পঞ্চম শ্রেণি | বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ৬ | সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর: পঞ্চম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়টির ৬ষ্ট অধ্যায়টি হতে বেশ কিছু সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর গুলো আমাদের এই পোস্টে আলোচনা করা হয়েছে। অতএব সম্পূর্ণ পোস্টটি মনযোগ সহকারে পড়ুন।
অধ্যায় ৬ জলবায়ু ও দুর্যোগ অনুশীলনীর প্রশ্ন ও সমাধান
অল্পকথায় উত্তর দাও :
প্রশ্ন \ ১ \ দুর্যোগের দুটি প্রাকৃতিক কারণ উল্লেখ কর।
উত্তর : দুর্যোগের দুটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক কারণ হলো :
১. প্রাকৃতিক অবস্থান এবং
২. জলবায়ুর পরিবর্তন।
প্রশ্ন \ ২ \ দুর্যোগের দুটি মানবসৃষ্ট কারণ উল্লেখ কর।
উত্তর : মানবসৃষ্ট দুর্যোগের দুটি কারণ হলো :
১. নদী তীরবর্তী গাছপালা কেটে ফেললে নদীভাঙন দেখা দেয়।
২. কলকারখানার মাধ্যমে বায়ু দূষণের ফলে তাপমাত্রা বেড়ে যায়। ফলে পরিবেশ শুষ্ক হয়ে যায়।
প্রশ্ন \ ৩ \ বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের তিনটি কারণ উল্লেখ কর।
উত্তর : জলবায়ু পরিবর্তনের তিনটি কারণ হলো :
ক. গাছপালা কাটার কারণে বন-জঙ্গলের পরিমাণ কমে যাওয়া।
খ. কলকারখানা ও যানবাহনের ধোঁয়া।
গ. নদী ধ্বংস হওয়া।
প্রশ্নগুলোর উত্তর দাও :
প্রশ্ন \ ১ \ বাংলাদেশের কোন অঞ্চলগুলোতে নদী ভাঙনের প্রবণতা রয়েছে? কেন?
উত্তর : বাংলাদেশ নদ-নদীর দেশ হওয়ায় এদেশের অনেক জায়গাতেই নদীভাঙনের প্রবণতা দেখা যায়। এদেশের প্রধান নদী পদ্মা, যমুনা ও মেঘনাসহ ৭৫টি নদীতে নিয়মিত নদীভাঙন ঘটে থাকে। যমুনা, মেঘনা ও পদ্মা নদী তীরের ভাঙন সর্বাধিক এবং এ নদীগুলোর ক্রমাগত ভাঙনে সিরাজগঞ্জ ও চাঁদপুর জেলা শহর দুটি বিপদাপন্ন।
এ অঞ্চলগুলোতে বন্যার ফলে নদী তীরবর্তী এলাকা ভাঙনের শিকার হয়। নদীতে পানির প্রবাহ বেড়ে গেলে নদী দ্রæতবেগে ছুটে চলে এবং প্রশস্ত আঁকাবাঁকা নদীতে বেশি ভাঙন ঘটে।
প্রশ্ন \ ২ \ বাংলাদেশের কোন অঞ্চলগুলোতে খরা বেশি হয়?
উত্তর : দীর্ঘসময় বৃষ্টি না হওয়ার পরিপ্রেক্ষিতে যে অবস্থা তাকে খরা বলে। আমাদের দেশের কোনো কোনো অঞ্চল খরার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বাংলাদেশের উত্তর-পশ্চিম অঞ্চলে অপর্যাপ্ত বৃষ্টিপাত সংঘটিত হয়। তাছাড়া এসব অঞ্চলে অল্পসংখ্যক নদী থাকার কারণে খরার প্রবণতা বেশি। দীর্ঘকাল ধরে শুষ্ক আবহাওয়া ও অপর্যাপ্ত বৃষ্টিপাতের কারণে সেখানে খরা হয়।
প্রশ্ন \ ৩ \ বাংলাদেশের কোন অঞ্চলগুলো ভূমিকম্পপ্রবণ?
