অষ্টম শ্রেণির বাংলা অধ্যায় ২|| দৈনন্দিন জীবনে প্রমিত ভাষার চর্চা প্রশ্ন ও উত্তর 2024 | সমাধান : অষ্টম শ্রেণীর বাংলা ১ম পত্রের ২য় অধ্যায়টি হতে গুরুত্বপূর্ণ সব সমাধানগুলো গুলো আমাদের এই পোস্টে পাবেন। অতএব সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়তে থাকুন।
সেশন ৬-৭
পূর্ব-নির্ধারিত বিষয় অনুযায়ী প্রস্তুতকৃত লেখাটি দেখে প্রমিত উচ্চারণে পাঠ ।
কাজ- ২.৩.৩ দৈনন্দিন জীবনে প্রমিত ভাষার চর্চা : নিচের বিষয়গুলো প্রমিত ভাষায় উপস্থাপন করতে হবে। প্রথমে তার একটি লিখিত খসড়া তৈরি করো। তারপরে প্রমিত উচ্চারণে সেগুলো পাঠ করো।
১. সাংস্কৃতিক অনুষ্ঠান বা আলোচনা অনুষ্ঠান সঞ্চালনা ।
২. স্বাধীনতা দিবস, বিজয় দিবস কিংবা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বক্তৃতা ।
৩. টেলিভিশন বা রেডিওর সংবাদ উপস্থাপন
৪. নিজের কোনো অভিজ্ঞতার বিবরণ।
৫. লাইব্রেরিয়ান, ডাক্তার বা অপরিচিত লোকের সঙ্গে আলাপ ।
নমুনা উত্তর :
১. সাংস্কৃতিক অনুষ্ঠান বা আলোচনা অনুষ্ঠান সঞ্চালনা
তারাকান্দী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত আছেন আমাদের বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক, প্রধান অতিথি হিসেবে আছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহোদয়, আরও উপস্থিত আছেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ,
আমাদের প্রিয় ছাত্রছাত্রী, অভিভাবকবৃন্দ এবং সুধী দর্শকমণ্ডলী, সবাইকে আমার আন্তরিক প্রাণঢালা শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠান শুরু করছি। মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আয়োজিত আজকের সাংস্কৃতিক অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের অনুষ্ঠান আমরা সাজিয়েছি দেশাত্মবোধক গান, কবিতা আবৃত্তি, ওড়িশি ও মণিপুরি নৃত্য, বাঁশিতে ভাটিয়ালি সুর এবং নাটিকা দিয়ে। আপনাদের খুব ভালো লাগবে আশা করি।
তবে সুপ্রিয় দর্শকমণ্ডলী, প্রথমে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য পেশ করবেন আমাদের শ্রদ্ধেয় প্রধান শিক্ষক খলিলুর রহমান স্যার।
সুপ্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আমরা এবার সাংস্কৃতিক অনুষ্ঠানের মূল পর্বে চলে যাব। তাহলে আসুন উপভোগ করা যাক আজকের আয়োজন। •
প্রথমেই উদ্বোধনী সংগীত : রবীন্দ্রনাথ ঠাকুরের গান : মঙ্গল আলোকে …
পরিবেশন করছে : স্কুলের ছাত্রছাত্রীরা।
এবারে রয়েছে মুক্তিযুদ্ধের সময়কার গান : মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি
গাইতে আসছে : ফ্লোরা ও অম্লান ।
(গান শেষে) ধন্যবাদ ফ্লোরা, অম্লান।
এখন দেশের গান : ও ভাই খাঁটি সোনার চেয়ে খাঁটি…
গেয়ে শোনাচ্ছে : মৌসুমি দস্তিদার।
(গান শেষে) ধন্যবাদ মৌসুমি ।
এবারে একটি নজরুলগীতি : শ্যামলাবরণ বাংলা মায়ের রূপ দেখে যা …
গাইছে : অরূপ তালুকদার।
(গান শেষে) ধন্যবাদ অরূপ ।
অষ্টম শ্রেণির বাংলা অধ্যায় ২ || দৈনন্দিন জীবনে প্রমিত ভাষার চর্চা
আরো দেখুন
বরিশাল ইতিহাস ঐতিহ্য
বরিশাল ইতিহাস ঐতিহ্য ।। বরিশাল বাংলাদেশের একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী অঞ্চল। এর ইতিহাস ও সংস্কৃতি দীর্ঘ এবং সমৃদ্ধ। বরিশালকে বলা...
