HSC | হিসাববিজ্ঞান ২য় পত্র | রাজশাহী বোর্ড ২০১৫ | সৃজনশীল | PDF : হিসাববিজ্ঞান ২য় পত্রের সকল বোর্ডের গুরুত্বপূর্ণ সব সৃজনশীল প্রশ্ন গুলো এই পোস্টে পাবেন।
৬. রাজশাহী বোর্ড-২০১৫
হিসাববিজ্ঞান: দ্বিতীয় পত্রবিষয় কোড :২৫৪
সময় ⎯ ২ঘণ্টা ১০ মিনিটসৃজনশীল প্রশ্নপূর্ণমান ⎯ ৬০
[দ্রষ্টব্য : ডান পাশের সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। প্রদত্ত উদ্দীপকগুলো মনোযোগ সহকারে পড়ো এবং সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দাও।
ক বিভাগ থেকে দুইটি এবং খ বিভাগ থেকে যে কোনো চারটি প্রশ্ন নিয়ে মোট ছয়টি প্রশ্নের উত্তর দাও।]
ক বিভাগ
১.▶ আবীর কোম্পানি লি. প্রতি শেয়ার ১০ টাকা করে ১০,০০০ শেয়ারে বিভক্ত ১,০০,০০০ টাকা অনুমোদিত মূলধনে নিবন্ধিত হয়। ২০১৪ সালের ৩১ ডিসেম্বর তারিখে কোম্পানির রেওয়ামিল নিম্নে দেওয়া হলো :
আবীর কোম্পানি লি.
রেওয়ামিল
৩১ ডিসেম্বর, ২০১৪
হিসাবের নাম ডেবিট টাকা ক্রেডিট টাকা
শেয়ার মূলধন (৮,৫০,০০০ শেয়ার) ৮৫,০০০
প্রাপ্য হিসাব ও প্রদেয় হিসাব ২৭,৫০০ ১২,৫০০
ইজারা সম্পত্তি (১০ বছর)১৫,০০০
ক্রয় ও বিক্রয় (১৫% ভ্যাটসহ) ৭৫,০০০ ১,৪০,০০০
ভ‚মি ও দালানকোঠা৫০,০০০
যন্ত্রপাতি৫৫,০০০
মজুরি৫,০০০
বেতন ১৫,০০০
ভাড়া৩,৫০০
অনাদায়ী পাওনা১,৫০০
পণ্য ফেরত৩,৮০০
বিমা সেলামি৬,০০০
লভ্যাংশ প্রদান১৫,০০০
সংরক্ষিত আয় (০১-০১-২০১৪) ৪১,০০০
ব্যাংকে জমা১০,০০০
ব্যাংক জমাতিরিক্ত ৩,৮০০
২,৮২,৩০০২,৮২,৩০০
সমন্বয়সমূহ: (র) সমাপনী মজুদ পণ্য ৩৫,৭৫০ টাকা। (রর) মজুরি বকেয়া ৭০০ টাকা এবং ভাড়া বকেয়া আছে ১,২০০ টাকা। (ররর) প্রাপ্য হিসাবের উপর ১০% হারে অনাদায়ী পাওনা সঞ্চিতি রাখতে হবে। (রা) ভ‚মি ও দালানকোঠার উপর ৫% এবং যন্ত্রপাতির উপর ১০% অবচয় ধার্য করো। (া) সঞ্চিতি তহবিলে ৭,০০০ টাকা স্থানান্তর করতে হবে। (ার) কোম্পানির সিদ্ধান্ত মোতাবেক শেয়ার প্রতি ২ টাকা হারে লভ্যাংশ প্রদান করতে হবে।
ক. কোম্পানির মোট মুনাফা নির্ণয় করো। ২
খ. নিট মুনাফা ৫০,৫০০ টাকা ধরে মালিকানাস্বত্ব বিবরণী প্রস্তুত করো। ৪
গ. উক্ত তারিখে কোম্পানির মোট সম্পত্তির পরিমাণ নির্ণয় করো। ৪
২.▶ সোনারগাঁও কোম্পানি লি. প্রতি শেয়ার ১০ টাকা করে ৯,০০০ শেয়ারে বিভক্ত ৯০,০০০ টাকা অনুমোদিত মূলধনে নিবন্ধিত হয়। ২০১৪ সালে ৩১ ডিসেম্বর তারিখে কোম্পানির রেওয়ামিল নিম্নে দেওয়া হলো :
সোনারগাঁও কোম্পানি লি.
