অষ্টম শ্রেণি: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়‘র জীবনী ও বহুনির্বাচনি প্রশ্নোত্তর ।।
প্রিয় ছাত্র ছাত্রী বন্ধুরা আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন । এটা জেনে আপনারা খুশি হবেন যে, আপনাদের জন্য ভাষা ও সাহিত্য হতে গুরুপূর্ণ কিছু প্রশ্ন উত্তর আলোচনা করতে যাচ্ছি ।সুতরাং সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন। আর অষ্টম শ্রেণি- JSC এর যেকোন বিভাগের গুরুত্বপূর্ণ সকল সাজেশন পেতে জাগোরিকের সাথে থাকুন।
অতিথির স্মৃতি
লেখক-পরিচিতি
নাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।
জন্ম পরিচয় জন্ম সাল : ১৮৭৬ খ্রিষ্টাব্দ; জন্মস্থান : পশ্চিমবঙ্গের হুগলি জেলার দেবানন্দপুর গ্রাম।
পিতৃ-মাতৃ পরিচয় পিতার নাম : মতিলাল চট্টোপাধ্যায়। মাতার নাম : ভুবনমোহিনী।
শিক্ষাজীবন এফএ (এইচএসসি) শ্রেণি পর্যন্ত।
পেশা/কর্মজীবন ১৯০৩ খ্রিষ্টাব্দে রেঙ্গুনে (মায়ানমার) কেরানি পদে চাকরি করেন। পরবর্তীতে সাহিত্য রচনাকেই পেশা হিসেবে গ্রহণ করেন।
সাহিত্য সাধনা উপন্যাস : বড়দিদি, বিরাজবৌ, রামের সুমতি, দেবদাস, বিন্দুর ছেলে, পরিণীতা, প-িত মশাই, মেজদিদি, পল্লীসমাজ, বৈকুণ্ঠের উইল, শ্রীকান্ত, গৃহদাহ, চরিত্রহীন, দত্তা, পথের দাবি, দেনা-পাওনা, শেষ প্রশ্ন; ছোটগল্প : মহেশ, বিলাসী, সতী, মামলার ফল। নাটক : ষোড়শী, রমা; প্রবন্ধ : তরুণের বিদ্রোহ, স্বদেশ ও সাহিত্য প্রভৃতি।
পুরস্কার ও সম্মাননা ১৯২৩ খ্রিষ্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ‘জগত্তারিণী স্বর্ণপদক’ প্রাপ্তি । ১৯৩৬ খ্রিষ্টাব্দে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডি. লিট উপাধি লাভ।
জীবনাবসান মৃত্যু তারিখ : ১৬ই জানুয়ারি, ১৯৩৮ খ্রিষ্টাব্দ।
অনুশীলনীর বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১. বাতব্যাধিগ্রস্ত রোগীরা কখন ঘরে প্রবেশ করে?
সন্ধ্যার পূর্বেখ সন্ধ্যার পরে
গ বিকেল বেলাঘ গোধূলি বেলা
২. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ডি. লিট উপাধি পেয়েছেন কোন বিশ্ববিদ্যালয় থেকে?
ঢাকা খ কলকাতাগ অক্সফোর্ডঘ কেমব্রিজ
৩. আতিথ্যের মর্যাদা লঙ্ঘন বলতে কী বোঝানো হয়েছে?
র. কোনো তিথি না মেনে কারো আগমনকে
রর. মাত্রাতিরিক্ত সময় আতিথেয়তা গ্রহণ করাকে
ররর. অবাঞ্ছিতভাবে কোনো অতিথির অধিক সময় অবস্থানকে
নিচের কোনটি সঠিক?
ক রখ র ও রর
রররঘ র, রর ও ররর
উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও :
বাবা-মার আদরের দুই ছেলে রাহি ও মাহি এবার ক্লাস টুতে পড়ে। ওদের বাবা একদিন ছোট্ট একটি খাঁচায় একটি ময়না পাখি কিনে ওদের উপহার দেয়। সেই থেকে সারাক্ষণ দুই ভাই প্রতিযোগিতা করে পাখিটাকে খাবার দেওয়া, পানি দেওয়া, কথা বলা আর কথা শেখানোর আপ্রাণ চেষ্টা চালাতে থাকে। কিন্তু একদিন সকালে দেখে, ইঁদুর এসে রাতে পাখিটিকে মেরে ফেলেছে। সেই থেকে যে তাদের অঝোর ধারায় কান্না, কেউ আর থামাতেই পারে না। আজও সেই ময়নার কথা মনে হলে ওরা কেঁদে ওঠে।
৪. উদ্দীপকে ‘অতিথির স্মৃতি’ গল্পের যে ভাব প্রকাশ পেয়েছে তা হলো
র. পশুপাখির সাথে মানুষের স্বাভাবিক সম্পর্ক
রর.পশুপাখির সাথে মানুষের স্নেহপূর্ণ সম্পর্ক
ররর. ভালোবাসায় সিক্ত পশুপাখির বিচ্ছেদ বেদনায় কাতরতা
নিচের কোনটি সঠিক?
