HSC | হিসাববিজ্ঞান ২য় পত্র | যশোর বোর্ড ২০১৭ | সৃজনশীল | PDF : হিসাববিজ্ঞান ২য় পত্রের সকল বোর্ডের গুরুত্বপূর্ণ সব সৃজনশীল প্রশ্ন গুলো এই পোস্টে পাবেন।
১৯. যশোর বোর্ড-২০১৭
হিসাববিজ্ঞান: দ্বিতীয় পত্রবিষয় কোড :২৫৪
সময় ২ ঘণ্টা ৩০ মিনিট সৃজনশীল প্রশ্ন পূর্ণমান ৭০
[দ্রষ্টব্য : ডান পাশের সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। ক বিভাগ থেকে দুইটি ও খ বিভাগ থেকে যেকোনো পাঁচটিসহ মোট সাতটি প্রশ্নের উত্তর দিতে হবে।]
ক বিভাগ
১.▶ স্টার কোং লি.-এর রেওয়ামিল নিম্নে প্রদত্ত হলো:
রেওয়ামিল
৩১ ডিসেম্বর ২০১৬
হিসাবের নাম ডেবিট (টাকা) ক্রেডিট (টাকা)
ক্রয় ৫,০০,০০০
বিক্রয় ১২,৫০,০০০
যন্ত্রপাতি ৭,০০,০০০
দালানকোঠা ১,২৫,০০০
মজুদ পণ্য (১-১-১৬) ২,০০,০০০
প্রদেয় হিসাব ২,৩০,০০০
ঋণ হিসাব ৪০,০০০
অনাদায়ী পাওনা সঞ্চিতি ১০,০০০
বেতন ৭০,০০০
বিজ্ঞাপন২৫,০০০
বহিঃপরিবহন ১০,০০০
মজুরি ১,৫০,০০০
অফিস ভাড়া ৪৫,০০০
হাতে নগদ ও ব্যাংক জমা ৭৫,০০০
প্রাপ্য হিসাব২,০৫,০০০
সাধারণ সঞ্চিতি ২৫,০০০
শেয়ার মূলধন (প্রতিটি ১০ টাকা মূল্যের ৬০,০০০ শেয়ার) ৬,০০,০০০
বকেয়া মজুরি ১০,০০০
ইজারা সম্পত্তি (১০ বছর) ৬০,০০০
২১,৬৫,০০০২১,৬৫,০০০
অন্যান্য তথ্য : র. সমাপনী মজুদ পণ্যের মূল্য ২,১০,০০০ টাকা যার মধ্যে ১০,০০০ টাকা মূল্যের পণ্য অন্তর্ভুক্ত রয়েছে যা বিক্রয় করা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত ক্রেতাকে সরবরাহ করা হয়নি। রর. প্রাপ্য হিসাবের ১০% অনাদায়ী পাওনা সঞ্চিতি রাখতে হবে। ররর. সাধারণ সঞ্চিতি তহবিলে ২৫,০০০ টাকা স্থানান্তর করতে হবে। রা. যন্ত্রপাতি ও দালানকোঠার ওপর যথাক্রমে ৫% ও ১০% হারে অবচয় ধার্য করতে হবে। া. বেতন বকেয়া আছে ২,০০০ টাকা এবং ভাড়া অগ্রিম প্রদত্ত হয়েছে ৪,০০০ টাকা।
ক. বিক্রীত পণ্যের ব্যয় নির্ণয় করো। ২
খ. ২০১৬ সালে মোট লাভ ৬,০০,০০০ টাকা হলে উক্ত বছরের নিট লাভ বা ক্ষতি নির্ণয় করো। ৪
গ. ২০১৬ সালের ৩১ ডিসেম্বর তারিখের মোট সম্পদ ও চলতি দায় নির্ণয় করো। ৪
২.▶ ২০১৬ সালের ৩১ ডিসেম্বর তারিখে নাজনীন লি.-এর রেওয়ামিল নিম্নে প্রদত্ত হলো:
রেওয়ামিল
৩১ ডিসেম্বর ২০১৬
হিসাবের নাম ডেবিট (টাকা) ক্রেডিট (টাকা)
প্রাপ্য বিল ১৬,০০০
মজুদ পণ্য (১-১-১৬)৬০,০০০
বেতন ৮,০০০
মজুরি ১০,০০০