রেওয়ামিল
৩১ ডিসেম্বর, ২০১৪
হিসাবের নাম ডেবিট টাকা ক্রেডিট টাকা
যন্ত্রপাতি৫০,০০০
ভ‚মি ও দালানকোঠা২৪,০০০
আসবাবপত্র৫,০০০
মজুদ পণ্য (০১-০১-২০১৪)১৬,০০০
ক্রয়১,৫০,০০০
মজুরি৫০,০০০
পণ্য ফেরত৬০০
বেতন২৫,৫০০
বিমা সেলামি২,৫০০
সুনাম৩২,০০০
বিজ্ঞাপন৬,০০০
বহিঃপরিবহন৭০০
লভ্যাংশ প্রদান৪,০০০
প্রাপ্য হিসাব১৫,০০০
নগদ তহবিল১০,০০০
আয়কর ১২,০০০
শেয়ার মূলধন (প্রতি শেয়ার ১০ টাকা করে) ৭০,০০০
বিক্রয় ২,২৫,০০০
প্রদেয় হিসাব ৩৭,৩০০
৫% ঋণপত্র ৪০,০০০
সাধারণ সঞ্চিতি ৮,০০০
সংরক্ষিত আয় হিসাব উদ্বৃত্ত (০১.০১.১৪) ২৩,০০০
৪,০৩,৩০০৪,০৩,৩০০
নিম্নোক্ত সমন্বয়গুলো সাধন করা প্রয়োজন ঃ (র) সমাপনী মজুদ পণ্য ৭৬,০০০ টাকা। (রর) ঋণপত্রের সারা বছরের সুদ বকেয়া আছে। (ররর) বিজ্ঞাপন খরচের অর্ধেক বিলম্বিত করতে হবে। (রা) বেতন ১,০০০ টাকা বকেয়া আছে। (া) ১,৫০০ টাকার মনিহারি ক্রয় দ্বারা ক্রয় হিসাবকে ডেবিট করা হয়েছে। (ার) যন্ত্রপাতির উপর ১৫% অবচয় ধরতে হবে। (ারর) সাধারণ সঞ্চিতি ১১,০০০ টাকায় বৃদ্ধি করতে হবে।
ক. বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করো। ২
খ. মোট পরিচালন ব্যয় নির্ণয় করো। ৪
গ. মালিকানাস্বত্বের উদ্বৃত্ত ১,২০,২২২ টাকা ধরে কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী তৈরি করো। ৪
খ বিভাগ
৩.▶ বুধ ও শুক্র একটি কারবারের দু’জন অংশীদার। ২০১৪ সালের ৩১ ডিসেম্বর তারিখে উত্তোলন ও মুনাফার অংশ সমন্বয়ের পর তাদের মূলধনের পরিমাণ দাঁড়ায় যথাক্রমে ৫৫,০০০ টাকা ও ৪৫,০০০ টাকা। পরে দেখা গেল যে, মূলধন ও উত্তোলনের উপর বার্ষিক ৫% হারে সুদ এবং শুক্র এর জন্য প্রদেয় প্রতি মাসে ৩০০ টাকা হারে বেতন হিসাবভুক্ত হয়নি। তারা সমান হারে বণ্টনযোগ্য মুনাফা ১২,০০০ টাকা নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছিল। অংশীদারদের প্রত্যেকের উত্তোলনের পরিমাণ ছিল ৫,০০০ টাকা। উত্তোলনের উপর এক বছরের সুদ ধরতে হবে।
ক. অংশীদারদের বার্ষিক উত্তোলনের সুদ নির্ণয় করো। ২
খ. লাভ-লোকসান সমন্বয় হিসাব প্রস্তুত করো। ৪
গ. মূলধনের সুদ, মুনাফা অথবা ক্ষতির অংশ, বেতন, উত্তোলনের সুদ সংক্রান্ত জাবেদা দাখিলা দাও। ৪