ক র ও ররখ র ও ররর রর ও রররঘ র, রর ও ররর
৫. উক্ত সাদৃশ্যপূর্ণ ভাবটি নিচের কোন চরণে প্রকাশ পেয়েছে?
বাড়ি ফিরে যাবার আগ্রহ মনের মধ্যে কোথাও খুঁজে পেলাম না
খ আতিথ্যের মর্যাদা লঙ্ঘন করে সে আরামে নিশ্চিন্ত হয়ে বসে আছে
গ অতএব আমার অতিথি করে উপবাস
ঘ আজ তুই খেয়ে যাবি, না খেয়ে যাসনে বুঝলি
নির্বাচিত বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৬. ‘অতিথির স্মৃতি’ গল্পে একটু দেরি করে আসত কোন পাখি?
ক টুনটুনিখ দোয়েলগ শ্যামা বেনে-বৌ
৭. ট্রেন ছেড়ে দিলেও লেখক মনের মধ্যে বাড়ি ফিরে যাবার আগ্রহ খুঁজে পেলেন না কেন?
ক গৃহের প্রতি উদাসীনতা অতিথির জন্য বিরহকাতরতা
গ পরিবারের প্রতি অনীহাঘ দেওঘরের প্রতি মমতা
৮. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘বড় দিদি’ কোন পত্রিকায় প্রকাশিত হয়?
অথবা ‘বড় দিদি’ উপন্যাস কোন পত্রিকায় প্রকাশিত হয়?
ক সবুজপত্র খ বিজলী ভারতী ঘ সওগাত
৯. ‘অতিথির স্মৃতি’ গল্পের কোন পাখির উল্লেখ নেই?
ময়না খ দোয়েলগ শালিকঘ বুলবুলি
১০. কোনটি শরৎচন্দ্রের উপন্যাস?
ক যোগাযোগ শেষ প্রশ্ন
গ আরণ্যকঘ মাঝির ছেলে
১১. লেখকের সামনে কুকুরটি ভিজেভিজে চোখ নিয়ে দাঁড়াল কেন?
ক প্রহার করায়
খাবার না দেয়ায়
গ গেট বন্ধ থাকায়
ঘ অতিরিক্ত আদর পাওয়ায়
১২. অতিথিকে বাগানের মধ্যে ঢুকতে দেয় না কে?
ক লেখকখ চাকর
গ মালি মালি-বৌ
১৩. শরৎচন্দ্রের ‘বড়দিদি’ উপন্যাস কত সালে প্রকাশিত?
ক ১৯০৩খ ১৯০৫
১৯০৭ঘ ১৯০৯
১৪. বাংলাসাহিত্যের কালজয়ী কথাশিল্পী জনপ্রিয় লেখক বলা হয়েছে কাকে? (জ্ঞান)
ক রবীন্দ্রনাথ ঠাকুরকে
খ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে
ঘ মানিক বন্দ্যোপাধ্যায়কে
১৫. ‘অতিথির স্মৃতি’ গল্পে লেখকের সাথে অতিথির প্রথম কোথায় সাক্ষাৎ হয়?
ক পথে হাঁটতে বের হওয়ার সময়
খ পথের ধারে বসে থাকার সময়
গ বাড়ির লোহার গেটের সামনে
হাঁটার পর ঘরে ফেরার সময়
ক বামুন ঠাকুরের নির্বিকারত্ব
চাকরদের মালি-বৌ প্রীতি
গ লেখকের তদারকির অভাব
ঘ বাড়তি খাবার অপচয়ে আপত্তি
১৭. কে গোপনে লেখকের কাছে নালিশ জানাতে চায়?
ক বেনে-বৌ পাখিখ অসুস্থ মেয়েটি
কুকুরঘ মালি-বৌ
১৮. অল্পবয়সি মেয়েরা মোজা পরত কেন?
ক শীতকাল বলেখ অভিজাত বলে
পা ফোলা ঢাকতেঘ সৌন্দর্য বাড়াতে
১৯. ‘অতিথির স্মৃতি’ গল্পের মূল নাম কী?
ক স্মৃতিকথা দেওঘরের স্মৃতি
গ রেঙ্গুন-স্মৃতিঘ কুকুর-স্মৃতি
নিচের অনুচ্ছেদটি পড়ে ২০ ও ২১ নং প্রশ্নের উত্তর দাও :
ভোরে ঘুম থেকে উঠেই কামাল দেখে তার পোষা ময়নাটি খাঁচায় মরে পড়ে আছে। ময়নাটির শোকে দু’তিনদিন কামাল নাওয়াখাওয়া ছেড়েই দিয়েছিল।
২০. উপরের অনুচ্ছেদ ও ‘অতিথির স্মৃতি’ গল্পের মূল সাদৃশ্য কোথায়?
ইতর প্রাণীর প্রতি ভালোবাসায়
খ তুচ্ছ জীব হারানোয়
গ ইতর প্রাণীর প্রতি নিষ্ঠুরতায়
ঘ মানবেতর জীবকে অবজ্ঞা করায়
২১.উক্ত ভাবটির সাথে সংগতিপূর্ণ বাক্য
র. কি রে, যাবি আমার সঙ্গে?