উত্তর : ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশে ভূমিকম্পের নিশ্চিত ঝুঁকি রয়েছে। বাংলাদেশের উত্তর-পূর্ব অঞ্চল অধিক ভূমিকম্পপ্রবণ অঞ্চল। দক্ষিণ-পশ্চিম অঞ্চল তুলনামূলক কম ভূমিকম্পপ্রবণ অঞ্চল। বাংলাদেশের পূর্বাংশে রয়েছে টারশিয়ারি যুগের পাহাড় এবং এ পাহাড়গুলো বেলেপাথর, সেলপাথর এবং কর্দম দ্বারা গঠিত। গঠনগত কারণে এ অঞ্চলে ভূমিকম্পের প্রবণতা বেশি।
সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
যোগ্যতাভিত্তিক
প্রশ্ন-১ : আবহাওয়া কাকে বলে?
উত্তর : নির্দিষ্ট সময়ের কোনো নির্দিষ্ট স্থানের আকাশ ও বায়ুমন্ডলের সাময়িক অবস্থাকে আবহাওয়া বলে।
প্রশ্ন-২ : জলবায়ু পরিবর্তনের ফলে কী সমস্যা হচ্ছে?
উত্তর : জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশে প্রতি বছর অতিবৃষ্টি, বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ইত্যাদি সৃষ্টি হচ্ছে।
প্রশ্ন-৩ : বাংলাদেশের কয়েকটি দুর্যোগের নাম লিখ?
উত্তর : বাংলাদেশের কয়েকটি দুর্যোগের নাম হলো : নদী ভাঙন, খরা, ভূমিকম্প, বন্যা, অতিবৃষ্টি, ঘূর্ণিঝড়, ইত্যাদি।
প্রশ্ন-৪ : জলবায়ু কাকে বলে?
উত্তর : সাধারণত ৩০-৪০ বছরের বেশি সময়ের আবহাওয়ার গড়কে জলবায়ু বলে।
প্রশ্ন-৫ : দুর্যোগ কাকে বলে?
উত্তর : দুর্যোগ হলো প্রাকৃতিক বা মানবসৃষ্ট কারণে প্রকৃতি ও পরিবেশের মারাত্মক বিপর্যয় যা আমাদের জীবন, সম্পদ ও পরিবেশের ব্যাপক ক্ষতিসাধন করে থাকে।
প্রশ্ন-৬ : স্যার ক্লাসে একটি দেশের বহু বছরের গড় আবহাওয়া সম্পর্কে পড়াচ্ছেন। স্যার কোন বিষয়টি পড়াচ্ছেন?
উত্তর : স্যার জলবায়ু বিষয়টি পড়াচ্ছেন।
প্রশ্ন-৭ : রোকন বাংলাদেশের ৩০-৪০ বছরের গড় আবহাওয়া সম্পর্কে পড়ছে। রোকন কোন বিষয়টি পড়ছে?
উত্তর : রোকন জলবায়ু বিষয়টি পড়ছে।
প্রশ্ন-৮ : মিনাদের গ্রামের গড় তাপমাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এর কারণ কোনটি?
উত্তর : মিনাদের গ্রামের গড় তাপমাত্রা পরিবর্তনের কারণ জলবায়ু পরিবর্তন।
প্রশ্ন-৯ : সোনিয়াদের গ্রামে পানির স্তর নিচে নেমে যাচ্ছে। এর কারণ কোনটি?
উত্তর : সোনিয়াদের গ্রামে পানির স্তর নিচে নেমে যাওয়ার কারণ জলবায়ু পরিবর্তন।
প্রশ্ন-১০ : গ্রামে নদীভাঙনের ফলে কৃষিজমি নদীগর্ভে বিলীন হচ্ছে। এর মানবসৃষ্ট একটি কারণ কী?
উত্তর : গ্রামে নদীভাঙনের মানবসৃষ্ট একটি কারণ নদী থেকে বালু উত্তোলন।
প্রশ্ন-১১ : একটি গ্রামের নদীর পাড় ভেঙে বাড়িঘর, ফসলের মাঠ বিলীন হয়ে যাচ্ছে। দুর্যোগটির নাম কী?
উত্তর : দুর্যোগটির নাম নদী ভাঙন।
প্রশ্ন-১২ : রবিদের এলাকায় দীর্ঘদিন ধরে শুষ্ক আবহাওয়া বিরাজমান। এর ফলে কোন দুর্যোগটি দেখা দিতে পারে?
উত্তর : এর ফলে খরা দুর্যোগটি দেখা দিতে পারে।
প্রশ্ন-১৩ : মিম গ্রামে গিয়ে দেখলো গ্রামের পুকুর, খাল বিল সব শুকিয়ে গেছে। মিমদের গ্রামে এরূপ অবস্থার কারণ কোনটি?