৪.▶ বিক্রমপুর কোম্পানি লি. প্রতিটি ১০ টাকা মূল্যের ১,০০,০০০ সাধারণ শেয়ার এবং ১০ টাকা মূল্যের ৪,০০,০০০ ১২% অগ্রাধিকারের শেয়ারে নিবন্ধিত। কোম্পানি ১০% অধিহারে ৬০,০০০ সাধারণ শেয়ার এবং ৫% অবহারে ২,৫০,০০০; ১২% অগ্রাধিকার শেয়ার জনসাধারণের মধ্যে বিক্রয়ের জন্য প্রচারপত্র ইস্যু করে। কোম্পানি ৭৫,০০০ সাধারণ শেয়ার এবং ৩,৭৫,০০০ অগ্রাধিকার শেয়ারের জন্য আবেদন পায়। নির্ধারিত সংখ্যক শেয়ার যথারীতি বিলি করা হয় এবং অতিরিক্ত আবেদনের টাকা যথাযথ আবেদনকারীদের মধ্যে ফেরত দেওয়া হয়।
ক. শেয়ার ইস্যু সংক্রান্ত ব্যাংক বহিভর্‚ত জাবেদা দেখাও। ২
খ. কোম্পানির হিসাব বইতে ব্যাংক হিসাব দেখাও। ৪
গ. কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী তৈরি করো। ৪
৫.▶ ক্রিসেন্ট ক্লাবের ২০১৪ সালের ৩১ ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের প্রাপ্তি ও প্রদান হিসাব নিæরূপ :
প্রাপ্তি ও প্রদান হিসাব
প্রাপ্তিসমূহ টাকা প্রদানসমূহ টাকা
হাতে নগদ (০১.০১.১৪) ১৬,৫০০ বেতন ৭,৫০০
চাঁদা-২০১৩ ৫০০ সাধারণ খরচ ৮৫০
২০১৪১২,৪০০আসবাবপষ্ণ (০১.০৭.১৪)৪,০০০
২০১৫ ৬০০১৩,৫০০নাটক খরচ২,৫০০
অনুদান ৭০০ স্থায়ী আমানত ৮,৫০০
পুরাতন কাগজ বিক্রয় ২৫০ মনিহারি ১,৫০০
নাটকের টিকেট বিক্রয়১০,০০০উদ্বৃত্ত (৩১.১২.১৪)
বিনিয়োগের সুদ২৫০হাতে নগদ১৩,৬০০
ব্যাংকে জমা২,৭৫০১৬,৩৫০
৪১,২০০৪১,২০০
২০১৪ সালের ১ জানুয়ারি ক্লাবের নিæোক্ত সম্পত্তি ও দায়সমূহ ছিল: আসবাবপত্র ১০,০০০ টাকা; যন্ত্রপাতি ১২,০০০ টাকা; দালানকোঠা ২৪,৫০০ টাকা; ব্যাংক ঋণ ৬,০০০ টাকা এবং ১০% বিনিয়োগ ৫,০০০ টাকা।
অন্যান্য তথ্য: (র) বেতন ২,০০০ টাকা বকেয়া ছিল। (রর) ২০১৪ সালের চাঁদা অনাদায়ী আছে ২,৫০০ টাকা। (ররর) আসবাবপত্রের উপর ১০% অবচয় ধার্য করো।
ক. সমাপনী চলতি সম্পত্তি ও চলতি দায় নির্ণয় করো। ২
খ. প্রারম্ভিক মূলধন তহবিল নির্ণয় করো। ৪
গ. সমাপ্ত বছরের জন্য আয়-ব্যয় হিসাব প্রস্তুত করো। ৪
৬.▶ রহমান কোম্পানি লি.-এর তুলনামূলক আর্থিক অবস্থার বিবরণী নিচে দেওয়া হলো :
রহমান কোম্পানি লি.