রর. চাকরদেরও দরদ তার তরেই বেশি
ররর. না খেয়ে যাসনে বুঝলি?
নিচের কোনটি সঠিক?
ক র ও রর র ও ররর
গ রর ও ররর ঘ র, রর ও ররর
নিচের উদ্দীপকটি পড়ে ২২- ২৪নং প্রশ্নের উত্তর দাও :
একবার শহর থেকে এক ভদ্রলোক বন্দুক নিয়ে গ্রামে এসেছিল পাখি শিকার করতে। শিমুল গাছে অসংখ্য পাখি দেখে ভদ্রলোকের আনন্দ আর ধরে না। গুলি ছোড়ার আগে রাফি ঢিল ছুড়ে সব পাখি উড়িয়ে দিয়েছিল।
২২. উদ্দীপকের রাফি ‘অতিথির স্মৃতি’ গল্পে কার প্রতিচ্ছবি?
ক মালির লেখকের
গ মালির বউরঘ পা ফোলা রোগীর
২৩. রাফির ঢিল ছুড়ে সব পাখি উড়িয়ে দেয়ার মধ্য দিয়ে তার মধ্যে ‘অতিথির স্মৃতি’ গল্পের লেখকের কোন বৈশিষ্ট্যটির পরিচয় পাওয়া যায়?
ক মনুষ্যত্ববোধখ কৌতূহলবোধ
গ অসৌজন্যতা প্রাণীপ্রীতি
উদ্দীপকের ভদ্রলোকের সঙ্গে ‘অতিথির স্মৃতি’ গল্পে কাকে মেলানো যায়?
ক লেখককে ব্যাধকে
গ মালি বউকেঘ বেরিবেরি রোগীকে
অতিরিক্ত বহুনির্বাচনি প্রশ্নোত্তর
সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
লেখক-পরিচিতি
২৪. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেন?
ক ১৮৭০খ ১৮৭২
১৮৭৬ঘ ১৮৭৮
২৫. শরৎচন্দ্র জন্মগ্রহণ করেছেন কোথায়? (জ্ঞান)
ক কলকাতায়খ দিল্লিতে
গ রেঙ্গুনে হুগলিতে
২৬. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোন গ্রামে জন্মগ্রহণ করেন? (জ্ঞান)
দেবানন্দপুরখ চুরুলিয়া
গ মুরাতিপুরঘ দুমকা
২৭. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কলেজ শিক্ষা অসমাপ্ত থাকে কেন? (অনুধাবন)
দরিদ্রতার কারণে
খ পারিবারিক বাধার কারণে
গ সামাজিক বাধার কারণে
ঘ অসুস্থতার কারণে
২৮.শরৎচন্দ্র রেঙ্গুন যান কেন? (অনুধাবন)
ক চিকিৎসার জন্য
জীবিকার সন্ধানে
গ পড়াশোনার উদ্দেশ্যে
ঘ বসবাসের উদ্দেশ্যে
২৯. সাধারণ বাঙালি পাঠকের কোন বিষয়টি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যথাযথভাবে উপলব্ধি করতে পেরেছিলেন? (জ্ঞান)
আবেগখ রাজনৈতিক ভাবনা
গ সাহিত্যচিন্তাঘ প্রতিশোধপ্রবণতা
৩০. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মারা যান কত সালে? (জ্ঞান)
ক ১৯৩০খ ১৯৩৫
১৯৩৮ঘ ১৯৪০
৩১. শরৎচন্দ্র কোথায় মৃত্যুবরণ করেন? (জ্ঞান)
ক ঢাকায় কলকাতায়
গ দিল্লিতেঘ করাচিতে
৩২. বেনে-বৌ পাখি জোড়া কী রঙের ছিল?
ক কালোখ সাদা
হলদেঘ লাল
৩৩. ‘অতিথির স্মৃতি’ গল্পে কখন থেকে একজন লোক গলাভাঙা সুরে ভজন শুরু করত?
ক রাত দুইটা রাত তিনটা
গ রাত চারটাঘ ভোর পাঁচটা
৩৪. ‘অতিথির স্মৃতি’ গল্পপাঠ আমাদেরকে কোন বোধে উদ্বুদ্ধ করবে?
মানবিকতাবোধে
খ স্বার্থপরতাবোধে
গ অন্ধ দেশাত্মবোধে
ঘ প্রাণী হত্যা নীতিতে
৩৫. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শেষবারের মতো অতিথিকে কোথায় দেখলেন?
