(PDF) অষ্টম শ্রেণি:পড়ে পাওয়া বহুনির্বাচনি প্রশ্নের উত্তর ।। বাংলা | বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর | ভাষা ও সাহিত্য | অষ্টম শ্রেণীর ভাষা ও সাহিত্য নিয়ে জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর (PDF) ফাইল ডাউনলোড করতে আমাদের ওয়েব সাইট ভিজিট করুন ।ভাষা ও সাহিত্য নিয়ে যেকোনো ধরনের বহু নির্বাচনী প্রশ্ন উত্তর গুলো আমাদের এই পোস্টে পাবেন ।
প্রিয় ছাত্র ছাত্রী বন্ধুরা আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন । এটা জেনে আপনারা খুশি হবেন যে, আপনাদের জন্য ভাষা ও সাহিত্য হতে গুরুপূর্ণ কিছু প্রশ্ন উত্তর আলোচনা করতে যাচ্ছি ।সুতরাং সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন। আর অষ্টম শ্রেণি- JSC এর যেকোন বিভাগের গুরুত্বপূর্ণ সকল সাজেশন পেতে জাগোরিকের সাথে থাকুন।
নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নগুলোর উত্তর দাও :
স্কুলের ঝাড়ুদার শচী। পরীক্ষা শেষে কক্ষ পরিষ্কার করতে গিয়ে সে একটি মূল্যবান ঘড়ি পেল। তার লোভ হলো। ভাবল, ঘড়িটা মেয়ের জামাইকে উপহার দেবে। মেয়ে নিশ্চয়ই খুব খুশি হবে।
৫১। কোন ডোবায় ব্যাঙ ডাকছিল?
- ক রহিমদের ডোবায়
- খ বাদলদের দিদিমার ডোবায়
- গ নরহরি বোস্টমের ডোবায়
- ঘ গ্রামের উত্তর পাড়ের ডোবায়
৫২। কার নির্দেশমতো গুপ্ত মিটিং বসেছিল?
- ক বাদল
- খ সিধু
- গ তিনু
- ঘ বিধু
৫৩। বিধু সবাইকে কী কেটে নিয়ে আসার হুকুম দিল?
- ক ঘুড়ির মাপে কাগজ
- খ ঘুড়ির মাপে কলাপাতা
- গ টেবিলের মাপে কাপড়
- ঘ বইয়ের মাপে কাগজ
৫৪। বাক্সের মালিককে কোন বাড়িতে খোঁজ করার কথা বলা হয়?
- ক মল্লিক বাড়িতে
- খ রায় বাড়িতে
- গ খান বাড়িতে
- ঘ চৌধুরী বাড়িতে
৫৫। কাগজ তিনটি কীসের আঠা দিয়ে গাছে গাছে মেরে দেয়া হলো?
- ক বেলের আঠা
- খ কাঁঠালের আঠা
- গ রাবারের আঠা
- ঘ বটগাছের আঠা
৫৬। নিরাশ্রয় লোকটিকে দু আড়ি ধান কারা ধার দিয়েছিল?
- ক বাদলরা
- খ নিধুরা
- গ আক্কাসরা
- ঘ গোয়ালারা
৫৭। নিরাশ্রয় লোকটি গত জ্যৈষ্ঠ মাসে নির্বিষখোলার হাট থেকে কী বেচে ফিরছিল?
- ক ঢেঁড়স
- খ কুমড়া
- গ শাক
- ঘ পটোল
৫৮। টিনের বাক্সে কত টাকার গহনা ছিল?
- ক সাড়ে তিনশ টাকার
- খ আড়াইশ টাকার
- গ পাঁচশ টাকার
- ঘ তিনশ টাকার
৫৯। টিনের বাক্সটিতে পটোল বিক্রির কত টাকা ছিল?
- ক ত্রিশ
- খ চল্লিশ
- গ পঞ্চাশ
- ঘ একশত
৬০। টিনের বাক্সটি কী রঙের ছিল?