যন্ত্রপাতি ১,২০,০০০
সাধারণ শেয়ার মূলধন (প্রতিটি ১০ টাকা মূল্যের ১০,০০০ শেয়ার) ১,০০,০০০
১০% অগ্রাধিকার শেয়ার (প্রতিটি ১০ টাকা মূল্যের ৫,০০০ শেয়ার) ৫০,০০০
নিষ্কর সম্পত্তি ৪০,০০০
প্রদেয় হিসাব ২০,০০০
পণ্য ক্রয় ও বিক্রয় ১,১৫,০০০ ১,৮৪,০০০
সাধারণ সঞ্চিতি ২০,০০০
ফেরত ৮,০০০ ৬,০০০
আমদানি শুল্ক ১৯,০০০
রক্ষিত আয় (১-১-২০১৬) ৯৬,০০০
প্রাপ্য হিসাব ৭২,০০০
প্রাপ্য কমিশন ৮,০০০
৪,৭৬,০০০৪,৭৬,০০০
সমন্বয়সমূহ: র. সমাপনী মজুদ পণ্য মূল্যায়ন করা হয়েছে ৬০,০০০ টাকা। রর. দেনাদারের উপর ১০% সঞ্চিতি রাখতে হবে। ররর. ক্রয় ও বিক্রয়ের মধ্যে ১৫% ভ্যাট অন্তর্ভুক্ত আছে। রা. ধারে বিক্রয় ৫,০০০ টাকা এখনও হিসাবভুক্ত হয়নি। া. মেশিন সংস্থাপন ব্যয় ৪,০০০ টাকা মজুরির অন্তর্ভুক্ত আছে। বকেয়া মজুরি ৬,০০০ টাকা।
ক. অনাদায়ী পাওনা সঞ্চিতি এবং অগ্রাধিকার শেয়ারের লভ্যাংশ নির্ণয় করো। ২
খ. ২০১৬ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য মোট লাভ বা ক্ষতি নির্ণয় করো। ৪
গ. ২০১৬ সালের রক্ষিত আয় উদ্বৃত্ত ১,০৮,০৮৩ টাকা হলে উক্ত বছরের ৩১ ডিসেম্বর ‘আর্থিক অবস্থার বিবরণীতে’ শেয়ারহোল্ডারদের স্বত্ব ও দায়ের পরিমাণ কত? ৪
খ বিভাগ
৩.▶ শারমিন নার্সিং হোম-এর ২০১৬ সালের ৩১ ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের প্রাপ্তি ও প্রদান হিসাব নিæরূপ:
প্রাপ্তি ও প্রদান হিসাব
৩১ ডিসেম্বর ২০১৬ সমাপ্ত বছরের জন্য
প্রাপ্তিসমূহ টাকা প্রদানসমূহ টাকা
নগদ উদ্বৃত্ত ৬০,৪৫০ ঔষধ ক্রয় ১,০০,০০০
ঔষধ বিক্রয় ১,০৯,০০০ বেতন ২,১৯,০০০
কেন্টিন হতে আয় ১৬,৮০০ রোগীর খাদ্যসমাগ্রী ক্রয় ৪২,১০০
খামার হতে আয় ১,৩৬,০০০ মেরামত খরচ ১৮,৯০০
অনুদান ১,২০,০০০ কেন্টিনের খাদ্য ক্রয় ৩৪,০০০
বিনিয়োগের সুদ ৮০,০০০ খামার খরচ ৫০,০০০
ভাড়া প্রাপ্তি ২,২০,০০০ আসবাবপত্র ক্রয়
(১-৪-২০১৬) ২০,০০০
চিকিৎসা যন্ত্রপাতি ক্রয়
(১-৬-২০১৬) ৪০,০০০
নগদ উদ্বৃত্ত২,১৮,২৫০
৭,৪২,২৫০৭,৪২,২৫০
২০১৬ সালের ১ জানুয়ারি নার্সিং হোমের সম্পত্তি ছিল : চিকিৎসা যন্ত্রপাতি ২,০০,০০০ টাকা, আসবাবপত্র ১,২০,০০০ টাকা, জমি ও দালানকোঠা ৬,০০,০০০ টাকা ১০% বিনিয়োগ ৫,০০,০০০ টাকা, মনিহারি ১০,০০০ টাকা।
