৮ম শ্রেণির শিল্প ও সংস্কৃতি ২০২৪ || অ্যাসাইনমেন্ট ও মূল্যায়ন || Class 8 Shilpo o Sonskriti 2024, প্রিয় শিক্ষার্থীরা তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি ২০২৪ সালের নতুন কারিকুলাম এর অষ্টম শ্রেণির শিল্প ও সংস্কৃতি বই ও গাইড থেকে কিভাবে পড়তে হবে এবং সঠিক সমাধান সহ সকল প্রশ্নে উত্তর নিয়ে।
প্রিয় শিক্ষার্থীরা যারা এখানো আমাদের ফ্রি শিক্ষামূলক ওয়েবসাইট জাগোরিক সম্পর্কে জানে না তাদের কাছে পৌছানোর জন্য তোমরা তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে জানিয়ে দেও। যাতে তারাও তোমাদের মতো উপকৃত হতে পারে।
অ্যাসাইনমেন্ট
মূল্যায়ন নির্দেশনা অনুসরণে বাড়ির কাজ (একক কাজ)
নির্দেশনায়
শিক্ষকের নাম :———————–
বিষয় :———————————–
তারিখ :——————————-
সম্পাদনায়
শিক্ষার্থীর নাম :..——————————-
শ্রেণি :——————————————–
রোল :——————————————–
৮ম শ্রেণির শিল্প ও সংস্কৃতি ২০২৪ || অ্যাসাইনমেন্ট ও মূল্যায়ন
আরো দেখুন
বরিশাল ইতিহাস ঐতিহ্য
বরিশাল ইতিহাস ঐতিহ্য ।। বরিশাল বাংলাদেশের একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী অঞ্চল। এর ইতিহাস ও সংস্কৃতি দীর্ঘ এবং সমৃদ্ধ। বরিশালকে বলা...
ফ্রী শিক্ষামূলক ভিডিও মেকার,শিক্ষামূলক ভিডিও কিভাবে করা যায়
ফ্রী শিক্ষামূলক ভিডিও মেকার,শিক্ষামূলক ভিডিও কিভাবে করা যায়।। শিক্ষামূলক ভিডিও তৈরি করতে কিছু ধাপ অনুসরণ করা প্রয়োজন। এখানে কিছু ধাপ...
দাঁত ও দাঁতের মাড়ি সুস্থ রাখতে চাইলে যেসব কাজ গুলো করা জরুরী
প্রতিটি মানুষের সকল মন্ত্রের মূল চাবিকাঠী স্বাস্থ্য! স্বাস্থ্য ভালো থাকলে মন ভালো থাকে, কাজের অগ্রগতিও ভাড়ে, স্বাস্থ্য ভালো আপনার সব...
শান্তিগঞ্জের বগুলারকাড়া গ্রামের স্কুল মাঠে কাবাডি খেলা
শান্তিগঞ্জের বগুলারকাড়া গ্রামের স্কুল মাঠে কাবাডি খেলা।। সুনামগঞ্জ প্রতিনিধি।। গ্রামবাংলার প্রাচীনতম ঐতিহ্য বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি(হা ডু ডু) খেলার ঐতিহ্য...
অ্যাসাইনমেন্ট-১
অ্যাসাইনমেন্ট | নির্দেশনা |
রৈখিক পরিপ্রেক্ষিত | ১. রৈখিক পরিপ্রেক্ষিত সম্পর্কে লিখ ।
২.ছবি একে রৈখিক পরিপ্রেক্ষিত বোঝাও । |
উত্তর :
অ্যাসাইনমেন্টের শিরোনাম : রৈখিক পরিপ্রেক্ষিত
বর্ণনা : কাছের জিনিস বড় ও স্পষ্ট এবং দূরের জিনিস ছোট ও ঝাপসা এই বিষয়টি ছবিতে ফুটিয়ে তোলার পদ্ধতিকে ছবি আঁকার পরিপ্রেক্ষিত বলে। চতুর্দশ শতাব্দীর প্রথম দিকে ইতালীয় রেনেসাঁর শিল্পীরা অনেক পরীক্ষানিরীক্ষার পরে তাদের শিল্পকর্মে পরিপ্রেক্ষিতের প্রথম সঠিক প্রয়োগ ঘটান।
রেনেসাঁর যুগে সঠিকভাবে পরিপ্রেক্ষিতের প্রয়োগ পৃথিবীর শিল্পকলার ইতিহাসে এক যুগান্তকারী আবিষ্কার। রেখার সাহায্যে ফুটিয়ে তোলা পরিপ্রেক্ষিতকে রৈখিক পরিপ্রেক্ষিত বলে। এই পদ্ধতিতে চিত্রে কাছের বস্তুটি বড় এবং দূরের বস্তুটিকে তুলনামূলক ছোট করে আঁকা হয়।