- ক সবুজ
- খ লাল
- গ রুপালি
- ঘ সোনালি
৬১। ‘পড়ে পাওয়া’ গল্পে সবাই কার সম্পর্কে উকিল হওয়ার ধারণা করত?
- ক তিনু
- খ বাদল
- গ বিধু
- ঘ সিধু
৬২। বিধু, সিধু, নিধু, তিনু, বাদল নদীর ঘাটে নাইতে গিয়েছিল কেন?
- ক ভ্যাপসা গরম থেকে মুক্তির জন্য
- খ গায়ের ময়লা পরিষ্কারের জন্য
- গ পুকুরে পানি না থাকার জন্য
- ঘ মাছ ধরার জন্য
৬৩। ঝড়ের সময় বড় বড় আমবাগানের তলাগুলো ছেলেমেয়েদের দ্বারা পূর্ণ হয়ে গেল কেন?
- ক পাতা কুড়ানোর জন্য
- খ ঝড়ের হাত হতে বাঁচার জন্য
- গ আম পাড়ার জন্য
- ঘ আম কুড়ানোর জন্য
৬৪। বাদল ও লেখক সন্ধ্যাবেলায় অন্ধকারে পথ ডিঙিয়ে চলছিল কেন?
- ক নোনাগাছের ডালে ব্যথা পাবার ভয়ে
- খ সাঁইবাবলার কাঁটা ফুটবার ভয়ে
- গ বড় কোনো পোকার কামড়ের ভয়ে
- ঘ সাপের কামড়ের ভয়ে
৬৫। লেখক ও বাদল বাক্সটি ভাঙতে অস্বীকৃতি জানাল কেন?
- ক বিপদ হবে বলে
- খ অধর্ম হবে বলে
- গ বাবা-মা’র বকা শুনবে বলে
- ঘ গ্রামের লোক চোর বলবে বলে
৬৬। বাদলদের দলের গুপ্ত মিটিং বসল কেন?
- ক বাক্সের ভিতরের টাকা সকলকে ভাগ করে দেবার জন্য
- খ বাক্সের মালিককে খুঁজে পাবার উপায় বের করার জন্য
- গ বাক্সের তালাটি ভাঙার উপায় বের করার জন্য
- ঘ বাক্সের ভেতরের জিনিসগুলো বের করার জন্য
৬৭। বাড়–য্যেদের মাঠের বাগানে চাঁপাতলীর আম এ অঞ্চলে বিখ্যাত কেন?
- ক বড় বড় বলে
- খ অধিক মিষ্টি বলে
- গ কাঁচামিঠা বলে
- ঘ প্রচুর পাওয়া যায় বলে
৬৮। লেখকের পিতার কাছে দুজন প্রজা কেন এসেছিল?
ক নালিশ করার জন্য
খ হুমকি দেয়ার জন্য
গ টাকা নেয়ার জন্য
ঘ চাকরির জন্য
৬৯। কাপালি কেন গহনা গড়িয়ে এনেছিল?
- ক স্ত্রীকে খুশি করার জন্য
- খ ছোট মেয়েকে বিয়ে দেয়ার জন্য
- গ বড় মেয়েকে দেয়ার জন্য
- ঘ দ্বিতীয় বিবাহ করার জন্য
৭০। অম্বরপুর চরের কাপালিরা নিরাশ্রয় হয়ে গেল কেন?
- ক ভীষণ বন্যার কারণে
- খ ঝড়ের কারণে
- গ অধিক বৃষ্টির কারণে
- ঘ নদীভাঙনের কারণে
৭১। নিরাশ্রয় লোকটি কথকের বাবার কাছে এসেছিল কেন?
