শ্রেণী ৮ম | বাংলা | অধ্যায় ১ | প্রয়োজন বুঝে যোগাযোগ করি | সমাধান ৭ : অষ্টম শ্রেণীর বাংলা ১ম পত্রের প্রথম অধ্যায়টি হতে গুরুত্বপূর্ণ সব সমাধানগুলো গুলো আমাদের এই পোস্টে পাবেন। অতএব সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়তে থাকুন।
ধরন ১ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১. রাবেয়া খাতুনের জন্ম সাল কোনটি?
(ক) ১৯৩২
(খ) ১৯৩৩
(গ) ১৯৩৪
(ঘ) ১৯৩৫
২. রাবেয়া খাতুন কত সালে মারা যান?
(ক) ২০১৯
(খ) ২০২০
গ) ২০২১
(ঘ) ২০২২
৩. ‘মধুমতী’ কী ধরনের রচনা?
(ক) গল্প
(খ) উপন্যাস
(গ) নাটক
(ষ) প্রবন্ধ
আরো দেখুন
বরিশাল ইতিহাস ঐতিহ্য
বরিশাল ইতিহাস ঐতিহ্য ।। বরিশাল বাংলাদেশের একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী অঞ্চল। এর ইতিহাস ও সংস্কৃতি দীর্ঘ এবং সমৃদ্ধ। বরিশালকে বলা...
ফ্রী শিক্ষামূলক ভিডিও মেকার,শিক্ষামূলক ভিডিও কিভাবে করা যায়
ফ্রী শিক্ষামূলক ভিডিও মেকার,শিক্ষামূলক ভিডিও কিভাবে করা যায়।। শিক্ষামূলক ভিডিও তৈরি করতে কিছু ধাপ অনুসরণ করা প্রয়োজন। এখানে কিছু ধাপ...
দাঁত ও দাঁতের মাড়ি সুস্থ রাখতে চাইলে যেসব কাজ গুলো করা জরুরী
প্রতিটি মানুষের সকল মন্ত্রের মূল চাবিকাঠী স্বাস্থ্য! স্বাস্থ্য ভালো থাকলে মন ভালো থাকে, কাজের অগ্রগতিও ভাড়ে, স্বাস্থ্য ভালো আপনার সব...
শান্তিগঞ্জের বগুলারকাড়া গ্রামের স্কুল মাঠে কাবাডি খেলা
শান্তিগঞ্জের বগুলারকাড়া গ্রামের স্কুল মাঠে কাবাডি খেলা।। সুনামগঞ্জ প্রতিনিধি।। গ্রামবাংলার প্রাচীনতম ঐতিহ্য বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি(হা ডু ডু) খেলার ঐতিহ্য...
8.নিচের কোন উপন্যাস থেকে চলচ্চিত্র নির্মিত হয়েছে?
(ক) মেঘের পরে মেঘ
(গ) সদরঘাট
খ) দেয়াল
ঘ) হাতিরপুল
৫.‘অপারেশন কদমতলী’ কোন রীতিতে লেখা?
ক) সাধু
গ) আঞ্চলিক
খ) চলিত
ঘ) মিশ্র
৬. ‘অপারেশন কদমতলী’ কী ধরনের রচনা?
(ক) গল্প
খ) উপন্যাস
গ) নাটক
(ঘ) প্রবন্ধ’
৭.’অপারেশন কদমতলী’ রচনায় কে গল্প বলে?
(ক) চন্দন
খ দাদি
(গ) যান্না
ঘ) আন্না’
৮. গল্প শোনার সময় কার ঘুম ধরে যায় বা কে হাই তোলে?
ক) চন্দন
খ) আন্না
(গ) মান্না
✉ দাদি
৯. কে ব্যাডমিন্টনের কোর্ট থেকে ফিরত?
(ক) ছোট চাচা
খ) আন্না
(গ) যান্না
ঘ) চন্দন
১০. কাকে হাত বেঁধে জিপে করে নিয়ে যায়?
ক) চন্দন
খ) ছোট চাচা
(গ) আন্না
(ঘ) চন্দনের বাবা
১১. ছোট চাচাকে কোন শিবিরে রাখা হয়েছে বলে ধারণা করা হয়?
(ক) কদমতলী
খ)কুর্মিটোলা
গ) ত্রিবেণী
ঘ) বি.ডি.আর গেট
১২. যুদ্ধের দরুন মহল্লার অবস্থা কিরূপ?
ক. ধূ ধূ মাঠ
(খ) রাক্ষসপুরী
গ) গরিলা যুদ্ধ
ঘ) বিধ্বস্ত
১৩. বনে-জঙ্গলে থেকে যে যুদ্ধ করা হয় তাকে কী বলে?
ক)বন যুদ্ধ
(খ) গেরিলা যুদ্ধ
গ. গরিলা যুদ্ধ
ঘ) জঙ্গি হামলা
১৪. অপারেশনের দিন কী বার ছিল?
(ক) শুক্রবার
(গ) রবিবার
(খ) শনিবার
(ঘ) বুধবার
১৫. কারা আগে থেকেই বিপদ-আপদ টের পায় বা বুঝতে পারে?
