৮ম শ্রেণির শিল্প ও সংস্কৃতি ২০২৪ || সংক্ষেপে প্রশ্নোত্তর দাও || Class 8 Shilpo o Sonskriti 2024, প্রিয় শিক্ষার্থীরা তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি ২০২৪ সালের নতুন কারিকুলাম এর অষ্টম শ্রেণির শিল্প ও সংস্কৃতি বই ও গাইড থেকে কিভাবে পড়তে হবে এবং সঠিক সমাধান সহ সকল প্রশ্নে উত্তর নিয়ে।
প্রিয় শিক্ষার্থীরা যারা এখানো আমাদের ফ্রি শিক্ষামূলক ওয়েবসাইট জাগোরিক সম্পর্কে জানে না তাদের কাছে পৌছানোর জন্য তোমরা তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে জানিয়ে দেও। যাতে তারাও তোমাদের মতো উপকৃত হতে পারে।
শিখনযোগ্যতা অর্জনের লক্ষ্যে আরও কিছু শিখি
(পাঠ্যবইয়ের সেশন ও বিষয়বস্তুর ধারায় যোগ্যতাভিত্তিক প্রশ্ন ও উত্তর)
প্রিয় শিক্ষার্থী, পরিবর্তিত যোগ্যতাভিত্তিক শিক্ষাক্রমে এ শিখন অভিজ্ঞতাটির বিষয়বস্তু ভালোভাবে অনুশীলন কর। এরই আলোকে শিখনকালীন মূল্যায়ন উপযোগী বিবিধ বিষয়াবলি ও প্রশ্নোত্তর নিম্নে উপস্থাপন করা হলো,
৮ম শ্রেণির শিল্প ও সংস্কৃতি ২০২৪ || সংক্ষেপে প্রশ্নোত্তর দাও
ধরন ১। এককথায় উত্তর।
প্রশ্ন ১। বাংলাদেশের সর্ব উত্তরের জেলা কোনটি?
উত্তর : পঞ্চগড় ।
প্রশ্ন ২। বাংলাদেশের বিভাগ কয়টি?
উত্তর : আটটি।
প্রশ্ন ৩। একই পরিমাপের দুটি জিনিসের কাছেরটিকে বড় আর দূরের টিকে ছোট এবং ঝাপসা মনে হয় কেন?
উত্তর : দৃষ্টিভ্রমের কারণে ।
প্রশ্ন ৪। ছবি আঁকায় ব্যবহৃত দু’ধরনের পরিপ্রেক্ষিত কী কী?
উত্তর : ১. রৈখিক (Linear) ২. বায়বীয় (Arial)
প্রশ্ন ৫। চতুর্দশ শতাব্দীর প্রথম দিকের ইতালীয় রেনেসাঁর
বিখ্যাত স্থপতির নাম কী?
উত্তর : শিল্পী ফিলিপ্পো ব্রুনেলেসচি।
প্রশ্ন ৬। বায়বীয় পরিপেক্ষিতের সঠিক বর্ণনা প্রদান করেন কে?
উত্তর : শিল্পী লিওনার্দো দা ভিঞ্চি।
প্রশ্ন ৭। স্কেচ অর্থ কী?
উত্তর: খসড়া।
৮ম শ্রেণির শিল্প ও সংস্কৃতি ২০২৪ || সংক্ষেপে প্রশ্নোত্তর দাও
আরো দেখুন
বরিশাল ইতিহাস ঐতিহ্য
বরিশাল ইতিহাস ঐতিহ্য ।। বরিশাল বাংলাদেশের একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী অঞ্চল। এর ইতিহাস ও সংস্কৃতি দীর্ঘ এবং সমৃদ্ধ। বরিশালকে বলা...
ফ্রী শিক্ষামূলক ভিডিও মেকার,শিক্ষামূলক ভিডিও কিভাবে করা যায়
ফ্রী শিক্ষামূলক ভিডিও মেকার,শিক্ষামূলক ভিডিও কিভাবে করা যায়।। শিক্ষামূলক ভিডিও তৈরি করতে কিছু ধাপ অনুসরণ করা প্রয়োজন। এখানে কিছু ধাপ...
দাঁত ও দাঁতের মাড়ি সুস্থ রাখতে চাইলে যেসব কাজ গুলো করা জরুরী
প্রতিটি মানুষের সকল মন্ত্রের মূল চাবিকাঠী স্বাস্থ্য! স্বাস্থ্য ভালো থাকলে মন ভালো থাকে, কাজের অগ্রগতিও ভাড়ে, স্বাস্থ্য ভালো আপনার সব...
