PDF তৃতীয় শ্রেণির নতুন বাংলা পাঠ-১২: আমাদের গ্রাম বন্দে আলী মিঞা‘র প্রশ্ন উত্তর ।। 2024 সালের নতুন বছরের নতুন বই থেকে প্রশ্ন উত্তর সহ সকল বিষয় নিয়মিত আপলোড করা হয় জাগোরিক এ।
তৃতীয় শ্রেণি ● আমার বাংলা বই ● অধ্যায়ভিত্তিক কাজের সমাধান পাঠ-১২: আমাদের গ্রাম বন্দে আলী মিঞা পাঠ্যবইয়ের অনুশীলনমূলক কাজের সমাধান হতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সব প্রশ্ন উত্তর গুলো আমাদের এই পোস্টে আলোচনা করা হয়েছে। অতএব সম্পূর্ণ পোস্টটি মনযোগ সহকারে পড়ুন।
PDF তৃতীয় শ্রেণির নতুন বাংলা পাঠ-১২: আমাদের গ্রাম বন্দে আলী মিঞা‘র প্রশ্ন উত্তর
তৃতীয় শ্রেণি ● আমার বাংলা বই ● অধ্যায়ভিত্তিক কাজের সমাধান
পাঠ-১২: আমাদের গ্রাম
বন্দে আলী মিঞা
এই বিভাগে আরো দেখুন
- আরো পড়ুন: তৃতীয় শ্রেণির আমার বাংলা বই ২০২৪, পাঠ-৮ ব্যাঙের সাজা প্রশ্ন-উত্তর
- আরো পড়ুন: তৃতীয় শ্রেণির আমার বাংলা বই ২০২৪, পাঠ-৯ আনন্দের দিন প্রশ্ন-উত্তর
- আরো পড়ুন: PDF তৃতীয় শ্রেণির আমার বাংলা বই: পাঠ-১০ আনন্দের দিন সৃজনশীল প্রশ্ন উত্তর
পাঠ-১২: আমাদের গ্রাম
বন্দে আলী মিঞা
পাঠ্যবইয়ের অনুশীলনমূলক কাজের সমাধান
শব্দ লিখি
সেথা- সেখানে
কভু- কখনো
ডরি- ভয় পাই
কিরণ-আলো
আত্ময়ী- আপনজন
রবি- সূর্য
বায়ু-বাতাস
বাক্য লিখি
পাঠশালা রহিম প্রতিদিন পাঠশালায় যায়।
গুরুজন আমরা গুরুজনকে সবসময় সম্মান করব।
দিঘি ছেলেরা দিঘিতে সাঁতার কাটছে।
মিলেমিশে সবাই মিলেমিশে থাকার মাঝেই আনন্দ রয়েছে।
বাঁশঝাড় অন্তুদের বাড়ির পাশে বড়ো একটি বাঁশঝাড় আছে।
প্রশ্ন: কবিতাটি সুন্দর করে বলি ও দেখে দেখে লিখি
উত্তর: পাঠ্যবাইয়ের ৩৪নং পৃষ্ঠা থেকে কবিতাটি দেখে দেখে বলো ও লোখো।
একই রকম শব্দ শিখি
রবি- সূর্য, অরুণ
বায়ু- বাতাস, হাওয়া
কিরণ- আলো, প্রভা
ঘর- বাড়ি, গৃহ
পাঠশালা- বিদ্যালয়, স্কুল।
বলি ও লিখি
প্রশ্ন: গাঁয়ের ঘরগুলো কেমন?
উত্তর: গাঁয়ের ঘর গুলো ছোট ছোট।
প্রশ্ন: পাড়ার সব ছেলে একসাথে কী করে?
উত্তর: পাড়ার সব ছেলে একসাথে খেলে আর পাঠশালায় যায়।
প্রশ্ন:জলভরা দিঘি ঝিকিমিকি করে কেন?
উত্তর: চাঁদের কিরণ পড়ে জলভরা দিঘি ঝিকিমিকি করে।
প্রশ্ন: আত্মীয়দের মতো মিলেমিশে কারা আছে?
উত্তর: গ্রামের সকল মানুষ ও প্রকৃতি আতœীয়দের মতো মিলেমিশে আছে।
সঠিক উত্তর বাছাইকরে বলি ও লিখি
প্রশ্ন: কবি গ্রামকে তুলনা করেছেন
ক. খেলাধুলা ও পড়াশোনা খ. শ্রদ্ধা ও সম্মান
গ. হিংসা ও মাঝারি √ ঘ. আদর ও ¯েœহ
প্রশ্ন: কখনো করব না
ক. খেলাধুলা ও পড়াশোনা খ. শ্রদ্ধা ও সম্মান
গ. হিংসা ও মারামারি √ ঘ.আদর ও ¯েœহ
প্রশ্ন: সোনার রবি ওঠেÑ
ক. পূর্ব দিকে √ খ. পশ্চিম দিকে
গ. উত্তর দিকে ঘ. দক্ষিণ দিকে
প্রশ্ন: গ্রাম সম্পর্কে বলি ও লিখি
১. গ্রামে ছোট ছোট ঘর থাকে।
২. গাছপালায় ঘেরা, ছায়ায় ঢাকা থাকে গ্রাম।
৩. ফসলের মাঠ, গরু- ছাগল ও মহিষ পালন করে গ্রামের মানুষ।
৪. গ্রামে নদী-পুকুর থাকে। সেখানে সবাই গোসল করে।
- আরো পড়ুন: PDF তৃতীয় শ্রেণির নতুন বাংলা বালুচরে একদিন‘র সৃজনশীল প্রশ্ন উত্তর
- আরো পড়ুন: PDF তৃতীয় শ্রেণির নতুন বাংলা পাঠ-১২: আমাদের গ্রাম বন্দে আলী মিঞা‘র সৃজনশীল প্রশ্ন উত্তর
- আরো পড়ুন: তৃতীয় শ্রেণির বাংলা পাঠ: ১৩, নদীর দেশ‘র সৃজনশীল প্রশ্ন উত্তর PDF
PDF তৃতীয় শ্রেণির নতুন বাংলা পাঠ-১২: আমাদের গ্রাম বন্দে আলী মিঞা
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।