HSC | সৃজনশীল প্রশ্ন ৫১-৮৫ | অধ্যায়: দ্বিতীয় | PDF – ICT: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়টির দ্বিতীয় অধ্যায় হতে যেকোনো ধরনের সৃজনশীল প্রশ্ন গুলো আমাদের এই পোস্টে পাবেন ।
প্রিয় ছাত্র ছাত্রী বন্ধুরা আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন । এটা জেনে আপনারা খুশি হবেন যে, আপনাদের জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়টির দ্বিতীয় অধ্যায় হতে গুরুপূর্ণ কিছু সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করতে যাচ্ছি ।
সুতরাং সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন। আর এইচ এস সি- HSC এর যেকোন বিভাগের গুরুত্বপূর্ণ সকল সাজেশন পেতে জাগোরিকের সাথে থাকুন।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধ্যায়- দ্বিতীয় সৃজনশীল প্রশ্ন ৫১-৮৫:
৫১।
ক. সেলুলার ফোন কী?
খ. তুলনায় মোবাইলের ২টি উল্লেখযোগ্য সুবিধা লেখ।
গ. উদ্দীপকে উল্লিখিত টপোলজির কার্যপদ্ধতি ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের প্রতিটি কম্পিউটার পরস্পরের সাথে সংযুক্ত হলে যে টপোলজি তৈরি হয় তার চিত্র অংকন করে দুটি টপোলজি র মধ্যে তুলনামূলক বিশ্লেষন কর।
৫২। অগ্রগামী স্কুলে সকল নোটিশ ব্রডকাস্টিং মেশিনর সাহায্য প্রতিটি শ্রেণিকক্ষে সম্প্রচার করা হয়। ফলে কাগজে নোটিস লিখে পিয়ন দিয়ে প্রতিটি শ্রেণিকক্ষে পাঠানোর ঝামেলা নেই। তাছাড়া জরুরি যেকোনো তথ্য অতি দ্রæত শিক্ষক ও ছাত্রছাত্রীদের কাছে পৌছে যায়।
ক. ব্যান্ডউইডথ কী?
খ. ডেটা ট্রান্সিমিশন মোড বলতে কী বুঝ?
গ. বর্ণিত উদ্দীপকে কোনধরনের ডেটা ট্রান্সমিশন মোড ব্যবহার করা হয়েছে তার বৈশিষ্ট্য ব্যাখ্যা করো।
ঘ. এই মোডে ব্যতীত আর কীভাবে ডেটা ট্রান্সমিশন আরও বেশি কার্যকর ও সাশ্রয়ী করা যায়? যুক্তি দাও।
৫৩।
ক. নেটওয়ার্ক কী?
খ. যেকোনো ৪টি নেটওয়র্ক টপোলজির নাম লেখ।
গ. চিত্রে প্রদর্শিত প্রতিটি সংগঠনের একটি করে সুবিধা ও অসুবিধা ব্যাখ্যা কর।
ঘ. তোমার কলেজের জন্য তুমি চিত্রের কোন নেটওয়ার্কটি ব্যবহারের পরামর্শ দেবে এবং কেন? বিশ্লেষন কর।
৫৪। ফজুলল সাহেব তার অফিসে সর্বোচ্চ গতিসম্পন্ন তারের সাহায়্যে বিভিন্ন বিভাগের কম্পিউটারগুলোকে যুক্ত করে নেটওয়ার্ক গড়ে তোলেন। তিনি বিভিন্ন বিভাগের কম্পিউটারগুলোর সাথে অসমান বিরতিতে ডেটা আদান প্রদান করে থাকেন।
ক. ডেটা কমিউনিকেশ কী?
খ. সম্প্রচারের জন্য ব্যবহৃত মোড ব্যাখ্যা কর।
গ. ফজলুল সাহেবের ব্যবহৃত ডেটা ট্রান্সমিশন পদ্ধতি ব্যাখ্যা কর।
ঘ. ফজলুল সাহেবের অফিসে ব ্যবহৃত মাধ্যমে অধিকতর সুবিধাজনক বিশ্লেষন কর।
৫৫। মিথিলার বাবা ১৯৮৫ সালের দিকে একটি মোবাইল ফোন ব্যবহার করতেন যা চলন্ত অবস্থায় কথা বললে কিছুকষন পরপর সংযোগ বিচ্ছিন্ন হয়েযেত। মিথিলা এ কথা শুনে আশ্চর্য হয়ে গেল। বর্তমানে মিথিলার মোবাইল ফোনটিতে এমন ঘটনা না বরং কথা বলা রসাথে সাথে ছবিও দেখা যায়।
ক. ব্যান্ডউইডথ কী?
