৫ম শ্রেণীর গণিত সমাধান | অধ্যায় ২ | ভাগ | PDF: পঞ্চম শ্রেণির প্রাথমিক গনিত বিষয়টির ২য় অধ্যায়টি হতে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভাগ সম্পর্কিত সকল প্রশ্ন উত্তর গুলো আমাদের এই পোস্টে আলোচনা করা হয়েছে। অতএব সম্পূর্ণ পোস্টটি মনযোগ সহকারে পড়ুন।
অধ্যায়: ০২ (ভাগ)
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
০১। দুই অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ২০০ কে গুণ করলে গুণফল ১৯৮০০ হবে?
ক. ৯৯ খ. ৯৮ গ. ৮৯ ঘ. ৯৪
০২। একটি গ্রামের আয়তন ৪ বর্গকিলোমিটার। সে গ্রামে ৪০০০ জন লোক. বাস করে। ঐ গ্রামের জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গকিলোমিটারে কত জন?
ক. ১০০ খ. ১০০০ গ. ৪০০০ ঘ. ১৬০০০
০৩। ৬টি পেন্সিলের দাম ২৪ টাকা হলে, ১টি পেন্সিলের দাম কত?
ক. ৪ টাকা খ. ৬ টাকা গ. ৮ টাকা ঘ. ৩ টাকা
০৪। ৫৫০০০ কে ১০ দ্বারা ভাগ. করলে ভাগফল কত হবে?
ক. ৫৫ খ. ৫৫০ গ. ৫৫০০ ঘ. ৫৫
০৫। ৪৪৫০০ কে ১০০ দিয়ে ভাগ. করলে ভাগফল কত হবে?
ক. ৪৫ খ. ৪৪৫ গ. ৪৫৪ ঘ. ৪৪৫০
০৬। ৫টি আমের দাম ৭৫ টাকা হলে ১টির দাম কত?
ক. ৩৭৫ টাকা খ. ১৭৫ টাকা গ. ৩০ টাকা ঘ. ১৫ টাকা
০৭। কোনো ভাগ. অঙ্কে ভাজ্য ২০১৫০ এবং ভাজক. ১০০০ হলে, ভাগশেষ কত?
ক. ৫০ খ. ১৫০ গ. ২০ ঘ. ২০.১৫
০৮। ৯৯০০০ কে ১০ দ্বারা ভাগ. করলে ভাগফল কত হবে?
ক. ৯৯ খ. ৯৯০ গ. ৯৯০০ ঘ. ৯৯.০
০৯। ভাজ্য ৭২৮০০ ও ভাজক. ৫২০ হলে ভাগফল কত?
ক. ৪০ খ. ১৪০ গ. ২২০ ঘ. ২৪০
১০। কোনো ভাগ. অঙ্কে ভাজ্য ৫৩৯১ এবং ভাজক. ১০০ হলে ভাগশেষ কত?
ক. ৫৩ খ. ৫৩.৯১ গ. ৩৯১ ঘ. ৯১
১১। প্রত্যেক. কর্মচারীদের মধ্যে ৪২৫ টাকা করে দিলে ৯৫৬২৫ টাকা কত জনকে দেওয়া যাবে?
ক. ২৫ খ. ১২৫ গ. ১৭৫ ঘ. ২২৫
১২। ৪৫৬৩০ /(ভাগ) ৭০২ = ৬৫ গাণিতিক. বাক্যটিতে ভাগফল কোনটি?
ক. ৬৫ খ. ৭০২ গ. ৪৫৬৩০ ঘ. ৪৫৬.৩০
১৩। নিচের কোনটি সঠিক. ভাগফল?
ক. ৭৫৫ /(ভাগ) ৫ = ১৫১ খ. ৭৬ /(ভাগ) ৯ = ৮ গ. ৩০ /(ভাগ) ৩ = ০ ঘ. ৬৪ /(ভাগ) ১২ = ৫২
১৪। ৬২ টাকা কেজি দরে ৩৫৩৪ টাকায় কত কেজি ডাল পাওয়া যায়?
