ব্যবসা ও ব্যবস্থাপনা ২য় পত্র | অধ্যায় ৩ | বহুনির্বাচনি সাজেশন | PDF : ব্যবসা ও ব্যবস্থাপনা ২য় পত্রের তৃতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী বহুনির্বাচনি সাজেশন গুলো আমাদের এই পোস্টে পাবেন।
প্রিয় ছাত্র ছাত্রী বন্ধুরা আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন । এটা জেনে আপনারা খুশি হবেন যে, আপনাদের জন্য ব্যবসা ও ব্যবস্থাপনা ২য় পত্রের তৃতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী বহুনির্বাচনি সাজেশন গুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি ।
সুতরাং সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন। আর এইচ এস সি- HSC এর যেকোন বিভাগের গুরুত্বপূর্ণ সকল সাজেশন পেতে জাগোরিকের সাথে থাকুন।
তৃতীয় অধ্যায়: পরিকল্পনা প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণ
৬১. কোনো বিষয়ে অগ্রিম সিদ্ধান্ত গ্রহণকে কী বলে?
(জ্ঞান) [হামিদপুর আল হেরা কলেজ, যশোর]
ক.সংগঠন
খ.পরিকল্পনা
গ.নেতৃত্ব
ঘ.নিয়ন্ত্রণ
উত্তর: খ
৬২. কোনটিকে ব্যবস্থানার দর্পণ হিসেবে বিবেচনা করা হয়? (অনুধাবন) [রংপুর সরকারি কলেজ]
ক.সংগঠন
খ.পরিকল্পনা
গ.নিয়ন্ত্রণ
ঘ.কর্মীসংস্থান
উত্তর: খ
৬৩. কোনটি ছাড়া কোনো পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হয় না? (জ্ঞান) [ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ, ঢাকা]
অ ক. উত্তম যোগাযোগ. খ. নেতৃত্ব
গ.উত্তম নির্দেশনা
ঘ.ব্যবস্থাপক.
উত্তর: গ
৬৪. ব্যবস্থাপনার কোন কাজের সাথে মনস্তাত্তি¡ক বিষয় গভীরভাবে জড়িত? (জ্ঞান) [ঢাকা কলেজ]
ক.পরিকল্পনা
খ.সংগঠন
গ.নির্দেশনা
ঘ.নিয়ন্ত্রণ
উত্তর: ক
৬৫. নমনীয়তা ব্যবস্থাপনার কোন কাজের সাথে ওতপ্রোতভাবে জড়িত? (জ্ঞান) [সিলেট কমার্স কলেজ]
ক.পরিকল্পনাখ.সংগঠন
গ.নিদের্শনা
ঘ.নেতৃত্ব
উত্তর: ক
৬৬. লক্ষ্য কী? (জ্ঞান) [রংপুর সরকারি কলেজ]
ক.উদ্দেশ্য অর্জনের পদক্ষেপ
খ.সুষ্ঠু কার্য পরিকল্পনা
গ.পরিকল্পনা প্রণয়নের রূপরেখা
ঘ.কার্যের সুনির্দিষ্ট ফলাফল
উত্তর: ঘ
৬৭. কোনটি একার্থক পরিকল্পনার ধরন? (জ্ঞান) [মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ, ঢাকা]
ক.নীতিখ.পদ্ধতি
গ.প্রধান কর্মসূচি
ঘ.রণনীতি
উত্তর: গ
৬৮. নগদ বিক্রয়ের নীতি কোন ধরনের পরিকল্পনার মধ্যে পড়ে? (জ্ঞান) [ড. মাহবুবুর রহমান মোলা কলেজ, ঢাকা]
ক.লক্ষ্যখ.স্থায়ী পরিকল্পনা
গ.একার্থক পরিকল্পনা
ঘ.’ঙ্কÍগুএময়াদি পরিকÍগুনা
উত্তর: খ
৬৯. ব্যবসায় প্রতিষ্ঠানে যেসব কাজ প্রতিবারই সংঘটিত হয়, সেক্ষেত্রে কোন পরিকল্পনা গৃহীত হয়? (অনুধাবন) [সরকারি জিলুর রহমান মহিলা কলেজ, ভৈরব, কিশোরগঞ্জ]
ক.স্থায়ী পরিকল্পনা
খ.সামাজিক পরিকল্পনা
গ.ব্যক্তিক পরিকল্পনা
ঘ.বিভাগীয় পরিকল্পনা
উত্তর: ক
৭০. ঢাকা-গাজীপুর মেট্রোরেল নির্মাণ কোন ধরনের পরিকল্পনা? (প্রয়োগ) [ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, রংপুর; ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ]
ক.একার্থক.