স্টেশনের ফটকের বাইরেখ স্টেশনের ফটকের ভিতরে
গ বাড়ির লোহার গেটের বাইরেঘ স্টেশনের ভিতরে
৩৬. প্রাচীরের ধারে কোন গাছটি ছিল? (জ্ঞান)
ক হিজলখ জারুল
ইউক্যালিপটাসঘ পাইন
৩৭. শরীর খারাপ করায় লেখক কতদিন পর্যন্ত নিচে নামতে পারেননি? (জ্ঞান)
দুই দিনখ তিন দিন
গ চার দিনঘ পাঁচ দিন
৩৮. বাড়তি খাবারের প্রবল অংশীদার কে ছিল? (জ্ঞান)
ক চাকরখ মালি
গ অতিথি মালিনী
৩৯. ‘অতিথির স্মৃতি’ গল্পে কোন পাখিটি সবচেয়ে ভোরে ওঠে? (জ্ঞান)
ক শালিক দোয়েল
গ শ্যামাঘ বুলবুলি
৪০. বেনে-বৌ পাখি দুটি কয়দিন পর ফিরে এসেছিল? (জ্ঞান)
ক দুই তিন
গ চারঘ পাঁচ
৪১. লেখকের পিছু নিয়েছিল কে? (জ্ঞান)
ক একটি পাখিখ একটি মানুষ
গ একটি বিড়াল একটি কুকুর
৪২. লেখক প্রথমবার অতিথিকে ভেতরে ডাকলেও সে কোথায় দাঁড়িয়েছিল? (জ্ঞান)
ক রাস্তার শেষপ্রান্তেখ ঘরের মধ্যে
গেটের বাইরেঘ গেটের ভেতরে
৪৩. স্টেশনে বকশিশ থেকে বঞ্চিত হয়েছিল কে? (জ্ঞান)
অতিথিখ মালি
গ মালিনীঘ চাকর
৪৪. অতিথি কোথায় জায়গা করে নিয়েছিল? (জ্ঞান)
উঠোনের ধুলোয়খ পরিত্যক্ত জায়গায়
গ বাড়ির ছাদেঘ ঘরের মাঝে
৪৫. ‘অতিথির স্মৃতি’ গল্পে কোন পাখি ইউক্যালিপটাস গাছে এসে বসে? (জ্ঞান)
ক শালিক বেনে-বৌ
গ বুলবুলিঘ টুনটুনি
৪৬. মধ্যবিত্ত গৃহস্থের ঘরে পীড়িতদের মাঝে কাদের সংখ্যা বেশি ছিল? (জ্ঞান)
ক পুরুষদেরখ যুবকদের
গ বৃদ্ধদের মেয়েদের
৪৭. লেখক কখন পথের ধারে গিয়ে বসেন? (জ্ঞান)
ক সকালে বিকেলে
গ সন্ধ্যায়ঘ রাতে
৪৮. ‘অতিথির স্মৃতি’ গল্পে কোন গাছটি পথের ধারে ছিল? (জ্ঞান)
অশ্বত্থখ ইউক্যালিপটাস
গ জারুলঘ আমগাছ
৪৯. দরিদ্র ঘরের মেয়েটির চোখের চাহনি কেমন ছিল? (জ্ঞান)
ক শান্তখ কৌতূহলী
ক্লান্তঘ রাগান্বিত
৫০. লেখকের সবচেয়ে দুঃখ হতো কাকে দেখে? (অনুধাবন)
ক বামুন ঠাকুরকে দেখে
খ মালিককে দেখে
গ মালিনীকে দেখে
দরিদ্র ঘরের মেয়েটিকে দেখে
৫১. লেখকের দেখা দরিদ্র ঘরের মেয়েটির বয়স কত ছিল? (জ্ঞান)
ক পনেরো-ষোলোখ বিশ-বাইশ
চব্বিশ-পঁচিশঘ তিরিশ-বত্রিশ
৫২. ‘দেহ যেমন শীর্ণ মুখ তেমনি পা-ুর’এ কথাটি কার সম্পর্কে বলা হয়েছে? (জ্ঞান)
ক অতিথির দরিদ্র মেয়েটির
গ মালিরঘ মালিনীর
৫৩. ক্ষুধা হরণের কর্তব্যটা সমাধা করে কারা দ্রুত পদেই বাসায় ফিরছেন? (জ্ঞান)
জনকয়েক বৃদ্ধ ব্যক্তিখ অল্পবয়সি একদল মেয়ে
গ হাঁপানির রোগীরাঘ স্কার্ভি রোগীরা
৫৪. অতিথি বাড়ির ভেতরে ঢুকতে চাইল না কেন? (অনুধাবন)
ক আঘাত পাওয়ার ভয়ে
চাকরদের দাঁড়িয়ে থাকতে দেখে
গ ঘরের দরজা বন্ধ ছিল বলে
ঘ বাইরে খাবার ছিল বলে
৫৫. ‘অতিথির স্মৃতি’ গল্পে লেখকের ঘুম ভেঙে গেল কেন? (অনুধাবন)
একঘেয়ে ভজন সুরের জন্য
খ বদহজমের জন্য
গ মশার কামড়ের জন্য
ঘ পানির পিপাসার জন্য
৫৬. লেখক বাড়িতে ফিরে যাওয়ার আগ্রহ খুঁজে পেলেন না কেন? (অনুধাবন)
