৫ম শ্রেণীর গণিত সমাধান | অধ্যায় ৬ | ভগ্নাংশ | PDF: পঞ্চম শ্রেণির প্রাথমিক গনিত বিষয়টির ৬ষ্ট অধ্যায়টি হতে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভগ্নাংশ সম্পর্কিত সকল প্রশ্ন উত্তর গুলো আমাদের এই পোস্টে আলোচনা করা হয়েছে। অতএব সম্পূর্ণ পোস্টটি মনযোগ সহকারে পড়ুন।
অধ্যায়: ০৬ (ভগ্নাংশ)
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
০১। ২৩ এবং ৫৬ কে লঘিষ্ঠ সমহরবিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করলে হর কত হবে?
ক. ৩ খ. ৬ গ. ১০ ঘ. ১৮
০২। নিচের কোনটি অপ্রকৃত ভগ্নাংশ?
ক. ১ ৩৪ খ. ১ গ. ৫৩ ঘ. ৩৪
০৩। ১ ২৩ কে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করলে নিচের কোনটি হয়?
ক. ২৩ খ. ৫৩ গ. ৩৫ ঘ. ৩৩
০৪। নিচের কোনটি মিশ্র ভগ্নাংশ?
ক. ২১ খ. ৩ ৩৫ গ. ২ ৭৩ ঘ. ২৩
০৫। ১ ৩৭ + ১ ১৭ = কত?
ক. ২ ২৭ খ. ১ ৪৭ গ. ৬৭ ঘ. ২ ৪৭
০৬। ৭৩ কে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করলে নিচের কোনটি হবে?
ক. ৪ ১৩ খ. ২ ১৩ গ. ২ ৩২ ঘ. ১ ৩৪
০৭। ১ ৩৪ কোন ধরনের ভগ্নাংশ?
ক. প্রকৃত খ. অপ্রকৃত গ. মিশ্র ঘ. সমতুল
০৮। ৮৫৯ = ৯ ৪ এর খালি ঘরে সংখ্যাটি কত?
ক. ৭ খ. ৯ গ. ৮ ঘ. ৫
০৯। যেকোনো প্রকৃত ভগ্নাংশের মান কত?
ক. ১ খ. ১ এর চেয়ে বড় গ. ১ এর চেয়ে ছোট ঘ. ২
১০। চার বন্ধু পাঁচটি আপেল সমানভাবে ভাগ. করে নিল। একে প্রতীকের সাহায্যে প্রকাশ করলে দাঁড়ায় নিচের কোনটি?
ক. ৪৫ খ. ৫৪ গ. ১৪ ঘ. ১৫
১১। একটি আপেলকে চারটি টুকরা করে প্রত্যেকে একটি করে টুকরা নিল। প্রত্যেকে আপেলটির কত অংশ পেল তা কোন ধরনের ভগ্নাংশ হবে?
ক. প্রকৃত খ. অপ্রকৃত গ. মিশ্র ঘ. মিশ্র
১২। নিচের কোনটি প্রকৃত ভগ্নাংশ?
ক. ৮৩ খ. ২৩ গ. ১ ১৪ ঘ. ২ ১৩
১৩। ২৭১৩ = ১১৩ খালি ঘরের সঠিক. সংখ্যাটি কত?
ক. ১ খ. ৩ গ. ২ ঘ. ৪
১৪। “২৫ ২৩” এই ভগ্নাংশটিকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করলে কোনটি হবে?
ক. ৭৩৩ খ. ৭৫৩ গ. ৭৭৩ ঘ. ৭৩২
১৫। ৭৫১১ এর মিশ্র ভগ্নাংশ কোনটি?
ক. ৬ ৯১১ খ. ৭ ২১১ গ. ১১ ৯৬ ঘ. ১১ ২৭
১৬। ৮৫১২ = ৭ ১২, ফাঁকা ঘরে কোনটি হবে?
ক. ১০ খ. ২ গ. ১ ঘ. ৩
১৭। জয়ার কাছে ৫টি চকলেট ছিল। সে তুলিকে ৩টি চকলেট দিল। জয়া তুলিকে মোট চকলেটের কত অংশ দিল?
ক. ২৩ অংশ খ. ৩৫ অংশ গ. ৫৩ অংশ ঘ. ৫২ অংশ
১৮। একটি বাঁশের ১৪ অংশ লাল, ১৩ অংশ সবুজ রং করা। বাঁশটির কত অংশ রং করা?
ক. ৭১২ খ. ১১২ গ. ৩৪ ঘ. ৫১২
১৯। ১২ + ৩১০ + ১২০ = কত?
ক. ১৭১০ খ. ১৭২০ গ. ৩২০ ঘ. ৭২০
২০। ৬১৭ – ২৩৭ = কত?
