৫ম শ্রেণীর গণিত সমাধান | অধ্যায় ৮ | গড় | PDF: পঞ্চম শ্রেণির প্রাথমিক গনিত বিষয়টির ৮ম অধ্যায়টি হতে বেশ কিছু গুরুত্বপূর্ণ গড় সম্পর্কিত সকল প্রশ্ন উত্তর গুলো আমাদের এই পোস্টে আলোচনা করা হয়েছে। অতএব সম্পূর্ণ পোস্টটি মনযোগ সহকারে পড়ুন।
অধ্যায়: ০৮ (গড়)
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
০১। ২০, ১৫, ২৫ সংখ্যাগুলোর গড় কত?
ক. ১৫ খ. ২০ গ. ২৫ ঘ. ৩০
০২। ক্রিকেটে রাজ্জাকের রানের গড় ২৫। তামিমের রানের গড় রাজ্জাকের রানের গড়ের ৩ গুণের চেয়ে ১০ কম। তামিমের রানের গড় কত?
ক. ৪৫ খ. ৬৫ গ. ৮৫ ঘ. ১০৫
০৩। একজন ক্রিকেট খেলোয়াড়ের ৩টি ওয়ানডে ম্যাচের সিরিজে সংগৃহীত রান ৪৮, ৫২, ৫৩। তিনি গড়ে কত রান করেছেন?
ক. ৪১ রান খ. ৪৯ রান গ. ৫০ রান ঘ. ৫১ রান
০৪। আটটি ফিতার গড় মূল্য ৫ টাকা ৭৫ পয়সা হলে, মোট দাম কত?
ক. ৪২ টাকা ৫০ পয়সা খ. ৪৩ টাকা ৫০ পয়সা গ. ৪৪ টাকা ঘ. ৪৬ টাকা
০৫। গড় নির্ণয় কর : ১৮, ৩৬ ও ২৪
ক. ২০ খ. ২২ গ. ২৬ ঘ. ৩০
০৬। বারোটি সংখ্যার যোগফল ২২২০। এদের একটি সংখ্যা ১৩০। অন্য এগারো সংখ্যার গড় কত?
ক. ১৯০ খ. ১৮০ গ. ১৭০ ঘ. ১৬০
০৭। ১৬টি সংখ্যার যোগ. ১৯৩৬। তাদের গড় কত?
ক. ১১৯ খ. ১২০ গ. ১২১ ঘ. ১২২
০৮। ১৮টি ঝুড়িতে গড়ে ১০৯টি করে আপেল আছে। মোট কতটি আপেল আছে?
ক. ১৯২২ খ. ১৯৪২ গ. ১৯৬২ ঘ. ১৯৬৫
০৯। ছয়টি সংখ্যা গড় ৮৭ হলে, সংখ্যাগুলোর সমষ্টি কত?
ক. ৪৮৮ খ. ৫২২ গ. ৫৮৮ ঘ. ৬২২
১০। ৪২, ৪৭, ৭৩, ৬৬ এর গড় কত?
ক. ৫৭ খ. ৪৭ গ. ৪৫ ঘ. ৪২
১১। তেরটি সংখ্যার যোগফল ১৯২৪ হলে, তাদের গড় কত?
ক. ১৪০ খ. ১৪২ গ. ১৪৪ ঘ. ১৪৮
১২। ১৩৮, ২১৫ ও ৪৫৭ এর গড় কত?
ক. ২৬০ খ. ২৭০ গ. ২৮০ ঘ. ২৯০
১৩। শিল্পী, লিপি ও শান্তার কাছে যথাক্রমে ১২৫, ২১৭ ও ১৭১ টাকা আছে। গড়ে তাদের কাছে কত টাকা আছে?
ক. ১৭০ খ. ১৭১ গ. ১৭২ ঘ. ১৭৩
১৪। নয়টি সংখ্যার প্রথম চারটির গড় ৮৭ এবং পরের পাঁচটির গড় ৯০ হলে সংখ্যাগুলোর সমষ্টি কত?
ক. ৩৮৪ খ. ৪৫০ গ. ৮৩৪ ঘ. ৭৯৮
১৫। তেরোটি সংখ্যার যোগফল ১৯২৪ এবং এদের সাতটি সংখ্যার গড় ১৭২। অন্য ছয়টি সংখ্যার যোগফল কত?
ক. ৭২০ খ. ৬৪০ গ. ৫৮০ ঘ. ৬৭০
১৬। ২৩, ৩৭, ৪৭, ৬১ সংখ্যাগুলোর গড় কত?