খ. ডেটাট্রান্সমিশনের সময় বিরতি সবসময় সমান হয ব্যাখ্যা কর।
গ. মিথিলার বাবার ব্যবহৃত মোবাইল ফোনটি যে প্রজন্মের তার বৈশিষ্ট্য লেখ।
ঘ. মিথিলা ও তার বাবার মোবাইল ফোন প্রযুক্তিগত দিক থেকে ভিন্ন বিশ্লেষন কর।
৫৬। রায়হান সাহেবের ছেলে লন্ডনে পড়াশোনা করেন। তিনি ল্যান্ডফোনের সাহায্য মাঝেমধ্যে ছেলের সাথে যোগাযোগ করতে পারলেও বিভিন্ন জায়গায় কাজে কর্ম থাকা অবস্থায় যোগাযোগ করতে পারেনা। তিনি শুনলেন এখন একপ্রকার মোবাইল পাওয়া যায় যা দিয়ে ল ন্ডনে থাকা ছেলের ছবিসহ তার সাথে কথা বলতে পারবেন। তিনিছেলের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষায় এ রকম একটি মোবাইল ফোন ক্রয় করে ব্যবহার করা শুরু করলেন।
ক. মোবাইল প্রজন্ম কী?
খ. সর্বোচ্চ ১০ মিটার দুরত্বের মধ্যে অবস্থিত একাধিক ডিভাইসে ডেটাআদান প্রদানে ব্যবহৃত তারবিহীন প্রযুক্তি কোনটি ? ব্যাখ্যা কর।
গ. রায়হান সাহেবতার ছেলেরসাথে যোগাযোগেযে ধরনের মোবাইল ফোনের সাহায্য নিতে আগ্রহী তা ব্যাখ্যা কর।
ঘ. রায়হান সাহেবের ব্যবহৃত নতুন প্রযুক্তির প্রয়োজনীযতা বিশ্লেষন করে তোমার মতামত দাও।
৫৭। আলিফ ট্রেডার্স এ তাদের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার জন্য ৮টি কম্পিউটার রয়েছে। এগুলো পরস্পর নেটওর্য়াকিং এর মাধ্যমে সংযুক্ত। নেটওয়ার্কি করায় তাদের ফাইল শেয়ারি ং করা অনেক সহজসাধ্য হয়ে গে্েছ। দুিট উন্নতমানের প্রিন্টার ব্যবহার করে তারা তাদের সকল কম্পিউটার থেকেই প্রিন্ট সুবিধাও পেতে পারে।
ক.নেটওয়ার্ক টপোলজি কী?
খ. নেটওয়ার্ক টপোলজির প্রকারভেদ আলোচনা কর।
গ. আলিফ ট্রের্ডাস এর মতো প্রতিষ্ঠানের ক্ষেত্রে কোন টপোলজিটি উত্তম ? ব্যাখ্যা র্ক
ঘ. চিত্রের মাধ্যমে রিং টপোলজির কার্যক্রম বিশ্লেষন কর।
৫৮।
ক. এর পূর্ণ রুপ লেখ।
খ. চিত্রে প্রদর্শিত সংগঠনের প্রধান দুটি বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।
গ. কলেজের কম্পিউটার ল্যাবে চিত্রের কোন নেটওয়ার্কটি উপযোগী এবং কেন? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে ও সংগঠনের তুলনামূলক পার্থক্য বিশ্লেষণ কর।
৫৯। সমিরদের বাসায় দুটি কম্পিউটার ্একটি প্রিন্টার ও একটি মডেমআছে। সামির যখন ইন্টারনেট ব্যবহার করতে তখনতার ভাইও ইন্টারনেট ব্যবহার করতে চায়। সমিরকে যখন কিছু প্রিন্ট করত হয় তখন তার ভাইয়ের ঘর থেকে প্রিন্টারটি নিয়ে আসতে হয়। ্এই অসুবিধা থেকে বাচার জন্য তাদের বাবা তাদেরকে একটা লোকাল এরিয়া নেটওর্য়াক তৈরি করার পরামর্শ দিল।
ক.কম্পিউটার সুইচ কী?
