অষ্টম শ্রেণি:বাঙালির বাংলা সাধারণ বহুনির্বাচনি‘ প্রশ্নোত্তর ।। বাংলা | বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর | ভাষা ও সাহিত্য | অষ্টম শ্রেণীর ভাষা ও সাহিত্য নিয়ে জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর (PDF) ফাইল ডাউনলোড করতে আমাদের ওয়েব সাইট ভিজিট করুন ।ভাষা ও সাহিত্য নিয়ে যেকোনো ধরনের বহু নির্বাচনী প্রশ্ন উত্তর গুলো আমাদের এই পোস্টে পাবেন ।
প্রিয় ছাত্র ছাত্রী বন্ধুরা আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন । এটা জেনে আপনারা খুশি হবেন যে, আপনাদের জন্য ভাষা ও সাহিত্য হতে গুরুপূর্ণ কিছু প্রশ্ন উত্তর আলোচনা করতে যাচ্ছি ।সুতরাং সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন। আর অষ্টম শ্রেণি- JSC এর যেকোন বিভাগের গুরুত্বপূর্ণ সকল সাজেশন পেতে জাগোরিকের সাথে থাকুন।
বাঙালির বাংলা> কাজী নজরুল ইসলাম>লেখক-পরিচিতি> নাম কাজী নজরুল ইসলাম।
জন্ম পরিচয় জন্ম তারিখ: ২৪শে মে, ১৮৯৯ খ্রিষ্টাব্দ (১১ই জ্যৈষ্ঠ, ১৩০৬ বঙ্গাব্দ)।
জন্মস্থান: বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রাম।
পিতৃ ও মাতৃ পরিচয় পিতার নাম : কাজী ফকির আহমদ; মাতার নাম : জাহেদা খাতুন।
শিক্ষাজীবন প্রাথমিক শিক্ষা: গ্রামের মক্তব থেকে প্রাথমিক শিক্ষালাভ; মাধ্যমিক : প্রথমে রানীগঞ্জের সিয়ারসোল রাজ স্কুল, পরে মাথরুন উচ্চ ইংরেজি স্কুল, সর্বশেষ ময়মনসিংহ জেলার ত্রিশালের দরিরামপুর স্কুলে দশম শ্রেণি পর্যন্ত পড়ালেখা করেন।
কর্মজীবন/পেশা প্রথম জীবনে জীবিকার তাগিদে তিনি লেটো গানের দলে, রুটির দোকানে এবং সেনাবাহিনীতে যোগদান করেছিলেন। পরবর্তীতে পত্রিকা সম্পাদনা, গ্রামোফোন রেকর্ডের ব্যবসা ও সাহিত্য সাধন করেন।
- উত্তর ডাউনলোড করুন> (PDF)অষ্টম শ্রেণি:বাঙালির বাংলা কাজী নজরুল ইসলাম‘ প্রশ্নোত্তর
- উত্তর ডাউনলোড করুন>(PDF) অষ্টম শ্রেণি:পড়ে পাওয়া বহুনির্বাচনি প্রশ্নের উত্তর
- উত্তর ডাউনলোড করুন> ভাব ও কাজ প্রশ্নের উত্তর
সাহিত্য সাধনা কাব্যগ্রন্থ : অগ্নিবীণা, বিষের বাঁশি, ভাঙার গান, সাম্যবাদী, সর্বহারা, ফণিমনসা, জিঞ্জীর, সন্ধ্যা, প্রলয়শিখা, দোলনচাঁপা, ছায়ানট, সিন্ধু-হিন্দোল, চক্রবাক।
উপন্যাস: বাঁধনহারা, মৃত্যুক্ষুধা, কুহেলিকা। গল্প : ব্যথার দান, রিক্তের বেদন, শিউলিমালা, পদ্মগোখরা, জিনের বাদশা। নাটক : ঝিলিমিলি, আলেয়া, পুতুলের বিয়ে।
প্রবন্ধগ্রন্থ: যুগ-বাণী, দুর্দিনের যাত্রী, রাজবন্দীর জবানবন্দী, ধূমকেতু। জীবনীগ্রন্থ : মরুভাস্কর [হযরত মুহম্মদ (স)-এর জীবনীগ্রন্থ] অনুবাদ : রুবাইয়াত-ই-হাফিজ, রুবাইয়াত-ই-ওমর খৈয়াম। গানের সংকলন : বুলবুল, চোখের চাতক, চন্দ্রবিন্দু, নজরুলগীতি, সুরলিপি, গানের মালা, চিত্তনামা।
সম্পাদিত পত্রিকা: ধূমকেতু, লাঙল, দৈনিক নবযুগ।
পুরস্কার ও সম্মাননা কলকাতা বিশ্ববিদ্যালয় প্রদত্ত ‘জগত্তারিণী স্বর্ণপদক’ এবং ভারত সরকার প্রদত্ত ‘পদ্মভূষণ’ উপাধি লাভ। রবীন্দ্রভারতী এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কবিকে ডি.লিট ডিগ্রি প্রদান করে। তাছাড়া ১৯৭৬ খ্রিষ্টাব্দে বাংলাদেশ সরকার কবিকে ‘একুশে পদক’ প্রদান এবং জাতীয় কবির মর্যাদায় অধিষ্ঠিত করে।
জীবনাবসান মৃত্যু তারিখ: ২৯শে আগস্ট, ১৯৭৬ খ্রিষ্টাব্দ; সমাধিস্থান : ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ।
সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
লেখক-পরিচিতি
১. কাজী নজরুল ইসলাম কোথায় মৃত্যুবরণ করেন?