অন্যান্য তথ্য : র. ঔষধের প্রারম্ভিক ও সমাপনী উদ্বৃত্ত ছিল যথাকমে ১০,০০০ টাকা ও ১৫,০০০ টাকা। রর. প্রাপ্ত ভাড়ার মধ্যে বিগত সালের ভাড়া রয়েছে ২,০০০ টাকা পক্ষান্তরে চলতি সালের ভাড়া বকেয়া রয়েছে ৩,০০০ টাকা। ররর. অনুদানের ৭৫% মুনাফা জাতায়ী। রা. চিকিৎসা যন্ত্রপাতি ও আসববাপত্রের উপর অবচয় ধার্য করতে হবে যথাক্রমে ১০% ও ১৫%।
ক. প্রারম্ভিক মূলধন তহবিল নির্ণয় করো। ২
খ. ২০১৬ সালের সমাপ্ত বছরের আয় ব্যয় হিসাবে মোট ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। ৪
গ. ২০১৬ সালের ৩১ ডিসেম্বর তারিখের মোট সম্পদের পরিমাণ নির্ণয় করো। ৪
৪.▶ পারি, পৃথু ও আদিব একটি অংশীদারি কারবারের তিনজন অংশীদার। তারা ব্যবসায়ের লাভক্ষতি ২ ঃ ১ ঃ ১ অনুপাতে বণ্টন করে নেয়। ২০১৬ সালের ১ জানুয়ারি তারিখে তাদের মূলধন ছিল যথাক্রমে ১,৫০,০০০ টাকা, ১,০০,০০০ টাকা এবং ১,২৫,০০০ টাক। চুক্তি অনুসারে অংশীদারগণের মূলধন ও উত্তোলনের উপর যথাক্রমে ১০% ও ৫% হারে সুদ ধার্য করতে হবে। আদিব সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য প্রতি মাসে ২,০০০ টাকা করে বেতন পাবে। অংশীদারগণ বছরের মাঝামাঝি সময়ে যথাক্রমে নগদ উত্তোলন করেন ১৫,০০০ টাকা, ২০,০০০ টাকা ও ২৪,০০০ টাকা। নগদ উত্তোলন ছাড়াও পারি ৫,০০০ টাকার পণ্য উত্তোলন করে। পৃথু আগস্ট মাসের ১ তারিখে ২০,০০০ টাকা অতিরিক্ত মূলধন হিসাবে কারবারে আনয়ন করে। উপরোক্ত সমন্বয়গুলো বিবেচনার পূর্বে কারবারের নিট মুনাফা হয় ২,৫০,০০০ টাকা।
ক. অংশীদাদের মোট উত্তোলনের পরিমাণ নির্ণয় করো। ২
খ. লাভ লোকসান আবণ্টন হিসাব তৈরি করো। ৪
গ. অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত করো। ৪
৫.▶ নাসির এন্ড কোং-এর ২০১৬ সালের নিæলিখিত তথ্য নিম্নে প্রদত্ত হলো:
টাকা
নিট মুনাফা ৫,০০,০০০
অবচয় ৪০,০০০
সুনামের অবলোপন ২০,০০০
বিবিধ দেনাদার হ্রাস ৪০,০০০
মজুদ পণ্য বৃদ্ধি ৬০,০০০
বিবিধ পাওনাদার বৃদ্ধি ৩০,০০০
আসবাবপত্র বিক্রয় ৮০,০০০
আসবাবপত্র ক্রয় ১,০০,০০০
ভ‚মি ক্রয় ১,৬০,০০০
লভ্যাংশ প্রদান ৪০,০০০
বন্ধকি ঋণ পরিশোধ ৬০,০০০
বন্ডকে শেয়ারে রূপান্তর ৮০,০০০
শেয়ারের বিনিময়ে দালানকোঠা ক্রয় ১,৪০,০০০
নগদ উদ্বৃত্ত (৩১-১২-২০১৬) ১,০০,০০০
ক. নগদ প্রবাহ অন্তর্ভুক্ত হবে না এমন অনগদ কার্যক্রমের টাকার পরিমাণ নির্ণয় করো। ২
খ. পরিচালন কার্যক্রম হতে নিট নগদ প্রবাহের পরিমাণ নির্ণয় করো। ৪