অতিথির কথা স্মরণ করে
খ রোগের কথা স্মরণ করে
গ বামুন ঠাকুরের কথা স্মরণ করে
ঘ দেওঘরের স্মৃতির কথা স্মরণ করে
৫৭. কেন বৃদ্ধরা ক্ষুধা হরণের পর দ্রুত বাসায় ফিরছেন? (অনুধাবন)
বাতব্যাধিগ্রস্ত বলে
খ চোখে কম দেখে বলে
গ আকাশে প্রচ- মেঘ করেছিল বলে
ঘ প্রচ- শীত পড়েছে বলে
৫৮. ‘লেখক দুই দিন অতিথির খবর নিতে পারেননি’Ñ এর কারণ কী? (অনুধাবন)
ক ব্যস্ততাখ অবসন্নতা
গ অলসতা অসুস্থতা
৫৯. বিদায়ের সময় লেখকের দিকে অতিথি এক দৃষ্টিতে তাকিয়েছিল কেন? (অনুধাবন)
ক ভালো লেগেছিল বলে
লেখকের প্রতি অনুরাগ থেকে
গ লেখকের বখশিশ পেয়ে
ঘ তাকে বিদায় জানাতে
৬০. দরিদ্র ঘরের মেয়েটিকে দেখে লেখকের দুঃখ হতো কেন? (অনুধাবন)
রোগাক্রান্ত দুর্বল বলে
খ বড় সন্তান ছিল না বলে
গ শীর্ণ মুখ দেখে
ঘ ছোট ছোট ছেলেমেয়ে দেখে
৬১. মালিÑবৌ কুকুরটিকে তাড়িয়ে দিয়েছিল কেন? (অনুধাবন)
ক মালিকে তাড়া করেছিল বলে
খ মালি-বৌকে কামড় দিয়েছিল বলে
বেঁচে যাওয়া খাবারে ভাগ বসিয়েছিল বলে
ঘ ঘেউ ঘেউ শব্দ করেছিল বলে
৬২. ‘দেখি অতিথি এইদিকে চেয়ে প্রস্তুত’ কী জন্য প্রস্তুত? (অনুধাবন)
ক লেখককে বিদায় জানানোর জন্য
বেড়াতে যাওয়ার জন্য
গ শিকারিকে আক্রমণের জন্য
ঘ খাবার খাওয়ার জন্য
৬৩. “কীরে, এখানেও এসেছিস?”Ñ‘অতিথির স্মৃতি’ গল্পের লেখকের এ কথায় কী প্রকাশ পায়? (উচ্চতর দক্ষতা)
ক বিরক্তি খ রাগ
গ অনুশোচনা বিস্ময়
৬৪. কুকুরটি কোন সময় লেখকের ঘরে গিয়ে উপস্থিত হয়েছিল? (জ্ঞান)
দুপুরেখ সকালে
গ বিকেলেঘ রাতে
৬৫. ‘হয়ত নিস্তব্ধ মধ্যােহ্নর কোনো ফাঁকে লুকিয়ে উপরে উঠে খুঁজে দেখবে আমার ঘরটা’ লেখকের এ কথায় কী প্রকাশ পেয়েছে? (উচ্চতর দক্ষতা)
ক কুকুরের প্রতি অনুশোচনা
খ কুকুরের প্রতি প্রতিবাদ
কুকুরের প্রতি মমত্ব
ঘ কুকুরের প্রতি বিরক্তি
৬৬. কাদের চলন দেখে গল্পকারের ভরসা হলো? (জ্ঞান)
ক বেরিবেরি রোগে আক্রান্তদের
খ পাখি ব্যবসায়ীদের
বাতব্যাধিগ্রস্তদের
ঘ দরিদ্রদের
৬৭. ‘অতিথির স্মৃতি’ গল্পে গল্পকারের অন্ধকার রাত্রির সঙ্গী কে ছিল? (জ্ঞান)
ক পাখি কুকুরগ চাকরঘ দরিদ্র মেয়ে
৬৮. ‘গেট খুলে দিয়ে ডাকলাম, ভেতরে আয়’ কাকে ডাকা হয়েছিল? (জ্ঞান)
ক দরিদ্র মেয়েটিকেখ পাখি ব্যবসায়ীকে
কুকুরটিকেঘ বেরিবেরি রোগীকে
৬৯. অতিথিকে বাগানে ঢুকতে না দিতে কাদের সায় ছিল? (জ্ঞান)
ক পাখিদেরখ মালিনীদের
গ বামুন ঠাকুরদের চাকরদের
৭০. স্টেশনের ফটকের বাইরে অতিথির একদৃষ্টে চেয়ে থাকার মধ্য দিয়ে কী প্রকাশ পায়? (উচ্চতর দক্ষতা)
লেখকের প্রতি মমত্ববোধ
খ জাতিগত বৈচিত্র্য
গ লেখকের প্রতি নিষ্ঠুরতা
ঘ সংকীর্ণ মনের পরিচয়
৭১. কুকুরটি সম্মুখের পথের ধারে বসে থাকে কেন? (অনুধাবন)
মালির বৌ তাড়িয়ে দেওয়ায়
খ কিছু খেতে পাওয়ার আশায়