- ক চাকরির খোঁজে
- খ চালের খোঁজে
- গ সাহায্যের খোঁজে
- ঘ বাক্সের খোঁজে
৭২। বৈশাখ মাসে দূর পশ্চিম আকাশে ক্ষীণ গুড়গুড় মেঘের আওয়াজ শুনে বিধু বুঝতে পারল কালবৈশাখী ঝড় আসবে। এতে তার কোন গুণটি প্রকাশ পায়?
- ক দূরদর্শিতা ও বিচক্ষণতা
- খ বুদ্ধিমত্তা ও সচেতনতা
- গ সচেতনতা ও সহনশীলতা
- ঘ জ্ঞান ও গরিমা
৭৩। দূরদর্শিতা ও বুদ্ধিমত্তার কারণে বন্ধু মহলে রতনকে সবাই মেনে চলে। রতনের সঙ্গে ‘পড়ে পাওয়া’ গল্পের কোন চরিত্রটি সাদৃশ্যপূর্ণ?
- ক বিধু
- খ তিনু
- গ বাদল
- ঘ সিধু
৭৪। আসলাম ও রাতুল দুই বন্ধু রাস্তা দিয়ে চলার পথে একটি মানিব্যাগ পেল। কিন্তু তারা দুজনই তা মালিককে ফিরিয়ে দেয়ার সিদ্ধান্ত নিল। আসলাম ও রাতুলের চরিত্র ‘পড়ে পাওয়া’ গল্পে কাদের সাথে সাদৃশ্যপূর্ণ?
- ক নিধু ও সিধু
- খ নিধু ও তিনু
- গ লেখক ও বাদল
- ঘ বিধু ও বাদল
৭৫। বিধু ও তার দল সকলে বাক্সটি ফেরত দেয়ার ব্যাপারে একমত হলো এবং তারা বাক্সের মালিককে খোঁজার জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করল। এ আচরণ দ্বারা তাদের কোন গুণের বহিঃপ্রকাশ ঘটে?
- ক নিষ্ঠার
- খ ঐক্যবদ্ধতার
- গ দায়িত্বশীলতার
- ঘ একাগ্রতার
৭৬। বাক্স নিজের বলে দাবি করা লোকটি বিধুকে চৌকিদারের ভয় দেখালেও বিধু তাকে বাক্সটি দিল না। বিধুর এ আচরণ দ্বারা তার কোন গুণের প্রকাশ পায়?
- ক কর্তব্যপরায়ণতা
- খ সাহসিকতা
- গ চারিত্রিক দৃঢ়তা
- ঘ বিচক্ষণতা
৭৭। রহমান নামে এক দরিদ্র লোক বন্যায় সর্বহারা হয়ে রসুলপুরের চেয়ারম্যানের কাছে চাকরির খোঁজে গেল। রহমানের সঙ্গে ‘পড়ে পাওয়া’ গল্পের কার চরিত্র সাদৃশ্যপূর্ণ?
- ক নির্বিষখোলার গোয়ালা
- খ চৌকিদারের
- গ বন্যায় সর্বস্বান্ত কাপালির
- ঘ কালো মতো রোগা লোকটির
৭৮। বাক্সের মালিককে বাক্সটি হস্তান্তর করে দেয়ার সময় বিধু সাক্ষী হিসেবে সিধু ও তিনুকে নিয়ে আসল। বিধুর এ আচরণের দ্বারা তার কোন গুণের বহিঃপ্রকাশ ঘটে?
- ক তীক্ষè বিবেচনাবোধ ও বুদ্ধিমত্তা
- খ কর্তব্যপরাণয়তা ও একতা
- গ সহনশীলতা ও বিচক্ষণতা
- ঘ দায়িত্বশীলতা ও বুদ্ধিমত্তা
৭৯। ‘পড়ে পাওয়া’ গল্পে লেখক ও বাদলের চরিত্র হতে শিক্ষণীয় বিষয় কী?