(ক) জ্যোতিষিরা
খ) বোবা জানোয়াররা
(গ) হুজুরেরা
(ঘ) রোবটেরা
১৬. চন্দন কাকে অত্যাচারী রাজা বলে?
(ক) টিক্কা খান
(খ) ইয়াহিয়া খান
(গ) রাক্ষসপুরীর রাজা
(ঘ) আইয়ূব খান
১৭.চন্দনরা পূর্বে কোথায় ছিল?
ক) বাসানো
খ) গ্রিন রোড
(গ) নন্দিত নরকে
(ঘ) নিশীথিনী
১৮. চন্দনরা এখন বা বর্তমানে কোথায় থাকে?
(ক) বাসাবো
(খ) গ্রিন রোড
(গ) কদমতলী
ঘ) নিউমার্কেট
১৯. কে যুদ্ধে অংশগ্রহণ করে?
(ক)আন্না
খ) মান্না
(গ) ছোট চাচা
ঘ) চন্দন
২০. সানুদের বাড়ির নম্বর কত?
(ক) তিনশো বিশ
খ) পাঁচশো বিশ
গ) দুশো বিশ
ঘ) একশো বিশ
২১. অপারেশনের দিন কত তারিখ ছিল?
(ক) ১২ই সেপ্টেম্বর
খ্র ১৩ই সেপ্টেম্বর
গ) ৯ই সেপ্টেম্বর
ঘ্র ১০ই সেপ্টেম্বর
২২. অপারেশনের দিন বাংলা কত তারিখ ছিল?
(ক) ২৫ শে আশ্বিন
খ) ২৬ শে ভাদ্র
গ) ২৫ শে ভাদ্র
ঘ) ২৬ শে আশ্বিন
২৩. মুক্তিসেনাদের শিবিরের নাম কী?
ক) কুর্মিটোলা
খ) ত্রিবেণী
গ) কদমতলী
(ঘ) সদরঘাট
২৪. চন্দন কী গাছের ডালে বসে সবুজ নিশান দেখায়?
(ক) বট
খ) পাকুড়
গ) অশ্বথ
ঘ)কড়েই
২৫. চন্দন কতবার নিশান দেখায়?
(ক) দুইবার
খ) তিনবার
(গ) চারবার
(ধ) পাচবার
২৬. বারান্দার কোণে বসে চন্দন কী খাচ্ছিল?
(ক) গেন্ডারি
(ণ) আঙ্গুর
(৫) আম
( কলা
২৭. বেগতিক শব্দের অর্থ কী?
ক) গতিহীন
খ) বাদ দিকের গতি
গ উপায়হীন
(ঘ) অধিক গতি
২৮. টহলদার শব্দের অর্থ কী?
ক) টোল আদায়কারী
খ) পাহারাদার
গ) সেনাবাহিনী
ঘ) মুক্তিযোদ্ধা
২৯. সহিসালামতে অর্থ কী?
ক) সালাতের সহিত
খ) সালামের সহিত
গ) নিরাপদে
(ঘ) আদব-কায়দা
৩০. রেডিয়াম কী?
ক রেডিও
(খ) তৈরি হওয়া
গ তেজস্ক্রিয় মৌল
ঘ) যৌগিক পদার্থ
নমুনা উত্তর;
১ | ঘ | ২ | গ | ৩ | খ | ৪ | ক | ৫ | খ |
৬ | ক | ৭ | খ | ৮ | খ | ৯ | ক | ১০ | খ |
১১ | খ | ১২ | খ | ১৩ | খ | ১৪ | ক | ১৫ | খ |
১৬ | খ | ১৭ | খ | ১৮ | ক | ১৯ | ঘ | ২০ | গ |
২১‘ | ঘ | ২২ | গ | ২৩ | খ | ২৪ | খ | ২৫ | খ |
২৬ | ক | ২৭ | গ | ২৮ | খ | ২৯ | গ | ৩০ | গ |
ধরন ২ স্পেশাল কুইজ
প্রশ্ন ১. ‘অপারেশন কদমতলী’ গল্পটি কার লেখা?
উত্তর : ‘অপারেশন কদমতলী’ গল্পটি সাহিত্যিক রাবেয়া খাতুনের লেখা।
প্রশ্ন ২. রাবেয়া খাতুনের জন্ম সাল কত ?
উত্তর : রাবেয়া খাতুনের জন্ম সাল ১৯৩৫।
প্রশ্ন ৩. রাবেয়া খাতুনের মৃত্যু সাল কত ?
উত্তর : রাবেয়া খাতুনের মৃত্যু সাল ২০২১।
প্রশ্ন ৪. ‘মেঘের পরে মেঘ’ কার লেখা উপন্যাস?
উত্তর : ‘মেঘের পরে মেঘ’ রাবেয়া খাতুনের লেখা উপন্যাস ।
প্রশ্ন ৫. ‘অপারেশন কদমতলী’ গল্পে কে সহস্রদল চম্পকদলের গল্প বলেন?