ক. ৫ ৩৭ খ. ৪ ৩৭ গ. ২ ৩৭ ঘ. ৩ ৪৭
২১। এক. জন কৃষক. তার জমির ৭১২ অংশে ধান ও পাট এবং অবশিষ্ট অংশে গম চাষ করলেন। তিনি কত অংশে গম চাষ করলেন?
ক. ৭১২ খ. ৫১২ গ. ১১২ ঘ. ১১১২
২২। ৩৫ ৭১৫ + ৪১৫ এর সরলমান কত?
ক. ১১৫ খ. ২৫ গ. ১৫ ঘ. ২১৫
২৩। ৭৮ + ৩৮ + ৫৮ = কত?
ক. ৯৮ খ. ১০৮ গ. ১৩৮ ঘ. ১৫৮
২৪। রিমা একটি বইয়ের ১ম দিন ১৫ অংশ, ২য় দিন ৪১৫ অংশ পড়ল, সে দুইদিনে বইটির কত অংশ পড়ল?
ক. ১১৫ অংশ খ. ৪১৫ অংশ গ. ৭১৫ অংশ ঘ. ৮১৫ অংশ
২৫। + ৫২৭ = ১২২৭, খালি ঘরে সঠিক. সংখ্যাটি কত?
ক. ৭২৭ খ. ৪২৭ গ. ১১২৭ ঘ. ২০২৭
২৬। ১৪ + ১৪ = কত?
ক. ৩৪ খ. ৪৩ গ. ১২ ঘ. ২১
২৭। ৯৭ + ১০৭ = কত?
ক. ১৯৭ খ. ১৯১৪ গ. ১৪১৯ ঘ. ২৯৭
২৮। ১৩ + ২৫ + ৭১০ = , ফাঁকা ঘরে কত হবে?
ক. ১ ১৩৩০ খ. ৪৩৪০ গ. ২ ১৩৩০ ঘ. ১ ১১৩০
২৯। ২ ১১৩ + ৫ ৩১৩ = কত?
ক. ১৩ ৪৭ খ. ৭ ৪১৩ গ. ১০ ৯১৩ ঘ. ১৩ ৯১০
৩০। ১৭ + ২ ৩৭ = কত?
ক. ২ ২৭ খ. ১ ৪৭ গ. ৬৭ ঘ. ২ ৪৭
৩১। ১৬৩৫ কে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করলে নিচের কোনটি হয়?
ক. ৫৩৫ খ. ৮৩৫ গ. ৫৩৩ ঘ. ৮৩৩
৩২। কবিতার কাছে ৫০০ টাকা ছিল। সে ১০০ টাকা দিয়ে একটি বই কিনল। কবিতা মোট টাকার কত অংশ বই কিনতে খরচ করলো?
ক. ১৫ খ. ২৫ গ. ৩৫ ঘ. ৪৫
৩৩। ২ ৩৪ + ২ ১১০ = কত?
ক. ৪ ১৭২০ খ. ৪ ১৩২০ গ. ৪ ৯২০ ঘ. ৪ ৭২০
৩৪। ২ ৩৪ ৪৫ = কত?
ক. ১ ১৯২০ খ. ৫ ১৩ গ. ১ ৫৩ ঘ. ১৫
৩৫। ৩ ১৫ + ৯ ১২ এর যোগফল কত হবে?
ক. ২৭১০ খ. ৩৭১০ গ. ৯৭১০ ঘ. ১২৭১০
৩৬। ২৫ ও ৩৪ ভগ্নাংশ দুইটিকে কত হরবিশিষ্ট ভগ্নাংশে পরিণত করলে সমহরবিশিষ্ট হবে?
ক. ১৬ খ. ২০ গ২৫ ঘ. ২৮
৩৭। নিচের কোনটি সমহরবিশিষ্ট ভগ্নাংশ না?
ক. ১৫ ও ২৫ খ. ২৩ ও ১৩ গ. ১৪ ও ৩৪ ঘ. ১৩ ও ১৮
সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
০১। ১৩ এবং ১৪ কে সম্পর্ক. প্রতীক. দিয়ে লিখ।
উত্তর : ১৩ ১৪
০২। ২৫ + ৩৫ = কত?
উত্তর : ১
০৩। ৮৯১৭ কে মিশ্র ভগ্নাংশে প্রকাশ কর।
উত্তর : ৫ ৪১৭
০৪। ৩৭ কী ধরনের ভগ্নাংশ?