- ক নিষ্ঠা ও দানশীলতা
- খ সম্মান ও কর্তব্যপরায়ণতা
- গ লোভহীনতা ও সততা
- ঘ ধৈর্যশীলতা ও ন্যায়পরায়ণতা
৮০। ‘পড়ে পাওয়া’ গল্পে বিধু চরিত্রটি থেকে শিক্ষণীয় বিষয় কী?
- ক দৃঢ়তা, বিচক্ষণতা ও দূরদর্শিতা
- খ সততা ও নিষ্ঠা
- গ সহনশীলতা ও দয়া
- ঘ ভালোবাসা ও করুণা
৮১। তেঁতুল গাছের গুঁড়িতে বাদল ও লেখক আশ্রয় নিল কেন?
- ক ডাকাতের হাত থেকে বাঁচার জন্য
- খ ঝড়ের ঝাঁপটা থেকে বাঁচার জন্য
- গ শীতের হাত থেকে বাঁচার জন্য
- ঘ স্কুল পালানোর জন্য
৮২। মনিরা ও প্রিয়া দুজনে রাস্তায় একটি গহনার বাক্স কুড়িয়ে পেলে মনিরা এগুলো বিক্রি করে সুন্দর জামা কেনার প্রস্তাব করল। মনিরার সাথে ‘পড়ে পাওয়া’ গল্পের কার সাদৃশ্য রয়েছে?
- ক গল্প কথকের
- খ বাদলের
- গ তিনুর
- ঘ সিধুর
৮৩। বাক্সটি পাবার পর লেখক ও বাদল সবার সাথে একত্রিত হয়ে মিটিং করে ও সিদ্ধান্ত গ্রহণ করে। তাদের এ আচরণের মাধ্যমে কীসের বহিঃপ্রকাশ ঘটে?
- ক ঐক্যচেতনার
- খ পরোপকারিতা
- গ ধৈর্যশীলতার
- ঘ কর্মনিষ্ঠার
৮৪। বিচুলি গাদা’ বলতে কী বোঝায়?
- ক ধানের খড়ের স্তূপ
- খ কাঠের স্তূপ
- গ ধানের স্তূপ
- ঘ আখের খেত
৮৫। ‘কাপালি’ বলতে কী বোঝায়?
- ক জোড় কপালবিশিষ্ট
- খ তান্ত্রিক হিন্দু সম্প্রদায়
- গ সমগ্র হিন্দু সম্প্রদায়
- ঘ সমগ্র যোগী সম্প্রদায়
৮৬। হরিনাম সংকীর্তন করে যে জীবিকা অর্জন করে তাকে কী বলে?
- ক বৈঞ্চব
- খ বৈদ্য
- গ বোষ্টম
- ঘ কাপালি
৮৭। ‘পড়ে পাওয়া’ গল্পের কিশোরদের কাজের মাধ্যমে কোনটির প্রকাশ লক্ষ করা যায়?
- ক ঐক্যচেতনা
- খ ধৈর্যশীলতা
- গ শৃঙ্খলা
- ঘ একাগ্রতা
৮৮। ‘পড়ে পাওয়া’ গল্প বিভূতিভূষণের কোন সময়ের?
- ক কর্মজীবনের স্মৃতি
- খ শৈশব স্মৃতি
- গ বৃদ্ধ বয়সের স্মৃতি
- ঘ কৈশোর স্মৃতি
৮৯। ‘পড়ে পাওয়া’ গল্পের কিশোরদের কাজের মধ্যে কোন নৈতিক গুণটির প্রকাশ লক্ষণীয়?
- ক দায়িত্বশীলতা
- খ পরিশ্রমপ্রিয়তা
- গ ধৈর্যশীলতা
- ঘ পরোপকারিতা
৯০। ‘পড়ে পাওয়া’ গল্পের লেখকের নাম কী?