ক. ৪২ খ. ৩৭ গ. ৩২ ঘ. ৪৭
১৭। ৮, ৯, ১১ ও ১২ সংখ্যাগুলোর গড় কত?
ক. ৯ খ. ১০ গ. ১১ ঘ. ১২
১৮। তেরোটি সংখ্যার যোগফল ১৯২৪ হলে, তাদের গড় কত?
ক. ১৪০ খ. ১৪২ গ. ১৪৪ ঘ. ১৪৮
১৯। সাতটি সংখ্যার যোগফল দেওয়া আছে। তাদের গড় নির্ণয়ে ৭ দ্বারা সংখ্যাগুলোর যোগফলকে কী করতে হবে?
ক. যোগ খ. বিয়োগ. গ. গুণ ঘ. ভাগ
২০। এগারোটি সংখ্যার যোগফল ২০৩০। এদের একটি সংখ্যা ১৩০। অন্য দশটি সংখ্যার গড় কত?
ক. ১৯০ খ. ১৮০ গ. ১৭০ ঘ. ১৬০
২১। ১২টি ঝুড়িতে গড়ে ৯টি করে কমলা আছে। মোট কয়টি কমলা আছে?
ক. ৯৬ খ. ১০৮ গ. ৮৪ ঘ. ১০২
২২। তিশা ও জিশার গড় বয়স ১১ বছর। জিশার বয়স ১২ বছর হলে, তিশার বয়স কত?
ক. ১০ খ. ১২ গ. ১১ ঘ. ৯
২৩। শান্তা বার্ষিক. পরীক্ষায় পাঁচটি বিষয়ে মোট ৪০৫ নম্বর পেয়েছে। তার গড় নম্বর কত?
ক. ৭৯ খ. ৭৮ গ. ৮০ ঘ. ৮১
২৪। এগারোটি সংখ্যার মধ্যে ছয়টি সংখ্যার গড় ৮৭ এবং শেষের পাঁচটি সংখ্যার গড় ১৩১। সবগুলো সংখ্যার যোগফল কত?
ক. ১০২৭ খ. ১১৭৭ গ. ১০২৮ ঘ. ১৩২৯
২৫। কোনো শ্রমিকের মার্চ মাসের মোট আয় ৭২৮৫ টাকা। সে গড়ে দৈনিক. কত টাকা আয় করেছে?
ক. ১৯৫ খ. ১৮৫ গ. ২২০ ঘ. ২৩৫
২৬। গড় নির্ণয়ের সূত্র কোনটি?
ক. গড় = রাশিগুলোর যোগফল রাশির সংখ্যা খ. গড় = রাশিগুলোর যোগফল রাশির সংখ্যা
গ. গড় = রাশিগুলোর যোগফল রাশির সংখ্যা ঘ. গড় = রাশিগুলোর যোগফল + রাশির সংখ্যা
২৭। রাশিগুলোর সমষ্টিকে রাশিগুলোর সংখ্যা দ্বারা কী করলে গড় পাওয়া যায়?
ক. যোগ খ. বিয়োগ গ. গুণ ঘ. ভাগ
সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
০১। ১২, ০ ও ১৮ এর গড় কত?
উত্তর : ১০।
০২। ১১, ৬ ও ১৩ এর গড় কত?
উত্তর : ১০।
০৩। ৮৫ এবং ১৩ এর গড় কত?
উত্তর : ৪৯
০৫। তেরোটি সংখ্যার যোগফল ১৯২৪। সংখ্যাগুলোর গড় কত?
উত্তর : ১৪৮।
০৪। একজন ক্রিকেট খেলোয়াড়ের তিন ম্যাচের সিরিজে গড় রান ৫১। ঐ সিরিজে তিনি মোট কত রান করেছিলেন?
উত্তর : ১৫৩
০৫। অপু ও দীপুর গড় বয়স ২২ বছর। দীপু ও টিপুর গড় বয়স ২৪ বছর। অপুর বয়স ২১ বছর হলে টিপুর বয়স কত?
উত্তর : ২৫ বছর।
০৬। একজন ক্রিকেটার ৩টি ওয়ানডে ম্যাচের সিরিজে সংগৃহীত রান ৪৮, ৫২ এবং ৫৩। তিনি গড়ে কত রান করেছেন?
উত্তর : ৫১ রান।
০৭। মিনা, মিঠু, রুনু, রনি ও লীলার বয়স যথাক্রমে ১০, ১২, ১৩, ১১ ও ১৪ বছর। তাদের গড় বয়স কত?