ক. ১৭ খ. ২৭ গ. ৫৭ ঘ. ৮৭
১৫। তিন অঙ্কের বৃহত্তম সংখ্যাকে ২৭ দ্বারা ভাগ. করলে ভাগফল কত হয়?
ক. ২১ খ. ৩১ গ. ৩৭ ঘ. ৪৭
১৬। ৬, ৮, ৯, ০ দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যাকে, ৫ দ্বারা ভাগ. করলে ভাগফল কত?
ক. ১৮৭২ খ. ১৯৭১ গ. ১৯৭২ ঘ. ১৯৭৩
১৭। ভাজ্য ৭৯২০ ও ভাজক. ১২ হলে, ভাগফল কত?
ক. ৬৬০ খ. ৬৭০ গ. ৬৭৭ ঘ. ৬৭৯
১৮। ৩৫০০ কে ১০০ দ্বারা ভাগ. করলে ভাগফল কত?
ক. ৩৫ খ. ৪৫ গ. ৫০ ঘ. ৫৫
১৯। পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে ৮০ দিয়ে ভাগ. করলে ভাগফল কত হবে?
ক. ১০০ খ. ১২০ গ. ১২৩ ঘ. ১২৫
২০। ৩২৫ কেজি চালের দাম ৫২০০ টাকা হলে, প্রতি কেজি চালের দাম কত?
ক. ৩৫ টাকা খ. ৩০ টাকা গ. ২৬ টাকা ঘ. ১৬ টাকা
২১। রিয়াজ ১০৫০০ টাকা ১৪ জন লোকের মধ্যে সমানভাবে ভাগ. করে দিল। প্রত্যেকে কত টাকা করে পেল?
ক. ৭০০ খ. ৭৫০ গ. ৮০০ ঘ. ৮৫০
২২। ২৪৬৫ কে ১০ দ্বারা ভাগ. করলে ভাগশেষ কত হবে?
ক. ৩ খ. ৪ গ. ৫ ঘ. ৬
২৩। ১০০০৮ ঘণ্টায় কত দিন?
ক. ৪১৬ খ. ৪১৭ গ. ৫১৭ ঘ. ৫১৬
২৪। দুইটি সংখ্যার গুণফল ৩৮৩২৫। একটি সংখ্যা ১৭৫ হলে, অপরটি কত হবে?
ক. ২১৮ খ. ৩১৯ গ. ২১৬ ঘ. ২১৯
২৫। কোন ভাগ. অঙ্কে ভাজক. ২৬৪, ভাগশেষ ১০৩ এবং ভাগফল ১০৬ হলে, ভাজ্য কত?
ক. ২৪০৪৭ খ. ২৮০৮৭ গ. ২৪০৮৭ ঘ. ২৩০৮৭
২৬। কোনো ভাগ. অঙ্কে ভাজ্য ৩৭০৩১, ভাগফল ৮৯ এবং ভাজক. ৪১৬ হলে, ভাগশেষ কত?
ক. ৭ খ. ৮ গ. ১৩ ঘ. ২৩
২৭। দুইটি সংখ্যার গুণফল ৯৩৭২৬। বৃহত্তর সংখ্যাটি ৩৬৯ হলে, ক্ষুদ্রতর সংখ্যাটি কত?
ক. ২৫৬ খ. ২৬৪ গ. ৩২৪ ঘ. ২৫৪
২৮। ভাজ্য /(ভাগ) ভাগফল = কী?
ক. ভাজ্য খ. ভাজক গ. ভাগফল ঘ. ভাগশেষ
২৯। (ভাজ্য ভাগশেষ) /(ভাগ) ভাজক. = কী?
ক. ভাজ্য খ. ভাজক গ. ভাগফল ঘ. ভাগশেষ
৩০। যে সংখ্যা দিয়ে ভাগ. করা হয় তাকে কী বলে?
ক. ভাজ্য খ. ভাজক গ. ভাগফল ঘ. ভাগশেষ
৩১। ভাজক * ভাগফল = কী?