- ক ঢাকায়
- খ কলকাতায়
- গ বর্ধমানে
- ঘ বরিশালে
২. কাজী নজরুল ইসলাম কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন? (জ্ঞান)
- ক ১৮৯০
- খ ১৮৯৩
- গ ১৮৯৫
- ঘ ১৮৯৯
৩. কত খ্রিষ্টাব্দে বাঙালি পল্টন ভেঙে দেয়া হয়? (জ্ঞান)
- ক ১৯১০ খ্রিষ্টাব্দে
- খ ১৯৪১ খ্রিষ্টাব্দে
গ ১৯১৯ খ্রিষ্টাব্দে - ঘ ১৯৪৫ খ্রিষ্টাব্দে
৪. কাজী নজরুল ইসলাম কোনটির বিরুদ্ধে প্রবল প্রতিবাদ করেন? (জ্ঞান)
- ক অবিচার ও শোষণের বিরুদ্ধে
- খ বিশৃঙ্খলা ও অশান্তির বিরুদ্ধে
- গ অন্যায় ও অসত্যের বিরুদ্ধে
- ঘ দুর্বলতা ও হারের বিরুদ্ধে
৫. কত বছর বয়সে কাজী নজরুল ইসলাম কঠিন রোগে আক্রান্ত হন? (জ্ঞান)
- ক তেইশ
- খ তেত্রিশ
- গ তেতাল্লিশ
- ঘ তিপ্পান্ন
৬. কত খ্রিষ্টাব্দে কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করা হয়? (জ্ঞান)
- ক ১৯৭০ খ্রিষ্টাব্দে
- খ ১৯৭২ খ্রিষ্টাব্দে
- গ ১৯৭৫ খ্রিষ্টাব্দে
- ঘ ১৯৭৬ খ্রিষ্টাব্দে
৭. কোন গ্রামে কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেন? (জ্ঞান)
- ক দেবানন্দপুর
- খ চুরুলিয়া
- গ মুরাতিপুর
- ঘ দুমকা
৮. বাঙালি পল্টনে যোগ দেয়ার সময় নজরুল ইসলাম কোন শ্রেণির ছাত্র ছিলেন? (জ্ঞান)
- ক সপ্তম
- খ অষ্টম
- গ নবম
- ঘ দশম
৯. নজরুলের রচনাবলি কোন চেতনায় সমৃদ্ধ? (অনুধাবন)
- ক প্রকৃতি
- খ জীবপ্রেম
- গ অসাম্প্রদায়িক
- ঘ গ্রামীণ
১০. কাজী নজরুল ইসলামের সাহিত্য সাধনায় ছেদ পড়ে কেন? (অনুধাবন)
- ক দরিদ্রতার কারণে
- খ অসুস্থতার কারণে
- গ যুদ্ধে যোগ দেয়ার কারণে
- ঘ বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার কারণে
১১. নিচের কোনটি কাজী নজরুল ইসলামের রচিত গ্রন্থ? (জ্ঞান)
- ক অগ্নিবীণা
- খ বিরহ বিলাপ
- গ সঞ্চয়িতা
- ঘ বলাকা
১২. কাজী নজরুল ইসলামের ‘বিষের বাঁশী’ কী ধরনের গ্রন্থ? (জ্ঞান)
- ক উপন্যাস
- খ প্রবন্ধ
- গ কাব্য
- ঘ ছোটগল্প
মূলপাঠ
১৩. পৃথিবীর যেকোনো জাতির চেয়ে বাঙালির মাঝে কোন শক্তি অধিক বিদ্যমান?