খ.স্থায়ী
গ.স্ট্রাটিজিক.
ঘ.কার্যভিত্তিক.
উত্তর: ক
৭১. জাপান ২০২০ সালে অলিম্পিক গেমস্ আয়োজন করবে। এটি কোন ধরনের পরিকল্পনা? (প্রয়োগ)
[রংপুর সরকারি কলেজ]
ক.স্থায়ী
খ.বিভাগীয়
গ.লক্ষ্য
ঘ.একার্থক.
উত্তর: ঘ
৭২. প্রতিষ্ঠানের মধ্যে ও নিæ পর্যায়ের কর্মসম্পাদনের জন্য কোন পরিকল্পনা গ্রহণ করা হয়? (জ্ঞান) [ঢাকা ইম্পিরিয়াল কলেজ; ঢাকা কমার্স কলেজ]
ক.স্ট্র্যাটিজিক.খ.কৌশলগত
গ.কার্যভিত্তিক.ঘ.সামগ্রিক.
উত্তর: গ
৭৩. বহুজাতিক কোম্পানির জন্য কোন পরিকল্পনা সর্বোত্তম? (জ্ঞান) [ঢাকা কলেজ]
অ ক. আঞ্চলিক. খ. কার্যভিত্তিক
গ.সামগ্রিক.ঘ.বিভাগীয়
উত্তর: ক
৭৪. প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের নির্বাহীগণ নিজেদের দায়িত্ব সম্পাদনের সুবিধার জন্য কোন ধরনের পরিকল্পনা প্রণয়ন করেন? (অনুধাবন) [পৈণ্ঠসিএড´Ÿ পণ্ঠএফসর ড. ইয়াজউষ্টিন আহএজ্ঞঞ্ছদ রৈসিএড´্রয়িঞ্ঝাল মএডল ’ক্সুল ´ৈ£ কএলজ, মু´্রীগল্ক]
ক.আনুষ্ঠানিক.খ.বিভাগীয়
গ.অনানুষ্ঠানিক.ঘ.কার্যভিত্তিক.
উত্তর: ঘ
৭৫. প্রতিযোগিতাপূর্ণ বাজারে টিকে থাকার জন্য একটি কোম্পানিকে কী ধরনের পরিকল্পনা গ্রহণ করতে হয়? (অনুধাবন) [নটর ডেম কলেজ, ঢাকা]
ক.একার্থক.খ.স্ট্রাটিজিক
গ.স্থায়ীঘ.স্বল্পমেয়াদি
উত্তর: খ
৭৬. বিশ্বায়ন মোকাবিলায় বহুজাতিক প্রতিষ্ঠানকে কোন ধরনের পরিকল্পনা নিতে হয়? (অনুধাবন) [বরুড়া শহীদ স্মৃতি গভঃ কলেজ, কুমিলা; আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা; ক্যান্টনমেন্ট কলেজ, যশোর]
ক.একার্থক পরিকল্পনা
খ.স্থায়ী পরিকল্পনা
গ.স্ট্রাটিজিক পরিকল্পনা
ঘ.স্বল্পমেয়াদি পরিকল্পনা
উত্তর: গ
৭৭. কৌশল কোন ধরনের পরিকল্পনার অন্তর্গত? (জ্ঞান) [কক্সবাজার সরকারি কলেজ; মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ, ঢাকা]
ক.স্থায়ী
খ.একার্থক
গ.কার্যিক.ঘ.রণনৈতিক.
