JSC : শরৎচন্দ্র চট্টোপাধ্যায়‘র জীবনী ও জ্ঞানমূলক প্রশ্নগুলোর উত্তর ।।
প্রিয় ছাত্র ছাত্রী বন্ধুরা আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন । এটা জেনে আপনারা খুশি হবেন যে, আপনাদের জন্য ভাষা ও সাহিত্য হতে গুরুপূর্ণ কিছু প্রশ্ন উত্তর আলোচনা করতে যাচ্ছি ।সুতরাং সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন। আর অষ্টম শ্রেণি- JSC এর যেকোন বিভাগের গুরুত্বপূর্ণ সকল সাজেশন পেতে জাগোরিকের সাথে থাকুন।
অতিথির স্মৃতি
লেখক-পরিচিতি
নাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।
জন্ম পরিচয় জন্ম সাল : ১৮৭৬ খ্রিষ্টাব্দ; জন্মস্থান : পশ্চিমবঙ্গের হুগলি জেলার দেবানন্দপুর গ্রাম।
পিতৃ-মাতৃ পরিচয় পিতার নাম : মতিলাল চট্টোপাধ্যায়। মাতার নাম : ভুবনমোহিনী।
শিক্ষাজীবন এফএ (এইচএসসি) শ্রেণি পর্যন্ত।
পেশা/কর্মজীবন ১৯০৩ খ্রিষ্টাব্দে রেঙ্গুনে (মায়ানমার) কেরানি পদে চাকরি করেন। পরবর্তীতে সাহিত্য রচনাকেই পেশা হিসেবে গ্রহণ করেন।
সাহিত্য সাধনা উপন্যাস : বড়দিদি, বিরাজবৌ, রামের সুমতি, দেবদাস, বিন্দুর ছেলে, পরিণীতা, প-িত মশাই, মেজদিদি, পল্লীসমাজ, বৈকুণ্ঠের উইল, শ্রীকান্ত, গৃহদাহ, চরিত্রহীন, দত্তা, পথের দাবি, দেনা-পাওনা, শেষ প্রশ্ন; ছোটগল্প : মহেশ, বিলাসী, সতী, মামলার ফল। নাটক : ষোড়শী, রমা; প্রবন্ধ : তরুণের বিদ্রোহ, স্বদেশ ও সাহিত্য প্রভৃতি।
পুরস্কার ও সম্মাননা ১৯২৩ খ্রিষ্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ‘জগত্তারিণী স্বর্ণপদক’ প্রাপ্তি । ১৯৩৬ খ্রিষ্টাব্দে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডি. লিট উপাধি লাভ।
জীবনাবসান মৃত্যু তারিখ : ১৬ই জানুয়ারি, ১৯৩৮ খ্রিষ্টাব্দ।
জ্ঞানমূলক
প্রশ্ন ॥ ১ ॥ পাখি চালান দেয়া কাদের ব্যবসায়?
উত্তর : পাখি চালান দেয়া ব্যাধদের ব্যবসায়।
প্রশ্ন ॥ ২ ॥ কাকে দেখে লেখকের সবচেয়ে বেশি দুঃখ হতো?
উত্তর : একটা দরিদ্র ঘরের মেয়েকে দেখে লেখকের সবচেয়ে বেশি দুঃখ হতো।
প্রশ্ন ॥ ৩ ॥ ‘কী রে, যাবি আমার সঙ্গে? Ñএ প্রশ্ন কাকে উদ্দেশ্য করে করা হয়েছে?
উত্তর : ‘কী রে, যাবি আমার সঙ্গে?’Ñএ প্রশ্ন একটা কুকুরকে উদ্দেশ্য করে করা হয়েছে।
প্রশ্ন ॥ ৪ ॥ কার যৌবনে শক্তিসামর্থ্য ছিল?
উত্তর : কুকুরটার যৌবনে শক্তিসামর্থ্য ছিল।
প্রশ্ন ॥ ৫ ॥ লেখক কাকে অতিথি হিসেবে ঘরে প্রবেশের আমন্ত্রণ জানান?
উত্তর : লেখক একটি কুকুরকে অতিথি হিসেবে ঘরে প্রবেশের আমন্ত্রণ জানান।
প্রশ্ন ॥ ৬ ॥ আলো নিয়ে কে এসে উপস্থিত হলো?
উত্তর : আলো নিয়ে চাকর এসে উপস্থিত হলো।
প্রশ্ন ॥ ৭ ॥ ‘ও আমার অতিথি, ওকে পেট ভরে খেতে দিও’-কাকে এ আদেশ দেয়া হয়েছে?
উত্তর : ‘ও আমার অতিথি, ওকে পেট ভরে খেতে দিও।’-বামুন ঠাকুরকে এ আদেশ দেয়া হয়েছে।
প্রশ্ন ॥ ৮ ॥ বেড়াতে বের হলে লেখকের পথসঙ্গী হয় কে?
উত্তর : বেড়াতে বের হলে লেখকের পথসঙ্গী হয় কুকুরটি।
প্রশ্ন ॥ ৯ ॥ মালির বউ কাকে মারধর দিয়ে বের করে দিয়েছে?
উত্তর : মালির বউ লেখকের অতিথি তথা কুকুরটাকে মারধর দিয়ে বের করে দিয়েছে।
প্রশ্ন ॥ ১০ ॥ কে লেখকের কাছে গোপনে নালিশ জানাতে চায়?
উত্তর : কুকুরটি লেখকের কাছে গোপনে নালিশ জানাতে চায়।
প্রশ্ন ॥ ১১ ॥ কাদে দরজা খোলার শব্দে অতিথি পালাল?
