অষ্টম শ্রেণির স্বাস্থ্য সুরক্ষা ২০২৪ || অধ্যায় ১ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর এবং স্পেশাল কুইজ ।। ১ম অধ্যায় Class Eight Health Protection 2024।। প্রিয় শিক্ষার্থীরা তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি ২০২৪ সালের নতুন কারিকুলাম এর ৮ম শ্রেণির স্বাস্থ্য সুরক্ষা – Class Eight Health Protection 2024 বই ও গাইড থেকে কিভাবে পড়তে হবে এবং সঠিক সমাধান সহ সকল প্রশ্নে উত্তর নিয়ে।
প্রিয় শিক্ষার্থীরা যারা এখানো আমাদের ফ্রি শিক্ষামূলক ওয়েবসাইট জাগোরিক সম্পর্কে জানে না তাদের কাছে পৌছানোর জন্য তোমরা তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে জানিয়ে দেও। যাতে তারাও তোমাদের মতো উপকৃত হতে পারে।
শিখনযোগ্যতা অর্জনের লক্ষ্যে আরও কিছু শিখি
(পাঠ্যবইয়ের সেশন ও বিষয়বস্তুর ধারায় যোগ্যতাভিত্তিক প্রশ্ন ও উত্তর)
প্রিয় শিক্ষার্থী, পরিবর্তিত যোগ্যতাভিত্তিক শিক্ষাক্রমে এ শিখন অভিজ্ঞতাটির বিষয়বস্তু ভালোভাবে অনুশীলন কর। এরই আলোকে শিখনকালীন মূল্যায়ন উপযোগী বিবিধ বিষয়াবলি ও প্রশ্নোত্তর নিম্নে উপস্থাপন করা হলো, যা তোমাকে শিখনযোগ্যতা অর্জনে সক্ষম করে গড়ে তুলবে ।
ধরন ১ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১. আমরা কখন ভালো থাকি?
ক) পেটপুরে খাবার খেলে
(খ) ভালো জামা পরলে
(গ) স্বাস্থ্য ভালো থাকলে
ঘ) দিনের বেলায় ঘুমালে
২. কোন বাংলাদেশি নাগরিক এভারেস্ট জয় করেছেন?
ক) নিশাত মজুমদার
(খ) জাহানারা
গ) সাবিনা
(ঘ) সানজিদা
৩. এম. এ মুহিত কী জন্য বিখ্যাত?
ক) তাজিংডং জয়ের জন্য
(খ) এভারেস্ট জয়ের জন্য
(গ) আল্পস পর্বতমালা জয়ের জন্য
(ঘ) আন্দিস পর্বতমালা জয়ের জন্য
শরীর ভালো না থাকলে তা মনের ওপর কেমন প্রভাব ফেলে?
ক) ইতিবাচক
খ) নীতিবাচক
(গ) প্রীতিবাচক
(ঘ) নেতিবাচক
৫. ভালো থাকাকে ইংরেজিতে কী বলে?
Wellbeing
CD Goodwell
Goodbeing
Godwell
৬. নিচের কোনটি সুস্থতার অবস্থা নয়?
শারীরিক
সামাজিক
(খ) মানসিক
(ঘ) রাজনৈতিক
৭. শরীর এবং মন একে অপরের সাথে কী?
(ক) সম্পর্কহীন
(গ) জড়িত নয়
সম্পর্কযুক্ত
(ঘ) সবগুলো
আরো দেখুন
দাঁত ও দাঁতের মাড়ি সুস্থ রাখতে চাইলে যেসব কাজ গুলো করা জরুরী
প্রতিটি মানুষের সকল মন্ত্রের মূল চাবিকাঠী স্বাস্থ্য! স্বাস্থ্য ভালো থাকলে মন ভালো থাকে, কাজের অগ্রগতিও ভাড়ে, স্বাস্থ্য ভালো আপনার সব...
শান্তিগঞ্জের বগুলারকাড়া গ্রামের স্কুল মাঠে কাবাডি খেলা
শান্তিগঞ্জের বগুলারকাড়া গ্রামের স্কুল মাঠে কাবাডি খেলা।। সুনামগঞ্জ প্রতিনিধি।। গ্রামবাংলার প্রাচীনতম ঐতিহ্য বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি(হা ডু ডু) খেলার ঐতিহ্য...
একজন মানবিক সমাজসেবক সাজ্জাদ পারভেজ
একজন মানবিক সমাজসেবক সাজ্জাদ পারভেজ ॥ গেস্ট ব্লগিং॥ নিজের পরিচিতি নয়, যার কাজ শুধু সামাজিক কাজের মধ্যে নিজেকে লুকিয়ে রাখা।...
নতুন করিকুলাম || অষ্টম শ্রেণির বাংলা অধ্যায় ২ নজরে ‘রেলের পথ
নতুন করিকুলাম || অষ্টম শ্রেণির বাংলা অধ্যায় ২ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর 2024 | সমাধান : অষ্টম শ্রেণীর বাংলা ১ম...
ধরন ২ স্পেশাল কুইজ
প্রশ্ন ১। কী ভালো না থাকলে আমরা ভালো থাকতে পারি না?
উত্তর : স্বাস্থ্য ।
প্রশ্ন ২। এভারেস্ট বিজয়ী একজন পর্বতারোহীর নাম বল ।
উত্তর : এম. এ মুহিত।
প্রশ্ন ৩। সেজুতি সাহা কে?
উত্তর : অণুজীববিজ্ঞানী ।
প্রশ্ন ৪। করোনা ভাইরাসের পূর্ণাঙ্গ জিনোম বিন্যাসের রহস্য উন্মোচন করেন কে?
উত্তর : সেজুতি সাহা ।
প্রশ্ন ৫। কৃষ্ণা, সাবিনা, সানজিদাদের দল সাফ ফুটবলে কী জয় করেন?
উত্তর : শিরোপা।
প্রশ্ন ৬। শরীর ভালো না থাকলে তা কীসের ওপর নেতিবাচক প্রভাব ফেলে?
উত্তর : মনের ওপর।
প্রশ্ন ৭। ভালো থাকাকে ইংরেজিতে কী বলে?
উত্তর : Wellbeing.
প্রশ্ন ৮। নিজের কী পূরণে নিজেরা দায়িত্ব নেয়?
উত্তর : স্বপ্ন।
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।