৫ম শ্রেণীর গণিত সমাধান | অধ্যায় ৭ | দশমিক ও ভগ্নাংশ | PDF: পঞ্চম শ্রেণির প্রাথমিক গনিত বিষয়টির ৭ম অধ্যায়টি হতে বেশ কিছু গুরুত্বপূর্ণ দশমিক ও ভগ্নাংশ সম্পর্কিত সকল প্রশ্ন উত্তর গুলো আমাদের এই পোস্টে আলোচনা করা হয়েছে। অতএব সম্পূর্ণ পোস্টটি মনযোগ সহকারে পড়ুন।
অধ্যায়: ০৭ (দশমিক. ভগ্নাংশ)
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
০১। ২.৫৪ ১০০ = কত?
ক. ২৫.৪০০ খ. ২.৫৪০০ গ. ২৫৪০০ ঘ. ২৫৪.০০
০২। ৩ ১.৫ = কত?
ক. ১ খ. ২ গ. ৩ ঘ. ৪
০৩। ০.১ ০.০১ = কত?
ক. ০.০০১ খ. ০.০০০১ গ. ০.০১ ঘ. ১.০০০
০৪। একটি কলমের দাম ২০.২৫ টাকা। ৪টি কলমের দাম কত?
ক. ৮১ টাকা খ. ৮০ টাকা গ. ৮২ টাকা ঘ. ১০০ টাকা
০৫। ১ ইঞ্চি = ২.৫৪ সেন্টিমিটার হলে, ৫.৫ ইঞ্চিতে কত সেন্টিমিটার?
ক. ১১.৯৭ সেমি খ. ১২.৯৭ সেমি গ. ১৩.৯৭ সেমি ঘ. ১৪.৯৭ সেমি
০৬। একটি গাড়ি ১ ঘণ্টায় যায় ৪৫.৫ কি.মি.। ২ ঘণ্টায় কত কি.মি. যাবে?
ক. ৯০ কি.মি. খ. ৯১ কি.মি. গ. ৯১.৫ কি.মি. ঘ. ৯০.৫ কি.মি.
০৭। ০.০০১ ১০০ = কত?
ক. ১ খ. ০.১ গ. ০.০১ ঘ. .০০১
০৮। মতিন সাহেব প্রাতঃভ্রমণে প্রতিদিন ২.২৫ কিলোমিটার হাঁটেন। এক. সপ্তাহে তিনি কত কিলোমিটার হাঁটেন?
ক. ১৫.৭৫ কি. মি. খ. ১৪.৭৫ কি. মি. গ. ১৩.২৫ কি. মি. ঘ. ১২.৬৫ কি. মি.
০৯। ১ ১.১১ ১.১ = কত?
ক. ১.৩৩১ খ. ১.২২১ গ. ১.৩১১ ঘ. ১.২১২
১০। দশমিক. ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দিয়ে গুণের ক্ষেত্রে গুণ্যে দশমিকের ডানে দুই অঙ্ক. থাকলে গুণফলে দশমিকের ডানে কয় অঙ্ক. থাকবে?
ক. এক খ. দুই গ. তিন ঘ. চার
১১। গুণ্যে দশমিক. বিন্দুর ডানে ৩টি অঙ্ক. ও গুণকে দশমিক. বিন্দুর ডানে ২টি অঙ্ক. থাকলে গুণফলে দশমিক. বিন্দুর ডানে কয়টি অঙ্ক. থাকবে?
ক. ৩ খ. ৪ গ. ৫ ঘ. ৬
১২। ২ ০.২ ২.২ = কত?
ক. ০.৮৮ খ. .৪৪ গ. ৮.৪ ঘ. ৪.৪৪
১৩। ২৭.৪০৩ ৩ এর স্থানীয় মান কত?
ক. একমাংশ খএকক গ. সহস্রাংশ ঘ. শতাংশ
১৪। ১২.৭২০ একে ভগ্নাংশ রূপে প্রকাশ করলে কোনটি হবে?
ক. ১২৭২১০০০ খ. ১২.৭২১০০ খ. ১২৭২০১০০ ঘ. ১২৭২১০০
১৫। ২.৭ ১.২৩ = কত?
ক. ২৩.২১ খ. ২৩.২৭ গ. ৩.৩২১ ঘ. ৩৩.২৭
১৬। ০.০০০৩ ১০০ = কত?
ক. ৩ খ.০৩ গ.০০৩ ঘ. ৩০
১৭। ০.০৭ ০.০২ = কত?
ক. ০.০১৪ খ. ০.০১৮ গ. ০.০০১৬ ঘ. ০.০০১৪
১৮। ০.২৩ ০.১৭৮ = ; ফাঁকা ঘরে কত হবে?
