Class 8 Digital-2024 || প্রতিবেদন তৈরী করার কৌশল ও সমাধান || ৮ম শ্রেণির ডিজিটাল প্রযুক্তি 2024।। ৮ম শ্রেণির ডিজিটাল প্রযুক্তি বই ২০২৪ || Class 8 Digital Technology book Solution || প্রিয় শিক্ষার্থীরা তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি ২০২৪ সালের নতুন কারিকুলাম এর ৮ম শ্রেণির ডিজিটাল প্রযুক্তি বই ২০২৪ বই কিভাবে পড়তে হবে এবং সঠিক সমাধান সহ সকল প্রশ্নের উত্তর নিয়ে।
যারা এখানো আমাদের ফ্রি শিক্ষামূলক ওয়েবসাইট জাগোরিক সম্পর্কে জানে না তাদের কাছে পৌছানোর জন্য তোমরা তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে জানিয়ে দেও। যাতে তারাও তোমাদের মতো উপকৃত হতে পারে।
প্রতিবেদন
বর্তমান সময়ের একটি বিরাট সমস্যা হয়ে দাঁড়িয়েছে সর্বত্র ভুল তথ্যের বিস্তার। দৈনন্দিন জীবনে অহরহ ভুল তথ্যের বিস্তার ঘটে থাকে । সামাজিক যোগাযোগ মাধ্যম সবার হাতের মুঠোয় চলে আসায় ভুল তথ্যের বিস্তারের আশঙ্কা বেড়েছে।
তথ্যের সঠিকতা ও সত্যতা যাচাই না করেই তা অন্যদের কাছে ছড়িয়ে দেয়ায় ভুল তথ্যের বিস্তার ঘটছে এবং তা ক্ষতিকর প্রভাব ফেলছে। যেসব কনটেন্টে তথ্য বিকৃত বা ভুল থাকে তা ব্যবহারকারী ও সমাজের উপর ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। অনলাইনে প্রচারিত ভুল তথ্যের প্রভাবে সমাজে দ্বন্দ্ব, কলহ, সংঘাত সৃষ্টি হতে পারে।
অসত্য তথ্য পেয়ে ভুল পথে মানুষ পা বাড়াতে পারে। চিকিৎসা বা স্বাস্থ্যবিষয়ক ভুল তথ্য মানুষের জন্য মৃত্যুর কারণও হতে পারে। সর্বোপরি বিভ্রান্তিমূলক বা প্রতারণামূলক ভুল তথ্য যেসব কনটেন্টে সাম্প্রদায়িক সহিংসতা থাকে সেগুলো সমাজ, দেশ ও বিশ্বের জন্য ব্যাপক ক্ষতির ঝুঁকি ডেকে আনে।
তাই সঠিকতা নির্ণয় করে তবেই কোনো তথ্য অন্যের নিকট শেয়ার করা উচিত। এ ব্যাপারে সংশ্লিষ্টদের অগ্রণী ভূমিকা প্রয়োজন ।
Class 8 Digital-2024 || প্রতিবেদন তৈরী করার কৌশল ও সমাধান
আরো দেখুন
বরিশাল ইতিহাস ঐতিহ্য
বরিশাল ইতিহাস ঐতিহ্য ।। বরিশাল বাংলাদেশের একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী অঞ্চল। এর ইতিহাস ও সংস্কৃতি দীর্ঘ এবং সমৃদ্ধ। বরিশালকে বলা...
ফ্রী শিক্ষামূলক ভিডিও মেকার,শিক্ষামূলক ভিডিও কিভাবে করা যায়
ফ্রী শিক্ষামূলক ভিডিও মেকার,শিক্ষামূলক ভিডিও কিভাবে করা যায়।। শিক্ষামূলক ভিডিও তৈরি করতে কিছু ধাপ অনুসরণ করা প্রয়োজন। এখানে কিছু ধাপ...
দাঁত ও দাঁতের মাড়ি সুস্থ রাখতে চাইলে যেসব কাজ গুলো করা জরুরী
প্রতিটি মানুষের সকল মন্ত্রের মূল চাবিকাঠী স্বাস্থ্য! স্বাস্থ্য ভালো থাকলে মন ভালো থাকে, কাজের অগ্রগতিও ভাড়ে, স্বাস্থ্য ভালো আপনার সব...
শান্তিগঞ্জের বগুলারকাড়া গ্রামের স্কুল মাঠে কাবাডি খেলা
শান্তিগঞ্জের বগুলারকাড়া গ্রামের স্কুল মাঠে কাবাডি খেলা।। সুনামগঞ্জ প্রতিনিধি।। গ্রামবাংলার প্রাচীনতম ঐতিহ্য বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি(হা ডু ডু) খেলার ঐতিহ্য...