উত্তর: ঘ
৭৮. কোন ধরনের পরিকল্পনায় বিশেষ পরিস্থিতিতে একটি নির্ধারিত কার্যক্রম গ্রহণের দিকনির্দেশনা থাকে? (জ্ঞান) [হলি ক্রস কলেজ, ঢাকা; আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মতিঝিল, ঢাকা; ইস্পাহানি পাবলিক স্কুল এন্ড কলেজ, চট্টগ্রাম]
ক.কৌশল
খ.রীতি
গ.শিক্ষানবিশ
ঘ.ঘটনা পদ্ধতি
উত্তর: ক
৭৯. সিদ্ধান্ত গ্রহণ ব্যবস্থাপনার কোন কাজের সাথে অধিক সম্পৃক্ত? (জ্ঞান) [উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ঢাকা]
ক.পরিকল্পনা
খ.সংগঠন
গ.নির্দেশনা
ঘ.নিয়ন্ত্রণ
উত্তর: ক
৮০. সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার সর্বশেষ পদক্ষেপ কোনটি? (জ্ঞান) [রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা; ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ]
ক.সমস্যার অগ্রাধিকার নির্ধারণ
খ.উত্তম বিকল্প গ্রহণ
গ.বিকল্পসমূহ মূল্যায়ন
ঘ.বিকল্পসমূহ উদ্ভাবন
উত্তর: খ
৮১. সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে মুখ্য ও জটিল কাজ কোনটি? (জ্ঞান) [আবদুল কাদির মোলা সিটি কলেজ, নরসিংদী]
ক.যথাযথ বিকল্প গ্রহণ
খ.সিদ্ধান্ত বাস্তবায়ন
গ.তথ্য সংগ্রহ
ঘ.বিকল্প
উত্তর: গ
৮২. কোন কাজের অগ্রিম সিদ্ধান্তকে বলা হয় পরিকল্পনা। তাই বলা যায় পরিকল্পনা হলো (অনুধাবন) [মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ, ঢাকা; কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম বিশ্ববিদ্যালয় কলেজ, ব্রাহ্মণবাড়িয়া]
i.বুদ্ধিদীপ্ত কাজ
ii.শারীরিক কাজ
iii.মানসিক কাজ
নিচের কোনটি সঠিক?
ক. i ও iiখ. i ও iii
গ. ii ও iiiঘ. i, ii ও iii
উত্তর: খ
৮৩. আদর্শ পরিকল্পনার বৈশিষ্ট্য হলো (অনুধাবন)
[সিলেট কমার্স কলেজ]
i.গ্রহণযোগ্যতা
ii.তথ্য নির্ভরশীলতা
iii.বিশ্বস্ততা
নিচের কোনটি সঠিক?
ক. i ও iiখ. i ও iii
গ. ii ও iiiঘ. i, ii ও iii
উত্তর: ক
৮৪. প্রতিষ্ঠানে পরিকল্পনা প্রয়োজন (অনুধাবন)
[ক্যান্ট. পাবলিক স্কুল ও কলেজ, পার্বতীপুর, দিনাজপুর]
i.ভবিষ্যৎ কর্মসূচি নির্ধারণের জন্য
ii.সুষ্ঠুভাবে কার্য সম্পাদনের জন্য
iii.মানবজীবনে নৈতিক উৎকর্ষ সাধনের জন্য
নিচের কোনটি সঠিক?