উত্তর : ১২ বছর।
০৮। রাকিবদের পাঁচজনের গ্রæপে গড়ে ২৫ টাকা আছে। সোহেলের কাছে ৫৫ টাকা আছে। সোহেলকে তাদের গ্রæপে নিলে গড়ে রাকিবদের কত টাকা হবে?
উত্তর : ৩০ টাকা।
০৯। তিনটি সংখ্যার গড় ৩০। এদের মধ্যে দুইটি সংখ্যার গড় ২৫ হলে, অপর সংখ্যাটি কত?
উত্তর : ৪০।
১০। পাঁচটি সংখ্যার গড় ২১০ হলে, সমষ্টি কত?
উত্তর : ১০৫০।
১১। আটটি সংখ্যার সমষ্টি ১০০০। সংখ্যাগুলোর গড় কত?
উত্তর : ১২৫।
১২। চারটি প্যাকেটে গড়ে ৭০টি চকলেট আছে। প্যাকেটগুলোতে মোট কতটি চকলেট আছে?
উত্তর : ২৮০টি।
১৩। ১১, ৬ ও ১৩ এর গড় কত?
উত্তর : ১০।
১৪। ৯, ১১, ১৩ এবং ১৫ এর গড় কত?
উত্তর : ১২।
১৫। মিনা, মিঠু, রুনু, রনি ও নীলার বয়সের সমষ্টি ৬০ বছর। তাদের গড় বয়স কত?
উত্তর : ১২ বছর।
১৬। একজন ক্রিকেট খেলোয়াড়ের ছয়টি ওয়ানডে ম্যাচের সিরিজে গড় রান ১৭। ঐ সিরিজে তিনি মোট কত রান করেছেন?
উত্তর : ১০২ রান।
১৭। মিনা, মিঠু, মিলি ও পলির উচ্চতা যথাক্রমে ১২০ সেমি, ১২৭ সেমি, ১৩৫ সেমি ও ১২৬ সেমি। তাদের গড় উচ্চতা কত?
উত্তর : ১২৭ সেমি।
১৮। অপু, দিনা ও মিনুর কাছে যথাক্রমে ৫৮, ৭৫ ও ৯৫ টাকা আছে। তাদের কাছে গড়ে কত টাকা আছে?
উত্তর : ৭৬ টাকা
১৯। গড় নির্ণয়ের সূত্রটি লেখ।
উত্তর : গড় = রাশিগুলোর যোগফল রাশির সংখ্যা
২০। গড় কাকে বলে?
উত্তর : একই জাতীয় একাধিক. রাশির সমষ্টিকে সেই রাশিগুলোর মোট সংখ্যা দ্বারা ভাগ. করলে যে ভাগফল পাওয়া যায়, তাকে ঐ রাশিগুলোর গড় বলে।
২১। গড় হতে রাশিগুলোর যোগফল নির্ণয়ের সূত্রটি লেখ।
উত্তর : রাশিগুলোর যোগফল = গড় রাশির সংখ্যা
২২। যেকোনো পাঁচটি সংখ্যা দেওয়া আছে। এদের গড় কীভাবে পাওয়া যায়?
উত্তর : প্রদত্ত পাঁচটি সংখ্যাকে যোগ. করে ৫ দ্বারা ভাগ. করতে হবে।
কাঠামোবদ্ধ প্রশ্ন ও উত্তর
প্রশ্ন \ ১ \ মিনা, মিতু, রুনু, রনি ও নীলার বয়স যথাক্রমে ১০, ১২, ১৩, ১১ ও ১৪ বছর।
(ক) তাদের বয়সের যোগফল কত?
(খ) মিনা, মিতু ও নীলার গড় বয়স কত?
(গ) তাদের গড় বয়স কত?
(ঘ) রুনু, রনি ও নীলার গড় বয়স কত?
প্রশ্ন \ ২ \
বাংলা গণিত ইংরেজি বিজ্ঞান বাংলাদেশ ও বিশ্বপরিচয়
সোহেল ৬৮ ৯৫ ৫৬ ৯০ ৬৫
হামিদা ৭২ ৭৮ ৮০ ৮৬
(ক) সোহেলের প্রাপ্ত নম্বরের গড় কত?
(খ) হামিদা ইংরেজি বাদে বাকি চারটি বিষয়ে গড়ে কত নম্বর পেয়েছে?
(গ) হামিদা ইংরেজিতে কত নম্বর পেলে তার গড় নম্বর ৮০ হবে?