- ক মেধাশক্তি ও স্মৃতিশক্তি
- খ জ্ঞানশক্তি ও প্রেমশক্তি
- গ স্মৃতিশক্তি ও শ্রদ্ধাশক্তি
- ঘ শ্রদ্ধাশক্তি ও ভক্তিশক্তি
১৪. মুনি-ঋষিরা সর্ব দৈবশক্তির লীলা-নিকেতন কোনটিকে বলেছেন?
- ক হিমালয়কে
- খ বঙ্গোপসাগরকে
- গ পার্বত্য চট্টগ্রামের পাহাড়কে
- ঘ মাধবকু-ের ঝরনাকে
১৫. ‘বাঙালির বাংলা’ রচনাটিতে কাজী নজরুল ইসলাম কোন মহাদেশের নাম উল্লেখ করেছেন?
- ক এশিয়া
- খ ইউরোপ
- গ আফ্রিকা
- ঘ অস্ট্রেলিয়া
১৬. ‘বাঙালির বাংলা’ কোন ধরনের রচনা?
- ক ছোটগল্প
- খ প্রবন্ধ
- গ কথিকা
- ঘ রসরচনা
১৭. বাঙালির কোন শক্তিটি তমসাচ্ছন্ন হয়ে আছে? (জ্ঞান)
- ক প্রেমশক্তি
- খ দিব্যশক্তি
- গ স্মৃতিশক্তি
- ঘ মেধাশক্তি
১৮. বাঙালিরা তামসিকতায় আচ্ছন্ন হয়ে তাদের কোন শক্তি হারিয়ে ফেলেছে? (জ্ঞান)
- ক প্রেরণাশক্তি
- খ বোধশক্তি
- গ মেধাশক্তি
- ঘ চেতনাশক্তি
১৯. তম বা অন্ধকারকে শাসন করতে পারে কে? (জ্ঞান)
- ক ব্রহ্মশক্তি
- খ ক্ষাত্রশক্তি
- গ জ্ঞানশক্তি
- ঘ ঐশীশক্তি
২০. কোন শক্তির অনুপস্থিতিতে মানুষের দিব্যশক্তি অকেজো হয়ে যায়? (জ্ঞান)
- ক ঐশীশক্তির
- খ ক্ষাত্রশক্তির
- গ সৎশক্তির
- ঘ জ্ঞানশক্তির
২১. ‘বাঙালির বাংলা’ প্রবন্ধে প্রত্যেক মানুষের মাঝে কয়টি গুণ বিদ্যমান থাকার কথা বলা হয়েছে? (জ্ঞান)
- ক দুই
- খ তিন
- গ পাঁচ
- ঘ সাত
২২. সব ধরনের অসৎ শক্তিকে পরাজিত করে মানুষকে পূর্ণতার পথে নিয়ে যায় কোন শক্তি? (জ্ঞান)
- ক ঐশীশক্তি
- খ ব্রহ্মশক্তি
- গ জ্ঞানশক্তি
- ঘ দিব্যশক্তি
২৩. বাঙালির দেহ ও মন কেমন? (জ্ঞান)
- ক পাষাণময়
- খ ব্রহ্মময়
- গ প্রেমময়
- ঘ কর্মময়
২৪. বাংলার শিয়রে প্রহরীর মতো কোনটি জেগে আছে? (জ্ঞান)
- ক হিমালয়
- খ তাজিংডন
- গ কিলিমানজারো
- ঘ শিলং
২৫. বাংলার কোনটি নিত্য স্নিগ্ধ? (জ্ঞান)
- ক রোদ
- খ বাতাস
- গ চাঁদ
- ঘ ফুল
২৬. বাংলার বায়ুতে কোনটি বিদ্যমান? (জ্ঞান)
- ক চির গ্রীষ্ম ও গরমের দাহ
- খ চির বসন্ত ও শরতের মাধুর্য
- গ চির শীত ও শীতের শুষ্কতা
- ঘ চির বর্ষা ও শরতের মাধুর্য
২৭. বাংলার জল কোনটি দ্বারা পূর্ণ? (জ্ঞান)
- ক প্রাচুর্য ও শুদ্ধতায়
- খ মধুময় ও স্নিগ্ধতায়
- গ শীতল ও শুদ্ধতায়
- ঘ মধুময় ও প্রাচুর্যে
২৮. বাংলার মাটি কেমন? (জ্ঞান)
- ক কর্দমাক্ত
- খ শুষ্ক
- গ শিক্ত
- ঘ উর্বর
২৯. কোন দেশটি নিত্য সবৈশ্বর্যময়ী? (জ্ঞান)
- ক বাংলাদেশ
- খ পাকিস্তান
- গ ভারত
- ঘ শ্রীলঙ্কা
