class Eight Health Protection 2024 || ১ম অধ্যায় টকশো ও মূল্যবোধ এর সমাধান ৮ম শ্রেণির স্বাস্থ্য সুরক্ষা ২০২৪ || প্রিয় শিক্ষার্থীরা তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি ২০২৪ সালের নতুন কারিকুলাম এর ৮ম শ্রেণির স্বাস্থ্য সুরক্ষা – Class Eight Health Protection 2024 বই ও গাইড থেকে কিভাবে পড়তে হবে এবং সঠিক সমাধান সহ সকল প্রশ্নে উত্তর নিয়ে।
প্রিয় শিক্ষার্থীরা যারা এখানো আমাদের ফ্রি শিক্ষামূলক ওয়েবসাইট জাগোরিক সম্পর্কে জানে না তাদের কাছে পৌছানোর জন্য তোমরা তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে জানিয়ে দেও। যাতে তারাও তোমাদের মতো উপকৃত হতে পারে।
টকশো
সমসাময়িক বা নির্দিষ্ট কোনো বিষয়ের ওপর আলোচনার জন্য সংশ্লিষ্ট বিষয়ে, জ্ঞান রাখেন এমন বিশেষজ্ঞ একাধিক ব্যক্তিবর্গ নিয়ে টেলিভিশনের পর্দায় যে উন্মুক্ত আলোচনার আয়োজন করা হয় তাকেই টকশো বলে ।
এক্ষেত্রে একজন উপস্থাপক যা উপস্থাপিকা সঞ্চালকের ভূমিকা পালন করে থাকেন। টকশো হলো এমন একটি প্রোগ্রাম যেখানে আমন্ত্রিত ব্যক্তিদের বিভিন্ন বিষয়ে প্রশ্ন করে মতামত গ্রহণ করা হয়। একটি টকশোতে একজন সঞ্চালক থাকেন এবং এক বা একাদিক আমন্ত্রিত ব্যক্তি থাকেন।
সঞ্চালক কোনো বিষয় বা ঘটনা সম্পর্কে আমন্ত্রিত ব্যক্তিদের প্রশ্নের মাধ্যমে তাদের মতামত জানতে চান। অতিথিগন পর্যায়ক্রমে পক্ষে বিপক্ষে আলোচনা করেন, যুক্তি-তর্ক উপস্থাপন করেন।
শিক্ষার্থীরা চাইলে ক্লাশেও এধরনের টকশোর আয়োজন করতে পার এজন্য তোমরা দুটি দলে ভাগ হয়ে নাও। দুই দল থেকে দুইজন বক্তা বেছে নাও। যারা সংশ্লিষ্ট বিষয়ের ওপর প্রতিনিধিত্ব করবে। আরেকজন সঞ্চালক নির্বাচন কর।
এবার তিনজন সামনে বসো। সঞ্চালক যিনি সে বক্তাদের সংশ্লিষ্ট বিষয় নিয়ে বিভিন্ন প্রশ্ন করে বক্তাদের মতামত নিবে। এভাবেই তোমাদের ক্লাশে একটি টকশোর আয়োজন হয়ে যাবে ।
class Eight Health Protection 2024 || ১ম অধ্যায় টকশো ও মূল্যবোধ এর সমাধান
আরো দেখুন
বরিশাল ইতিহাস ঐতিহ্য
বরিশাল ইতিহাস ঐতিহ্য ।। বরিশাল বাংলাদেশের একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী অঞ্চল। এর ইতিহাস ও সংস্কৃতি দীর্ঘ এবং সমৃদ্ধ। বরিশালকে বলা...
ফ্রী শিক্ষামূলক ভিডিও মেকার,শিক্ষামূলক ভিডিও কিভাবে করা যায়
ফ্রী শিক্ষামূলক ভিডিও মেকার,শিক্ষামূলক ভিডিও কিভাবে করা যায়।। শিক্ষামূলক ভিডিও তৈরি করতে কিছু ধাপ অনুসরণ করা প্রয়োজন। এখানে কিছু ধাপ...