উত্তর : চাকরদের দোর খোলার শব্দে অতিথি পালাল।
প্রশ্ন ॥ ১২ ॥ শরীর না সারলেও লেখককে কোথা থেকে বিদায় নিতে হলো?
উত্তর : শরীর না সারলেও লেখককে দেওঘর থেকে বিদায় নিতে হলো।
প্রশ্ন ॥ ১৩ ॥ সবাই বকশিশ পেলেও কে বকশিশ পেল না?
উত্তর : সবাই বকশিশ পেলেও অতিথি অর্থাৎ কুকুরটি বকশিশ পেল না।
প্রশ্ন ॥ ১৪ ॥ ‘অতিথির স্মৃতি’ গল্পে রাত তিনটায় লেখকের ঘুম ভেঙে যায় কেন?
উত্তর : ‘অতিথির স্মৃতি’ গল্পে একজনের গলাভাঙা একঘেয়ে সুরে ভজনের শব্দ শুনে রাত তিনটায় লেখকের ঘুম ভেঙে যায়।
প্রশ্ন ॥ ১৫ ॥ ‘অতিথির স্মৃতি’ গল্পে উল্লিখিত বেনে-বৌ পাখির গায়ের রং কেমন?
উত্তর : ‘অতিথির স্মৃতি’ গল্পে উল্লিখিত বেনে-বৌ পাখির গায়ের রং হলুদ।
প্রশ্ন ॥ ১৬ ॥ লেখক বেরিবেরি রোগীদের চিনতেন কীভাবে?
উত্তর : লেখক পা ফোলা দেখে বেরিবেরি রোগীদের চিনতেন।
প্রশ্ন ॥ ১৭ ॥ ‘অতিথির স্মৃতি’ গল্পে বেনে-বৌ পাখি কোথায় বসে হাজিরা হাঁকত?
উত্তর : ‘অতিথির স্মৃতি’ গল্পে বেনে-বৌ পাখি দুটি প্রাচীরের ধারের ইউক্যালিপটাস গাছের সবচেয়ে উঁচু ডালটায় বসে হাজিরা হাঁকত।
প্রশ্ন ॥ ১৮ ॥ দেওঘরে কোন ঘরে পীড়িতদের মধ্যে মেয়েদের সংখ্যা বেশি?
উত্তর : দেওঘরে মধ্যবিত্ত গৃহস্থের ঘরে পীড়িতদের মধ্যে মেয়েদের সংখ্যা বেশি।
প্রশ্ন ॥ ১৯ ॥ ‘অতিথির স্মৃতি’ গল্পে লেখক কাকে অতিথি বলেছেন?
উত্তর : ‘অতিথির স্মৃতি’ গল্পে লেখক একটি কুকুরকে অতিথি বলেছেন।
প্রশ্ন ॥ ২০ ॥ সন্ধ্যার পূর্বেই কাদের ঘরে প্রবেশ করা প্রয়োজন ছিল?
উত্তর : বাতব্যাধিগ্রস্তদের সন্ধ্যার পূর্বেই ঘরে প্রবেশ করা প্রয়োজন ছিল।
প্রশ্ন ॥ ২১ ॥ অতিথিশালার বাড়তি খাবারের প্রবল অংশীদার কে ছিল?
উত্তর : অতিথিশালার বাড়তি খাবারের প্রবল অংশীদার ছিল বাগানের মালির স্ত্রী মালিনী।
প্রশ্ন ॥ ২২ ॥ কুকুরটি কখন লুকিয়ে বাড়িতে এসেছিল?
উত্তর : কুকুরটি দুপুরবেলা লুকিয়ে বাড়িতে এসেছিল।
প্রশ্ন ॥ ২৩ ॥ বেঁচে যাওয়া খাবার কে নিয়ে গিয়েছিল?
উত্তর : মালির বৌ বেঁচে যাওয়া খাবার নিয়ে গিয়েছিল।
প্রশ্ন ॥ ২৪ ॥ শরৎচন্দ্রের শ্রীকান্ত উপন্যাসের খ- কয়টি?
উত্তর : শরৎচন্দ্রের শ্রীকান্ত উপন্যাসের খ- চারটি।
প্রশ্ন ॥ ২৫ ॥ ‘বেরিবেরি’ কী?
উত্তর : বেরিবেরি শোথ জাতীয় রোগ, যাতে হাত পা ফুলে যায়।
প্রশ্ন ॥ ২৬ ॥ ‘অতিথির স্মৃতি’ গল্পে পাখিদের মধ্যে সবচেয়ে ভোরে ওঠে কোনটি?
উত্তর : ‘অতিথির স্মৃতি’ গল্পে পাখিদের মধ্যে সবচেয়ে ভোরে ওঠে দোয়েল।
অষ্টম শ্রেণি:বাঙালির বাংলা সাধারণ বহুনির্বাচনি‘ প্রশ্নোত্তর
প্রশ্ন ॥ ২৭ ॥ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত একটি উপন্যাসের নাম লেখ।
উত্তর : শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত একটি উপন্যাস হলো দেবদাস।
প্রশ্ন ॥ ২৮ ॥ ‘অতিথির স্মৃতি’ গল্পের মূল বিষয় কী?
উত্তর : মানবেতর প্রাণীর সঙ্গে মানুষের মমত্বের সম্পর্কের স্বরূপই হলো ‘অতিথির স্মৃতি’ গল্পের মূল বিষয়।
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।