কার্যক্রম ০৬ | সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে মেঘনা নদীর বন্যার পরিস্থিতি নিয়ে একটি ছবি দেখেছি। ছবিটি আমার কাছে খানিকটা সন্দেহজনক মনে হয়েছে। গুগলের ‘রিভার্স সার্চ’ পদ্ধতি ব্যবহার করে ছবিটির সত্যতা যাচাই করব।
প্রয়োজনীয় উপকরণ : কম্পিউটার, ইন্টারনেট, পাঠ্যবই।
কাজের ধারা :
১. যে ছবিটি নিয়ে আমরা সন্দিহান সে ছবিটি প্রথমে কম্পিউটারে সংরক্ষণ (সেইভ) করে রাখব ।
২. প্রথমে গুগলের হোম পেজে যাব।
৩. হোমপেজ থেকে ‘ইমেজ’ অপশন সিলেক্ট করব।
৪. এবার সার্চ বার থেকে ইমেজ এ ক্লিক করব। ক্লিক করলে কম্পিউটারের কোন জায়গায় আমরা ছবিটি রেখেছি সেখান থেকে ছবিটি সিলেক্ট করব। এছাড়া ছবিটির যদি কোনো লিংক থাকে সেটিও এখানে ‘Paste’ করতে পারি ।
৫. ‘Enter’-এ ক্লিক করলে ঐ ছবিটির সাথে সম্পর্কিত যত ছবি, ওয়েবসাইট, লিংক বা তথ্য আছে সব সাজেশান চলে আসবে ।
৬. এবার আমরা এগুলো চেক করলে সর্বপ্রথম ছবিটি পেয়ে যাব অথবা সম্পর্কিত সব ছবি পেয়ে যাব। যার তারিখ দেখে আমরা বুঝতে পারব এই ছবিটি আসলে কবে, কীভাবে সর্বপ্রথম ইন্টারনেটে আপলোড হয়েছিল।
নমুনা উত্তর
১. প্রথমে গুগলের হোম পেজে যাব। Images অপশনে ক্লিক করব।
Image Link: https://prnt.sc/16165xta_ZG2
২. Upload a file অপশনে ক্লিক করে আমরা ছবিটি সিলেক্ট করব। এছাড়া ছবির যদি কোনো লিংক থাকে সেটিও কপি করে মার্ককৃত অংশে পেস্ট করতে পারব।
Image Link:https://prnt.sc/oW1W80LTFhEK
৩. যে ছবির রিভার্স সার্চ করব তা কম্পিউটার থেকে সিলেক্ট করি।
Image Link:https://prnt.sc/RLHAuHB-xoay
৪. আমাদের সিলেক্টকৃত ছবিটি সার্চ দিলে নিচের পেজটি আসবে। আমার সিলেক্ট করা ছবিসহ সব ছবি পেয়ে যাব ।
Image Link:https://prnt.sc/iKJmn_KZRXTO
৫. Find image Source-এ ক্লিক করলে সর্বপ্রথম কবে ছবিটি আপলোড হয়েছিল সেই তথ্য পেয়ে যাব।
Image Link:https://prnt.sc/kOoUe07jEZiu
এখানে আমরা দেখতে পাচ্ছি যে, ছবিটি যমুনা নদীর বন্যা পরিস্থিতির একটি ছবি যা ৩ সেপ্টেম্বর ২০২৩ তারিখে সর্বপ্রথম ইন্টারনেটে আপলোড হয়েছিল।
কাজ-৬ এর পারদর্শিতার মাত্রা নির্ণয়
পারদর্শিতা সূচক | পারদর্শিতার মাত্রা | ||
D | O | Δ | |
৬.৮.১.৩ প্রযুক্তি ব্যবহার প্রযুক্তি ব্যবহার করে বস্তুনিষ্ঠ তথ্য নির্বাচন করতে পারছে | প্রযুক্তি ব্যবহার করে একটি উৎসের নির্বাচন করে যথার্থতা বিবেচনা করে বস্তুনিষ্ঠ তথ্য নির্বাচন করতে পারছে | প্রযুক্তি ব্যবহার করে একই ধরনের একাধিক উৎসের যথার্থতা বিবেচনা করে বস্তুনিষ্ঠ তথ্য নির্বাচন করতে পারছে | প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন ধরনের একাধিক উৎসের যথার্থতা বিবেচনা করে বস্তুনিষ্ঠ তথ্য নির্বাচন করতে পারছে |
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।