
জ্ঞান জ্ঞ জ + ঞ বিজ্ঞান সংজ্ঞা
উত্তর: দুপুরের রোদে বালু তপ্তহয়ে আছে।
আবু বকর (রা.)- এর মনে দয়া হলো।
আবু বকর (রা.) ছিলেন হজরত মুহাম্মদ (স.) এর ঘনিষ্ঠআজান।
এক সময়ে সহচর হজরত মুহাম্মদ (স.) ছিলেন হজরত মুহাম্মদ (স.) এর ঘনিষ্ঠ।
আবু বকর (রা.) রাজকোষের অর্থ ব্যয় করতেন গরি দুঃখীদের কল্যাণে।
বাক্য লিখি
হিজরত মহানবি হজরত মুহাম্মদ (স.) মক্কা থেকে মদিনায় হিজরত করেন।
আজান আমরা আজান দিলে নামাজ পড়তে যাব।
সহচর রহিম আমার সহচর।
অত্যাচার রাজা তার প্রজাদের খুব অত্যাচার করত।
অসহায় লোকটি খুবই অসহায়।
বীপরীত শব্দ জেনে নেই
উত্তপ্ত – ঠা-া শাস্তি- ক্ষমা
মনিব – দাস কল্যাণ – অকল্যাণ
জন্ম – মৃত্যু
উত্তর বলি ও লিখি
প্রশ্ন: তপ্ত বালুর উপর কাকে শুইয়ে রাখা হয়েছিল?
উত্তর: তপ্ত বালুর উপর বেলাল (রা.) কে শুইয়ে রাখা হয়েছিল।
প্রশ্ন: হজরত মুহাম্মদ (স.) কোথায় হিজরত করেন?
উত্তর: হজরত মুহাম্মদ (স.) মদিনায় হিজরত করেন।
প্রশ্ন: ইসলামের প্রথম খলিফা কে?
উত্তর: ইসলামের প্রথম খলিফা ছিলেন আবু বকর (রা.)।
প্রশ্ন: ইসলামের প্রথম মুয়াজ্জিন কে?
উত্তর: ইসলামের প্রথম মুয়াজ্জিন বেলাল (রা.)।
প্রশ্ন: হজরত আবু বকর (রা.) মৃত্যুর আগে মেয়েকে কী বলেছিলেন?
উত্তর: মৃত্যুর আগে হজরত আবু বকর (রা.) তাঁর মেয়ে আয়শা (রা.)- কে বলেছিলেন, ‘মা আয়েশা, আমার কাছে রাষ্ট্রের একটি উট ও একজন দাস আছে। আমার মৃত্যুর সাথে সাথে তুমি তা পরবর্তী খলিফার কাছে পৌঁছে দিও।
সঠিক উত্তরটি বলি ও লিখি
প্রশ্ন: তপ্ত বালুর পাশ দিয়ে হেঁটে চলেছেন-
ক. হজরত মুহাম্মদ (স.) খ. হজরত আবু বকর (রা.)
গ. হজরত ওমর (রা.) ঘ. হজরত বেলাল (রা.)√
ক্রীতদাস অর্থ
ক. কেনা গোলাম√ খ. মনিব
গ. মুয়াজ্জিন ঘ. খলিফা
হজরত আবু বকর (রা.) মৃত্যুবরণ করেন-
ক. ৭৩৪ খ্রিষ্টাব্দে খ. ৬৭০ খ্রিষ্টাব্দে
গ. ৭৭৩ খ্রিষ্টাব্দে ঘ. ৬৩৪ খিষ্টাব্দে√
মূলপাঠ দেখে বিরামচিহ্ন বসাই
আরবের মরু প্রান্তর দুপুরের রোদে বালু তপ্ত হয়ে আছে পা রাখা কঠিন সেই বালুর উপর দিয়ে হেঁটে চলেছেন হজরত আবু বকর (রা.) তিনি দেখলেন উত্তপ্ত বালুতে শুয়ে আছে এক যুবক যুবকের পাশে তার মনিব দাঁড়িয়ে আছে। হজরত আবু বকর (রা.) বললেন, কী করেছে এই যুবককেন তাকে শাস্তি দেওয়া হচ্ছে
উত্তর: আরবের মরু প্রান্তর। দুপুরের রোদে বালু তপ্ত হয়ে আছে। পা রাখা কঠিন। সেই বালুর উপর দিয়ে হেঁটে চলেছেনহজরত আবু বকর (রা.)। তিনি দেখলেন, উত্তপ্ত বালুতে শয়ে আছে এক যুবক। যুবকের পাশে তার মনিব দাঁড়িয়ে আছে।হজরত আবু বকর (রা.) বললেন, ‘কী করেছে এই যুবক? কেন তাকে শাস্তি দেওয়া হচ্ছে?’
- আরো পড়ুন: PDF তৃতীয় শ্রেণির বাংলা পাঠ-২৩ তালগাছ-রবীন্দ্রনাথ ঠাকুর প্রশ্ন উত্তর
- আরো পড়ুন: তৃতীয় শ্রেণির বাংলা পাঠ-২৪ সেই সাহসী ছেলে প্রশ্ন উত্তর PDF
- আরো পড়ুন: তৃতীয় শ্রেণির বাংলা পাঠ-২৫: আদর্শ ছেলে- কুসুমকুমারী দাশ প্রশ্ন উত্তর
- আরো পড়ুন: তৃতীয় শ্রেণির বাংলা পাঠ-২৬ মুক্তিযুদ্ধে রাজারবাগ প্রশ্ন উত্তর PDF
- আরো পড়ুন: তৃতীয় শ্রেণির বাংলা পাঠ-২৭-২৮: নিজের মতো লিখি ও প্রতিযোগিতায় নাম লিখি প্রশ্ন উত্তর
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।