(ঘ) সোহেল ইংরেজি বাদে বাকি চারটি বিষয়ে গড়ে কত নম্বর পেয়েছে?
প্রশ্ন \ ৩ \ তিথি গত সপ্তাহে শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন কত ঘণ্টা করে বাড়িতে পড়ালেখা করে তা নি¤েœর তালিকায় দেওয়া হলো :
বার শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি
ঘণ্টা ৩৫ ২৫ ৩ ৩৫ ৩ ২৫
(ক) তিথি শনি ও রবিবারে গড়ে কত ঘণ্টা পড়ে?
(খ) রবি, সোম ও মঙ্গলবারে গড়ে কত ঘণ্টা পড়ে?
(গ) সে শনি থেকে বৃহস্পতিবার পর্যন্ত গড়ে কত ঘণ্টা পড়ে?
প্রশ্ন \ ৪ \ পঞ্চম শ্রেণির ৮ জন শিক্ষার্থীর ওজন যথাক্রমে ৩২ কেজি, ২৮ কেজি, ৩০ কেজি, ৩৪ কেজি, ২৮ কেজি, ৩৪ কেজি, ৩২ কেজি এবং ৩০ কেজি। এ তথ্য ব্যবহার করে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও :-
(ক) প্রথম ৩ জন শিক্ষার্থীর গড় ওজন কত? ২
(খ) শেষ ৪ জন শিক্ষার্থীর গড় ওজন কত? ২
(গ) প্রথম ৩ জন ও শেষ ৩ জনের গড় ওজনের পার্থক্য কত? ২
(ঘ) সকল শিক্ষার্থীর গড় ওজন কত? ২
প্রশ্ন \ ৫ \ সাকিব ও সাজিদের গড় বয়স ২৩ বছর। সাজিদ ও ফাবিহার গড় বয়স ২১ বছর। যদি ফাবিহার বয়স ২০ বছর হয় তাহলে
(ক) সাজিদের বয়স কত? ২
(খ) সাকিবের বয়স কত? ২
(গ) সাকিব ও ফাবিহার গড় বয়স কত? ২
(ঘ) সাকিব, সাজিদ ও ফাবিহার গড় বয়স কত? ২
প্রশ্ন \ ৬ \ ৫টি ওয়ানডে ক্রিকেট ম্যাচের সিরিজে নাসিরের সংগৃহীত রান যথাক্রমে ৬০, ৩০, ০, ৪৫ ও ১৫।
(ক) প্রথম তিন ম্যাচের রানের গড় কত? ২
(খ) শেষ তিন ম্যাচের রানের গড় কত? ২
(গ) ১ম, ৩য় ও ৫ম ম্যাচের রানের গড় কত? ২
(ঘ) ঐ সিরিজে নাসিরের রানের গড় কত? ২
প্রশ্ন \ ৭ \ একটি ঝুড়িতে ১৫০টি আম আছে। এরূপ ১০টি ঝুড়ির আম থেকে সুমনকে ৪৭৫টি এবং রুনাকে ৫৭৫টি আম দেওয়া হলো, বাকি আমগুলো অনামিকাকে দেওয়া হলো।
(ক) অনামিকা কতটি আম পেল? ২
(খ) অনামিকা কয় ঝুড়ি আম পেল? ৩
(গ) তাদের তিন জনের আমের গড় কত? ৩
প্রশ্ন \ ৮ \ ২০১৩ সালের সমাপনী পরীক্ষায় বিজিবি সরকারি প্রাথমিক. বিদ্যালয়ের রোল ১ থেকে ৮ পর্যন্ত শিক্ষার্থীদের গণিতে প্রাপ্ত নম্বর যথাক্রমে ৯২, ৯০, ৯৪, ৮৮, ৯০, ৮৪, ৮০ এবং ৮২।
(ক) প্রথম ৪ জন শিক্ষার্থীর গড় নম্বর কত? ২
(খ) শেষ ৩ জন শিক্ষার্থীর গড় নম্বর কত? ২
(গ) প্রথম ৪ জনের গড় নম্বর ও শেষ ৪ জনের গড় নম্বরের পার্থক্য কত? ২
(ঘ) শিক্ষার্থীরা গড়ে কত নম্বর পেয়েছে? ২
প্রশ্ন \ ৯ \ একটি বাক্সের ২০টি কমলার মধ্যে ৩টির ওজন যথাক্রমে ৩৩৫ গ্রাম, ৩২০ গ্রাম এবং ৩৭১ গ্রাম।
(ক) কমলা ৩টির গড় ওজন নির্ণয় কর। ২
(খ) গড় ওজনের ভিত্তিতে ২০টি কমলার মোট ওজন নির্ণয় কর। ৩
(গ) কমলা ৩টির গড় ওজন ৫ গ্রাম বেশি হলে মোট ওজন কত হবে? ৩
