PDF তৃতীয় শ্রেণির নতুন বাংলা বালুচরে একদিন‘র প্রশ্ন উত্তর ।। 2024 সালের নতুন বছরের নতুন বই থেকে প্রশ্ন উত্তর সহ সকল বিষয় নিয়মিত আপলোড করা হয় জাগোরিক এ।
তৃতীয় শ্রেণি ● আমার বাংলা বই ● অধ্যায়ভিত্তিক কাজের সমাধান পাঠ-১১: বালুচরে একদিন পাঠ্যবইয়ের অনুশীলনমূলক হতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সব প্রশ্ন উত্তর গুলো আমাদের এই পোস্টে আলোচনা করা হয়েছে। অতএব সম্পূর্ণ পোস্টটি মনযোগ সহকারে পড়ুন।
PDF তৃতীয় শ্রেণির নতুন বাংলা বালুচরে একদিন‘র প্রশ্ন উত্তর
তৃতীয় শ্রেণি ● আমার বাংলা বই ● অধ্যায়ভিত্তিক কাজের সমাধান
পাঠ-১১: বালুচরে একদিন
এই বিভাগে আরো দেখুন
- আরো পড়ুন: তৃতীয় শ্রেণির আমার বাংলা বই ২০২৪, পাঠ-৮ ব্যাঙের সাজা প্রশ্ন-উত্তর
- আরো পড়ুন: তৃতীয় শ্রেণির আমার বাংলা বই ২০২৪, পাঠ-৯ আনন্দের দিন প্রশ্ন-উত্তর
- আরো পড়ুন: PDF তৃতীয় শ্রেণির আমার বাংলা বই: পাঠ-১০ আনন্দের দিন সৃজনশীল প্রশ্ন উত্তর
পাঠ-১১: বালুচরে একদিন
পাঠ্যবইয়ের অনুশীলনমূলক কাজের সমাধান
শব্দ শিখি
উঁকি দেওয়া- আড়াল থেকে দেখা
মিনার- দালানের উঁচু চূড়া
বাদল- বৃষ্টি
চর- নদীতে তৈরি হওয়া বালুময় ভূমি
নলখাগড়া- নলের মতো লম্বা ঘাস
ঘাঁটি- আস্তানা
বাক্য বলি ও লিখি
প্রশ্ন: নদী বাংলাদেশ নদীমাতৃক দেশ।
নৌকা নদীর তীর ধরে নৌকা চলছে।
মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধারা দেশের জন্য যুদ্ধ করেছেন।
বালুচর শিশুরা বালুচরে খেলছে।
ডানপাশ থেকে শব্দ নিয়ে খালি জায়গা পূরণ করি
সুপারি গাছের সারি দিয়ে উঁকি দেয়।
নদীর চরে মেলা বসে।
টলটল করছে।
ঘাড় বাঁকা করে এক পায়ে দাঁড়িয়ে আছেÑ।
নদীর পানি
সাদা বক
সকালে সূর্য
পাখিদের
উত্তর: সুপারি গাছের সারি দিয়ে উঁকিদেয় সকালের সূর্য।
নদীর চরে পাখিদের মেলা বসে।
টলটল করছে নদীর পানি।
ঘাড় বাঁকা করে এক পায়ে দাঁড়িয়ে আছে সাদা বক।
বিপরীত শব্দ জেনে নেই
শব্দ বিপরীত শব্দ
গ্রাম শহর
সাদা কালো
শীতল উষ্ণ
পরিষ্কার নোংরা
দূর নিকট
সঠিক উত্তরটি বলি ও লিখি
তিথির গ্রামের নাম-
ক. মধুপুর খ. অচিনপুর √
গ. শফিপুর ঘ. নাজিরপুর
নদীর চরে পাখিদের মেলা বসানোর কথা বললেন
ক. গণেশ কাকা খ. হামিদ চাচা
গ. নাদের চাচা √ ঘ. মধু কাকা
মাটি দিয়ে শখের হাঁড়ি বানান-
ক. নাদের চাচা খ. হামিদ চাচা
গ. মধু কাকা √ ঘ. গণেশ কাকা
নলখাগড়ার গায়ে চুপচাপ বসে আছে
ক. মাছরাঙা √ খ. গাঙচিল
গ. শালিক ঘ. সাদা বক
মুক্তিযুদ্ধ হয়েছিল-
ক. ১৯৪৭ খ. ১৯৫২
গ. ১৯৬৯ ঘ. ১৯৭১ √
বুঝে নেই-
কুমারপাড়া- কুমারেরা যেখানে একসাথে বাস করে।
শখের হাঁড়ি- যে হাঁড়িতে শখের জিনিস রাখা হয়।
দ্বীপ- চারদিকে পানি দিয়ে ঘেরা ভূখ-।
মুখে মুখে উত্তর বলি ও লিখি
প্রশ্ন: গ্রামের প্রকৃতি তিথির কেমন লাগে?
উত্তর: গ্রামের তিথির খুব ভালো লাগে।
প্রশ্ন: নৌকায় করে তিথিরা কোথায় গেল?
উত্তর: নৌকায় করে তিথিরা নদীর চরে বেড়াতে গেল।
প্রশ্ন: চরে কারা ঘাঁটি গেড়েছিল?
উত্তর: চরে মুক্তিযোদ্ধারা ঘাঁটি গেড়েছিল।
প্রশ্ন: নাদের ঝুড়িতে কী কী মাছ ছিল?
উত্তর: নাদের চাচার চাচার ঝড়িতে পাবদা, পুঁটি আর একটি মাঝারি আকারের বোয়াল মাছ ছিল।
প্রশ্ন: তিথি কেন পাখিদের জন্য ভাবছিল?
উত্তর: ঝড় শুরু হয়েছে। ঝড়ে পাখিগুলো এখন কী করছেন? এজন্য তিথি পাখিদের জন্য ভাবছিল।
- আরো পড়ুন: PDF তৃতীয় শ্রেণির নতুন বাংলা বালুচরে একদিন‘র সৃজনশীল প্রশ্ন উত্তর
- আরো পড়ুন: PDF তৃতীয় শ্রেণির নতুন বাংলা পাঠ-১২: আমাদের গ্রাম বন্দে আলী মিঞা‘র সৃজনশীল প্রশ্ন উত্তর
- আরো পড়ুন: তৃতীয় শ্রেণির বাংলা পাঠ: ১৩, নদীর দেশ‘র সৃজনশীল প্রশ্ন উত্তর PDF
বিরামচিহ্ন বসিয়ে বাক্য লিখি
প্রশ্ন: ঢাকা থেকে অনেক দূরে ছোট্ট একটা গ্রাম।
কী শীতল!
উত্তর: তিথি চিৎকার করে উঠল, বাব, কী সুন্দর! গণেশ কাকা বললেন, ফিরতে হবে।
PDF তৃতীয় শ্রেণির নতুন বাংলা বালুচরে একদিন‘র সৃজনশীল প্রশ্ন উত্তর
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।