৩০. বাঙালি কোন শক্তিকে অবহেলা করল বলে তার দুর্গতি ও অভিশপ্তের জীবন হলো? (জ্ঞান)
- ক ব্রহ্মশক্তিকে
- খ ক্ষাত্রশক্তিকে
- গ দিব্যশক্তিকে
- ঘ ঐশীশক্তিকে
৩১. বাঙালির দিব্যশক্তি তমসাচ্ছন্ন হয়ে আছে কেন? (অনুধাবন)
- ক ক্ষাত্রশক্তির অভাবে
- খ কর্মশক্তির অভাবে
- গ ব্রহ্মশক্তির অভাবে
- ঘ দৈবশক্তির অভাবে
৩২. বাঙালিরা চেতনা শক্তিকে হারিয়ে ফেলেছে কেন? (অনুধাবন)
- ক অতি ভালোবাসায় আচ্ছন্ন হওয়ার কারণে
- খ অতি অন্ধকারে আচ্ছন্ন হওয়ার কারণে
- গ অতি বিলাসিতায় আচ্ছন্ন হওয়ার কারণে
- ঘ তামসিকতায় আচ্ছন্ন হওয়ার কারণে
৩৩. হিমালয়কে মুনি-ঋষিরা সর্ব দৈবশক্তির লীলানিকেতন বলেছেন কেন? (অনুধাবন)
ক এখানে পৃথিবীর শ্রেষ্ঠ মুনি-ঋষিরা সাধনা করেছেন বলে
খ এখানে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ লুকায়িত আছে বলে
গ এখানে পৃথিবীর সর্বশক্তি নিহিত আছে বলে
ঘ এখানে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বীরদের কবরস্থান বলে
৩৪. বাঙালিরা কর্মবিমুখ জাতিতে পরিণত হয়েছে কেন? (অনুধাবন)
- ক অতি ভয়ের কারণে
- খ অতি সতর্কতার কারণে
- গ অতি দরিদ্রতার কারণে
- ঘ অতি প্রাচুর্যের কারণে
৩৫. বাংলায় যে শাসনকর্তা হয়ে এসেছে সেই স্বাধীনতা ঘোষণা করতে পেরেছে কেন? (অনুধাবন)
ক বেশিরভাগ শাসনকর্তারই বাংলার প্রতি অতি আন্তরিক ছিল
খ বাংলার মানুষের অতি আন্তরিকতা
গ বাংলার আবহাওয়ায় আছে স্বাধীনতা মন্ত্রের সঞ্জীবনী শক্তি
ঘ বাংলার শাসনভার বেশিরভাগ সময়ই ছিল দুর্বল
৩৬. বাঙালির জীবন অভিশপ্ত হলো কেন? (অনুধাবন)
ক ঐশীশক্তিকে অবহেলা করল বলে
খ ক্ষাত্রশক্তিকে অবহেলা করল বলে
গ দৈবশক্তিকে অবহেলা করল বলে
ঘ ব্রহ্মশক্তিকে অবহেলা করল বলে
৩৭. বিদেশিরা বার বার বাংলা আক্রমণ করেছে কেন? (অনুধাবন)
ক বাংলায় বাণিজ্যের বিভিন্ন সুযোগ থাকার কারণে
খ বাংলা সম্পদে পরিপূর্ণ থাকার কারণে
গ বাংলা জ্ঞানী ব্যক্তিদের জন্মস্থান হওয়ার কারণে
ঘ বাংলায় প্রচুর বনজ সম্পদ থাকার কারণে
৩৮. বহু বাঙালি আত্মোৎসর্গ করেছেন কেন? (অনুধাবন)
- ক স্বাধীনতার জন্য
- খ নেতা নির্বাচনের জন্য
- গ দল গঠনের জন্য
- ঘ স্বৈরাচারমুক্ত হওয়ার জন্য
৩৯. কবি নজরুল ইসলাম কেন বাঙালি ছেলেমেয়েদের মন্ত্র বোঝানোর কথা বলেছেন? (অনুধাবন)
ক তাদের দিয়ে জাদু দেখাবেন বলে
খ স্বদেশপ্রেমে উদ্বুদ্ধ করার জন্য
গ শত্রুদের বিতাড়নের জন্য
ঘ নিজের ইচ্ছাকে প্রতিপালনের জন্য