- ক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
- খ রবীন্দ্রনাথ ঠাকুর
- গ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
- ঘ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
৯১। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সাহিত্যে যে বিষয়ের নিখুঁত চিত্র অঙ্কিত হয়েছে,
- র. প্রকৃতির অনাবিল সৌন্দর্য
- রর. গ্রামবাংলার মানুষের জীবনাচরণ
- ররর. হিন্দু সম্প্রদায়ের জীবনাচরণ
নিচের কোনটি সঠিক?
- ক র ও রর
- খ র ও ররর
- গ রর ও ররর
- ঘ র, রর ও ররর
৯২। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত কিশোর উপন্যাস হলো,
- র. চাঁদের পাহাড়
- রর. পথের পাঁচালী
- ররর. হীরামানিক জ্বলে
নিচের কোনটি সঠিক?
- ক র ও রর
- খ র ও ররর
- গ রর ও ররর
- ঘ র, রর ও ররর
৯৩। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাস
- র. আরণ্যক
- রর. ইছামতী
- ররর. তাল নবমী
নিচের কোনটি সঠিক?
- ক র ও রর
- খ র ও ররর
- গ রর ও ররর
- ঘ র, রর ও ররর
৯৪। বিভূতিভূষণ বন্দ্যেপাধ্যায় রচিত গল্পগ্রন্থ
- র. তৃণাঙ্কুর
- রর. মেঘমল্লার
- ররর. স্মৃতির রেখা
নিচের কোনটি সঠিক?
- ক র ও রর
- খ র ও ররর
- গ রর ও ররর
- ঘ র, রর ও ররর
৯৫। মেঘের আওয়াজ শুনে বিধু নদীর জলে নামতে নিষেধ করল যে কারণে,
- র. ঝড় উঠবে বলে
- রর. আম কুড়াতে যাবে বলে
- ররর. ভয় পেয়েছে বলে
নিচের কোনটি সঠিক?
- ক র ও রর
- খ র ও ররর
- গ রর ও ররর
- ঘ র, রর ও ররর
৯৬। ঝড় উঠলে বাড়–য্যেদের মাঠের বাগানে ভিড় হয়,
- র. আম কুড়ানোর জন্য
- রর. চাঁপাতলীর মিষ্টি আমের জন্য
- ররর. গাছের তলায় আশ্রয় নেয়ার জন্য
নিচের কোনটি সঠিক?
- ক র ও রর
- খ র ও ররর
- গ রর ও ররর
- ঘ র, রর ও ররর
৯৭। ‘পড়ে পাওয়া’ গল্পে ভীষণ বন্যায় যা ভেসে যেতে দেখা গেল,
- র. বড় বড় গাছ
- রর. দু-একটা গরু
- ররর. খড়ের চালাঘর
নিচের কোনটি সঠিক?
- ক র ও রর
- খ র ও ররর
- গ রর ও ররর
- ঘ র, রর ও ররর
৯৮। বাদল হঠাৎ উত্তেজিত হয়ে পড়ল,
- র. ডবল টিনের ক্যাশবাক্স দেখে
- রর. বাক্সে টাকাকড়ি থাকতে পারে ভেবে
- ররর. বাক্সে গহনা থাকতে পারে ভেবে
নিচের কোনটি সঠিক?
- ক র ও রর
- খ র ও ররর
- গ রর ও ররর
- ঘ র, রর ও ররর
৯৯। ‘পড়ে পাওয়া’ গল্পে বয়োজ্যেষ্ঠরা বিস্মিত ও অভিভূত হয়,
- র. কিশোরদের সততা দেখে
- রর. কিশোরদের নিষ্ঠা দেখে
- ররর. কিশোরদের কর্তব্যবোধ দেখে
নিচের কোনটি সঠিক?
- ক র ও রর
- খ র ও ররর
- গ রর ও ররর
- ঘ র, রর ও ররর
১০০। গল্পকথক বাক্সটি পাবার পরও গরিব মানুষের মনে করে ও অধর্ম হবে ভেবে বাক্সটির তালা ভাঙতে অস্বীকৃতি জানায়। এ আচরণ দ্বারা বহিঃপ্রকাশ ঘটে তার,
- র. সততার
- রর. ধার্মিকতার
- ররর. নিষ্ঠার
নিচের কোনটি সঠিক?