ক. i ও iiখ. i ও iii
গ. ii ও iiiঘ. i, ii ও iii
উত্তর: ক
৮৫. পরিকল্পনা অনুসরণের ফলে (অনুধাবন) [ড. খন্দকার মোশাররফ হোসেন কলেজ, কুমিলা; পটিয়া সরকারি কলেজ, চট্টগ্রাম]
i.উদ্দেশ্য অর্জন সহজ হয়
ii.উপকরণাদির কার্যকর ব্যবহার সম্ভব হয়
iii.কর্মীদের সুযোগ সুবিধা বাড়ানো যায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও iiখ. i ও iii
গ. ii ও iiiঘ. i, ii ও iii
উত্তর: ক
৮৬. পরিকল্পনা প্রণয়নের পদক্ষেপ হলো (অনুধাবন)
[উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ঢাকা]
i.কার্য বিভাজন
ii.ভবিষ্যৎ সুযোগ-সুবিধা মূল্যায়ন
iii.বিকল্পসমূহ মূল্যায়ন
নিচের কোনটি সঠিক?
ক. i ও iiখ. i ও iii
গ. ii ও iiiঘ. i, ii ও iii
উত্তর: গ
৮৭. একার্থক পরিকল্পনা করা হয় (অনুধাবন)
[আবদুল কাদির মোলা সিটি কলেজ, নরসিংদী]
i.একটিমাত্র উদ্দেশ্য বাস্তবায়নের জন্য
ii.বিশেষ লক্ষ্য অর্জনের জন্য
iii.একাধিক উদ্দেশ্য সাধনের জন্য
নিচের কোনটি সঠিক?
ক. i ও iiখ. i ও iii
গ. ii ও iiiঘ. i, ii ও iii
উত্তর: ক
৮৮. পরিকল্পনায় সর্বোত্তম বিকল্প নির্বাচনে বিবেচনা করতে হবে (অনুধাবন) [রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজ]
i.উপযুক্ত পারিশ্রমিক
ii.ফলাফল ও ঝুঁকির অনুপাত
iii.ফলাফলের সম্ভাব্যতা
নিচের কোনটি সঠিক?
ক. i ও iiখ. i ও iii
গ. ii ও iiiঘ. i, ii ও iii
উত্তর: গ
৮৯. স্থায়ী পরিকল্পনায় কর্মীদের দক্ষতা বৃদ্ধি পায়, কারণ (অনুধাবন) [সরকারি বঙ্গবন্ধু কলেজ, গোপালগঞ্জ]
i.বারে বারে একই কাজ করতে হয়
ii.কর্মীদের প্রশিক্ষণ দেয়া সহজ হয়
iii.কর্মীদের কাজের উৎসাহ বৃদ্ধি পায়
নিচের কোনটি সঠিক?
অ ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iiiঘ. i, ii ও iii
উত্তর: ক
উদ্দীপকটি পড়ো এবং ৯০ ও ৯১ নং প্রশ্নের উত্তর দাও।
তাজবির উচ্চশিক্ষা গ্রহণ করে চাকরির পেছনে না ছুটে পৈতৃক সম্পত্তিতে মাশরুম চাষ করার সিদ্ধান্ত নেন। স্থানীয় কৃষি অফিস থেকে বিভিন্ন তথ্য ও পরামর্শ নিয়ে ব্যাংক থেকে অর্থের সংস্থান এবং উৎপাদিত পণ্যের বাজারজাতকরণের বিষয় ভালোভাবে জেনে তিনি মাশরুম চাষ শুরু করে লাভবান হন। তাজবিরের সুনাম চারদিকে ছড়িয়ে পড়ে। [ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, রংপুর]
৯০. মাশর‚ম চাষ স্টর‚র পƒএবট্ট তাজবিএরর কমট্টকাল্প তৈামার পঠিত কোন বিষয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ? (প্রয়োগ)
ক.সমন্বয়সাধনখ.নিয়ন্ত্রণ
গ.সংগঠন
ঘ.পরিকল্পনা
উত্তর: ঘ
৯১. তাজবিরের সফলতার কারণ হলো (উচ্চতর দক্ষতা)
i.সম্ভাব্য সুযোগ-সুবিধা মূল্যায়ন
ii.বিকল্প বিশ্লেষণ
iii.প্রয়োজনীয় তথ্য সংগ্রহ
নিচের কোনটি সঠিক?
