PDF তৃতীয় শ্রেণির বাংলা পাঠ-২১ আমার পণ-মদনমোহন তর্কালঙ্কার প্রশ্ন উত্তর ।। 2024 সালের নতুন বছরের নতুন বই থেকে সৃজনশীল প্রশ্ন উত্তর সহ সকল বিষয় নিয়মিত আপলোড করা হয় জাগোরিক এ।
তৃতীয় শ্রেণি ● আমার বাংলা বই ● অধ্যায়ভিত্তিক কাজের সমাধানপাঠ-২১: আমার পণ- মদনমোহন তর্কালঙ্কার, পাঠ্যবইয়ের অনুশীলনমূলক কাজের সমাধান হতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সব প্রশ্ন উত্তর গুলো আমাদের এই পোস্টে আলোচনা করা হয়েছে। অতএব সম্পূর্ণ পোস্টটি মনযোগ সহকারে পড়ুন।
PDF তৃতীয় শ্রেণির বাংলা পাঠ-২২ মানব জয়ের গল্প প্রশ্ন উত্তর
তৃতীয় শ্রেণি ● আমার বাংলা বই ● অধ্যায়ভিত্তিক কাজের সমাধান
পাঠ-২১: আমার পণ- মদনমোহন তর্কালঙ্কার
এই বিভাগে আরো দেখুন
- আরো পড়ুন: PDF তৃতীয় শ্রেণির বাংলা পাঠ-১৯: ঢাকাই সমলিন প্রশ্ন উত্তর
- আরো পড়ুন: PDF তৃতীয় শ্রেণির বাংলা পাঠ-২০ হজরত আবু বকর (রা.) প্রশ্ন উত্তর
- আরো পড়ুন: PDF তৃতীয় শ্রেণির বাংলা পাঠ-২১ আমার পণ-মদনমোহন তর্কালঙ্কার প্রশ্ন উত্তর
- আরো পড়ুন: PDF তৃতীয় শ্রেণির বাংলা পাঠ-২২ মানব জয়ের গল্প প্রশ্ন উত্তর
পাঠ-২১: আমার পণ- মদনমোহন তর্কালঙ্কার
পাঠ্যবইয়ের অনুশীলনমূলক কাজের সমাধান
শব্দ শিখি
আদেশ – হুকুম
হেলা – অলসতা
কভু – কখনো
ফাঁকি – ধোঁকা
গুরুজন – বয়সে বড়ো মানুষ
প্রশ্ন: কবিতাটি দল বেঁধে আবৃত্তি করি।
উত্তর: বন্ধুদের সাথে মিলে নিজেরা আবৃত্তি করো।
বাক্য লিখি
সারাদিন আমরা সারাদির ভালো হয়ে চলব।
ভাইবোন আমরা তিন ভাইবোন।
খেলা সাকিব প্রতিদিন বিকালে মাঠে খেলা করে।
লোভ লোভ করা ভালো নয়।
ঝগড়া কারো সাথে ঝগড়া করো না।
পরের চরণটি বলি ও লিখি
আদেশ করেন যাহা মোর গুরুজনে
আমি যেন সেই কাজ করি ভালো মনে।
সুখি যেন নাহি হই আর কারো দুখে,
মিছে কথা কভু যেন নাহি আসে মুখে।
ঝগড়া না করি যেন কভু কারো সনে,
সকালে উঠিয়া আমি বলি মনে মনে।
বাম পাশের সাথে ডান পাশের মিল করি
সারাদিন আমি যেন করি ভালো মনে
একসাথে থাকি যেন সামলিয়ে থাকি
সাবধানে যেন লোভ ভালো হয়ে চলি
আমি যেন সেই কাজ যেন ভালোবাসি
ভাইবোন সকলের সবে মিলেমিশে
উত্তর:
সারাদিন আমি যেন – ভালো হয়ে চলি
একসাথে থাকি যেন – সবে মিলেমিশে
সাবধানে যেন লোভ – সামলিয়ে থাকি
আমি যেন সেই কাজ – করি ভালো মনে
ভাইবোন সকলের – যেন ভালোবাসি
বলি ও লিখি
প্রশ্ন: কখন ঘুম থেকে উঠব?
উত্তর: সকালে ঘুম থেকে উঠব।
প্রশ্ন: সারাদিন কীভাবে চলব?
উত্তর: সারাদিন ভালো হয়ে চলব।
প্রশ্ন: কাদের কথা মেনে চলব?
উত্তর: গুরুজনের কথা মেনে চলব।
প্রশ্ন: সুখি হব না কখন?
উত্তর: কারো দুখে সুখী হব না।
সাজিয়ে লিখি
কাজ সেই করি যেন মনে ভালো আমি
আমি যেন সেই কাজ করি ভালো মনে।
দেই নাহি যেন ফাঁকি কাহারে কিছুতে
কিছুতে আহারে যেন নাহি দিই ফাঁকি।
সময় হেলা করি নাহি পাঠের যেন
পাঠের সময় যেন নাহি করি হেলা।
কবিতাটি থেকে যা শিখলাম তা বলি ও লিখি
কবিতাটিতে কবি একজনভালো মানুষের গুণগুলো দেখিয়েছেন।কবিতাটি পাঠে আমরা জানতে পারি কিভাবে একজন মানুষ হতে পারব। ভালো মানুষ হওয়ার জন্য আমাদের সবসময় সত্য কথা বলতে হবে।
ভালো হয়ে চলতে হবে। সকলে মিলেমিশে থাকতে হবে। গুরুজনের কথা মেনে চলতে হবে। কারো সাথে ঝগড়া করা যাবে না।এই গুণগুলো অর্জন করলে আমরা ভালো মানুষ হতে পারব।
- আরো পড়ুন: PDF তৃতীয় শ্রেণির বাংলা পাঠ-২৩ তালগাছ-রবীন্দ্রনাথ ঠাকুর প্রশ্ন উত্তর
- আরো পড়ুন: তৃতীয় শ্রেণির বাংলা পাঠ-২৪ সেই সাহসী ছেলে প্রশ্ন উত্তর PDF
- আরো পড়ুন: তৃতীয় শ্রেণির বাংলা পাঠ-২৫: আদর্শ ছেলে- কুসুমকুমারী দাশ প্রশ্ন উত্তর
- আরো পড়ুন: তৃতীয় শ্রেণির বাংলা পাঠ-২৬ মুক্তিযুদ্ধে রাজারবাগ প্রশ্ন উত্তর PDF
- আরো পড়ুন: তৃতীয় শ্রেণির বাংলা পাঠ-২৭-২৮: নিজের মতো লিখি ও প্রতিযোগিতায় নাম লিখি প্রশ্ন উত্তর
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।