- ক র ও রর
- খ র ও ররর
- গ রর ও ররর
- ঘ র, রর ও ররর
১০১। ‘পড়ে পাওয়া’ গল্পটির তাৎপর্য হলো,
- র. গল্পটি পড়ার মাধ্যমে সকরে মাঝে জীবপ্রেম জাগ্রত হয়
- রর. গল্পটি পড়ার মাধ্যমে সবার নৈতিক চেতনার উন্মেষ হয়
- ররর. গল্পটি পড়ার মাধ্যমে সবার সততা ও নিষ্ঠা জাগ্রত হয়
নিচের কোনটি সঠিক?
- ক র ও রর
- খ র ও ররর
- গ রর ও ররর
- ঘ র, রর ও ররর
১০২। ‘পড়ে পাওয়া’ গল্পের বিধুর চরিত্র হতে শিক্ষণীয় বিষয় হলো,
- র. বিচক্ষণতা
- রর. তীক্ষè বিবেচনাবোধ
- ররর. চারিত্রিক দৃঢ়তা
নিচের কোনটি সঠিক?
- ক র ও রর
- খ র ও ররর
- গ রর ও ররর
- ঘ র, রর ও ররর
১০৩। ‘অপ্রতিভভাবে’ বলতে বোঝায়,
- র. আশাতীতভাবে
- রর. বিব্রত
- ররর. লজ্জিতভাবে
নিচের কোনটি সঠিক?
- ক র ও রর
- খ র ও ররর
- গ রর ও ররর
- ঘ র, রর ও ররর
১০৪। দিব্যি বলতে বোঝায়
- র. চমৎকার
- রর. আশাতীতভাবে
- ররর. অদ্ভুত
নিচের কোনটি সঠিক?
- ক র ও রর
- খ র ও ররর
- গ রর ও ররর
- ঘ র, রর ও ররর
১০৫। ‘পড়ে পাওয়া’ গল্পটি পাঠের শিক্ষণীয় বিষয়
- র. কর্তব্যপরায়ণতা বৃদ্ধি
- রর. অসাম্প্রদায়িক চেতনার জাগরণ
- ররর. নৈতিক চেতনা বৃদ্ধি
নিচের কোনটি সঠিক?
- ক র ও রর
- খ র ও ররর
- গ রর ও ররর
- ঘ র, রর ও ররর
১০৬। ‘পড়ে পাওয়া’ গল্পের মূল বিষয়বস্তু হলো
- র. কিশোরদের বিচক্ষণতার প্রকাশ
- রর. কিশোরদের দায়িত্ববোধের প্রকাশ
- ররর.কিশোরদের চারিত্রিক দৃঢ়তা প্রকাশ
নিচের কোনটি সঠিক?
- ক র ও রর
- খ র ও ররর
- গ রর ও ররর
- ঘ র, রর ও ররর
নিচের উদ্দীপকটি পড়ে ১০৭ ও ১০৮নং প্রশ্নের উত্তর দাও-
আকাশে অনেকগুলো তারা দেখে মাসুদ তার ছোট বোনকে বলল যে, আজ বৃষ্টি হবে না। মাসুদের ছোট বোন দেখল দুপুরে মেঘ থাকলেও কোনো বৃষ্টি হয়নি।
১০৭। উদ্দীপকের মাসুদের সাথে ‘পড়ে পাওয়া’ গল্পের কোন কিশোরের মিল আছে?
- ক কথক
- খ নিধু
- গ বিধু
- ঘ বাদল
১০৮। উদ্দীপকের মাসুদ ও ‘পড়ে পাওয়া’ গল্পের উক্ত কিশোরের মধ্যে যা প্রত্যক্ষ করা যায়,
- র. সহানুভূতিশীল
- রর. বুদ্ধিমান
- ররর. প্রতিনিধিত্বকারী ও বিজ্ঞ
নিচের কোনটি সঠিক?
