PDF তৃতীয় শ্রেণির আমার বাংলা বই: পাঠ-১০ আনন্দের দিন প্রশ্ন উত্তর।। 2024 সালের নতুন বছরের নতুন বই থেকে প্রশ্ন উত্তর সহ সকল বিষয় নিয়মিত আপলোড করা হয় জাগোরিক এ।
তৃতীয় শ্রেণি ● আমার বাংলা বই ● অধ্যায়ভিত্তিক কাজের সমাধান পাঠ-১০: আনন্দের দিন হতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সব প্রশ্ন উত্তর গুলো আমাদের এই পোস্টে আলোচনা করা হয়েছে। অতএব সম্পূর্ণ পোস্টটি মনযোগ সহকারে পড়ুন।
PDF তৃতীয় শ্রেণির আমার বাংলা বই: পাঠ-১০ আনন্দের দিন প্রশ্ন উত্তর
তৃতীয় শ্রেণি ● আমার বাংলা বই ● অধ্যায়ভিত্তিক কাজের সমাধান
পাঠ-১০: আনন্দের দিন
এই বিভাগে আরো দেখুন
- আরো পড়ুন: তৃতীয় শ্রেণির আমার বাংলা বই ২০২৪, পাঠ-৮ ব্যাঙের সাজা প্রশ্ন-উত্তর
- আরো পড়ুন: তৃতীয় শ্রেণির আমার বাংলা বই ২০২৪, পাঠ-৯ আনন্দের দিন প্রশ্ন-উত্তর
- আরো পড়ুন: PDF তৃতীয় শ্রেণির আমার বাংলা বই: পাঠ-১০ আনন্দের দিন সৃজনশীল প্রশ্ন উত্তর
বাক্য লিখি
মতামত : আমাদের সকলের মতামত শোনা উচিত।
জাদুঘর : আমরা জাদুঘরে গিয়ে অনেক কিছু দেখেছি।
নোটবুক : নোটবুকে সকল তথ্য লিখে রাখো।
প্রাচীন : লালবাগ কেল্লা একটি প্রাচীন স্থাপনা।
তালিকা : নোটবুকে আমার দেখা সবকিছুর তালিকা করেছি।
যুক্তবর্ণ ভেঙে লিখি এবং নতুন শব্দ বানাই
কেল্লা ল ল + ল = গোল্লা, আল্লাহ, পল্লব, কল্লোল, ভাল্লুক
ঘণ্টা ণ্ট ণ + ট = বণ্টন
গম্বুজ ম্ব ম + ব = কম্বল, সম্বল, জাম্বুরা, খাম্বা, হাম্বা
আনন্দ ন্দ ন + দ = মন্দ, ছন্দ, বন্দনা, বিন্দু, পছন্দ
ক্লাস ক্ল ক + ল = ক্লেশ, ক্লান্ত, শুক্ল
দায়িত্ব ত্ব ত + ব = ত্বক, দায়িত্ব, রাজত্ব, গুরুত্ব, বীরত্ব
মুদ্রা দ্রা দ + ্র (ফলা) = শ্রাবণ, গ্রহণ, প্রয়োজন, নিদ্রা
উত্তর বলি ও লিখি
প্রশ্ন: ১. ক্লাসের সবাই হৈ হৈ করে উঠল কেন?
উত্তর: যখন আপা বললেন, আমরা সবাই স্কুল থেকে ঘুরতে যাব; এটা শুনে ক্লাসের সবাই হৈ হৈ করে উঠল।
প্রশ্ন: ২. সবাই মিলে কোথায় যাবে ঠিক করল?
উত্তর: সবাই মিলে লালবাগ কেল্লা যাবে ঠিক করল।
প্রশ্ন: ৩. আপা কী কী জিনিস সাথে নিতে বললেন?
উত্তর: আপা সবাইকে পানি, কলম ও নোটবুক সাথে নিতে বললেন।
প্রশ্ন: ৪. কাকে সবার নাম লিখে রাখার দায়িত্ব দেওয়া হয়েছিল?