খ. লোকাল এরিয়া নেটওয়ার্ক তৈরি করতে কী ক্যাবল এবং কেন ব্যবহার করতে হবে?
গ. লোকাল এরিয়া নেটওয়ার্ক সমির কীভাবে তৈরি করল? ব্যাখ্যা কর।
ঘ. এই নেটওয়ার্ক তৈরিতে ব্যবহৃত ডিভাইস ও টপোলজি বিশ্লেষন কর।
৬০। ব্র্যাক ব্যাংকের প্রধান অফিসের সার্ভারের সাথে ঢাকা শহরের বিভিন্ন শাখায় অফিসের কম্পিউটারগুলো নেটওয়ার্কের মাধ্যমে যুক্ত রয়েছে। ফলে ব্যাংকটি ব্যবহারকারীদের দ্রæত গতিতে এবং নির্ভুল ভাবে সেবাপ্রদান করতে পারছে। ্উক্ত ব্যাংরেক গ্রহকগ ব্যাংক কর্তৃক অনলাইন সেবা থাকায় ঘরে বসেই বিভিন্ন ধরনের বিল পরিশোধ করতে পারছে। তাই প্রতিষ্ঠানটি তাদের প্রতিটি জেলায় অবস্থিত শাখা অফিসে ব্যবহৃত কম্পিউটারগুলোর সাথে কেন্দ্রিয় অফিসের কম্পিউটারগুলোর নেটওর্য়াকের মাধ্যমে সংযুক্ত হওয়ার পরিকল্পনা করছে।
ক. কম্পিউটার নেটওয়ার্ক কী?
খ. নেটওর্য়াকিং করার জন্য কী কী উপাদান প্রয়োজন হবে?
গ. ব্র্যাক ব্যাংকটি তাদের সকল জেলার শাখা অফিসের কম্পিউটারগুলেকে নেটওয়ার্কের আওতায় আনতে গেলে কী ধরনে টপোলজি অনুসরণ করা প্রয়োজন ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকটিতে ব্যবহৃত ব্যাংক প্রতিষ্ঠানটি কেন্দ্রিয় ডেটাবেজের সাথেসংযুক্ত হতে পারলে গ্রাহকরা কোন ধরনের সুবিধা ভোগ করতে পারবেন। বিশ্লেষন কর।
৬১। যশোরের কারবালা রোডের সোনালী ব্যাংকের শাখায় স্বল্প দুরত্বে তারের মাধ্যমে একটি প্রিন্টারের সাথে উক্ত অফিসের কম্পিউটারগুলি সংযুক্ত থাকায় যে কোন কম্পিউটার থেকে প্রিন্ট করা সম্ভবহয়। অপরদিকে আর এন রোডের সোনালী ব্যাংকের প্রধান শাখায় কম্পিউটারগুলি মুল নোডের সাথে এমনভাবে সংযুক্ত যে কোন কারণে একটি নোড বা কম্পিউটার নষ্ট হলেও উক্ত অফিস সম্পূর্ণ কাজ বন্ধ থাকে না। কিন্তুতার এ রোডের রুপালী ব্যাংকের শাখায় কম্পিউটারগুলি এমনভাব সংযুক্ত যেখান্ েএকটি কম্পিউটার নষ্ট হলেই অফিসের কাজ সম্পূর্ণ ব ন্ধ হয়ে যায়।
ক. নেটওয়ার্ক টপোলজি বলতে কি বুঝ?
খ. এক প্রটোকল থেকে আসা তথ্য অনুবাদ করে অন্য প্রটোকলে পাঠানো সম্ভব ব্যাখ্যা কর।
গ. উদ্দীকে উল্লেখিত কারবালা শাখায় কোন নেটওয়ার্কের মাধ্যমে প্রিন্ট কর াসম্ভব ব্যাখ্যা কর ।
ঘ. আর এন রোডে অবস্থিতদুটি ব্যাংকের মধ্যে কোনটির ে নটওয়ার্ক টপোলজি বেশি নির্ভরযোগ্য বলে তুমিমনে কর।? বিশ্লেষনপুর্বক মতামত দাও।
৬২। জুয়েল গ্রামের বাড়ি থেকে ঢাকায় আসে। এসে এখন তার খালার বাসায় অবস্থান করছে। রাতে তার খালাতো ভাইয়ের রুমে গিয়ে দেখল যে তার খালাতো ভাই ইন্টারনেট ব্যবহার করছে এবং মডেম হিসেবে ব্যবহার করছে।তখন সে জিজ্ঞেস করল কেন তুমি এতো মডেম থাকতে এই মডেম ব্যবহা করো। তার খালাতে ভাই বললএটি উচ্চগতির ইন্টারনেট প্রদান করে।
ক. এর পূর্ণরুপ কী?