গ লেখকের ভালোবাসা পাওয়ার আশায়
ঘ অচেনা পরিবেশের অজানা আশঙ্কায়
৭২. ‘অতিথির স্মৃতি’ গল্পে পাখিরা কতদিন পর পর হাজিরা দিয়ে যেত? (জ্ঞান)
প্রত্যহখ দুই দিন
গ তিন দিনঘ চার দিন
৭৩. ‘অতিথির স্মৃতি’ গল্পে কার কোনো আত্মীয়স্বজন ছিল না? (জ্ঞান)
ক অতিথির
দরিদ্র ঘরের মেয়েটির
গ বামুন ঠাকুরের
ঘ মালিনীর
৭৪. অতিথিকে বাগানে ঢুকতে না দিলে অতিথি কী করে? (জ্ঞান)
পথের ধারে বসে থাকে
খ গেটের বাইরে লাফালাফি করে
গ বাড়ির পেছনে ডাকাডাকি করে
ঘ পুকুর পাড়ে ঘুমিয়ে পড়ে
৭৫. ‘অতিথির স্মৃতি’ গল্পে গল্পকথকের বিদায়ে কার উৎসাহই সবচেয়ে বেশি ছিল? (জ্ঞান)
ক পাখিদেরখ গৃহকর্ত্রীর
কুকুরেরঘ চাকরের
৭৬. স্টেশনে নেমেও গল্পকথক কাকে দেখতে পেলেন? (জ্ঞান)
ক দরিদ্র মেয়েটিকেখ বামুন ঠাকুরকে
কুকুরটিকেঘ পাখিদেরকে
৭৭. কে খাওয়া সম্বন্ধে নির্বিকারচিত্ত ছিল? (জ্ঞান)
ক অতিথিখ পাখি
গ পাখি ব্যবসায়ী মালিনী
৭৮. ‘বিথি তার আদরের পোষা বিড়ালটিকে কাজের লোকদের ওপর দেখাশোনার দায়িত্ব দিয়ে যান। কিন্তু কাজের বুয়া বিড়ালটিকে অভুক্ত রেখে সব খাবার নিজে নিয়ে যায়।’Ñ কাজের বুয়ার সঙ্গে ‘অতিথির স্মৃতি’ গল্পের কার মিল আছে? (প্রয়োগ)
ক মালিরখ বামুন ঠাকুরের
মালিনীরঘ চাকরের
৭৯. দেওঘরে কথকের শরীর না সারলেও আরও দিন দুই দেরি করার কারণ কী? (অনুধাবন)
ক অসুখ সারার সম্ভাবনা
খ ভালো খাবার ও যতœ পাওয়া
অতিথির সঙ্গে মমত্বের সম্পর্ক গড়ে ওঠা
ঘ অন্য কোনো কাজ না থাকা
৮০. অল্পবয়সি মেয়েগুলোর মাটি পর্যন্ত লুটিয়ে কাপড় পরার উদ্দেশ্য কী? (অনুধাবন)
ক স্থানীয় ঐতিহ্য বহন করা
নিজের অসুস্থতা ঢাকা
গ সৌন্দর্য প্রদর্শন করা
ঘ নাচের অনুষ্ঠানে যোগ দেয়া
৮১. ‘অতিথির স্মৃতি’ গল্পে কোনটি ফুটে উঠেছে? (উচ্চতর দক্ষতা)
জীবের প্রতি মানুষের মমতা
খ জীবের প্রতি মানুষের নির্মমতা
গ জীবের প্রতি মানুষের নিষ্ঠুরতা
ঘ জীবের প্রতি মানুষের মহিমা
৮২. অতিথি ও গল্পকথকের মধ্যে সম্পর্কের প্রতিবন্ধকতা হিসেবে কাজ করে কে? (জ্ঞান)
ক কথক নিজেইখ বামুন ঠাকুর
গ চাকর মালি-বৌ
৮৩. ‘অতিথির স্মৃতি’ গল্পের শিক্ষা অনুযায়ী প্রাণীর প্রতি কী ধরনের আচরণ করা উচিত? (উচ্চতর দক্ষতা)
ক উদাসীন সহানুভূতিশীল
গ নিষ্ঠুরঘ কৌশলী
৮৪. ‘অতিথির স্মৃতি’ গল্পে লেখকের দেওঘরে আগমন কী কারণে? (অনুধাবন)
বায়ু পরিবর্তন
খ অতিথির সাথে বন্ধুত্ব স্থাপন
গ পশুপাখির ডাক শোনার জন্য
ঘ নতুন স্থান দেখা
শব্দার্থ ও টীকা
৮৫. ‘এদেশে ব্যাধের অভাব নেই’ এখানে ব্যাধ কী? (অনুধাবন)
ক পাখি শিকারিখ পাখি পালনকারী
গ পাখি ব্যবসায়ী পাখি নিধনকারী
৮৬. ‘দোর’ শব্দের অর্থ কী? (জ্ঞান)
ক দৌড় দরজা গ তাড়াঘ ছোটাছুটি
৮৭. ‘পা-ুর’ শব্দের অর্থ কী? (জ্ঞান)
ক অদ্ভুতখ এলোমেলোগ কোলাহল ফ্যাকাসে
৮৮. ‘ভজন’ বলতে কী বোঝ? (অনুধাবন)
