(PDF) অষ্টম শ্রেণি:পড়ে পাওয়া সৃজনশীল প্রশ্নের উত্তর ।। বাংলা | বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর | ভাষা ও সাহিত্য | অষ্টম শ্রেণীর ভাষা ও সাহিত্য নিয়ে জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর (PDF) ফাইল ডাউনলোড করতে আমাদের ওয়েব সাইট ভিজিট করুন ।ভাষা ও সাহিত্য নিয়ে যেকোনো ধরনের বহু নির্বাচনী প্রশ্ন উত্তর গুলো আমাদের এই পোস্টে পাবেন ।
প্রিয় ছাত্র ছাত্রী বন্ধুরা আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন । এটা জেনে আপনারা খুশি হবেন যে, আপনাদের জন্য ভাষা ও সাহিত্য হতে গুরুপূর্ণ কিছু প্রশ্ন উত্তর আলোচনা করতে যাচ্ছি ।সুতরাং সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন। আর অষ্টম শ্রেণি- JSC এর যেকোন বিভাগের গুরুত্বপূর্ণ সকল সাজেশন পেতে জাগোরিকের সাথে থাকুন।
নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নগুলোর উত্তর দাও :
স্কুলের ঝাড়ুদার শচী। পরীক্ষা শেষে কক্ষ পরিষ্কার করতে গিয়ে সে একটি মূল্যবান ঘড়ি পেল। তার লোভ হলো। ভাবল, ঘড়িটা মেয়ের জামাইকে উপহার দেবে। মেয়ে নিশ্চয়ই খুব খুশি হবে।
কিন্তু রাতে ঘুমুতে গিয়ে মনে হলো- এ অন্যায়, অনুচিত। যার ঘড়ি তার মনোকষ্টের কারণে মেয়ের চরম অকল্যাণ হতে পারে। ঘড়িটা কর্তৃপক্ষের কাছে জমা দেয়া তার কর্তব্য। সে পরদিন তাই করল।
- উত্তর ডাউনলোড করুন> ভাব ও কাজ প্রশ্নের উত্তর
- উত্তর ডাউনলোড করুন>ভাব ও কাজ:বহুনির্বাচনি প্রশ্নোত্তর (PDF)
- উত্তর ডাউনলোড করুন>ভাব ও কাজ:প্রবন্ধের কীসের মতো (PDF)
০৪। শচী ‘পড়ে পাওয়া’ গল্পের কোন চরিত্রের প্রতিভূ?
- ক বাদল
- খ বিধু
- গ কথক
- ঘ সিধু
০৫। উল্লিখিত তুলনাটা কোন মানদন্ডে বিচার্য? উভয়েই,
- র. ন্যায় ও কর্তব্যবোধে উদ্বুদ্ধ
- রর. লোকলজ্জার ভয়ে ভীত
- ররর. অকল্যাণ চিন্তায় তাড়িত
নিচের কোনটি সঠিক?
- ক র
- খ রর
- গ র ও রর
- ঘ রর ও ররর
০৬। ‘পড়ে পাওয়া’ গল্পটি পাঠ করে শিক্ষার্থীর মধ্যে সৃষ্টি হবে,
- র. নৈতিক চেতনা
- রর. কর্তব্যপরায়ণতা
- ররর. সততা
নিচের কোনটি সঠিক?
- ক র ও রর
- খ র ও ররর
- গ রর ও ররর
- ঘ র, রর ও ররর
০৭। দুজনেই হঠাৎ ধার্মিক হয়ে উঠলাম। উক্তিটিতে বালকদের চরিত্রের যে দিকটি প্রকাশ পায়,
- র. বিবেচনাবোধ
- রর. নৈতিকতাবোধ
- ররর. ঐক্য চেতনা
নিচের কোনটি সঠিক?
- ক র ও রর
- খ র ও ররর
- গ রর ও ররর
- ঘ র, রর ও ররর
০৮। বিধুর বাবার মুখ দিয়ে একটি কথাও বেরুল না কেন?