গ. অর্থায়ন কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ নির্ণয় করো। ৪
৬.▶ জনাব কামাল এবং জনাব জামাল-এর ব্যবসায়ের ২০১৬ সালের হিসাব বহি থেকে নিæলিখিত তথ্য প্রদত্ত হলো:
কামাল ট্রেডার্স
টাকা জামাল ট্রেডার্স
টাকা
সুনাম ১২,০০,০০০ ১৪,০০,০০০
নিট মুনাফা ৬,৪০,০০০ ৪,৮০,০০০
বিবিধ পাওনাদার ৪,৮০,০০০ ৩,২০,০০০
বিবিধ দেনাদার ১,২০,০০০ ১,৬০,০০০
ব্যাংক জমাতিরিক্ত ১,৬০,০০০ ৪,৮০,০০০
নিট বিক্রয় ৪০,০০,০০০ ৩২,০০,০০০
বিনিয়োজিত মূলধন ৪৮,০০,০০০ ৬৪,০০,০০০
নগদ তহবিল ও ব্যাংক জমা ৮,৪০,০০০ ১১,৮৪,০০০
মজুদ পণ্য ৮০,০০০ ৯৬,০০০
ক. কামাল ট্রেডার্সের চলতি সম্পদের পরিমাণ নির্ণয় করো। ২
খ. কামাল ও জামাল ট্রেডার্সের চলতি অনুপাত নির্ণয় করো। ৪
গ. দুইটি প্রতিষ্ঠানের নিট লাভ অনুপাত নির্ণয়পূর্বক কোন প্রতিষ্ঠানটি অধিক লাভজনক তা ব্যাখ্যা করো। ৪
৭.▶ ঈশিতা লি. ২০১৬ সালের ৩১ ডিসেম্বর তারিখে উৎপাদন ব্যয় সংক্রান্ত তথ্য নিæরূপ:
টাকা
কাঁচামাল ব্যবহার ১১,০০,০০০
প্রত্যক্ষ মজুরি ৮,০০,০০০
কারখানা উপরি ব্যয় ৪,০০,০০০
প্রশাসনিক উপরি ব্যয় ৩,০০,০০০
ক. উপরোক্ত তথ্য হতে প্রত্যক্ষ মজুরির উপর কারখানা উপরি ব্যয়ের শতকরা হার নির্ণয় করো। ২
খ. উপরোক্ত তথ্য থেকে উৎপাদন ব্যয় বিবরণী তৈরি করো এবং কারখানা ব্যয়ের উপর প্রশাসনিক উপরি ব্যয়ের শতকরা হার নির্ণয় করো। ৪
গ. উপরোক্ত তথ্যের সাহায্যে একটি ট্রেন্ডার মূল্য নির্ণয় করো যদি কাঁচামাল ও মজুরি ব্যয় যথাক্রমে ৮০,০০০ টাকা এবং ৬০,০০০ টাকা হয় এবং মুনাফার হার বিক্রয় মূল্যের উপর ২০% হয়। ৪
৮.▶ রতন এন্ড কোং-এর কারখানায় ২০১৬ সালের জানুয়ারি মাসে কাঁচামালের আগমন ও নির্গমন নিæরূপ:
তারিখ বিবরণ একক হার (টাকা)
জানু. ১ জের ১,০০০ ৮০.০০
’’ ৬ ক্রয় ৬০০ ৭০.০০
’’১০ইস্যু৮০০
’’ ১৬ ক্রয় ৪০০ ৭৫.০০
’’২০ইস্যু৯০০
’’৩০ইস্যু১০০
ক. মোট ক্রয়ের পরিমাণ নির্ণয় করো। ২
খ. ঋওঋঙ পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত করো। ৪
গ. খওঋঙ পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত করো। ৪
৯.▶ শামীম এন্টারপ্রাইজের নিæলিখিত তথ্য প্রদত্ত হলো:
বিক্রয় ৩০,০০০ একক, প্রতি একক ২০ টাকা।
পরির্তনশীল ব্যয় বিক্রয়ের ৭৫%।
স্থায়ী ব্যয় ৩০,০০০ টাকা।
ক. পরিবর্তনশীল ব্যয়ের পরিমাণ কত? ২