প্রশ্ন \ ১০ \ সোহেল ও হামিদার বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পরীক্ষার প্রাপ্ত নম্বর নিচের ছকে দেওয়া হলো :
বাংলা গণিত ইংরেজি বিজ্ঞান বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
সোহেল ৬৮ ৯৫ ৫৬ ৯০ ৬৫
হামিদা ৭২ ৭৮ ৮৪ ৮০ ৮৬
(ক) সোহেলের প্রাপ্ত নম্বরের সমষ্টি কত? ১
(খ) সোহেলের বাংলা, গণিত ও ইংরেজিতে প্রাপ্ত নম্বরের গড় কত? ২
(গ) হামিদার ইংরেজি, বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এ প্রাপ্ত নম্বরের গড় কত? ২
(ঘ) সোহেল ও হামিদার প্রত্যেকের মোট প্রাপ্ত নম্বরের গড় কত? ৩
আরো পড়তে পারেনঃ
পঞ্চম শ্রেণি | বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ১ | সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
পঞ্চম শ্রেণি | বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ২ | সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
পঞ্চম শ্রেণি | বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ৩ | সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
পঞ্চম শ্রেণি | বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ৫ | সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
প্রশ্ন \ ১১ \ তেরোটি সংখ্যার যোগফল ১৯২৪। এদের সাতটি সংখ্যার গড় ১৭২।
(ক) সাতটি সংখ্যার যোগফল কত? ২
(খ) ছয়টি সংখ্যার যোগফল কত? ২
(গ) ছয়টি সংখ্যার গড় কত? ২
(ঘ) তেরোটি সংখ্যার যোগফলের সাথে ছয়টি সংখ্যার গড় যোগ. করলে কত হবে? ২
প্রশ্ন \ ১২ \ অপু ও দীপুর গড় বয়স ২২ বছর। দীপু ও টিপুর গড় বয়স ২৪ বছর। অপুর বয়স ২১ বছর।
(ক) অপু ও দীপুর বয়সের যোগফল কত? ২
(খ) দীপুর বয়স কত? ২
(গ) টিপুর বয়স কত? ২
(ঘ) দীপুর বয়সের সাথে কত যোগ. করলে টিপুর বয়সের সমান হবে? ২
প্রশ্ন \ ১৩ \ তিন সন্তান ও তাদের পিতার গড় বয়স ১৭ বছর। ওই তিন সন্তান ও তাদের মাতার গড় বয়স ১৫ বছর। মাতার বয়স ৩০ বছর।
(ক) তিন সন্তান ও তাদের পিতার বয়সের যোগফল কত? ২
(খ) তিন সন্তান ও তাদের মাতার বয়সের যোগফল কত? ২
(গ) তিন সন্তানের বয়সের যোগফল কত? ২
(ঘ) পিতার বয়স কত? ২
প্রশ্ন \ ১৪ \ ৫ ম্যাচের একটি টেস্ট সিরিজের ক্রিকেট খেলায় সফরকারী দলের ৬ জন ব্যাটসম্যানের রানের গড় ৭৬, ৪ জন বোলারের রানের গড় ২১।
(ক) ৬ জন ব্যাটসম্যানের ৫ ম্যাচে সংগৃহীত মোট রান কত? ২
(খ) সর্বমোট রানের সংখ্যা কত? ২
(গ) গড় নির্ণয়ে বিবেচ্য রাশির সংখ্যা কত? ২
(ঘ) ওই সিরিজে খেলোয়াড়রা গড়ে কত রান করেছিল? ২
প্রশ্ন \ ১৫ \ তিনা বার্ষিক. পরীক্ষায় বাংলায় ৬৮, গণিতে ৯৬, ইংরেজিতে ৮১, বিজ্ঞানে ৭৭ এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে ৭৩ নম্বর পেয়েছে।
