PDF তৃতীয় শ্রেণির বাংলা পাঠ:১৪ হারজিতের গল্প‘র প্রশ্ন উত্তর ।। 2024 সালের নতুন বছরের নতুন বই থেকে প্রশ্ন উত্তর সহ সকল বিষয় নিয়মিত আপলোড করা হয় জাগোরিক এ।
তৃতীয় শ্রেণি ● আমার বাংলা বই ● অধ্যায়ভিত্তিক কাজের সমাধান পাঠ:১৪- হারজিতের গল্প পাঠ্যবইয়ের অনুুুশীলনমূলক কাজের সমাধান হতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সব প্রশ্ন উত্তর গুলো আমাদের এই পোস্টে আলোচনা করা হয়েছে। অতএব সম্পূর্ণ পোস্টটি মনযোগ সহকারে পড়ুন।
PDF তৃতীয় শ্রেণির বাংলা পাঠ:১৪ হারজিতের গল্প‘র প্রশ্ন উত্তর
তৃতীয় শ্রেণি ● আমার বাংলা বই ● অধ্যায়ভিত্তিক কাজের সমাধান
পাঠ:১৪- হারজিতের গল্প
এই বিভাগে আরো দেখুন
- আরো পড়ুন: PDF তৃতীয় শ্রেণির নতুন বাংলা বালুচরে একদিন‘র সৃজনশীল প্রশ্ন উত্তর
- আরো পড়ুন: PDF তৃতীয় শ্রেণির নতুন বাংলা পাঠ-১২: আমাদের গ্রাম বন্দে আলী মিঞা‘র সৃজনশীল প্রশ্ন উত্তর
- আরো পড়ুন: তৃতীয় শ্রেণির বাংলা পাঠ: ১৩, নদীর দেশ‘র সৃজনশীল প্রশ্ন উত্তর PDF
- আরো পড়ুন: PDF তৃতীয় শ্রেণির বাংলা পাঠ:১৪ হারজিতের গল্প‘র সৃজনশীল প্রশ্ন উত্তর
পাঠ:১৪- হারজিতের গল্প
পাঠ্যবইয়ের অনুশীলনমূলক কাজের সমাধান
শব্দ লিখি
ক্রীড়া – খেলা
চটপটে – তাড়াতাড়ি
উৎকন্ঠা – উদ্বেগ
তীব্রবেগে – দ্রুত গতিতে
দৃঢ় – শক্ত
ছবি দেখি এবং খেলার নাম বলি। (ছবি)
উত্তর: খেলাটির নাম হাডুডু/ কাবাডি।
শব্দ নিয়ে খালি জায়গায় বসাই
চটপট, মেধাবী, হইচই, মাঠ, প্রতিযোগিতা
স্যার বুঝেছিলোন ছেলেটা অত্যন্ত।
সেদিন ক্লাসে ক্রীড়াÑ নিয়ে কথা হচ্ছিল।
রঙিন কাগজ দিয়েÑ সাজানো হয়েছে।
খেলার উত্তেজনায় সবাইÑ করতে লাগল।
উত্তর:
স্যার বুঝেছিলোন ছেলেটা অত্যন্ত মেধাবী।
সেদিন ক্লাসে ক্রীড়া প্রতিযোগীতা নিয়ে কথা হচ্ছিল।
রঙিন কাগজ দিয়ে মাঠ সাজানো হয়েছে।
খেলার উত্তেজনায় সবাই হইচই করতে লাগল।
বুঝে নিই
চটপট – খুব তাড়াতাড়ি কিছু করা।
হুড়মুড় – অনেক জিনিস একত্রে পড়ে যাবার শব্দ
ক্র্যাচ – হাঁটার সমস্যায় ব্যবহার করা যায় এমন লাঠি।
ধারাবর্ণনা – কোনো কিছুর ধারাবাহিক বিবরণ।
মেডেল – বিজয়ীদের দেওয়া হয় এমন পদক।
বাক্য লিখি
চটপট ছেলেটি খুবই চটপটে।
মেধাবী রুমা মেধাবী ছাত্রী
হইচই ফুটবল খেলার মাঠে সবাই হইচই করতে লাগল।
আঘাত কাউকে আঘাত করো না।
প্রশ্ন: মেডেল পরীক্ষায় ভালো নম্বর পেয়ে নিনিত সোনার মেডেল পেল।
উত্তর: বলি ও লিখি
প্রশ্ন: নোমান স্যার কীভাবে বুঝলেন রাশেদ মেধাবী?
