PDF তৃতীয় শ্রেণির বাংলা পাঠ-২৩ তালগাছ- রবীন্দ্রনাথ ঠাকুর প্রশ্ন উত্তর।। 2024 সালের নতুন বছরের নতুন বই থেকে সৃজনশীল প্রশ্ন উত্তর সহ সকল বিষয় নিয়মিত আপলোড করা হয় জাগোরিক এ।
তৃতীয় শ্রেণি ● আমার বাংলা বই ● অধ্যায়ভিত্তিক কাজের সমাধান পাঠ-২৩: তালগাছ-রবীন্দ্রনাথ ঠাকুর, পাঠ্যবইয়ের অনুশীলনমূলক কাজের সমাধান হতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সব প্রশ্ন উত্তর গুলো আমাদের এই পোস্টে আলোচনা করা হয়েছে। অতএব সম্পূর্ণ পোস্টটি মনযোগ সহকারে পড়ুন।
PDF তৃতীয় শ্রেণির বাংলা পাঠ-২৩ তালগাছ-রবীন্দ্রনাথ ঠাকুর প্রশ্ন উত্তর
তৃতীয় শ্রেণি ● আমার বাংলা বই ● অধ্যায়ভিত্তিক কাজের সমাধান
পাঠ-২৩: তালগাছ- রবীন্দ্রনাথ ঠাকুর
এই বিভাগে আরো দেখুন
- আরো পড়ুন: PDF তৃতীয় শ্রেণির বাংলা পাঠ-১৯: ঢাকাই সমলিন প্রশ্ন উত্তর
- আরো পড়ুন: PDF তৃতীয় শ্রেণির বাংলা পাঠ-২০ হজরত আবু বকর (রা.) প্রশ্ন উত্তর
- আরো পড়ুন: PDF তৃতীয় শ্রেণির বাংলা পাঠ-২১ আমার পণ-মদনমোহন তর্কালঙ্কার প্রশ্ন উত্তর
- আরো পড়ুন: PDF তৃতীয় শ্রেণির বাংলা পাঠ-২২ মানব জয়ের গল্প প্রশ্ন উত্তর
পাঠ-২৩: তালগাছ-রবীন্দ্রনাথ ঠাকুর
পাঠ্যবইয়ের অনুশীলনমূলক কাজের সমাধান
শব্দ শিখি
সাধ – ইচ্ছা
ফুঁড়ে – ভেদ
পত্তর – পাতা, পত্র
আরবার – আবার
বাক্য বলি ও লিখি
তালগাছ আমাদের বাড়িতে একটি তালগাছ আছে।
মেঘ শরৎকালে আকাশে মেঘ থাকে।
ইচ্ছা আমার নদীতে গোসল করতে ইচ্ছে করে।
ঝরঝর ঝরঝর করে বৃষ্টি নামল
হাওয়া হাওয়া বয়ে যায়।
পৃথিবী আমরা পৃথিবীতে বসবাস করি।
আমার চেনা পাঁচটি গাছের নাম বলি ও লিখি
উত্তর: আমার চেনা পাঁচটি গাছের নাম হলো: আম গাছ, কাঁঠাল গাছ,জাম গাছ, লিচু গাছ, কলা গাছ।
যুক্তবর্ণ ভেঙ্গে লিখি
ইচ্ছা চ্ছ চ + ছ
থথুর থু থ + থ
পত্তর ত্ত ত + ত
প্রশ্ন: কবিতাটি দেখে দেখে সুন্দর করে বলি
উত্তর: শিক্ষকের সহায়তায় নিজে নিজে বল।
বুঝে নিই
উঁকি মারে আকাশে – মুখ বাড়িয়ে আকাশ দেখে।
মেঘ ফঁড়ে যায় – মেঘ ফুটো করে উপরে উঠে যায়।
ফেরে তার মনটি – মন ফিরে আসে।
মা যে হয় মাটি তার – তার কাছে মাটিকে মা মনে হয়।
প্রশ্ন: কবিতাটির কবির নাম কী?
উত্তর: কবিতাটির কবির নাম রীন্দ্রনাথ ঠাকুর।
প্রশ্ন: তালগাছ কীভাবে দাঁড়িয়ে আছে?
উত্তর: তালগাছ এক পাঁয়ে দাঁড়িয়ে আছে।
প্রশ্ন: বাতাস হলে তালগাছের পাতা কেমন করে কাঁপে?
উত্তর:বাতাস হলে তালগাছেরপাতা ঝরঝর থথুর করে কাঁপে।
প্রশ্ন: তালগাছ মনে মনে কাকে মা বলে ভাবে?
উত্তর: তালগাছ মনে মনে মাটিকে মা ভাবে।
সঠিক উত্তরটি বলি ও লিখি
তালগাছ উঁকি মারে
ক. আকাশে√ খ. বাতাসে
গ. জানালায় ঘ. দরজায়
তালগাছের মনের ইচ্ছা
ক. সব গাছের চেয়ে উঁচুতেউঠবে
খ. কালো মেঘ ফুঁড়ে উড়ে যাবে√
গ. আকাশে উঁকি মেরে দেখবে
ঘ. এক পায়ে দাঁড়িয়ে থাকবে
বাতাস হলে তালগাছের
ক. পাতা কাঁপা থেমে যায়
খ. মনের ইচ্ছ থেমে যায়
গ. থথুর করে পাতা কাঁপে√
ঘ. থথুর করে পাঁ কাপে
দাগ টেনে মিল করি
তালগাছ ঠিক তার মাথাতে
তাইতে সে মা যে হয় মাটি তার
মনে সাধ হাওয়া যেই নেমে যায়
তার পরে এক পায়ে দাঁড়িয়ে
যেই ভাবে কালো মেঘ ফুঁড়ে যায়
উত্তর:
তালগাছ এক পায়ে দাঁড়িয়ে
তাইতে সে ঠিক তার মাথাতে
মনে সাধ কালো মেঘ ফুঁড়ে যায়
তার পরে হাওয়া যেই নেমে যায়
যেই ভাবে মা যে হয় মাটি তার
গাছ আমাদের কী কী কাজে লাগে তা বলি ও লিখি
গাছ আমাদের পরম বন্ধু। গাছ আমাদের নানা কাজে লাগে।যেমন:- ১. গাছ আমাদের ছায়া দেয়। ২. ফুল ও ফল দেয়। ৩. গাছআমাদের কাঠ দেয়। ৪. গাছ থেকে আমরা জ্বালানি পাই ইত্যাদি।
- আরো পড়ুন: PDF তৃতীয় শ্রেণির বাংলা পাঠ-২৩ তালগাছ-রবীন্দ্রনাথ ঠাকুর প্রশ্ন উত্তর
- আরো পড়ুন: তৃতীয় শ্রেণির বাংলা পাঠ-২৪ সেই সাহসী ছেলে প্রশ্ন উত্তর PDF
- আরো পড়ুন: তৃতীয় শ্রেণির বাংলা পাঠ-২৫: আদর্শ ছেলে- কুসুমকুমারী দাশ প্রশ্ন উত্তর
- আরো পড়ুন: তৃতীয় শ্রেণির বাংলা পাঠ-২৬ মুক্তিযুদ্ধে রাজারবাগ প্রশ্ন উত্তর PDF
- আরো পড়ুন: তৃতীয় শ্রেণির বাংলা পাঠ-২৭-২৮: নিজের মতো লিখি ও প্রতিযোগিতায় নাম লিখি প্রশ্ন উত্তর
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।