উত্তর : প্রকৃত ভগ্নাংশ
০৫। ৮ ৭১১ ও ৫ ৪১৩ মিশ্র ভগ্নাংশগুলোকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ কর।
উত্তর : ৯৫১১, ৬৯১৩
০৬। রাসেল শ্রেণি পরীক্ষায় গণিত বিষয়ে ১০ নম্বরের মধ্যে ৭ পেল। সে গণিতে মোট নম্বরের কত অংশ পেয়েছে?
উত্তর : ৭১০ অংশ
০৭। অনিক. একটি ঘরের ২২৫ অংশ রং করল এবং রহিম ২১৭ অংশ রং করল। কে বেশি অংশ রং করল?
উত্তর : রহিম
০৮। মিলন এক. বোতল কোল্ড ড্রিংকস-এর ২৭ অংশ পেল এবং তার বোন ৩৭ অংশ পেল। কে বেশি পেল?
উত্তর : মিলনের বোন
০৯। রায়হান প্রতিদিন ৫১৬ ঘণ্টা ঘুমায় এবং রিহান ৩১৬ ঘণ্টা ঘুমায়। কে বেশি ঘুমায়?
উত্তর : রায়হান
১০। ২৫ + ৭১৫ = কত?
উত্তর : ১৩১৫
১১। ১৫ + ৪৫ = কত?
উত্তর : ১
১২। ১১৯ + ১৩৯ + ১০৯ = কত?
উত্তর : ৩ ৭৯
১৩। ১৯২৮ – ১১২৮ = কত?
উত্তর : ২৭
১৪। ৭৯ – ৩৪ = কত?
উত্তর : ১৩৬
১৫। ৪ ১৮ – ২ ৩৫ = কত?
উত্তর : ১ ২১৪০
১৬। ১ – ৭১৫ = কত?
উত্তর : ৮১৫
১৭। ১২ + ৫৬ – ৭১২ = কত?
উত্তর : ৩৪
১৮। ফাহিম সাইকেল চালিয়ে ১ম ঘণ্টায় ৮ ১৩ কিলোমিটার ও ২য় ঘণ্টায় ৭ ১৬ কিলোমিটার গেল। ২য় ঘণ্টায় সে কত কিলোমিটার কম গেল?
উত্তর : ৭৬ কিলোমিটার
১৯। দুইটি ভগ্নাংশের বিয়োগফল ৪ ৩৪। ছোট সংখ্যাটি ১ ৩৪ হলে, বড় সংখ্যাটি কত?
উত্তর : ৩
২০। অপুর কাছে ৫০ ৩৪ টাকা আছে। মা দিলেন ২৫ ১২ টাকা। তার কাছে কত টাকা হলো?
উত্তর : ৭৬ ১৪ টাকা
২১। চিহ্নিত ঘরে সঠিক. সংখ্যা বসাও : ১৪ + ৪ = ১
উত্তর : ৩
২২। ৯৩১৭ কে মিশ্র ভগ্নাংশে পরিণত কর।
উত্তর : ৫ ৮১৭
২৩। ৮৯১৭ কে মিশ্র ভগ্নাংশে পরিণত কর।
উত্তর : ৫ ৪১৭
২৪। ২৫ ৯১৬ কে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ কর।
উত্তর : ৪০৯১৬
২৫। ৫টি কলম থেকে ২টি কলম নেওয়া হলো। মোট কলমের কত অংশ নেওয়া হলো?
উত্তর : ২৫ অংশ।
২৬। ৫১২ , ৫৭ , ৫১৮ ভগ্নাংশগুলোকে মানের অধঃক্রমে সাজাও।
উত্তর : ৫৭ , ৫১২ , ৫১৮
২৭। ৫২৪ ও ২৪১৭ এর মধ্যে কোনটি বড় তা প্রতীক. ব্যবহার করে দেখাও।
উত্তর : ২৪১৭ ৫২৪
২৮। ৪১৩ , ৪২৯ এর মধ্যে কোনটি বড় তা প্রতীকের সাহায্যে দেখাও।
উত্তর : ৪১৩ ৪২৯
২৯। প্রকৃত ও অপ্রকৃত ভগ্নাংশের মধ্যে ছোট কোনটি?
উত্তর : প্রকৃত ভগ্নাংশ
৩০। অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে?
উত্তর : যে ভগ্নাংশের লব, হর অপেক্ষা বড়, তা অপ্রকৃত ভগ্নাংশ।
৩১। প্রকৃত ভগ্নাংশের মান কিরূপ?
উত্তর : প্রকৃত ভগ্নাংশের মান সর্বদাই ১ থেকে ছোট।
৩২। অপ্রকৃত ভগ্নাংশের মান কিরূপ?
উত্তর : অপ্রকৃত ভগ্নাংশের মান সর্বদাই ১ থেকে বড়।
৩৩। যে ভগ্নাংশ কাকে বলে?