উত্তর : ‘অপারেশন কদমতলী’ গল্পে দাদি সহস্রদল চম্পকদলের গল্প বলেন ৷
প্রশ্ন ৬. সহস্রদল চম্পকদলের গল্প বলার শুরুতে দাদি কী বলেন?
উত্তর : সহস্রদল চম্পকদের গল্প বলার শুরুতে দাদি বলেন, ‘জাগে চম্পকদল, জাগে সহস্রদল, আর জাগে জয় বাংলা রেডিও।’
প্রশ্ন ৭. চন্দন চাপা গলায় দাদিকে কী বলে?
উত্তর : চন্দন চাপা গলায় দাদিকে বলে, ‘ও দাদি, তোমার হলো কী?’
প্রশ্ন ৮. বাইরে জরুরি অবস্থা – বলতে কী বোঝানো হয়েছে?
উত্তর : ‘বাইরে জরুরি অবস্থা’- বলতে সরকারি নিষেধাজ্ঞা বোঝানো হয়েছে।
প্রশ্ন ৯. রেডিয়াম দেওয়া টেবিলঘড়িতে কী জ্বলজ্বল করছে?
উত্তর : রেডিয়াম দেওয়া টেবিলঘড়িতে শুধু আট সংখ্যাটা জ্বলজ্বল করছে।
প্রশ্ন ১০.চন্দন দিনভর কিসের মাধ্যমে কথা শুনতে পেত?
উত্তর : চন্দন দিনভর ট্রানজিস্টারের মাধ্যমে কথা শুনতে পেত।
প্রশ্ন ১১. কারা বনে-জঙ্গলে থেকে যুদ্ধ করছে?
উত্তর : মুক্তিসেনারা বনে-জঙ্গলে থেকে যুদ্ধ করছে।
প্রশ্ন ১২. কাকে হাত বেঁধে জিপে করে নিয়ে গেল?
উত্তর : ছোটো চাচাকে হাত বেঁধে জিপে করে নিয়ে গেল ।
প্রশ্ন ১৩. লেখিকার মতে পুরো মহল্লা কেমন হয়ে গেছে?
উত্তর : লেখিকার মতে, পুরো মহল্লা রূপকথার রাক্ষসপুরীর মতো হয়ে গেছে।
প্রশ্ন ১৪. কুর্মিটোলা শিবিরে কাদেরকে বন্দি করে রাখা হয়েছে?
উত্তর : কুর্মিটোলা শিবিরে মুক্তিসেনাদের বন্দি করে রাখা হয়েছে।
প্রশ্ন ১৫. গেরিলা যুদ্ধ বলতে কী বোঝায়?
উত্তর : বনে-জঙ্গলে লুকিয়ে থেকে সময়-সুযোগ বুঝে শত্রুর ওপর হামলা চালানোকে গেরিলা যুদ্ধ বলে ।
প্রশ্ন ১৬. স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে কোন গানটি বাজছিল?
উত্তর : স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে ‘মোরা একটি ফুলকে বাঁচাব বলে যুদ্ধ করি’ গানটি বাজছিল ।
প্রশ্ন ১৭. রাতে কীসের বিশ্রী শব্দ শোনা যায়?
উত্তর : রাতে টহলদার শত্রুসেনাদের বুটের বিশ্রী শব্দ শোনা যায়।
প্রশ্ন ১৮.কবে থেকে কুকুরের আর্তনাদ শুরু হয়েছে?
উত্তর : পঁচিশে মার্চের মাঝরাত থেকে কুকুরের আর্তনাদ শুরু হয়েছে।
প্রশ্ন ১৯. ইয়াহিয়া ও টিক্কা খান কেমন শাসক?
উত্তর : ইয়াহিয়া ও টিক্কা খান অত্যাচারিত শাসক।
প্রশ্ন ২০.গুলির শব্দে ভয় পেয়ে ঘুমন্ত পাখিরা বাসা ছেড়ে কী করে?
উত্তর : গুলির শব্দে ভয় পেয়ে ঘুমন্ত পাখিরা বাসা ছেড়ে অস্থির ডানায় শূন্যে চক্কর দিতে থাকে ।
প্রশ্ন ২১. হঠাৎ অতর্কিত হামলা করা হয় কোথায়?
উত্তর : হঠাৎ অতর্কিত হামলা করা হয় কদমতলী পুলিশ ফাঁড়িতে।
প্রশ্ন ২২.দামাল ছেলে দুলুকে কোথায় চালান করা হয়?
উত্তর : দামাল ছেলে দুলুকে কুর্মিটোলার বন্দিশিবিরে চালান করাহয়।
প্রশ্ন ২৩. মুক্তিযোদ্ধারা কোথায় মিলিয়ে গেছে?
উত্তর : মুক্তিযোদ্ধারা বিলের মধ্যে মিলিয়ে গেছে।
প্রশ্ন ২৪. ‘অপারেশন কদমতলী’ গল্পটি কোন প্রেক্ষাপটে রচিত?
উত্তর : ‘অপারেশন কদমতলী’ গল্পটি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত।
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।