- ক বিধুর বুদ্ধিমত্তা দেখে
- খ ছেলেদের চঞ্চলতা দেখে
- গ লোকটির কান্না দেখে
- ঘ গ্রামের মানুষের কর্মতৎপরতা দেখে
০৯। সব বন্ধুর মনের শঙ্কা দূর করল কে?
- ক বিধু
- খ নিধু
- গ বাদল
- ঘ তিনু
১০। কার হাতের লেখা ভালো?
- ক বিধুর
- খ তিনুর
- গ সিধুর
- ঘ বাদলের
১১। নিধুকে কে ধমক দিয়েছিল?
- ক সিধু
- খ বিধু
- গ তিনু
- ঘ বাদল
১২। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্ম
- র. পুরোহিতপুর গ্রামে
- রর. পিত্রালয়ে
- ররর. মাতুলালয়ে
নিচের কোনটি সঠিক?
- ক র ও রর
- খ ররর
- গ রর ও ররর
- ঘ র, রর ও ররর
১৩। ‘আজ এখানে দুটি ডালভাত খেও’-কাপালিকে বলা এ কথায় রয়েছেÑ
- ক সৌজন্যতা
- খ সাম্যবাগিতা
- গ ন্যায়বোধ
- ঘ স্বজাত্যবোধ
১৪। বালকদলের গুপ্ত মিটিং বসে বাদলদের
- ক চন্ডীমন্ডপে
- খ নাটমন্দিরের কোণে
- গ পাশের জামতলায়
- ঘ বিচুলি গাদার পাশে
১৫। ‘চোখ দিয়ে জল পড়তে লাগল’ ‘পড়ে পাওয়া গল্পে কাপালিকের উক্ত অনুভূতির কারণ কী?
- ক বাক্স হারানো
- খ বন্যায় আশ্রয়হীনতা
- গ ডাল-ভাতের আমন্ত্রণ
- ঘ বাক্স ফেরত পাওয়া
১৬। ‘হীরামানিক জ্বলে’ কিশোর উপন্যাসটি রচনা করেন কে?
- ক সৈয়দ মুজতবা আলী
- খ মানিক বন্দ্যোপাধ্যায়
- গ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
- ঘ বিপ্রদাশ বড়ুয়া
১৭। ঘুড়ির মাপে কাটা কাগজগুলো কীসের আঠা দিয়ে লাগানো হয়েছিল?
- ক আমের
- খ কাঁঠালের
- গ বাবলার
- ঘ বেলের
১৮। কোন চরের কাপালিরা বন্যার কারণে নিরাশ্রয় হয়ে গেল?
- ক মেহেরপুর
- খ অম্বরপুর
- গ বিষুবপুর
- ঘ আজিবপুর
১৯। তেঁতুল গাছের ভূতের ভয় মন থেকে চলে যাওয়ার কারণ কী?
- ক সন্দেশ খাওয়ার পরিকল্পনা করায়
- খ প্রচন্ড শীতের প্রকোপে
- গ পড়ে পাওয়া বাক্সের ভাবনায় ব্যস্ত থাকায়
- ঘ পড়ে পাওয়া বাক্সটি কীভাবে ভাঙতে হবে তাতে ব্যস্ত থাকায়
২০। ভাঙা নাটমন্দিরটি কাদের?
- ক বাদলদের
- খ লেখকদের
- গ বিধূদের
- ঘ তিনুদের
২১। ‘দিব্যি’ শব্দের অর্থ কী?
- ক চমৎকার
- খ দিব্য
- গ নেহায়েত
- ঘ আলোকিত
২২। ডাবল টিনের বাক্সে যা থাকে তা হলো
- র. টাকা কড়ি
- রর. গুপ্তধন
- ররর. গহনা
নিচের কোনটি সঠিক?