ক. ০.০৪০৯৪ খ. ০.০৪০০৪ গ০.০৫০৯৪ ঘ. ০.০৫০৯৪
১৯। একটি কলমের দাম ১২.৭৫ টাকা হলে, ১ ডজন কলমের দাম কত টাকা?
ক. ১৪৪.৫৭ খ. ১৫০.২৫ গ. ১৫৩ ঘ. ১৭৫.২৫
২০। রাজু ২.৩৫ টাকা দরে ১০টি চকলেট কিনল। সে কত টাকার চকলেট কিনল?
ক. ২৩.৫০ টাকা খ. ২.৩৫০ টাকা গ. ২৩.০০ টাকা ঘ. ২৩৫.৫০ টাকা
২১। ১টি ডিমের দাম ৯.৫০ টাকা হলে, ১ হালি ডিমের দাম কত?
ক. ৪০ টাকা খ. ৩৮ টাকা গ. ৩৭ টাকা ঘ. ৪২ টাকা
সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
০১। ৬.৪৩ ১০ = কত?
উত্তর : ৬৪.৩।
০২। ০.১ ০.২ ০.০১ = কত?
উত্তর : ০.০০০২।
০৩। ০.১ ০.০১ ০.০০১ = কত?
উত্তর : ০.০০০০০১।
০৪। ০.২ ২.২ ২.২২ = কত?
উত্তর : ০.৯৭৬৮।
০৫। ০.২ ০.০২ ০.০০২ = কত?
উত্তর : ০.০০০০০৮।
০৬। ০.০০০৩ ১০০০ = কত?
উত্তর : ০.৩।
০৭। ২.০০৭ ১০০ = কত?
উত্তর : ২০০.৭।
০৮। একটি কমলার দাম ৪.৭৫ টাকা হলে, এক. হালি কমলার দাম কত?
উত্তর : ১৯ টাকা।
০৯। একটি কলমের দাম ২৫.২৫ টাকা। এরূপ ৮টি কলমের দাম কত?
উত্তর : ২০২ টাকা।
১০। এক. কেজি চালের দাম ৪৮.৭৫ টাকা হলে, ৫ কেজি চালের দাম কত?
উত্তর : ২৪৩.৭৫ টাকা।
১১। ০.২ ০.০২ ০.০০৫ = কত?
উত্তর : ০.০০০০২।
১২। একটি কলার দাম ৪.৫০ টাকা হলে, এক. ডজন কলার দাম কত?
উত্তর : ৫৪ টাকা।
১৩। ১ ইঞ্চি ২.৫৪ সেন্টিমিটারের সমান হলে, ৮ ইঞ্চিতে কত সেন্টিমিটার?
উত্তর : ২০.৩২ সেন্টিমিটার।
১৪। রবি ৪৫.৫০ টাকা দরে ২ লিটার দুধ কিনে দোকানদারকে ১০০ টাকা দিল। দোকানদার তাকে কত টাকা ফেরত দিবে?
উত্তর : ৯ টাকা।
১৫। একটি ডিমের দাম ৭.৫০ টাকা হলে, এক. কুড়ি ডিমের দাম কত?
উত্তর : ১৫০ টাকা।
১৬। দশমিক. সংখ্যাকে ভাগের সময় ভাগ. চালিয়ে যাওয়ার জন্য কোন অঙ্ক. বার বার নেওয়া যায়?
উত্তর : ০।
১৭। কোন কোন প্রক্রিয়ায় দশমিক. বিন্দুর অবস্থান পরিবর্তিত হয়?
উত্তর : গুণ ও ভাগ।
১৮। গুণফল কখন গুণ্য অপেক্ষা ছোট হয়?
উত্তর : গুণক. ১ অপেক্ষা ছোট হলে।
১৯। গুণফল কখন গুণ্য অপেক্ষা বড় হয়?