(ক) তিনা প্রথম দুটি বিষয়ে মোট কত নম্বর পেয়েছে? ২
(খ) তিনা তৃতীয় ও পঞ্চম বিষয়ে মোট কত নম্বর পেয়েছে? ২
(গ) তিনা প্রথম তিনটি বিষয় অপেক্ষা শেষ দুটি বিষয়ে কত নম্বর কম পেয়েছে? ২
(ঘ) সে প্রতি বিষয়ে গড়ে কত নম্বর পেয়েছে? ২
প্রশ্ন \ ১৬ \ সাতটি সংখ্যার যোগফল ৪০৬। প্রথম তিনটি সংখ্যার গড় ৫৬ এবং শেষের তিনটি সংখ্যার গড় ৫৮।
(ক) সাতটি সংখ্যার গড় কত হবে? ২
(খ) যদি সাতটি সংখ্যার গড় ৬৮ হয় তবে এর যোগফল কত? ২
(গ) প্রথম তিনটি সংখ্যার যোগফল বের কর। ২
(ঘ) চতুর্থ সংখ্যাটি নির্ণয় কর। ২
প্রশ্ন \ ১৭ \ কোনো এক. স্থানে আষাঢ় মাসের প্রথম দশ দিনের দৈনিক. গড় ২৩ মিমি, দ্বিতীয় দশ দিনে দৈনিক. গড়ে ২৭ মিমি, তৃতীয় দশ দিনে মোট ২৯০ মিমি এবং মাসের শেষ দিনে ১৬ মিমি বৃষ্টিপাত হলো।
(ক) প্রথম দশ দিনের মোট বৃষ্টিপাতের পরিমাণ কত? ২
(খ) দ্বিতীয় দশ দিনের মোট বৃষ্টিপাতের পরিমাণ কত? ২
(গ) তৃতীয় দশ দিনের গড় বৃষ্টিপাতের পরিমাণ কত? ২
(ঘ) ঐ মাসে গড় বৃষ্টিপাতের পরিমাণ কত? ২
প্রশ্ন \ ১৮ \ একটি যৌথ ব্যবসায় হেলেন ১৫,০০০ টাকা, কামাল ২০,৫০০ টাকা, হালিম ১৮,০০০ টাকা, তিতাস ১৩,৫০০ টাকা এবং শিশির ১৭,০০০ টাকা বিনিয়োগ. করল।
(ক) হেলেন ও কামাল একত্রে কত টাকা বিনিয়োগ. করল? ২
(খ) তিতাস ও শিশির একত্রে কত টাকা বিনিয়োগ. করল? ২
(গ) কামাল ও হালিম গড়ে কত টাকা বিনিয়োগ. করল? ২
(ঘ) কামাল ও হালিম অপেক্ষা তিতাস ও শিশিরের গড় বিনিয়োগকৃত টাকা কত কম বা বেশি? ২
প্রশ্ন \ ১৯ \ সাবরিনা পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষায় বাংলায় ৮২, ইংরেজিতে ৭৫, গণিতে ৯২, সমাজে ৭৮, বিজ্ঞানে ৯৩ ও ধর্মে ৯৬ নম্বর পেয়েছে।
(ক) সাবরিনা প্রথম তিনটি বিষয়ে মোট কত নম্বর পেয়েছে? ২
(খ) সে ছয়টি বিষয়ে মোট কত নম্বর পেয়েছে? ২
(গ) সে ইংরেজি, বিজ্ঞান ও ধর্মে গড়ে কত নম্বর পেয়েছে? ২
(ঘ) সে কত নম্বর বেশি পেলে তার গড় নম্বর ৯০ হতো? ২
প্রশ্ন \ ২০ \ তিন সন্তান ও তাদের পিতার গড় বয়স ১৭ বছর। ঐ তিন সন্তান ও তাদের মাতার বয়সের গড় ১৩ বছর। মাতার বয়স ২২ বছর।
(ক) তিন সন্তান ও তাদের মাতার বয়সের যোগফল কত? ২
(খ) তিন সন্তান ও তাদের পিতার বয়সের যোগফল কত? ২
(গ) পিতার বয়স কত? ২
(ঘ) পাঁচজনের বয়সের গড় কত? ২
প্রশ্ন \ ২১ \ নয়টি সংখ্যার যোগফল ৫৬৭। এদের প্রথম চারটি সংখ্যার গড় ৫৫ এবং পরের চারটি সংখ্যার গড় ৬৫।
(ক) প্রথম চারটি সংখ্যার সমষ্টি নির্ণয় কর। ২
(খ) নয়টি সংখ্যার গড় নির্ণয় কর। ২
(গ) পরের চারটি সংখ্যার সমষ্টি নির্ণয় কর। ২
(ঘ) নবম সংখ্যাটি কত? ২
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।