তৃতীয় শ্রেণির বাংলা পাঠ-২৪ সেই সাহসী ছেলে প্রশ্ন উত্তর PDF ।। 2024 সালের নতুন বছরের নতুন বই থেকে সৃজনশীল প্রশ্ন উত্তর সহ সকল বিষয় নিয়মিত আপলোড করা হয় জাগোরিক এ।
তৃতীয় শ্রেণি ● আমার বাংলা বই ● অধ্যায়ভিত্তিক কাজের সমাধান পাঠ-২৪: সেই সাহসী ছেলে, পাঠ্যবইয়ের অনুশীলনমূলক কাজের সমাধান হতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সব প্রশ্ন উত্তর গুলো আমাদের এই পোস্টে আলোচনা করা হয়েছে। অতএব সম্পূর্ণ পোস্টটি মনযোগ সহকারে পড়ুন।
তৃতীয় শ্রেণির বাংলা পাঠ-২৪ সেই সাহসী ছেলে প্রশ্ন উত্তর PDF
তৃতীয় শ্রেণি ● আমার বাংলা বই ● অধ্যায়ভিত্তিক কাজের সমাধান
পাঠ-২৪: সেই সাহসী ছেলে
এই বিভাগে আরো দেখুন
- আরো পড়ুন: PDF তৃতীয় শ্রেণির বাংলা পাঠ-১৯: ঢাকাই সমলিন প্রশ্ন উত্তর
- আরো পড়ুন: PDF তৃতীয় শ্রেণির বাংলা পাঠ-২০ হজরত আবু বকর (রা.) প্রশ্ন উত্তর
- আরো পড়ুন: PDF তৃতীয় শ্রেণির বাংলা পাঠ-২১ আমার পণ-মদনমোহন তর্কালঙ্কার প্রশ্ন উত্তর
- আরো পড়ুন: PDF তৃতীয় শ্রেণির বাংলা পাঠ-২২ মানব জয়ের গল্প প্রশ্ন উত্তর
পাঠ-২৪: সেই সাহসী ছেলে
পাঠ্যবইয়ের অনুশীলনমূলক কাজের সমাধান
শব্দ শিখি
পরিদর্শনে আসা – দেখতে আসা
সংবর্ধনা – অভ্যর্থনা
দৃঢ় – বলিষ্ঠ
চিরস্থায়ী – চিরদিনের জন্য স্থায়ী
নিচের শব্দ দিয়ে খালি জায়গা পূরণ করি
সংবর্ধনা, অবাক, দায়িত্ব, আমেজ, অনুষ্ঠান।
সবার মধ্যে উৎসবের।
শিক্ষকরা কয়েকজন শিক্ষার্থীকে কাজের – দিলেন।
তাঁদেরকে ফুল দিয়ে- দেওয়া হলো।
তারপর একসময়ে -শেষ হলো।
সোহরাওয়ার্দী- হয়ে তাকালেন।
উত্তর:
সবার মধ্যে উৎসবেরআমেজ।
শিক্ষকরা কয়েকজন শিক্ষার্থীকে কাজের দায়িত্ব দিলেন।
তাঁদেরকে ফুল দিয়ে সংবর্ধনা দেওয়া হলো।
তারপর একসময়ে অনুষ্ঠানশেষ হলো।
সোহরাওয়ার্দীঅবাক হয়ে তাকালেন।
যুক্তবণ্য ভেঙে লিখি ও একটি করে শব্দ লিখি
সংবর্ধনা র্ধ র + ধ বর্ধিত
শিক্ষার্থী র্থ র + থ প্রার্থী
সোহরাওয়ার্দী র্দ র + থ দুর্দশা
বলি ও লিখি
গোপালগঞ্জ মিশন স্কুলে পরিদর্শনে কে কে এসেছিলেন?
উত্তর: গোপালগঞ্জ মিশন স্কুলে পরিদর্শনেএসেছিলেন বাংলার প্রধানমন্ত্রী শেরে বাংলা এ কে ফজলুল হক ও একজন মন্ত্রী হোসের সোহরাওয়ার্দী
প্রশ্ন: সংবর্ধনার দায়িত্ব পড়লো কাদের উপর?
উত্তর: সংবর্ধনার দায়িত্ব পড়লো শেখ মুজিবুর রহমান ও আরোকয়েকজন শিক্ষার্থীর উপর।
প্রশ্ন: কিশোর মুজিব সোহরাওয়ার্দীকে কী বললেন?
উত্তর: কিশোর মুজিব সোহরাওয়ার্দীকে বললেন, আমাদের স্কুলের ছাদ দিয়ে পানি পড়ে। ছাদ মেরামত করতে হবে।
প্রশ্ন: কে বাংলাদেশের স্বাধীনতার কথা শোনালেন?
উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতার কথা শোনালেন।
বাক্য লিখি
উৎসব আমাদের স্কুলে কাল পিঠা উৎসব হবে।
সংবর্ধনা পরীক্ষার রেজাল্ট ভালো করায় আমাকে সংবর্ধনা দেওয়া হলো।
ব্যবস্থা রোমানদের বাড়িতে আমার থাকার ব্যবসস্থা করা হলো।
সুযোগ স্যার আমাকে বইটি পড়ার সুযোগ দিলেন।
বিপরীত শব্দ শিখি
সাহসী – ভীতু
বুদ্ধিমান – বোকা
সামনে – পিছনে
দৃঢ় – কোমল
মুক্ত – বন্দি
গুণবাচক শব্দ শিখি
সাহসী ছেলে
বিখ্যাত মানুষ
বুদ্ধিমান মেয়ে
ভবিষ্যৎ নেতা
স্কুল সুন্দর করার জন্য কী কী করা যায় লিখি
স্কুল সুন্দর করার জন্য যা যা করা যায়, তা হলো:
১. নির্দিষ্ট স্থানে ময়লা ফেলা;
২. শ্রেণিকক্ষ ও স্কুলের আঙিনা পরিষ্কার- পরিচ্ছন্ন করা;
৩. স্কুলের চারপাশে গাছ লাগানো;
৪. স্কুলের গোলমাল না করা;
৫. শিক্ষকের কথা মেনে চলা ইত্যাদি।
- আরো পড়ুন: PDF তৃতীয় শ্রেণির বাংলা পাঠ-২৩ তালগাছ-রবীন্দ্রনাথ ঠাকুর প্রশ্ন উত্তর
- আরো পড়ুন: তৃতীয় শ্রেণির বাংলা পাঠ-২৪ সেই সাহসী ছেলে প্রশ্ন উত্তর PDF
- আরো পড়ুন: তৃতীয় শ্রেণির বাংলা পাঠ-২৫: আদর্শ ছেলে- কুসুমকুমারী দাশ প্রশ্ন উত্তর
- আরো পড়ুন: তৃতীয় শ্রেণির বাংলা পাঠ-২৬ মুক্তিযুদ্ধে রাজারবাগ প্রশ্ন উত্তর PDF
- আরো পড়ুন: তৃতীয় শ্রেণির বাংলা পাঠ-২৭-২৮: নিজের মতো লিখি ও প্রতিযোগিতায় নাম লিখি প্রশ্ন উত্তর
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।