তৃতীয় শ্রেণির আমার বাংলা বই ২০২৪, পাঠ-৮ ব্যাঙের সাজা প্রশ্ন-উত্তর ।। প্রিয় ছাত্র ছাত্রী বন্ধুরা আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন । তৃতীয় শ্রেণির আমার বাংলা বই ২০২৪, পাঠ-৮ ব্যাঙের সাজা প্রশ্ন-উত্তর ২০২৪ প্রশ্নোত্তর সহ তৃতীয় শ্রেণির সকল বিষয় এর উপর প্রশ্ন উত্তর, সর্ট প্রশ্ন উত্তর, সাজেশন, এমসিকিউ, বোর্ড প্রশ্ন উত্তর রচনামুলক প্রশ্ন উত্তর শিক্ষার্থীদের জন্য জাগোরিক এ নিয়মিত আপডেট করে থাকি।
সুতরাং সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন। আর ৩য় শ্রেণি এর যেকোন বিভাগের গুরুত্বপূর্ণ সকল সাজেশন পেতে জাগোরিকের সাথে থাকুন।
তৃতীয় শ্রেণির আমার বাংলা বই ২০২৪, পাঠ-৮ ব্যাঙের সাজা প্রশ্ন-উত্তর
নিচের শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করি
পিলপিল কক কক হেঁইও হেঁইও ঘ্যাঙর ঘ্যাঙ
পিঁপড়া পিলপিল করে রাজার দরবারে গেল।
মুরগি কক কক করতে করতে এলো।
ব্যাঙ বলল ঘ্যাঙর ঘ্যাঙ।
ব্যাঙের ঠ্যাং ধরে টানতে টানতে বলল হেঁইও হেঁইও।
কোনটি সঠিক বাছাই করে বলি ও লিখি
পিঁপড়া পিলপিল করে গেল-
ক. শহরের কাছে খ. মাটির গর্তে
গ. কাঁঠাল গাছের তলায় ঘ. রাজার দরবারে
সঠিক উত্তর: ঘ. রাজার দরবারে।
লেজ থেকে রক্ত ঝড়ছে-
ক. হরিণের খ. সাপের
গ. বুলবুলির ঘ. মুরগির
সঠিক উত্তর: খ. সাপের।
ব্যাঙ বেড়াতে গিয়েছিল-
ক. মুরগির বাড়ি খ. গর্তে
গ. গ্রামে ঘ. শহরে
সঠিক উত্তর: ঘ. শহরে।
- আরো পড়ুন: PDF ২০২৪: তৃতীয় শ্রেণি: বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-৬ প্রশ্ন-উত্তর
- আরো পড়ুন:PDF ২০২৪: তৃতীয় শ্রেণির পরিবার ও বিদ্যালয়ে শিশুর ভূমিকা প্রশ্ন-উত্তর
- আরো পড়ুন: ৩য় শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় ২০২৪, আমাদের জাতির পিতা প্রশ্নোত্তর
- আরো পড়ুন: ৩য় শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয়, আমাদের সংস্কৃতি প্রশ্নোত্তর ২০২৪
- আরো পড়ুন: ৩য় শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় ২০২৪, আমাদের ইতিহাস প্রশ্নোত্তর
- আরো পড়ুন: তৃতীয় শ্রেণির আমার বাংলা বই ২০২৪, পাঠ-৯ আনন্দের দিন প্রশ্ন-উত্তর
বলি ও লিখি
১. পিঁপড়া রাজার দরবারে কেন গেল?
উত্তর: মুরগি পিঁপড়ার বাসা ভেঙে দিয়েছে। তাই পিঁপড়া বিচার চাইতে রাজার দরবারে গেল।
২. কে মুরগির ডিম ভেঙেছিল?
উত্তর: সাপ মুরগির ডিম ভেঙেছিল।
৩. বুলবুলি কোথায় ঢুকে পড়েছিল?
উত্তর: বুলবুলি সারস পাখির মুখে ঢুকে পড়েছিল।
৪. কীভাবে ব্যাঙের গায়ে দাগ হলো?
উত্তর: রাজার সিপাইরা ব্যাঙকে কাঁঠাল গাছের তলায় নিয়ে চাবুক মারতে লাগল। কিন্তু ব্যাঙের গায়ে চাবুকের আঘাত না লেগে কাঁঠাল গাছের ডালে লাগে। ফলে কাঁঠাল গাছের কষ ব্যাঙের গায়ে গড়িয়ে পড়ে এবং ব্যাঙের গায়ে দাগ হয়।
ছবি দেখে নাম বলি এবং একটি করে বৈশিষ্ট্য লিখি
ছবি-১: মুরগি মুরগি ডিম পাড়ে।
ছবি-২: হরিণ হরিণ-হরিণের মাথায় বাঁকা শিং থাকে।
ছবি-৩: সাপ সাপ একেবেকে চলে।
ছবি-৪: সারস পাখি সারস পাখির লম্বা ঠোঁট থাকে।
ছবি-৫: ব্যাঙ ব্যাঙ লাফিয়ে লাফিয়ে চলে।
ছবি-৬: বুলবুলি বুলবুলির মাথায় ঝুঁটি আছে।
ছবি-৭: পিঁপড়া পিঁপড়া ধীরে ধীরে হাটে।
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।