ফ্রী শিক্ষামূলক ভিডিও মেকার,শিক্ষামূলক ভিডিও কিভাবে করা যায়
ফ্রী শিক্ষামূলক ভিডিও মেকার,শিক্ষামূলক ভিডিও কিভাবে করা যায়।। শিক্ষামূলক ভিডিও তৈরি করতে কিছু ধাপ অনুসরণ করা প্রয়োজন। এখানে কিছু ধাপ...
দাঁত ও দাঁতের মাড়ি সুস্থ রাখতে চাইলে যেসব কাজ গুলো করা জরুরী
প্রতিটি মানুষের সকল মন্ত্রের মূল চাবিকাঠী স্বাস্থ্য! স্বাস্থ্য ভালো থাকলে মন ভালো থাকে, কাজের অগ্রগতিও ভাড়ে, স্বাস্থ্য ভালো আপনার সব...
শান্তিগঞ্জের বগুলারকাড়া গ্রামের স্কুল মাঠে কাবাডি খেলা
শান্তিগঞ্জের বগুলারকাড়া গ্রামের স্কুল মাঠে কাবাডি খেলা।। সুনামগঞ্জ প্রতিনিধি।। গ্রামবাংলার প্রাচীনতম ঐতিহ্য বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি(হা ডু ডু) খেলার ঐতিহ্য...
এখন কবি শামসুর রাহমানের ‘স্বাধীনতা তুমি’ কবিতা আবৃত্তি ।
আবৃত্তি করছে : মনোয়ার মোর্শেদ
(আবৃত্তি শেষে) ধন্যবাদ মনোয়ার। তুমি সুন্দর আবৃত্তি করেছ।
এবারে মণিপুরি নৃত্য …
পরিবেশন করছে : অপর্ণা, অদিতি ও শ্যামল।
(নৃত্য পরিবেশন শেষে) চমৎকার নেচেছ তোমরা। ধন্যবাদ তোমাদের।
এবারে বাঁশিতে ভাটিয়ালি গানে সুরারোপ করার জন্য আহ্বান জানাচ্ছি মনসুর মতিনকে 1
গান : নদীর কূল নাই কিনার নাই রে …
(গান শেষে) ধন্যবাদ মতিন। অনুষ্ঠান শ্রোতানন্দিত বলেই মনে হচ্ছে। কারণ দর্শকবৃন্দ মন ভরে অনুষ্ঠান উপভোগ করছেন এবং আমাদেরকে উৎসাহিত করছেন।
এবারে আবার নৃত্য । ওড়িশি নৃত্য ।
পরিবেশন করছে : আবির। আবির ইতোমধ্যে শিশু নৃত্যশিল্পী হিসেবে ব্যাপক পরিচিতি পেয়েছে। সে আমাদের স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র । আসুন আমরা আবিরের ওড়িশি নৃত্য উপভোগ করি ।
(নৃত্য শেষে) অপূৰ্ব নেচেছ আবির । ধন্যবাদ, ধন্যবাদ তোমাকে ।
এখন পরিবেশিত হচ্ছে সমবেত কণ্ঠে দেশাত্মবোধক গান : এই পদ্মা এই মেঘনা এই যমুনা সুরমা নদী তটে
গাইতে আসছে : ফ্লোরা, অম্লান, মৌসুমি, অরূপ, অদিতি ও আবির ।
(গান শেষে) তোমাদের গান মোহমুগ্ধ হয়ে শুনলাম। চমৎকার গেয়েছো তোমরা। ধন্যবাদ তোমাদের।
সবশেষে রয়েছে মমতাজউদদীন আহমদ রচিত নাটক ‘স্বাধীনতা’।
অভিনয় করছে : রাতুল, রাজ, ইলিয়াস, অমিত ও রাজু।
(নাটক শেষে) তুমুল করতালিতে বোঝা যাচ্ছে অনুষ্ঠানটি সকলের খুব ভালো লেগেছে। এজন্য আমরাও আনন্দিত। মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আমাদের আজকের আয়োজন এখানেই শেষ হলো। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ।
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।