উত্তর : গুণক. ১ অপেক্ষা বড় হলে।
কাঠামোবদ্ধ প্রশ্ন ও উত্তর
১.৫৩, ০.৮৪৫, ৯.০৮ ও ৪.০৭ চারটি ভগ্নাংশ।
(ক) প্রথম ভগ্নাংশকে ৪ দ্বারা গুণ করলে গুণফল কত হবে? ২
(খ) দ্বিতীয় ভগ্নাংশ ৭ = কত? ২
(গ) একটি ডিমের দাম (টাকায়) ৩য় ভগ্নাংশের সমান হয় তবে চার ডজন ডিমের দাম কত? ২
(ঘ) ১টি বোতলের তেলের ওজন (কেজিতে) চতুর্থ ভগ্নাংশের সমান হলে ৫৮টি বোতলের তেলের ওজন কত? ২
২. ১ মিটার ৩৯.৩৭ ইঞ্চির সমান।
(ক) ৬ মিটার কত ইঞ্চির সমান? ২
(খ) ১২ মিটার = কত ইঞ্চি? ২
(গ) কতটি ০.০১ দ্বারা ৩৯.৩৭ গঠন করা যায়? ২
(ঘ) কত ইঞ্চি ২৪ মিটারের সমান হবে? ২
৩. ৭ প্যাকেটে দুধের প্রত্যেকটিতে ০.০৬ লিটার দুধ আছে।
(ক) ৭টি প্যকেটে মোট দুধের পরিমাণ গাণিতিক. বাক্যের মাধ্যমে দেখাও। ২
(খ) মোট দুধের পরিমাণ নির্ণয় কর। ৩
(গ) প্রতি প্যাকেটে দুধের পরিমাণ দ্বিগুণ হলে মোট দুধের পরিমাণ কত? ৩
৪. (ক) চিত্রটিকে গাণিতিক. বাক্যের মাধ্যমে প্রকাশ কর। ১
(খ) চিত্রের পরিমাণ সংখ্যারেখায় দেখিয়ে একক. অংশের মান দেখাও। ১
(গ) ? এর মান বের কর। ৩
(ঘ) চিত্রে ০.৯ পরিবর্তে ০.৬ হলে ? মান কত হবে? ৩
৫. এক. ঝুড়ি ফলের ওজন ২.৫৬৫ কেজি।
(ক) ৫ ঝুড়ি ফলের ওজন নির্ণয় পদ্ধতি গাণিতিক. বাক্য ও সংখ্যারেখার মাধ্যমে দেখাও। ২
(খ) ৫ ঝুড়ি ফলের মোট ওজন বের কর। ৩
(গ) ৬ ঝুড়ি ফলের মোট ওজন বের কর। ৩
আরো পড়তে পারেনঃ
পঞ্চম শ্রেণি | বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ১ | সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
পঞ্চম শ্রেণি | বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ২ | সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
পঞ্চম শ্রেণি | বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ৩ | সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
পঞ্চম শ্রেণি | বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ৫ | সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
৬. নিচের ভগ্নাংশ চারটি লক্ষ কর :
০.০৬৪, ৪০.০৬৫, ৬৬.০৩, ১৪৮.৪
(ক) প্রথম ভগ্নাংশকে ৮ দ্বারা ভাগ. করলে ভাগফল কত? ২
(খ) দ্বিতীয় ভগ্নাংশের পরিমাণ টাকা ৫ জনের মধ্যে সমান ভাগে ভাগ. করে দিলে প্রত্যেকে কত টাকা পাবে? ২
(গ) তৃতীয় ভগ্নাংশ যদি ৬ ঘণ্টায় একটি সাইকেলের অতিক্রান্ত দূরত্ব (কিলোমিটার) হয়, তবে ঘণ্টায় সাইকেল কত দূরে যায়? ২
(ঘ) ৩৫টি পরিবারের মধ্যে চতুর্থ ভগ্নাংশের সমপরিমাণ তেল (লিটার) সমানভাবে ভাগ. করে দিলে প্রত্যেক. পরিবার কত লিটার তেল পাবে? ২
৭. ৩৫.২৮ লিটার তেল ৩টি পরিবারের মধ্যে সমানভাবে ভাগ. করে দেওয়া হলো। এক. লিটার তেলের মূল্য ১১০ টাকা।
(ক) প্রত্যেক. পরিবার কত লিটার তেল পাবে? গাণিতিক. বাক্য ও সংখ্যারেখায় দেখাও। ২
(খ) পরিবারের সংখ্যা দ্বিগুণ হলে প্রত্যেক. পরিবার কত লিটার তেল পাবে? ৩
(গ) প্রত্যেক. পরিবার কত টাকার তেল পাবে? ৩
৮. একটি বাঁশের ০.১৫ অংশ কাঁদায় ও ০.৬৫ অংশ পানিতে আছে। বাঁশটির বাকি অংশ পানির উপরে আছে।
(ক) বাঁশটির মোট কত অংশ কাঁদায় ও পানিতে আছে? ২
(খ) পানির উপরে বাঁশটির দৈর্ঘ্য ৪ মিটার হলে, সম্পূর্ণ বাঁশের দৈর্ঘ্য কত? ২
(গ) বাঁশটির কাঁদায় থাকা অংশের দৈর্ঘ্য কত? ২
(ঘ) বাঁশটির পানিতে থাকা অংশের দৈর্ঘ্য কত? ২
৯. এক. কুড়ি ডিমের দাম ১৫০ টাকা। মলি ০.৮ কুড়ি এবং রুমি ০.৫ কুড়ি ডিম কিনল।
(ক) ৩ কুড়ি ডিমের দাম কত? ২
(খ) কে কয়টি ডিম কিনল? ৩
(গ) দুইজনের ক্রয়কৃত ডিমের মোট দাম কত? ৩
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।