খ. সমচ্ছেদ বিক্রয় এবং নিরাপত্তা প্রান্তের পরিমাণ কত? ৪
গ. ৬০,০০০ টাকা মুনাফা করতে চাইলে কোম্পানিকে কত একক বিক্রয় করতে হবে? ৪
১০.▶ জনসন কোং লি. প্রতিটি ১০ টাকা মূল্যের ৩,০০,০০০ সাধারণ শেয়ার নিয়ে গঠিত হয়। কোম্পানি ২,০০,০০০ শেয়ার ২ টাকা অধিহারে বিক্রয়ের জন্য বিজ্ঞাপন প্রচার করে।
২০১৬ ফেব্র“য়ারি ১ : ১২,০০,০০০ টাকা মূল্যের একটি দালান বক্রয় করে এর মূল্য বাবদ কোম্পানি ১,০০,০০০ শেয়ার ইস্যু করে।
২০১৬ ফেব্র“য়ারি ১২ : কোম্পানি অবশিষ্ট শেয়ারগুলোর জন্য সর্বমোট ১,২০,০০০ শেয়ারের আবেদন পেল এবং শেয়ারগুলো যথারীতি বণ্টিত হলো।
ফেব্র“য়ারি ১৭ : অতিরিক্ত আবেদনের টাকা ফেরত দেওয়া হলো।
ক. দালান ক্রয় বাবদ অধিহারের পরিমাণ নির্ণয় করো। ২
খ. কোম্পানির বইতে প্রয়োজনীয় জাবেদা দাও। ৪
গ. কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী তৈরি করো। ৪
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ১ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর| PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ২ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর| PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৩ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৪ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৫ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
১১.▶ ২০১৬ সালের জুলাই মাসে ঢাকা সিটি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষকদের তথ্য নিæরূপ:
র. প্রভাষক ৪ জন, প্রত্যেকের মাসিক মূল বেতন ১৮,০০০ টাকা।
রর. সহকারী অধ্যাপক ৩ জন, প্রত্যেকের মাসিক মূল বেতন ৩৫,০০০ টাকা।
ররর. সহযোগী অধ্যাপক ২ জন, প্রত্যেকের মাসিক মূল বেতন ৪৫,০০০ টাকা।
রা. তারা সবাই বাড়িভাড়া মূল বেতনের ৫০%, চিকিৎসা ভাতা প্রতি মাসে ৫০০ টাকা এবং মহার্ঘ ভাতা মূল বেতনের ২০% পায়।
া. কর্তনসমূহ : ১. প্রভিডেন্ট ফান্ড মূল বেতনের ১০%। ২. টিফিন প্রতি মাসে ২০০ টাকা।
ক. ৩ জন সহকারী অধ্যাপক এবং ২ জন সহযোগী অধ্যাপকের মোট মূল বেতন কত? ২
খ. কর্মচারীদের উক্ত মাসের মোট উপার্জন দেখাও। ৪
গ. কর্মচারীদের মাসের মোট কর্তন দেখাও। ৪
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।