উত্তর : মিমদের গ্রামে এরূপ অবস্থার কারণ খরা।
প্রশ্ন-১৪ : মকবুল মিয়া পানির অভাবে তার জমিতে ফসল ফলাতে পারছেন না। এর পেছনে কোন কারণ দায়ী?
উত্তর : এর পেছনে খরা দায়ী।
প্রশ্ন-১৫ : তোমার বাড়িতে ভূমিকম্প অনুভূত হলো। এক্ষেত্রে তোমার করণীয় কী হবে?
উত্তর : এক্ষেত্রে আমি কাঠের টেবিল বা শক্ত কোনো আসবাবের নিচে আশ্রয় নিব।
প্রশ্ন-১৬ : হীরাদের বাড়ি বাংলাদেশের পশ্চিম অঞ্চলে। তাদের অঞ্চলটি কোন ধরনের ভূমিকম্পপ্রবণ এলাকা?
উত্তর : তাদের অঞ্চলটি তুলোনামূলক কম ভূমিকম্পপ্রবণ এলাকা।
প্রশ্ন-১৭ : নির্দিষ্ট সময়ের নির্দিষ্ট স্থানের আকাশ ও বায়ুমণ্ডলের সাময়িক অবস্থাকে তুমি কী বলবে?
উত্তর : নির্দিষ্ট সময়ের নির্দিষ্ট স্থানের আকাশ ও বায়ুমণ্ডলের সাময়িক অবস্থাকে আমি আবহাওয়া বলব।
প্রশ্ন-১৮ : কোনো স্থানের আবহাওয়া পরিবর্তনের নির্দিষ্ট ধারাকে কী বলা হয়ে থাকে?
উত্তর : কোনো স্থানের আবহাওয়া পরিবর্তনের নির্দিষ্ট ধারাকে জলবায়ু বলা হয়ে থাকে।
প্রশ্ন-১৯ : বিশ্বে তাপমাত্রা বেড়ে বরফ গলতে শুরু করেছে, সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যাচ্ছে। প্রকৃতির এ আচরণকে তুমি কী হিসেবে দেখবে?
উত্তর : প্রকৃতির এ আচরণকে আমি জলবায়ু পরিবর্তন হিসেবে দেখব।
প্রশ্ন-২০ : তোমার মতে, জলবায়ু পরিবর্তনের কারণে পৃথিবীর মধ্যে কোন দেশ অন্যতম দুর্যোগপ্রবণ দেশে পরিণত হয়েছে?
উত্তর : জলবায়ু পরিবর্তনের কারণে পৃথিবীর মধ্যে বাংলাদেশ অন্যতম দুর্যোগপ্রবণ দেশে পরিণত হয়েছে।
প্রশ্ন-২১ : বন-জঙ্গলের পরিমাণ কমে যাওয়া, নদী ধ্বংস হওয়া, জলাধার ভরাট করা ইত্যাদির ফলে সমুদ্রের পানির কী হবে?
উত্তর : বন-জঙ্গলের পরিমাণ কমে যাওয়া, নদী ধ্বংস হওয়া, জলাধার ভরাট করা ইত্যাদির ফলে সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যাবে।
প্রশ্ন-২২ : জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশের জমিতে কী রকম প্রভাব দেখা যাচ্ছে?
উত্তর : জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশের জমিতে লবণাক্ততা বেড়ে যাচ্ছে।
প্রশ্ন-২৩ : নদীভাঙনের ফলে কী ক্ষতি হয়?
উত্তর : নদীভাঙনের ফলে কৃষি জমি, ঘরবাড়ি, জনবসতি এমনকি পুরো গ্রাম নদীগর্ভে বিলীন হয়ে যায়। লক্ষ লক্ষ মানুষ গৃহহীন হয়। অর্থনৈতিক ও সামাজিক জীবন ব্যাহত হয়।
আরো পড়ুনঃ
-
- ৫ম শ্রেণি | বাংলা | প্রার্থনা কবিতার প্রশ্ন উত্তর | PDF
- ৫ম শ্রেণি | বাংলা | ঘাসফুল কবিতার প্রশ্ন উত্তর | PDF
- ৫ম শ্রেণি | বাংলা | ভাবুক ছেলেটি গল্প প্রশ্ন উত্তর | PDF
- ৫ম শ্রেণি | বাংলা | অবাক জলপান নাটকটির প্রশ্ন উত্তর | PDF
সাধারণ
প্রশ্ন-২৪ : খরা হয় কীভাবে?