উত্তর: রাজুকে সবার নাম লেখার দায়িত্ব দেওয়া হয়েছিল।
বিভিন্ন ধরনের বাক্য পড়ি
আমাকে একটু পানি দাও। অনুরোধ বাক্য
সবাই খাতা বের করো। আদেশ বাক্য
ফুল ছিঁড় না। নির্দেশ বাক্য
মানুষকে সাহায্য করবে। উপদেশ বাক্য।
পরিকল্পনা তৈরি করি
সবাই মিলে কোথাও ঘুরতে যাওয়ার একটি পরিকল্পনা তৈরি করি।
অনুশীলনের জন্য অতিরিক্ত কাজ
নিচের শব্দগুলো দিয়ে ১টি করে বাক্য রচনা করো
শনিবার, আনন্দ, শিশুপার্ক, খবর, দায়িত্ব, সারি, বাগান
উত্তর: শব্দগুলো দিয়ে ১টি করে বাক্য রচনা করা হলো-
শনিবার : শনিবার আমাদের স্কুল খুলবে।
আনন্দ : আমরা ঈদের দিন অনেক আনন্দ করব।
শিশুপার্ক : বড় মামার সাথে শিশুপার্কে ঘুরতে যাব।
খবর : বন্ধু, তোমার জন্য একটি ভালো খবর আছে।
দায়িত্ব : মা-বাবার প্রতি দায়িত্ব পালন করব।
সারি : রাস্তার পাশে সারি সারি আম গাছ।
বাগান : আমার ফুল বাগানে নানা রঙের ফুল ফুটেছে।
নিচের প্রশ্নগুলোর উত্তর দাও
প্রশ্ন: ১. কে শিক্ষার্থীদের ঘুরতে যাওয়ার খবর দিল?
উত্তর: খুশি আপা।
প্রশ্ন: ২. ঘুরতে যাওয়ার খবর শুনে শিক্ষার্থীরা কেমন করল?
উত্তর: শিক্ষার্থীরা আনন্দে হৈ হৈ করে উঠল।
প্রশ্ন: ৩. তপু কোথায় যেতে চাইল?
উত্তর: তপু জাদুঘুরে যেতে চাইল।
প্রশ্ন: ৪. রাজু কোথায় যেতে চাইল?
উত্তর: রাজু শিশুপার্কে যেতে চাইল।
প্রশ্ন: ৫. লালবাগ কেল্লায় যাওয়ার কথা কে বলেছিল?
উত্তর: তুলি।
প্রশ্ন: ৬. কে ঠিকমত হাঁটতে পারে না?
উত্তর: মিলি।
প্রশ্ন: ৭. খুশি আপা সবাইকে কখন আসতে বলেছিলেন?
উত্তর: সকাল দশটার মধ্যে।
প্রশ্ন: ৮. শিক্ষার্থীরা সবাই কোথায় এসে জড়ো হলো?
উত্তর: স্কুলের মাঠে।
প্রশ্ন:৯. সবাই কীভাবে গাড়িতে উঠল?
উত্তর: সারি বেঁধে একে একে গাড়িতে উঠল।
প্রশ্ন: নিচের শব্দগুলোর যুক্তবর্ণ ভেঙে দেখাও এবং নতুন শব্দ তৈরি করো
উত্তর: শিক্ষার্থী, সঙ্গে, অস্ত্র, ম
- আরো পড়ুন: PDF তৃতীয় শ্রেণির নতুন বাংলা বালুচরে একদিন‘র সৃজনশীল প্রশ্ন উত্তর
- আরো পড়ুন: PDF তৃতীয় শ্রেণির নতুন বাংলা পাঠ-১২: আমাদের গ্রাম বন্দে আলী মিঞা‘র সৃজনশীল প্রশ্ন উত্তর
- আরো পড়ুন: তৃতীয় শ্রেণির বাংলা পাঠ: ১৩, নদীর দেশ‘র সৃজনশীল প্রশ্ন উত্তর PDF
তৃতীয় শ্রেণির আমার বাংলা বই: পাঠ-১০ আনন্দের দিন সৃজনশীল প্রশ্ন
প্রশ্ন: ৩টি করে অনুরোধ, আদেশ, নির্দেশ ও উপদেশ বাক্য লিখ
উত্তর: নিচে ৩টি করে অনুরোধ, আদেশ, নির্দেশ ও উপদেশ বাক্য লেখা হলো-
অনুরোধ বাক্য:
১. আমাকে একটু সাহায্য করো।
২. আমাকে তোমার কলমটা একটু দাও।
৩. আমাকে একটু উপরে উঠতে সাহায্য করো।
আদেশ বাক্য:
১. পড়া বের করো।
২. সবাই শান্ত হও।
৩. ক্লাসে প্রবেশ করো।
নির্দেশ বাক্য:
১. দেয়ালে লিখ না।
২. ডান হাত দিয়ে খাবার খাও।
৩. যথা সময়ে স্কুলে যাও।
উপদেশ বাক্য:
১. কখনো মিথ্যা বলবে না।
২. অসৎ পথে চলবে না।
৩. দুষ্টদের সাথে বন্ধুত্ব করবে না।
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।