উত্তর : যে ভগ্নাংশের লব, হর অপেক্ষা ছোট, তাকে প্রকৃত ভগ্নাংশ বলে।
৩৪। সমহর ভগ্নাংশ কী?
উত্তর : যে সব ভগ্নাংশের হর একই তারা সমহর বিশিষ্ট ভগ্নাংশ।
৩৫। সতুল ভগ্নাংশ কী?
উত্তর : যে সকল ভগ্নাংশের মান সমান, তাকে পরস্পর সমতুল ভগ্নাংশ।
৩৬। ঊর্ধ্বক্রম অনুসারে সাজানো অর্থ কী?
উত্তর : ছোট থেকে বড় মানে সাজানো।
৩৭। অর্ধঃক্রম অনুসারে সাজানো অর্থ কী?
উত্তর : বড় থেকে ছোট মানে সাজানো।
৩৮। ভগ্নাংশ কে লঘিষ্ঠ আকারে প্রকাশ বলতে কী বুঝ?
উত্তর : যে ভগ্নাংশের লব ও হরে ১ ব্যতিত অন্য কোনো সাধারণ উৎপাদক. থাকে না।
৩৯। ভগ্নাংশের যোগফল অপ্রকৃত হলে একে কিভাবে প্রকাশ করা হয়?
উত্তর : মিশ্র ভগ্নাংশ।
৪০। মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশের নিয়মটি লিখ।
উত্তর : পূর্ণসংখ্যা হর + লবহর = অপ্রকৃত ভগ্নাংশ।
আরো পড়তে পারেনঃ
পঞ্চম শ্রেণি | বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ১ | সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
পঞ্চম শ্রেণি | বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ২ | সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
পঞ্চম শ্রেণি | বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ৩ | সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
পঞ্চম শ্রেণি | বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ৫ | সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
কাঠামোবদ্ধ প্রশ্ন ও উত্তর
প্রশ্ন \ ১ \ কবিরের কাছে ২ ৫৬ লিটার ও মামুনের কাছে ১৩৮ লিটার জুস আছে।
(ক) ২ ৫৬ কে অপ্রকৃত ভগ্নাংশ এবং ১৩৮ কে মিশ্র ভগ্নাংশে প্রকাশ কর।
(খ) দুইজনের জুসের পরিমাণ কত?
(গ) কার জুসের পরিমাণ বেশি এবং কত বেশি?
প্রশ্ন \ ২ \ ৪৮ , ৪১০ , ৪২০ , ৫৪০ ভগ্নাংশ।
(ক) ভগ্নাংশগুলিকে লঘিষ্ঠ আকারে প্রকাশ কর।
(খ) ভগ্নাংশগুলির যোগফল নির্ণয় কর।
(গ) ১ম ও ২য় ভগ্নাংশের যোগফলের সাথে ৩য় ভগ্নাংশ বিয়োগ. কর।
(ঘ) ১ম, ২য় ও ৩য় ভগ্নাংশের যোগফলের সাথে ৪র্থ ভগ্নাংশ বিয়োগ. কর।
প্রশ্ন \ ৩ \ রিতার কাছে ৩ ৭১৫ মিটার ও মিতার কাছে ৩৭২০ মিটার ফিতা আছে।
(ক) অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে?
(খ) দুইজনের একত্রে মোট কত মিটার ফিতা আছে?
(গ) কার ফিতার পরিমাণ বেশি?
(ঘ) মিতা অপেক্ষা রিতার কত মিটার ফিতা কম বা বেশি আছে?
প্রশ্ন \ ৪ \ গরিমার ৩ ৩৪ মিটার ও সুহাসীর ৭৩ মিটার দৈর্ঘ্যরে ফিতা আছে।
(ক) গরিমার ফিতার দৈর্ঘ্যকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ কর। ২
(খ) ফিতার দৈর্ঘ্য নির্দেশক. ভগ্নাংশ দুইটিকে সমহরবিশিষ্ট কর। ২
(গ) দুইজনের একত্রে কত মিটার ফিতা আছে? ২
(ঘ) কার ফিতার পরিমাণ বেশি এবং কত বেশি? ২
প্রশ্ন \ ৫ \ ৩ ৩৪ , ৯১১ , ৮৩ , ২৩ , ৭ ১১২, ৪০৩৩ কতকগুলো ভগ্নাংশ।
(ক) প্রকৃত ও অপ্রকৃত ভগ্নাংশগুলো আলাদা কর। ২
(খ) অপ্রকৃত ভগ্নাংশগুলোকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর কর। ২
(গ) মিশ্র ভগ্নাংশগুলোকে আলাদা কর। ২
(ঘ) মিশ্র ভগ্নাংশগুলোকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর কর। ২
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।