৪০. বাঙালিরা কেন সকলের দ্বারে ভিখারি হচ্ছে? (অনুধাবন)
ক জ্ঞানী মানুষের অভাবের কারণে
খ বিদেশিরা সব লুটে নিয়ে গেছে বলে
গ বাঙালিরা সব নিঃশেষ করেছে বলে
ঘ গরিব দেশ বলে
৪১. আনোয়ার সাহেব বাঙালি হয়েও তিনি ইউরোপে তার বিচক্ষণ লেখনীর মাধ্যমে সবার কাছে সুপরিচিত হয়ে ওঠেন। তাঁর মধ্যে ‘বাঙালির বাংলা’ প্রবন্ধে উল্লিখিত বাঙালিদের কোন গুণটি লক্ষণীয়? (প্রয়োগ)
- ক কর্মশক্তি
- খ প্রেমশক্তি
- গ জ্ঞানশক্তি
- ঘ চেতনাশক্তি
৪২. আরিফা তার এলাকার মানুষদের অতুলনীয় সেবা ও ভালোবাসা দিয়ে তাদের মন জয় করে নিয়েছেন। আরিফার মধ্যে ‘বাঙালির বাংলা’ প্রবন্ধে উল্লিখিত বাঙালিদের কোন গুণটি বর্তমান? (প্রয়োগ)
- ক প্রেমশক্তি
- খ চেতনাশক্তি
- গ দিব্যশক্তি
- ঘ জ্ঞানশক্তি
৪৩. মৌমিতা বলে বাংলাদেশের আকাশ নিত্য প্রসন্ন, এখানের জল শুদ্ধতায় পূর্ণ আর মাটিতে সোনা ফলে। বাংলার প্রতি তার ধারণার সঙ্গে কোন কবির মনোভাব সাদৃশ্যপূর্ণ? (প্রয়োগ)
- ক কায়কোবাদ
- খ আহসান হাবিব
- গ কাজী নজরুল ইসলাম
- ঘ সুকুমার রায়
৪৪. কাজী নজরুল ইসলামের ‘বাঙালির বাংলা’ প্রবন্ধটি পাঠের উদ্দেশ্য কী? (উচ্চতর দক্ষতা)
- ক বাঙালি জাতির বীরত্ব ও যুদ্ধ বিষয়ে জ্ঞান বৃদ্ধি
- খ বাঙালি জাতির ইতিহাস ও ঐতিহ্য বিষয়ে সচেতনতা সৃষ্টি
- গ বাঙালি জাতির দীনতা ও আলস্য সম্পর্কে অবগত হওয়া
- ঘ বাঙালি জাতির বিভিন্ন ক্ষমতা সম্পর্কে জ্ঞানবৃদ্ধি
৪৫. ‘বাঙালির বাংলা’ প্রবন্ধের মূল বিষয় কোনটি? (উচ্চতর দক্ষতা)
- ক সোনালি অতীতকে স্মরণ
- খ বাংলার সৌন্দর্য প্রকাশ
- গ বাঙালি সংস্কৃতির বিকাশ
- ঘ বাঙালিদের সমৃদ্ধ সম্পদের অপব্যবহার
৪৬. বাঙালিরা কোন কাজের মাধ্যমে নিজেদের সমৃদ্ধি অর্জন করতে পারে? (উচ্চতর দক্ষতা)
- ক কর্মঠ হওয়ার মাধ্যমে
- খ দাসত্ব থেকে মুক্তির মাধ্যমে
- গ প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে
- ঘ বিদেশিদের দেখভালের দায়িত্ব দেয়ার মাধ্যমে
৪৭. ‘বাঙালির বাংলা’ প্রবন্ধে কাজী নজরুল ইসলাম আমাদের কোন চেতনায় উদ্বুদ্ধ হওয়ার প্রেরণা জোগাচ্ছেন? (উচ্চতর দক্ষতা)
- ক আত্ম সমালোচনায়
- খ আত্ম জাগরণের
- গ সম্মিলিত জাগরণের
- ঘ জ্ঞানের জাগরণের
৪৮. বাঙালির অসাধ্য সাধনের জন্য করণীয় কী? (উচ্চতর দক্ষতা)
- ক শিক্ষা অর্জন
- খ অবিদ্যা থেকে মুক্তি লাভ
- গ মনকে পাষাণমুক্ত করা
- ঘ বিদেশিদের কূটবুদ্ধির জালে ফেলা
৪৯. বাঙালি জাতির মাঝে কর্মশক্তি না থাকার ফলাফল কী?