এভাবে চিত্রে দূরত্ব, গভীরতা ইত্যাদিকে ফুটিয়ে তোলা হয়। চতুর্দশ শতাব্দীর প্রথম দিকে ইতালীয় রেনেসাঁর বিখ্যাত স্থপতি, শিল্পী ফিলিপ্পো ব্রুনেলেসচি নানাবিধ গবেষণার মধ্য দিয়ে প্রথম রৈখিক পরিপ্রেক্ষিত সম্পর্কে নির্ভুল ধারণা দেন ।
অ্যাসাইনমেন্ট-২
অ্যাসাইনমেন্ট | নির্দেশনা |
বায়বীয় পরিপ্রেক্ষিত | ১ . বিষয়বস্তুর আলোকে একটি ভূমিকা লিখ ।
২. বায়বীয় পরিপ্রেক্ষিত সম্পর্কে বর্ণনা দাও । |
উত্তর :
অ্যাসাইনমেন্টের শিরোনাম : বায়বীয় পরিপ্রেক্ষিত
যুগান্তকারী আবিষ্কার ভূমিকা : কাছের জিনিস বড় আর স্পষ্ট এবং দূরের জিনিস ছোট ও ঝাপসা এই বিষয়টি ছবিতে ফুটিয়ে তোলার পদ্ধতিকে ছবি আঁকার পরিপ্রেক্ষিত বলে।
চতুর্দশ শতাব্দীর প্রথমদিকে ইতালীয় রেনেসাঁর শিল্পীরা অনেক পরীক্ষানিরীক্ষার পরে তাদের শিল্পকর্মে পরিপ্রেক্ষিতের প্রথম সঠিক প্রয়োগ ঘটান। রেনেসাঁর যুগে সঠিকভাবে পরিপ্রেক্ষিতের প্রয়োগ পৃথিবীর শিল্পকলার ইতিহাসে এক যুগান্তরকারী আবিস্কার।
বায়বীয় পরিপ্রেক্ষিত : রঙের সাহায্যে ফুটিয়ে তোলা পরিপ্রেক্ষিতকে বায়বীয় পরিপ্রেক্ষিত বলে। এই পদ্ধতিতে ছবিতে কাছের বস্তুটির রং গাঢ় আর স্পষ্ট এবং দূরের বস্তুটির রং ক্রমশ হালকা ও অস্পষ্ট করে আঁকা হয় । এভাবে চিত্রে দূরত্ব, গভীরতা ইত্যাদিকে ফুটিয়ে তোলা হয় ।
ইতালীয় রেনেসাঁর সবচেয়ে গুরুত্বপূর্ণ শিল্প লিওনার্দো দা ভিঞি প্রথম বায়বীয় পরিপ্রেক্ষিতের সঠিক বর্ণনা প্রদান করেন এবং তার অমর শিল্পকর্মগুলোতে এই পদ্ধতি সঠিকভাবে ব্যবহার করেন ।
অ্যাসাইনমেন্ট-৩
অ্যাসাইনমেন্ট | নির্দেশনা |
ভূমিকা অভিনয় নিয়ে একটি অ্যাসাইনমেন্ট তৈরি কর । | ১. ভূমিকাভিনয়ের সংজ্ঞা লিখ ।
২.ভূমিকাভিনয় করার কৌশল লিখ । |
উত্তর :
অ্যাসাইনমেন্টের শিরোনাম : ভূমিকাভিনয়
বর্ণনা : কোনো বিষয়বস্তু বা ঘটনা নাটক কিংবা অভিনয়ের মাধ্যমে উপস্থাপন করাই হলো ভূমিকাভিনয়। এক্ষেত্রে বাস্তবভিত্তিক কোনো বিষয় সহজে তুলে ধরা যায়।
পাঠ্যবইয়ের বিষয়বস্তু ভূমিকাভিনয়ের মাধ্যমে উপস্থাপিত হলে শিক্ষার্থীরা তা আনন্দের সাথে উপভোগ করে। শিক্ষার্থীরা বিভিন্ন চরিত্রে অভিনয় করে বলে শিক্ষণীয় বিষয়বস্তু জীবন্ত হয়ে ওঠে। এ কারণে ভূমিকাভিনয় একটি কার্যকর শিক্ষাদান পদ্ধতি। ভূমিকাভিনয় একক বা দলগত হতে পারে ।
ভূমিকাভিনয় করার কৌশল
- বিষয়বস্তু সম্পর্কে পরিপূর্ণ ধারণা নেওয়া ।
- দলগত অভিনয়ের ক্ষেত্রে সদস্যরা কে, কোন ভূমিকায় অভিনয় করবে তা নির্ধারণ করা ।
- বিষয় চরিত্র নিজের মধ্যে ধারণ/আত্মস্থ করা ।
- বিষয়বস্তুর সাথে মিল রেখে প্রয়োজনে অভিনয়ের পরিবেশ সৃষ্টি করা।
- সহজ ও সাবলীলভাবে সংলাপ বলা ।
- চরিত্রের সাথে মিল রেখে শারীরিক অভিব্যক্তি প্রকাশ করা।
- অন্যান্য সদস্যাদের সংলাপের সাথে ধারাবাহিকতা ও সমন্বয় রাখা ।
- শ্রেণিকক্ষে ভূমিকাভিনয় করার সময় রঙ্গমঞ্চ, নাটকের পোশাক-পরিচ্ছদ, দৃশ্যপট ইত্যাদি না হলেও চলে ।
- অতিরঞ্জিত না হওয়ার দিকে সতর্ক থাকা ।
- অভিনয় শেষে দর্শকদের মতামত নেওয়া প্রভৃতি ।
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।