প্রার্থনামূলক গানখ শ্রুতিমধুর সংগীত
গ অর্থবহ সংগীতঘ কৃত্রিম সংগীত
৮৯. ‘অতিথির স্মৃতি’ গল্পে ‘আসামি’ শব্দটি কী অর্থে ব্যবহার করা হয়েছে? (অনুধাবন)
ক অপরাধীখ অত্যাচারী রোগে আক্রান্তঘ ক্লান্ত
পাঠ-পরিচিতি
৯০. ‘অতিথির স্মৃতি’ গল্পটি ছাত্রছাত্রীদের জন্য কী ফল বয়ে আনবে? (উচ্চতর দক্ষতা)
ক প্রাণীর প্রতি সদ্ব্যবহার করতে শিখবে
প্রাণীর প্রতি সহানুভূতি জাগাবে
গ প্রাণীর প্রতি আনুগত্য করতে শিখবে
ঘ প্রাণীর প্রতি বিদ্বেষ জাগাবে
৯১. ‘অতিথির স্মৃতি’ গল্পের মূল বিষয় কী? (উচ্চতর দক্ষতা)
মানবেতর প্রাণীর সাথে মানুষের মমত্বের সম্পর্ক
খ অসুস্থ মানুষের বায়ু পরিবর্তনের উপকারিতা
গ মানবেতর প্রাণীর প্রতি কর্মচারীদের নিষ্ঠুরতা
ঘ ভ্রমণের সুখকর অভিজ্ঞতা
বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
লেখক-পরিচিতি
৯২. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের যে বয়সের অধিকাংশ সময় ভাগলপুরে মাতুলালয়ে অতিবাহিত হয় (অনুধাবন)
র. কৈশোর রর. যৌবন
ররর. বৃদ্ধ
নিচের কোনটি সঠিক?
র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
৯৩. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত উপন্যাস (অনুধাবন)
র. পল্লীসমাজ রর. কপালকু-লা
ররর. দেবদাস
নিচের কোনটি সঠিক?
ক র ও রর র ও রররগ রর ও রররঘ র, রর ও ররর
৯৪. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত উপন্যাস (অনুধাবন)
র. দেনাপাওনা রর. পথের দাবি
ররর. গৃহদাহ
নিচের কোনটি সঠিক?
ক র ও ররখ র ও রররগ রর ও ররর র, রর ও ররর
মূলপাঠ
৯৫. পা ফোলা অল্পবয়সি মেয়েগুলোর বৈশিষ্ট্য হলোÑ (অনুধাবন)
র. গরমের সময় মোজা পরা
রর. রাস্তায় ঢুলে ঢুলে হাঁটা
ররর. মাটি পর্যন্ত লুটিয়ে কাপড় পরা
নিচের কোনটি সঠিক?
ক র ও রর র ও রররগ রর ও রররঘ র, রর ও ররর
৯৬. অতিথির প্রতি লেখক দায়িত্ব পালন করেছেন (অনুধাবন)
র. খাবার পরিবেশন করে
রর. খোঁজখবর নিয়ে
ররর. খাবারের বিষয়টি নিশ্চিত করে
নিচের কোনটি সঠিক?
ক র ও ররখ র ও ররর রর ও রররঘ র, রর ও ররর
৯৭. ‘অতিথির স্মৃতি’ গল্পে যে পাখির কথা বলা হয়েছে (অনুধাবন)
র. বুলবুলি ও শালিক
রর. টুনটুনি ও শ্যামা
ররর. ময়না ও টিয়া
নিচের কোনটি সঠিক?
র ও ররখ র ও রররগ রর ও রররঘ র, রর ও ররর
৯৮. দরিদ্র ঘরের মেয়েটির ক্ষেত্রে যে কথাটি প্রযোজ্য (অনুধাবন)
র. বয়স চব্বিশ-পঁচিশ
রর. দেহ শীর্ণ
ররর. নিজের দেহটাকে টানবার শক্তি নেই
নিচের কোনটি সঠিক?
ক র ও ররখ র ও রররগ রর ও ররর র, রর ও ররর
৯৯. ‘অতিথির স্মৃতি’ গল্পটিতে নিম্নলিখিত বাক্য পাওয়া যায় (অনুধাবন)
র. আমাদের মাতৃভূমি পৃথিবীর স্বর্গ
রর. তার উৎসাহই সবচেয়ে বেশি
ররর. গরম বাতাসে ধুলো উড়িয়ে সামনেটা আচ্ছন্ন করেছে
নিচের কোনটি সঠিক?