দাঁত ও দাঁতের মাড়ি সুস্থ রাখতে চাইলে যেসব কাজ গুলো করা জরুরী
প্রতিটি মানুষের সকল মন্ত্রের মূল চাবিকাঠী স্বাস্থ্য! স্বাস্থ্য ভালো থাকলে মন ভালো থাকে, কাজের অগ্রগতিও ভাড়ে, স্বাস্থ্য ভালো আপনার সব...
শান্তিগঞ্জের বগুলারকাড়া গ্রামের স্কুল মাঠে কাবাডি খেলা
শান্তিগঞ্জের বগুলারকাড়া গ্রামের স্কুল মাঠে কাবাডি খেলা।। সুনামগঞ্জ প্রতিনিধি।। গ্রামবাংলার প্রাচীনতম ঐতিহ্য বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি(হা ডু ডু) খেলার ঐতিহ্য...
মূল্যবোধ
যে চিন্তাভাবনা, লক্ষ্য, উদ্দেশ্য ও সংকল্প মানুষের সামগ্রিক আচার-ব্যবহার এবং কর্মকাণ্ডকে নিয়ন্ত্রিত ও পরিচালিত করে, তাকে মূল্যবোধ বলে । সমাজবিজ্ঞানী এফ. ই. স্পেন্সার বলেছেন, ‘মূল্যবোধ হলো একটি মানদণ্ড, যা আচরণের ভালো-মন্দ বিচারের এবং সম্ভাব্য বিভিন্ন লক্ষ্য থেকে কোনো একটি পছন্দ করার ক্ষেত্রে ব্যবহৃত হয়। মূলকথা হলো, মূল্যবোধ আমাদের লক্ষ্য নির্ধারণেও প্রভাববিস্তার করে।
তবে সব সমাজে মূল্যবোধের প্রকাশ একই রকম না-ও হতে পারে। যেমন : ধরা যাক, শুভেচ্ছা বিনিময়ের কথা; কোনো কোনো দেশে কারো সঙ্গে সাক্ষাৎ হলে সালামের মাধ্যমে শুভেচ্ছা বিনিময় করা হয়। আবার কোনো দেশে কারো সঙ্গে দেখা হলে গুড মর্নিং অথবা গুড ইভিনিং জানিয়ে শুভেচ্ছা বিনিময় করা হয়।
কারো সঙ্গে দেখা হলে শুভেচ্ছা বিনিময় করতে হয়। এটি হলো মূল্যবোধ, যার প্রকাশ একেক দেশে একেক রকম। সুতরাং বলা যায়, স্থান পরিবর্তনের কারণে মূল্যবোধ প্রকাশে পরিবর্তন ঘটতে পারে।
আবার সময়ের পরিবর্তনের সঙ্গেও অনেক সামাজিক মূল্যবোধের পরিবর্তন হয়। এই কারণে আমাদের সিদ্ধান্ত গ্রহণের সময় দেশে ও আন্তর্জাতিক পরিমণ্ডলে বিদ্যমান মূল্যবোধ বিবেচনায় রাখতে হয়। মনে রাখতে হবে, আমাদের আগ্রহ বা ইচ্ছার প্রতিফলনে মূল্যবোধ একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে প্রভাববিস্তার করে।
পেশাগত লক্ষ্য অর্জনে যে যে মূল্যবোধ চর্চা করা হয়-
- সততা বজায় রাখা
- প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনে কাজ করা
- সবার সাথে উত্তম ব্যবহার করা
- দেশ ও সমাজের কল্যাণে কাজ করা
- প্রতিষ্ঠানের স্বার্থে নিজস্ব স্বার্থ ত্যাগ করা
- কাউকে না ঠকানো
- দেশীয় আইন মান্য করা
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।