(উচ্চতর দক্ষতা)
- ক দিব্যশক্তি তমসাচ্ছন্ন হয়ে আছে
- খ ব্রহ্মশক্তি তমসাচ্ছন্ন হয়ে আছে
- গ জ্ঞানশক্তি তমসাচ্ছন্ন হয়ে আছে
- ঘ প্রেমশক্তি তমসাচ্ছন্ন হয়ে আছে
৫০. বাঙালি জাতির আলস্য ও কর্মবিমুখতা তাদের ওপর কী প্রভাব ফেলেছে? (উচ্চতর দক্ষতা)
- ক অসৎ ও অপরাধী জাতিতে পরিণত করেছে
- খ অলস ও গতিহীন জাতিতে পরিণত করেছে
- গ দীন ও ভিখারি জাতিতে পরিণত করেছে
- ঘ মূর্খ ও অহংকারী জাতিতে পরিণত করেছে
শব্দার্থ ও টীকা
৫১. ‘বাটপাড়ি’ শব্দের অর্থ কী? (জ্ঞান)
- ক একনিষ্ঠ
- খ প্রতারণা
- গ শাসন
- ঘ হতাশা
৫২. ‘দিব্যশক্তি’ শব্দের অর্থ কী? (জ্ঞান)
- ক দৈত্যদের শক্তি
- খ দেহের শক্তি
- গ ঐশ্বরিক শক্তি
- ঘ মনের শক্তি
৫৩. ‘তমঃ’ শব্দের অর্থ কী? (জ্ঞান)
- ক তন্দ্রা
- খ অন্ধকার
- গ নিত্য
- ঘ নিবিড়
৫৪. প্রকৃতির একটি গুণের প্রভাবে রিয়ার মনে অহংকার জন্মেছে। এ গুণটি কী? (প্রয়োগ)
- ক রজঃ
- খ তমঃ
- গ সত্ত্ব
- ঘ শাস্ত্র
৫৫. ‘ক্লৈব্য’ বলতে কী বোঝ? (অনুধাবন)
- ক জীর্ণতা
- খ হতাশা
- গ কাপুরুষতা
- ঘ অলসতা
৫৬. ‘সাত্ত্বিক’ শব্দের অর্থ কী? (প্রয়োগ)
- ক উদার
- খ সাতটি ত্বক
- গ স্বার্থত্যাগ
- ঘ ফলের আকাক্সক্ষাবিহীন
পাঠ-পরিচিতি
৫৭. ‘বাঙালির বাংলা’ প্রবন্ধটি ১৩৪৯ বঙ্গাব্দের ৩রা বৈশাখ কোন পত্রিকায় প্রকাশিত হয়? (জ্ঞান)
- ক শিখা
- খ নবযুগ
- গ ভারতী
- ঘ সবুজপত্র
৫৮. কাজী নজরুল ইসলামের মতে বাংলার প্রাকৃতিক পরিবেশ কেমন? (জ্ঞান)
- ক নির্মল
- খ মধুময়
- গ উজ্জ্বল
- ঘ শ্যামল
৫৯. ‘বাঙালির বাংলা’ প্রবন্ধটির লেখক কে? (জ্ঞান)
- ক কাজী নজরুল ইসলাম
- খ জসীমউদ্দীন
- গ মাইকেল মধুসূদন দত্ত
- ঘ রবীন্দ্রনাথ ঠাকুর
যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে যুক্ত থাকুন ফেইজবুক পেইজে এখানে ক্লিক করে।
- উত্তর ডাউনলোড করুন> (PDF) অষ্টম শ্রেণি:পড়ে পাওয়া বহুনির্বাচনি প্রশ্নের উত্তর (51-84)
- উত্তর ডাউনলোড করুন>ভাব ও কাজ:বহুনির্বাচনি প্রশ্নোত্তর (PDF)
- উত্তর ডাউনলোড করুন>ভাব ও কাজ:প্রবন্ধের কীসের মতো (PDF)
- উত্তর ডাউনলোড করুন>(PDF) অষ্টম শ্রেণি:পড়ে পাওয়া বহুনির্বাচনি প্রশ্নের উত্তর (85-112)
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।