- ক র ও রর
- খ র ও ররর
- গ রর ও ররর
- ঘ র, রর ও ররর
নিচের উদ্দীপকটি পড়ে ১০৯ ও ১১০নং প্রশ্নের উত্তর দাও :
মনি ও জনি মাঠে ফুটবল খেলার সময় একটি মানিব্যাগ পেল। ব্যাগে অনেক টাকা ছিল। তারা ব্যাগে কোনো ঠিকানা না পেয়ে মাঠের পাশে ব্যাগ পেয়েছে বলে ৫-৬টি সাইনবোর্ড লাগাল ও কাছের থানায় খবরটি জানাল এবং ব্যাগটি আমানত হিসেবে সাবধানে রাখল।
১০৯। মনি ও জনির ঘটনার সঙ্গে ‘পড়ে পাওয়া’ গল্পের কাদের ঘটনাটি সাদৃশ্যপূর্ণ?
- ক লেখক ও বাদলের টিনের বাক্স পাবার ঘটনাটি
- খ বিধুর কালবৈশাখী ঝড়ের আগাম খবর দেয়ার ঘটনাটি
- গ বিধু, তিনু, মিঠু, বাদল সকলের গোপন মিটিং করার ঘটনাটি
- ঘ বিধুর দলের আম কুড়ানোর ঘটনাটি
১১০। ‘পড়ে পাওয়া’ গল্পের আলোকে মনি ও জনির আচরণ হতে শিক্ষণীয় বিষয় হলো,
- র. সততা
- রর. দায়িত্বশীলতা
- ররর. কর্তব্যপরায়ণতা
নিচের কোনটি সঠিক?
- ক র ও রর
- খ র ও ররর
- গ রর ও ররর
- ঘ র, রর ও ররর
নিচের উদ্দীপকটি পড়ে ১১১ ও ১১২নং প্রশ্নের উত্তর দাও :
রাজিব ও মামুন একটি যাত্রী ছাউনিতে বসে আছে বাসের জন্য। রাজিব হঠাৎ দেখল তার পেছন দিকে একটি কালো রঙের ব্রিফকেস পড়ে রয়েছে।
সে মামুনকে সেটির ভেতর কী আছে দেখতে বলল। কিন্তু মামুন তাকে জানাল যে, এটি করা মোটেও ঠিক হবে না। এটি কোনো দরিদ্র অসহায় লোকেরও হতে পারে। তখন তারা সিদ্ধান্ত নিল যেকোনোভাবে হোক ব্রিফকেসের প্রকৃত মালিককে খুঁজে বের করে ব্রিফকেসটি ফেরত দেবে।
১১১। উদ্দীপকটি তোমার পঠিত কোন রচনাকে ইঙ্গিত করে?
- ক পড়ে পাওয়া
- খ তৈলচিত্রের ভূত
- গ মংডুর পথে
- ঘ অতিথির স্মৃতি
১১২। উদ্দীপক ও উক্ত রচনায় প্রতিফলিত হয়েছে
- র. সততা
- রর. শৃঙ্খলাবোধ
- ররর. নির্লোভ মানসিকতা
নিচের কোনটি সঠিক?
- ক র ও রর
- খ র ও ররর
- গ রর ও ররর
- ঘ র, রর ও ররর
- উত্তর ডাউনলোড করুন>ভাব ও কাজ:বহুনির্বাচনি প্রশ্নোত্তর (PDF)
- উত্তর ডাউনলোড করুন>ভাব ও কাজ:প্রবন্ধের কীসের মতো (PDF)
- উত্তর ডাউনলোড করুন>(PDF) অষ্টম শ্রেণি:পড়ে পাওয়া বহুনির্বাচনি প্রশ্নের উত্তর (85-112)
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।