ক র ও ররখ র ও ররর রর ও রররঘ র, রর ও ররর
১০০. ‘কিন্তু আপত্তি ছিল এবং অত্যন্ত গুরুতর আপত্তি’ যে বিষয়টিতে (অনুধাবন)
র. অতিথি তথা কুকুরকে খাবারের বাড়তি অংশ খাওয়ানো
রর. চাকরকে খাবারের বাড়তি অংশ খাওয়ানো
ররর. মালীকে খাবারের বাড়তি অংশ খাওয়ানো
নিচের কোনটি সঠিক?
র ও ররখ র ও রররগ রর ও রররঘ র, রর ও ররর
১০১. মালিনী সম্পর্কে যে কথাটি যুক্তিযুক্তÑ (অনুধাবন)
র. অল্পবয়স্কা
রর. দেখতে ভালো
ররর. খাওয়া সম্বন্ধে নির্বিকারচিত্ত
নিচের কোনটি সঠিক?
ক র ও ররখ র ও রররগ রর ও ররর র, রর ও ররর
১০২. অতিথির প্রতি অযতœ-অবহেলার জন্য লেখক দায়ী করেছেনÑ (অনুধাবন)
র. নিজেকেরর. চাকরদেরররর. মালিনীকে
নিচের কোনটি সঠিক?
ক র ও ররখ র ও ররর রর ও রররঘ র, রর ও ররর
শব্দার্থ ও টীকা
১০৩. ‘দোর’ শব্দটি দ্বারা যা বোঝানো হয়েছে (অনুধাবন)
র. দুয়াররর. দরজাররর. বাড়ির ফটক
নিচের কোনটি সঠিক?
ক র ও ররখ র ও রররগ রর ও ররর র, রর ও ররর
১০৪. ‘কুঞ্জ’ বলতে বোঝায় (অনুধাবন)
র. লতাপাতায় আচ্ছাদিত বৃত্তাকার স্থান
রর. বাড়ির ফটক
ররর. উপবন
নিচের কোনটি সঠিক?
ক র ও রর র ও রররগ রর ও রররঘ র, রর ও ররর
পাঠ-পরিচিতি
১০৫. ‘অতিথির স্মৃতি’ গল্পটি পাঠের মধ্যদিয়ে শিক্ষার্থীরা মানবেতর প্রাণীর প্রতি (উচ্চতর দক্ষতা)
র. নীরব ভূমিকা পালন করবে
রর. নিষ্ঠুরতা পরিহার করবে
ররর. সহানুভূতি প্রকাশ করবে
নিচের কোনটি সঠিক?
ক র ও ররখ র ও ররর রর ও রররঘ র, রর ও ররর
অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
নিচের উদ্দীপকটি পড়ে ১০৭ ও ১০৮নং প্রশ্নের উত্তর দাও :
তানিম মামাবাড়ি বেড়াতে গেলে সেখানে একটি অসুস্থ কুকুর দেখতে পায়। সে কুকুরটি ডেকে নিয়ে খাবার ও যতেœর ব্যবস্থা করে। একপর্যায়ে তার সাথে কুকুরটির আন্তরিক সম্পর্ক গড়ে ওঠে। ফেরার পথে বাড়িতে চোর ডাকাতের উপদ্রব কমাতে সে কুকুরটিকে নিজের বাড়ি নিয়ে আসে।
১০৬. উদ্দীপকের তানিম ও ‘অতিথির স্মৃতি’ গল্পের কথকের কুকুরটির প্রতি আচরণে কোন ধরনের ভিন্নতা রয়েছে? (প্রয়োগ)
ক দায়িত্বজ্ঞানগত উদ্দেশ্যগত
গ চেতনাগতঘ কৌতূহলবোধে
১০৭. উদ্দীপকে ‘অতিথির স্মৃতি’ গল্পের যে দিক প্রতিফলিত হয়েছে (উচ্চতর দক্ষতা)
র. অবলা জীবের সাথে মানুষের আন্তরিক সম্পর্ক
রর. অসহায় জীবের প্রতি মমতা ও যতœ
ররর. মানুষের প্রতি অবলা জীবের মমত্ববোধ
নিচের কোনটি সঠিক?
র ও ররখ র ও রররগ রর ও রররঘ র, রর ও ররর
নিচের উদ্দীপকটি পড়ে ১০৯ ও ১১০নং প্রশ্নের উত্তর দাও :
মাসুম ভোরে উঠে ডানাভাঙা একটি শালিক পাখি দেখতে পায়। রাতের ঝড়ে তার এই অবস্থা। সে পাখিটিকে এনে যতœ করে।
১০৮. মাসুমের কাজের সঙ্গে ‘অতিথির স্মৃতি’ রচনার কার কাজের সাদৃশ্য রয়েছে? (প্রয়োগ)
ক মালিরখ চাকরের লেখকেরঘ মালিনীর
১০৯. উক্ত কাজের মধ্যে প্রকাশ পেয়েছেÑ (উচ্চতর দক্ষতা)
র. জীবের প্রতি মমত্ববোধরর. অসহায় জীবের যতœ নেয়া
ররর. খুব ভোরে ঘুম থেকে জাগা
নিচের কোনটি সঠিক?
র ও ররখ র ও রররগ রর ও রররঘ র, রর ও ররর
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।