উত্তর : দীর্ঘকাল ধরে শুষ্ক আবহাওয়া ও অপর্যাপ্ত বৃষ্টিপাতের কারণে খরা হয়।
প্রশ্ন-২৫ : নদীভাঙনের কারণ উল্লেখ কর।
উত্তর : নদীভাঙনের কারণ মূলত দুটি। যথা : প্রাকৃতিক কারণ এবং মানবসৃষ্ট কারণ। প্রাকৃতিক কারণের মধ্যে বন্যা অন্যতম। অন্যদিকে মানবসৃষ্ট কারণের মধ্যে রয়েছে অপরিকল্পিত নদী খনন, বালু উত্তোলন, নদী তীরবর্তী গাছপালা কাটা ইত্যাদি।
প্রশ্ন-২৬ : বাংলাদেশে ঘটে যাওয়া একটি প্রাকৃতিক দুর্যোগের নাম লিখ।
উত্তর : বাংলাদেশে ঘটে যাওয়া একটি প্রাকৃতিক দুর্যোগের নাম হচ্ছে সিডর।
প্রশ্ন-২৭ : সিডরে কতজনের জীবনহানি ঘটে?
উত্তর : সিডরে ৩,৪৪৭ জনের জীবনহানি ঘটে।
প্রশ্ন-২৮ : দুর্যোগের পূর্বাভাস জানতে পারলে কী করবে?
উত্তর : দুর্যোগের পূর্বাভাস জানতে পারলে তা সঙ্গে সঙ্গে প্রতিবেশীদের কাছে প্রচার করে তাদেরকে সতর্ক করে দেব।
প্রশ্ন-২৯ : ঘূর্ণিঝড় আইলায় কতজন নিখোঁজ হয়?
উত্তর : ঘূর্ণিঝড় আইলায় ৮,২০৮ জন নিখোঁজ হয়।
প্রশ্ন-৩০ : কত সালের মধ্যে বাংলাদেশের ২০ শতাংশ এলাকা সমুদ্রে তলিয়ে যেতে পারে?
উত্তর : ২০৫০ সালের মধ্যে বাংলাদেশের ২০ শতাংশ এলাকা সমুদ্রে তলিয়ে যেতে পারে।
প্রশ্ন-৩১ : দুর্যোগের ফলে পরিবেশের কী কী ক্ষতি হচ্ছে?
উত্তর : দুর্যোগের ফলে বন ধ্বংস হচ্ছে, কৃষি জমির উর্বরতা নষ্ট হচ্ছে, পানি ও বাতাস দূষিত হচ্ছে।
প্রশ্ন-৩২ : দুর্যোগের সময় মানুষ কীসের সংকটে পড়ে?
উত্তর : দুর্যোগের সময় মানুষ আশ্রয়, পানি, খাদ্য, চিকিৎসা, কর্মসংস্থানের অভাবসহ বিভিন্ন সংকটে পড়ে।
প্রশ্ন-৩৩ : বাংলাদেশের কোন এলাকার মানুষ খাবার পানি, চাষাবাদ ও পশুপালনের জন্য বৃষ্টির ওপর নির্ভরশীল?
উত্তর : বাংলাদেশের উত্তরাঞ্চলের মানুষ খাবার পানি, চাষাবাদ ও পশুপালনের জন্য বৃষ্টির ওপর নির্ভরশীল।
প্রশ্ন-৩৪ : কী কারণে প্রতিনিয়ত পৃথিবীর জলবায়ু পরিবর্তিত হচ্ছে?
উত্তর : প্রাকৃতিক ও মানবসৃষ্ট দূষণের কারণে প্রতিনিয়ত পৃথিবীর জলবায়ু পরিবর্তিত হচ্ছে।
প্রশ্ন-৩৫ : জলবায়ু পরিবর্তনের একটি কারণ লিখ।
উত্তর : জলবায়ু পরিবর্তনের একটি কারণ হলো শিল্পকারখানার দূষণ।
প্রশ্ন-৩৬ : বৃষ্টিপাত কমে যাওয়ার কারণ কী?
উত্তর : জলবায়ুর পরিবর্তনে তাপমাত্রা বৃদ্ধি পেয়ে বায়ুম™ল শুষ্ক হয়ে যায়। ফলে বৃষ্টিপাত কমে যায়।
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।