PDF তৃতীয় শ্রেণির বাংলা পাঠ-১৫ হাসি‘র প্রশ্ন উত্তর ।। 2024 সালের নতুন বছরের নতুন বই থেকে প্রশ্ন উত্তর সহ সকল বিষয় নিয়মিত আপলোড করা হয় জাগোরিক এ।
তৃতীয় শ্রেণি ● আমার বাংলা বই ● অধ্যায়ভিত্তিক কাজের সমাধান পাঠ- ১৫- হাসি পাঠ্যবইয়ের অনুুুশীলনমূলক কাজের সমাধান হতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সব প্রশ্ন উত্তর গুলো আমাদের এই পোস্টে আলোচনা করা হয়েছে। অতএব সম্পূর্ণ পোস্টটি মনযোগ সহকারে পড়ুন।
PDF তৃতীয় শ্রেণির বাংলা পাঠ-১৫ হাসি‘র প্রশ্ন উত্তর
তৃতীয় শ্রেণি ● আমার বাংলা বই ● অধ্যায়ভিত্তিক কাজের সমাধান
পাঠ- ১৫- হাসি
এই বিভাগে আরো দেখুন
- আরো পড়ুন: PDF তৃতীয় শ্রেণির নতুন বাংলা বালুচরে একদিন‘র সৃজনশীল প্রশ্ন উত্তর
- আরো পড়ুন: PDF তৃতীয় শ্রেণির নতুন বাংলা পাঠ-১২: আমাদের গ্রাম বন্দে আলী মিঞা‘র সৃজনশীল প্রশ্ন উত্তর
- আরো পড়ুন: তৃতীয় শ্রেণির বাংলা পাঠ: ১৩, নদীর দেশ‘র সৃজনশীল প্রশ্ন উত্তর PDF
- আরো পড়ুন: PDF তৃতীয় শ্রেণির বাংলা পাঠ:১৪ হারজিতের গল্প‘র সৃজনশীল প্রশ্ন উত্তর
পাঠ- ১৫- হাসি
পাঠ্যবইয়ের অনুশীলনমূলক কাজের সমাধান
শব্দ লিখি
ফোকলা – দাঁতহীন
বিল – স্রোতহীনু জলাশয়
রাঙা – রঙিন
গোমড়া – গম্ভীর
খবর – সংবাদ
বাক্য লিখি
খবর টিভিতে খবর শুনেছি।
ফোকলা খোকার ফোকলা দাঁতের হাসি খুব সুন্দর।
রাঙা বাগানে অনেক রাঙাফুল ফুটেছে।
গোমড়া গোমড়া মুখে বসে আছে কেন?
বাম পাশের সাথে ডান পাশের মিল করি
খোকন হাসে
চাঁদ হাসে
কাজল বিলে
টিয়ে হাসে
খলসে মাছের হাসি দেখে
রাঙা ঠোঁটে।
শাপলা হাসে।
হাসেন পাতিহাঁস।
ফোকলা দাঁতে।
খোকনের সাথে।
উত্তর: খোকন হাসে ফোকলা দাঁতে।
চাঁদ হাসে খোকনের সাথে।
কাজল বিলে শাপলা হাসে।
টিয়ে হাসে রাঙা ঠোঁটে।
খলসে মাছের হাসি দেখে হাসেন পাতিহাঁস।
ডান পাশ থেকে শব্দ এনে খালি জায়গা পূরণ করি
এই শোন না কত হাসিরÑ বলে যাই।
হাসে তার সাথে সাথে।
টিয়ে হাসে ঠোঁটে।
বোয়াল মাছের দেখলে হাসিÑ চমকে যায়।
তাদের দেখে মুখেও কেবল হাসি পায়।
পিলে
প্যাঁচার
চাঁদ
খবর
রাঙা
উত্তর: চাঁদ হাঁসে তার সাথে সাথে।
টিয়ে হাসে রাঙা ঠোঁটে।
বোয়াল মাছের দেখলে হাসি পিলে চমকে যায়।
তাদের দেখে প্যাঁচার মুখেও কেবল হাসি পায়।
কবিতাটি থেকে চন্দ্রবিন্দু ( ঁ) যুক্ত শব্দগুলো বাছাই করে নিচে লিখি
চাঁদ- দাঁত- পাতিহাঁস- ঠোঁট- প্যাঁচা
প্রশ্ন: কবিতাটি না দেখে বলি ও লিখি
উত্তর: নিজে নিজে বল ও লেখ।
উত্তর বলি ও লিখি
প্রশ্ন: খোকন কীভাবে হাঁসে?
উত্তর: খোকন হাঁসে ফোকলা দাঁতে।
প্রশ্ন: কাজল বিলে কে হাসে?
উত্তর: কাজল বিলে শাপলা হাসে।
প্রশ্ন: কার হাসি দেখে পিলে চমকে যায়?
উত্তর: বোয়াল মাছের হাসি দেখে পিলে চমকে যায়।
প্রশ্ন: কাদের দেখে প্যাঁচার মুখে হাসি পায়?
উত্তর: যারা গোমড়া মুখে চায় তাদের দেখে প্যাঁচার মুখে হাসি পায়।
প্রশ্ন: খলসে মাছের হাসি দেখে কে হাসে?
উত্তর: খলসে মাছের হাসি দেখে পাতিহাঁস হাসে।
প্রশ্ন: পাঁচটি পাখি ও পাঁচটি মাছের নাম লিখি
উত্তর: পাঁচটি পাখির নাম:
১. টিয়া পাখি; ২.ময়না পাখি; ৩. দোয়েল পাখি; ৪. শালিক পাখি; ৫. শ্যামা পাখি।
পাঁচটি মাছের নাম:
১. ইলিশ মাছ; ২. খলসে মাছ; ৩. রুই মাছ; ৪. কাতল মাছ; ৫. বোয়াল মাছ।
ছবি দেখে বাক্য বলি ও লিখি
ছবি- আকাশে চাঁদ উঠেছে।
ছবি- টিয়া পাখির ঠোঁট লাল।
ছবি- খেকন হাসে ফোকলা দাঁতে।
ছবি- বাবা বাজার থেকে বোয়াল মাছ কিনছেন।
ছবি- রুনা গোমড়া মুখে বসে আছে।
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।