উত্তর: : প্রশ্নের চটপট উত্তর দেতে পারায় নোমান স্যার বুঝলেন রাশেদ মেধাবী।
অঙ্ক দৌড় খেলার নিয়ম কী?
উত্তর: অঙ্ক দৌড় খেলার নিয়ম: প্রতিযোগাতে একটি অঙ্কের সমাধান করতে হয়। সমাধান শেষে যে দৌড়ে সবার আগে দৌড় শুরুর সীমনিায় যেতে পারে সে বিজয়ী হয়।
প্রশ্ন: মোরগ লড়াইয়ে তৃতীয় হয়েছিল কে?
উত্তর: মোরগ লড়াইয়ে তৃতীয় হয়েছিল রাজু।
প্রশ্ন: খেলা শেষে হেড স্যারকী বললেন?
উত্তর: খেলা শেষে হেড স্যার বললেন, হারজিত বড়ো কথা নয়।
সঠিক উত্তরটি বাছাই করি ও বলি
ক্র্যাচে ভর দিয়ে এগিয়ে এলো
ক. জাফর খ. রাশেদ √
গ. রাজু ঘ. ঝিমিত
রাশেদ যে যে খেলার নাম দিয়ে ছিল
ক. অঙ্ক দ্যেড় ও দীর্ঘ লাফ
খ. দীর্ঘ লাফ ও মোরগ লড়াই
গ. মোরগ লড়াই ও দৌড়
ঘ. অঙ্ক দৌড় ও মোরগ লড়াই √
মাইকে খেলার ধারাবণ্যনা করেছেন
ক. রাসেদ স্যার খ. জাফর স্যার
গ. নোমান স্যার √ ঘ. হেড স্যার
হেড স্যার বিজয়ীদের হাতে তুলে দিলেন
ক. ক্রেস্ট খ. মেডেল
গ. মালা ঘ. বই √
মোরগ লড়াইয়ে অংশ নিয়েছিল
ক. সাত জন খ. আট জন √
গ. পাঁচ জন নয় জন
ক্রমবাচক সংখ্যা বলি ও লিখি
প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম।
শব্দের খেলা খেলি
খেলার নিয়ম: প্রথম জন একটা শব্দ বলবে। ধরা যাক, সে বলল, ‘বই’। দ্বিতীয় জন ‘বই’ শব্দটি বলবে এবং শব্দের শেষ বর্ণ দিয়ে আরেকটি শব্দ বলবে। সে বলবে ‘বই, ইট’।
তৃতীয় জন আগের দুটি শব্দ বলবে এবং দ্বিতীয় শব্দের শেষ বর্ণ দিয়ে আরেকটি শব্দ বলবে। সে বলবে ‘বই ইট, টাকা। এভাবে চতুর্থ জন মোট চারটি শব্দ বলবে।
এভাবে খেলা চলতে াকবে। কেউ ধারাবাহিকভাবে বলতে না পারলে খেলা থেকে বাদ পড়বে। এভাবে একজন একজন করে বাদ পড়ারপর শেষ জন বিজয়ী হবে।
PDF তৃতীয় শ্রেণির বাংলা পাঠ:১৪ হারজিতের গল্প‘র সৃজনশীল প্রশ্ন উত্তর
- আরো পড়ুন: তৃতীয় শ্রেণির আমার বাংলা বই ২০২৪, পাঠ-৮ ব্যাঙের সাজা প্রশ্ন-উত্তর
- আরো পড়ুন: তৃতীয় শ্রেণির আমার বাংলা বই ২০২৪, পাঠ-৯ আনন্দের দিন প্রশ্ন-উত্তর
- আরো পড়ুন: PDF তৃতীয় শ্রেণির আমার বাংলা বই: পাঠ-১০ আনন্দের দিন সৃজনশীল প্রশ্ন উত্তর
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।