ক. ভাজ্য খ. ভাজক গ. ভাগফল ঘ. ভাগশেষ
সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
০১। ১ ডজন কলার দাম ১৫০ টাকা হলে ১ হালি কলার দাম-
উত্তর : ৫০ টাকা।
০২। ৬৩৫০০ কে ১০০ দিয়ে ভাগ. করলে ভাগফল কত হবে?
উত্তর : ৬৩৫।
০৩। ভাজক. ৩২৫, ভাগফল ৭২ ও ভাগশেষ ৯। ভাজ্য কত?
উত্তর : ২৩৪০৯।
০৪। একজন লোকের প্রতিদিন ৭৫০ গ্রাম চাল লাগে। ২২.৫০ কেজি চাল শেষ করতে তার কতদিন লাগবে?
উত্তর : ২২৫০০ /(ভাগ) ৭৫০ = ৩০ দিন।।
০৫। একটি ঝুড়িতে ৫৪০টি লিচু আছে। ৫৪০০টি লিচুর জন্য কয়টি ঝুড়ি লাগবে?
উত্তর : ১০টি।
০৬। ভাজ্য ১২৫, ভাগফল ২৫ ও ভাগশেষ শূন্য হলে, ভাজক. কত?
উত্তর : ৫।
০৭। ভাগশেষ ৪ এবং ভাজক. ভাগশেষের ৩ গুণ হলে, ভাজক. কত?
উত্তর : ১২।
০৮। ১০০ জন শ্রমিকের মজুরি ২০০০০ টাকা হলে, ১ জন শ্রমিকের মজুরি কত?
উত্তর : ২০০ টাকা।
০৯। ৪টি ঝুড়িতে ৬০টি আপেল রাখা যায়। ১টি ঝুড়িতে কয়টি আপেল রাখা যায়?
উত্তর : ১৫টি।
১০। চার অঙ্কের বৃহত্তম সংখ্যাকে ৩০৩ দ্বারা ভাগ. করলে, ভাগফল কত হবে?
উত্তর : ৩৩।
১১। দুইটি সংখ্যার গুণফল ৩৮৯৬২। একটি সংখ্যা ২৪২ হলে, অপর সংখ্যাটি কত?
উত্তর : ১৬১।
১২। ৪২৫৭৮ কে ১০ দ্বারা ভাগ. করলে, ভাগশেষ কত হবে?
উত্তর : ৮।
১৩। একজন শ্রমিকের বাৎসরিক. আয় ৯৯২৮০ টাকা। তার দৈনিক. আয় কত?
উত্তর : ২৭২ টাকা।
১৪। ৯, ৪, ০, ২, ৬ অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যাকে তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা দ্বারা ভাগ. করলে ভাগফল ও ভাগশেষ কত হবে?
উত্তর : ভাগফল ৯৬ ও ভাগশেষ ৫১৬।
১৫। ছয় অঙ্কের বৃহত্তম সংখ্যাকে দুই অঙ্কের বৃহত্তম সংখ্যা দ্বারা ভাগ. করলে ভাগফল কত হবে?
উত্তর : ৯৯৯৯৯৯ /(ভাগ) ৯৯ = ১০১০১।
১৬। ৯৫৬০ কে ১০০ দ্বারা ভাগ. করলে কত হবে?
উত্তর : ভাগফল ৯৫, ভাগশেষ ৬০।
১৭। সুমিয়া দৈনিক. ৮ টাকা করে সঞ্চয় করলে কততম দিনে তার সঞ্চিত টাকা ৩০০ অতিক্রম করবে? (উত্তর ক্রমবাচক. সংখ্যায়)
উত্তর : ৩৮তম দিনে।
১৮। নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে ভাজক. নির্ণয়ের সূত্রটি লেখ।
উত্তর : ভাজক. = ভাজ্য /(ভাগ) ভাগফল।
১৯। নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে ভাজ্য নির্ণয়ের সূত্রটি লেখ. ।
উত্তর : ভাজ্য = ভাজক. ভাগফল।
২০। যে সংখ্যাকে ভাগ. করা হয় তাকে কী বলে?