ক. i ও iiখ. i ও iii
গ. ii ও iiiঘ. i, ii ও iii
উত্তর: ঘ
উদ্দীপকটি পড়ো এবং ৯২ ও ৯৩ নং প্রশ্নের উত্তর দাও।
আলী সাহেব একটি ক্ষুদ্র ব্যবসায় প্রতিষ্ঠানের মালিক। তিনি সকল কাজের পূর্বে পরিকল্পনা গ্রহণ করেন। তিনি এমনভাবে পরিকল্পনা গ্রহণ করেন যেন এটি বারবার ব্যবহার করা যায়। [ভিকারুননিসা নূন স্কুল ও কলেজ, ঢাকা]
৯২. আলী সাহেব কোন ধরনের পরিকল্পনা গ্রহণ করেন? (প্রয়োগ)
ক.একার্থক.খ.স্বল্পমেয়াদি
গ.মধ্যমমেয়াদি
ঘ.স্থায়ী
উত্তর: ঘ
৯৩. আলী সাহেব পরিকল্পনাটি গ্রহণের ফলে
(উচ্চতর দক্ষতা)
i.প্রতিষ্ঠানের ব্যয় হ্রাস পাবে
ii.কাজ নমনীয় হবে
iii.কর্মদক্ষতা বৃদ্ধি পাবে
নিচের কোন সঠিক?
ক. i ও iiখ. i ও iii
গ. ii ও iiiঘ. i, ii ও iii
উত্তর: খ
- উত্তর ডাউনলোড করুন> (১ম পত্র) ব্যবসায়ের মৌলিক ধারণা ১ম পত্র সৃজনশীল প্রশ্ন
- উত্তর ডাউনলোড করুন>(১ম পত্র)১ম: ব্যবসায়ের মৌলিক ধারণা প্রশ্ন উত্তরসহ PDF
- উত্তর ডাউনলোড করুন> HSC ব্যবসায়ের মৌলিক ধারণা প্রশ্নের উত্তরসহ অধ্যায়-১: PDF
- উত্তর ডাউনলোড করুন> HSC অধ্যায়-১: প্রশ্নের উত্তরসহ ব্যবসায়ের মৌলিক ধারণা PDF
- উত্তর ডাউনলোড করুন>অধ্যায়৩: SSC ফিন্যান্স ও ব্যাংকিং‘র সৃজনশীল প্রশ্নোত্তর PDF
- উত্তর ডাউনলোড করুন> অধ্যায়৩: SSC ফিন্যান্স ও ব্যাংকিং‘র জ্ঞানমূলক প্রশ্নোত্তরPDF
উদ্দীপকটি পড়ো এবং ৯৪ ও ৯৫ নং প্রশ্নের উত্তর দাও।
২০১৮ সালের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দল সেমিফাইনালে উঠতে চায়। এজন্য কোচ, খেলোয়াড় ও কর্মকর্তাগণ সেভাবে ছক কাটছেন। ৩ মাস ধরে খেলোয়াড়গণ প্রশিক্ষণ ক্যাম্পে প্রশিক্ষণ নিচ্ছেন।
[আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা]
৯৪. ‘বাংলাদেশ দল সেমিফাইনালে উঠতে চায়’ এটাকে কী হিসেবে অভিহিত করা যায়? (প্রয়োগ)
ক.পরিকল্পনা
খ.মিশন
গ.উদ্দেশ্য
ঘ.পরিধি
উত্তর: গ
৯৫. বাংলাদেশ দল সেমিফাইনালে উঠতে পারবে
(উচ্চতর দক্ষতা)
i.পরিকল্পনা বাস্তবায়িত হলে
ii.উদ্দেশ্য অর্জিত হলে
iii.লক্ষ্য সঠিক হলে
নিচের কোনটি সঠিক?
ক. i ও iiখ. i ও iii
গ. ii ও iiiঘ. i, ii ও iii
উত্তর: ঘ
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।