- ক র
- খ রর
- গ র ও ররর
- ঘ র, রর ও ররর
নিচের অনুচ্ছেদে পড়ে ২৩ ও ২৪নং প্রশ্নের উত্তর দাও,
স্কুল থেকে ফেরার সময় পুতুল রাস্তায় একটি মানিব্যাগ পেল। ফিরে গিয়ে, সে সরাসরি প্রধান শিক্ষকের নিকট জমা দিল।
২৩। উদ্দীপকের বিষয়বস্তু তোমার পঠিত কোন রচনার প্রতি ইঙ্গিত করে?
- ক অতিথির স্মৃতি
- খ পড়ে পাওয়া
- গ সুখী মানুষ
- ঘ তৈলচিত্রের ভূত
২৪। উক্ত রচনায় প্রকাশ পেয়েছে,
- র. নৈতিকতাবোধ
- রর. জীবনপ্রেমের পরিচয়
- ররর. মানবিকতাবোধ
নিচের কোনটি সঠিক?
- ক র ও রর
- খ র ও ররর
- গ রর ও ররর
- ঘ র, রর ও ররর
২৫। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেন?
- ক ১৮৯৪
- খ ১৮৯৫
- গ ১৮৯৬
- ঘ ১৮৯৭
২৬। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কোন জেলায় জন্মগ্রহণ করেন?
- ক দিনাজপুর
- খ চব্বিশ পরগনা
- গ রাজশাহী
- ঘ খুলনা
২৭। কে দারিদ্র্যের মধ্যে বড় হয়েছেন?
- ক রবীন্দ্রনাথ ঠাকুর
- খ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
- গ প্রমথ চৌধুরী
- ঘ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
২৮। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রথম স্ত্রী মৃত্যুবরণ করেন কত সালে?
- ক ১৯১০
- খ ১৯১২
- গ ১৯১৫
- ঘ ১৯১৮
২৯। প্রথম স্ত্রীর মৃত্যুর কত বছর পর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় দ্বিতীয় বিয়ে করেন?
- ক ২০
- খ ২২
- গ ২৪
- ঘ ২৬
৩০। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের শ্রেষ্ঠ কীর্তি কোনটি?
- ক মেঘমল্লার
- খ তৃণাঙ্গুর
- গ পথের পাঁচালী
- ঘ স্মৃতির রেখা
৩১। বাংলা সাহিত্যের অমূল্য সম্পদ হিসেবে কোন উপন্যাসটির নাম যুক্তিযুক্ত?
- ক অপরাজিত
- খ অক্টোপাস
- গ এলো সে অবেলায়
- ঘ ইছামতী
৩২। কোনটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচনা?
- ক অচল পদাবলী
- খ কুহেলিকা
- গ জীবন কথা
- ঘ মৌরীফুল
৩৩। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কত সালে মারা যান?
- ক ১৯২০
- খ ১৯৩০
- গ ১৯৪০
- ঘ ১৯৫০
৩৪। বিভূতিভূষণ বন্দ্যোপাধায় রচিত সাহিত্যে কোন বিষয় অখন্ড অবিচ্ছিন্ন সত্তায় সমন্বিত হয়েছে?
- ক প্রকৃতি ও রাজনীতি
- খ প্রকৃতি ও মানবজীবন
- গ মানবজীবন ও রাজরীতি
- ঘ প্রকৃতি ও সমাজবাস্তবতা
৩৫। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কীভাবে আনন্দ খুঁজে পান?
- ক সাহিত্য রচনায়
- খ গান রচনায়
- গ অভিনয় করে
- ঘ বই পড়ে
৩৬। নৈতিক চেতনা ছাড়া ‘পড়ে পাওয়া’ গল্পে কোন চিত্র ফুটে উঠেছে?
- ক পারস্পরিক প্রতিদানের
- খ দরিদ্রদের প্রতি ভালোবাসার
- গ পূজা-পার্বণের
- ঘ সামন্তদের বিলাস-ব্যসনের
৩৭। বিধু, সিধু, নিধু, তিনুদের মধ্যে বয়সে বড় ছিল কে?
- ক বিধু
- খ তিনু
- গ নিধু
- ঘ বাদল
৩৮। আকাশের কোন দিকে মেঘের গুড়গুড় আওয়াজ শোনা গেল?