উত্তর : ভাজ্য।
২১। ভাজক * ভাগফল + ভাগশেষ = কী?
উত্তর : ভাজ্য।
আরো পড়তে পারেনঃ
পঞ্চম শ্রেণি | বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ১ | সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
পঞ্চম শ্রেণি | বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ২ | সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
পঞ্চম শ্রেণি | বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ৩ | সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
পঞ্চম শ্রেণি | বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ৫ | সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
কাঠামোবদ্ধ প্রশ্ন ও উত্তর
১. ৬০০০০ তা কাগজ দিয়ে কিছু বই তৈরি করার সিদ্ধান্ত হয়।
(ক) একটি বই তৈরিতে ১২০ তা কাগজ লাগলে এরূপ কয়টি বই তৈরি করা যাবে? ২
(খ) উল্লিখিত পরিমাণ কাগজ দিয়ে ১৫০ তা সংবলিত কয়টি বই তৈরি করা যাবে? ২
(গ) ৩০০ তায়ের বইয়ের জন্য কয়টি প্রদত্ত পরিমাণ কাগজের প্রয়োজন হবে? ২
(ঘ) ২০০ তা কাগজ বই প্রতি ব্যবহারে প্রদত্ত তা কাগজ দিয়ে কী পরিমাণ বই পাওয়া যাবে? ২
২. একটি প্রতিষ্ঠানের কর্মচারী সংখ্যা ২২৫ এবং বাৎসরিক. লাভ ১১,৪৭,৫০০ টাকা। লাভের টাকা কর্মচারীদের মধ্যে সমানভাবে ভাগ. করে দেওয়ার সিদ্ধান্ত হলো।
(ক) প্রতিষ্ঠানটির মাসিক. লাভ কত? ২
(খ) প্রতি মাসে প্রতিষ্ঠানের প্রত্যেকে কত টাকা লাভ পাবে? ২
(গ) প্রতিষ্ঠানটি ৬ মাসে কত টাকা লাভ করে? ২
(ঘ) ব্যবসায়িক. মন্দার কারণে প্রতিষ্ঠানটির বাৎসরিক. লাভ অর্ধেক. হয়ে গেলে প্রত্যেকে কত টাকা করে লাভ পাবে? ২
৩. কোনো বাড়িতে ৯৮০০০ গ্রাম চাল আছে।
(ক) প্রতিদিন যদি ৫৫০ গ্রাম চাল লাগে তবে কততম দিনে চাল শেষ হবে। ২
(খ) বাড়ির সদস্য সংখ্যা ২৫ জন হলে মাথাপিছু চালের পরিমাণ কত? ২
(গ) মাথাপিছু ২৫০ গ্রাম চাল বরাদ্দ করা হলে ঐ পরিমাণ চাল কত জনে পাবে? ২
(ঘ) প্রতিদিন ৮৫০ গ্রাম চাল লাগলে কততম দিনে চাল শেষ হবে? ২
৪. কোনো একটি প্রতিষ্ঠানে ৭০ জন কর্মচারী কাজ করে। ঐ কর্মচারীদের পারিশ্রমিক. দিতে হয় দৈনিক. ১০৫০০ টাকা।
(ক) নিঃশেষে বিভাজ্য না হলে ভাগফল নির্ণয়ের সূত্রটি লেখ। ২
(খ) একজন শ্রমিক. দৈনিক. কত টাকা পারিশ্রমিক. পায়? ২
(গ) আরও ৩০ জন শ্রমিক. ঐ পারিশ্রমিকে কাজ করলে প্রত্যেকে দৈনিক. কত পাবে? ২
(ঘ) শ্রমিকের কল্যাণ তহবিলে প্রতি বছর ২৮০০০ টাকা জমা রাখলে প্রত্যেক. শ্রমিকের জমা কত টাকা হয়? ২
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।