শান্তিগঞ্জের বগুলারকাড়া গ্রামের স্কুল মাঠে কাবাডি খেলা
শান্তিগঞ্জের বগুলারকাড়া গ্রামের স্কুল মাঠে কাবাডি খেলা।। সুনামগঞ্জ প্রতিনিধি।। গ্রামবাংলার প্রাচীনতম ঐতিহ্য বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি(হা ডু ডু) খেলার ঐতিহ্য...
প্রশ্ন ৮। পেনসিলের শিষ কী দিয়ে তৈরি করা হয়?
উত্তর : গ্রাফাইট ।
প্রশ্ন ৯। রৈখিক পরিপ্রেক্ষিত সম্পর্কে নির্ভুল ধারণা দেন কে?
উত্তর : শিল্পী ফিলিপ্পো ব্রুনেলেসচি।
প্রশ্ন ১০। ইরা কার কবিতা আবৃত্তি করেছিল?
উত্তর : সৈয়দ শামসুল হকের।
প্রশ্ন ১১। Perspective অর্থ কী?
উত্তর : পরিপ্রেক্ষিত ।
প্রশ্ন ১২। চারকোল কী?
উত্তর : কাঠ কয়লা ।
ধরন ২ সংক্ষেপে উত্তর দাও ।
প্রশ্ন ১। পরিপ্রেক্ষিত (Perspective) কাকে বলে?
উত্তর : কাছের জিনিস বড় আর স্পষ্ট আর দূরের জিনিস ছোট আর ঝাপসা এই বিষয়টি ছবিতে ফুটিয়ে তোলার পদ্ধতিকে ছবি আঁকার পরিপ্রেক্ষিত বলে ।
প্রশ্ন ২। পেনসিল স্কেচ কাকে বলে?
উত্তর: উকরা হলো, যা তোমাকে শিখনযোগ্যতা অর্জনে সক্ষম করে গড়ে তুলবে ।
প্রশ্ন ৩। ফিলিপ্পো ব্রুনেন্সেসচি কে?
উত্তর : ইতালীয় রেনেসাঁর বিখ্যাত স্থপতি। তিনি হলেন রৈখিক পরিপ্রেক্ষিতের ধারণা প্রদানকারী শিল্পী।
প্রশ্ন ৪। বাংলাদেশকে কেন নদীমাতৃক দেশ বলা হয়?
উত্তর : নদীমাতৃক অর্থ নদীবহুল বা নদীর কারণে উর্বর ও শস্যসমৃদ্ধ। বাংলাদেশের বিস্তীর্ণ এলাকা জুড়ে এঁকেবেঁকে অসংখ্য নদী চলছে। আর এসব নদীর পলিমাটিতে দেশের কৃষিজমিগুলো উর্বর হচ্ছে। দেশ কৃষি সমৃদ্ধ হচ্ছে। এজন্য বাংলাদেশকে নদীমাতৃক দেশ বলে ।
প্রশ্ন ৫। রৈখিক পরিপ্রেক্ষিত কাকে বলে?
উত্তর : রেখার সাহায্যে ফুটিয়ে তোলা পরিপ্রেক্ষিতকে রৈখিক পরিপ্রেক্ষিত বলে ।
প্রশ্ন ৬। বায়বীয় পরিপ্রেক্ষিত কাকে বলে?
উত্তর : রঙের সাহায্যে ফুটিয়ে তোলা পরিপ্রেক্ষিতকে বায়বীয় পরিপ্রেক্ষিত বলে ।
প্রশ্ন ৭। লিওনার্দো দা ভিঞ্চি কে?
উত্তর : ইতালীর রেনেসাঁর সবচেয়ে গুরুত্বপূর্ণ শিল্পী। তিনি সর্বপ্রথম বায়বীয় পরিপ্রেক্ষিতের সঠিক বর্ণনা প্রদান করেন ।
প্রশ্ন ৮। টোন (Tone) কাকে বলে?
উত্তর : হালকা থেকে পর্যায়ক্রমে গাঢ় আস্তর দিয়ে পেনসিল ঘষে ঘষে নানা মাত্রায় আলোছায়া নির্ণয় করা যায়। আলোছায়া নির্ণায়ক এই আস্তরকে টোন (Tone) বলা হয় ।
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।