- ক পূর্ব
- খ পশ্চিম
- গ উত্তর
- ঘ দক্ষিণ
৩৯। বৈশাখ মাসে পশ্চিম দিকে মেঘ ডাকার মানে কী?
- ক ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা
- খ বৃষ্টি হওয়ার সম্ভাবনা
- গ জলোচ্ছ্বাস হওয়ার সম্ভাবনা
- ঘ কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা
৪০। বাড়–য্যেদের মাঠের বাগানে কী আম বিখ্যাত?
- আরো পড়ুন: বাংলা ব্যাকরণ
- আরো পড়ুন: ক্যাডেট কলেজে ভর্তিচ্ছুদের প্রস্তুতি 2022
- আরো পড়ুন: পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিজ্ঞান
- ক ফজলি আম
- খ ল্যাংড়া আম
- গ চাঁপাতলীর আম
- ঘ রূপাতলীর আম
৪১। কালবৈশাখীর সময় শিলাবৃষ্টির মতো কী পড়ছিল?
- ক জাম
- খ লিচু
- গ আম
- ঘ সফেদা
৪২। ‘পড়ে পাওয়া’ গল্পে কীসের ভারে একেকজন নুয়ে পড়ছিল?
- ক আম
- খ কাঁঠাল
- গ লিচু
- ঘ জাম
৪৩। লেখক কার সঙ্গে সন্ধ্যের অন্ধকারে বাড়ি ফিরছিলেন?
- ক তিনু
- খ বাদল
- গ নিধু
- ঘ বিধু
৪৪। লেখক কোন দিকের পথ দিয়ে বাড়ি ফিরছিলেন?
- ক বাগানের
- খ নদীর ধারের
- গ স্কুলের পাশের
- ঘ মসজিদের পাশের
৪৫। কীসের ভয়ে লেখক ও বাদল ডিঙিয়ে ডিঙিয়ে পথ চলছিল?
- ক পোকা
- খ ডালের আঘাত
- গ সাপ
- ঘ কাঁটা
৪৬। বাদলের পায়ে কী বেঁধে হোঁচট খেয়ে পড়ে গেল?
- ক একটি টিনের বাক্স
- খ একটি গাছের ডাল
- গ একটি পাথর
- ঘ একটি বাঁশ
৪৭। পাড়াগাঁয়ের লোকেরা ডাবল টিনের ক্যাশবাক্সে কী রাখে?
- ক টাকাকড়ি ও গহনা
- খ জমির দলিল ও টাকাকড়ি
- গ দামি কাপড় ও শীতের কাপড়
- ঘ দামি জিনিস ও পুরনো ছবি
৪৮। টিনের বাক্স হাতে গল্পকথক ও বাদল কোথায় বসে পড়ল?
- ক আমতলায়
- খ কাঁঠালতলায়
- গ তেঁতুলতলায়
- ঘ বাঁশতলায়
৪৯। কুড়িয়ে পাওয়া বাক্সটি কোথায় লুকিয়ে রাখা হলো?
- ক বাদলদের বাড়ির বিচুলিগাদায়
- খ বিধুদের বাড়িতে মাটির নিচে
- গ তিনুদের বাড়ির গোয়াল ঘরে
- ঘ সিধুদের বাড়ির বিচুলিগাদায়
৫০। ‘পড়ে পাওয়া’ গল্পে বর্ষার হাওয়ার সঙ্গে কোন ফুলের মিষ্টি গন্ধ ভেসে আসছে?
- ক গন্ধরাজ
- খ গোলাপ
- গ চাঁপাফুল
- ঘ রজনীগন্ধা
- উত্তর ডাউনলোড করুন>ভাব ও কাজ:বহুনির্বাচনি প্রশ্নোত্তর (PDF)
- উত্তর ডাউনলোড করুন>ভাব ও কাজ:প্রবন্ধের কীসের মতো (PDF)
- উত্তর ডাউনলোড করুন>(PDF) অষ্টম শ্রেণি:পড়ে পাওয়া বহুনির্বাচনি প্রশ্নের উত্তর (85-112)
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।