তুলনামূলক আর্থিক অবস্থার বিবরণী (আংশিক)
সজ্ঞক্সদসমহ টাকা দায়সমহ টাকা
২০১৪২০১৩২০১৪২০১৩
নগদ ৫২,০০০ ১২,০০০ চলতি দায় ১,২০,০০০ ৪৫,০০০
পণ্ঠাপঞ্ঝ হিসাব৭৫,০০০৪৩,০০০দীঘট্টএময়াদি ঋণ১,৫৫,০০০
মজুদ পণঞ্ঝ ১,০৫,০০০ ৫৭,০০০ শৈয়ার মলধন ২,১০,০০০ ১,৬৩,০০০
র্’ায়ী সজ্ঞক্সল্ফি৩,০১,০০০৯৬,০০০
২০১৪ সালে কোম্পানির নিট লাভ ছিল ৫৫,০০০ টাকা এবং ৭,০০০ টাকা নগদ লভ্যাংশ প্রদান করেছিল। অবচয়ের পরিমাণ ছিল ১৫,০০০ টাকা। তাছাড়া কোম্পানি ২০১৪ সালের ২,২০,০০০ টাকার স্থায়ী সম্পত্তিও ক্রয় করেছিল যার জন্য কোম্পানিকে ১,৫৫,০০০ টাকার দীর্ঘমেয়াদি ঋণপত্র ইস্যু করতে হয়েছিল।
ক. উপরোক্ত আর্থিক অবস্থার বিবরণী হতে অনগদ লেনদেনের পরিমাণ নির্ণয় করো। ২
খ. পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করো। ৪
গ. বিনিয়োগ এবং অর্থায়ন কার্যক্রম থেকে নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করো। ৪
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ১ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর| PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ২ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর| PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৩ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৪ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৫ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
৭.▶ সাগুপতা ফ্যাক্টরি লি. এর নিæোক্ত তথ্য থেকে উৎপাদন ব্যয় সংক্রান্ত উপাদানসমূহ পাওয়া গেল :
বিবরণ টাকা
ব্যবহৃত কাঁচামাল ৩৫,০০০
প্রত্যক্ষ মজুরি ৩০,০০০
কারখানা উপরিব্যয় ১০,০০০
প্রশাসনিক উপরিব্যয় ৫,০০০
উপরোক্ত তথ্যের ভিত্তিতে ভবিষ্যতে উৎপাদিত পণ্য যার কাঁচামাল বাবদ ব্যয় ১৫,০০০ টাকা, প্রত্যক্ষ মজুরি ১৪,০০০ টাকা।
ক. প্রত্যক্ষ মজুরির সাথে কারখানা উপরিব্যয়ের শতকরা হার নির্ণয় করো। ২
খ. বিক্রয়ের উপর ২৫% লাভ ধরে পণ্যটির বিক্রয় মূল্য নির্ধারণ করো। ৪
গ. দরপত্র বিবরণী তৈরি করে দরপত্র মূল্য নির্ণয় করো। ৪
৮.▶ লিমা কোম্পানি লি.-এর ২০১৪ সালের ৩১ ডিসেম্বর তারিখে উদ্বৃত্ত ও অন্যান্য তথ্যাবলি নিম্নে প্রদান করা হলো :
দায়সমূহ টাকা সম্পদসমূহ টাকা
শেয়ার মূলধন ৭,০০,০০০ ভ‚মি ও দালানকোঠা ৬,০০,০০০
অগণ্ঠাধিকার শৈয়ার মলধন ৩,০০,০০০ কলকব্জা ২,০০,০০০
সাধারণ সঞ্চিতি ২৭,০০০ আসবাবপত্র ৬৫,০০০
সংরক্ষিত আয় ৩০,০০০ মজুদ পণ্য ৩,০০,০০০
১২% ঋণপত্র ২,০০,০০০ প্রাপ্য হিসাব ৯০,০০০
প্রদেয় হিসাব ১,৫০,০০০ প্রাপ্য নোট ১,০০,০০০
প্রদেয় নোট ৪০,০০০ হাতে নগদ ১০,০০০
ব্যাংক জমাতিরিক্ত ৬০,০০০ প্রাথমিক খরচাবলি ১,৪২,০০০
১৫,০৭,০০০১৫,০৭,০০০
ক. মালিকানাস্বত্ব নির্ণয় করো। ২
খ. মন্তব্যসহ চলতি অনুপাত ও ত্বরিত অনুপাত নির্ণয় করো। ৪
গ. কার্যকরী মূলধন অনুপাত ও দায়-মালিকানা অনুপাত নির্ণয় করে কোম্পানির আর্থিক অবস্থার উপর মন্তব্য করো। ৪
৯.▶ এবিসি কোম্পানি একটি পণ্য বিক্রয় করে। কোম্পানির গত বছরের বিক্রয় ও ব্যয় নিæরূপ :
বিবরণ মোট টাকা একক প্রতি টাকা
বিক্রয় ১,২০,০০০ ৪.০০
বাদ ঃ পরিবর্তনশীল ব্যয় ৮৪,০০০ ২.৮০
অনুদান প্রান্ত ৩৬,০০০ ১.২০
বাদ ঃ স্থায়ী খরচ৩০,০০০
নিট মুনাফা৬,০০০
ক. বিক্রয় এককের পরিমাণ নির্ণয় করো। ২
খ. একক ও টাকায় সমচ্ছেদ বিন্দু নির্ণয় করো। ৪
গ. যদি অনুদান প্রান্ত অনুপাত ২৫% হয় তাহলে অনুদান প্রান্ত এবং সমচ্ছেদ বিন্দুতে বিক্রয়ের পরিমাণ কত টাকা হবে নির্ণয় করো। ৪
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।