খ. বিভিœন প্রকার ওয়্যারলেস প্রযুক্তির নাম লিখ।
গ. কী কী ক্ষেত্রে ব্যবহার করা হয়? ব্যাখ্যার কর।
ঘ. জুয়েলের খালাতো ভাইয়ের আলোকে ্এর সুবিধাগুলো বিশ্লেষন কর।
৬৩। মাহমুদ একজন ব্যবসায়ী। ব্যবসায়ের প্রয়োজনে তিনি অনেকের সাথে বিভিন্ন প্রকার তথ্যের আদান প্রদান করেন। কিন্তু তিনি কিছু সমস্যায় ভুগছেন। তার বন্ধু সোলাইমানকে বললো বন্দু তুমি কোন পদ্ধতিতে ডেটার আদান প্রদাণ করো। সোলাইমান বলল তুমিকি কি সমস্যায় ভুগছো। সে বলল ডেটা প্রেরণের হার খুব কম। সোলাইমান বলল তুমি সেনক্রোনাস ট্রান্সমিশন পদ্ধতি অনুসরণ করতে পারো।
ক. নিক্রোনাস ট্রান্সমিশন পদ্ধতি কী?
খ. মাহমুদ যে পদ্ধতিতে ডেটা প্রেরন করে তাকে আমরা কী বলতে পারি।
গ. মাহমুদ যে পদ্ধতি ব্যবহার করে ডেটা প্রেরণ করে তার অসুবিধা ও বৈশিষ্ট্য লেখ।
ঘ. মাহমুদ ও সোলাইমান এর ডেটা প্রেরণের পদ্ধতি তুলনামূলক বিশ্লেষন কর ।
৬৪। রাসেল তার জন্মদিনে উপহার হিসেবে একটি ল্যাপটপ পেল। সে ঐ দিনই ল্যাপটপে ইন্টারনেট সংযোগ ব্যবহার করবে বলে মনে স্থির করল। এর জন্য সে তার মোবাইল ফোনকে মডেম হিসেবে ব্যবহার করে ইন্টারনেট সংযোগ চালু করল। শুধু তাই নয় ল্যাপটপ ও মোবাইল ফোনের মধ্যকার সংযোগ সাধনের সে বøটুথ সংযোগ ব্যবহার করল।
ক. ওয়্যারেলকমিউনিকেশন সিস্টেমের কতগুলো উদাহরণ দাও।
খ. সাধারণ কমিউনিকেশন িিসস্টেমের বøক চিত্র অঙ্কন কর।
গ. ্উপরোক্ত উদ্দীপকের আলোকে বøুটথ ও ওয়াই ফাই সংযোগের মধ্যে পাথর্ক্য নিরুপন কর।
ঘ. উপরোক্ত উদ্দীপকের আলোকে রাসেলের তৈরি কতৃ বøুটথ নেটওয়ার্ক কীরুপ হবে তা চিত্রসহ বিশ্লেষণ কর।
৬৫। আনিলা একট মোবাইল ফোন ব্যবহার করত। কিন্তু সে বার বার সেট পরিবর্তন করত। অন্যদিকে তার ছোটভাই হাসান সেট পরিবর্তন করতে চাইলেও পারত না। কিন্তু সাহেবের সেটে ট্রান্সমিশন পাওয়ার কম প্রয়োজন হয়।
ক. ব্যান্ডউইডথ কী?
খ. মডুলেশন এবং ডিমডুলেশন বলতে কী? ব্যাখ্যা কর।
গ. আনিলার ব্যবহৃত মোবাইল ফোন প্রযুক্তির বৈশিষ্ট্যসমূহ লেখ।
ঘ. হাসান ও তার বোনের মোবাইল ফোন প্রযুক্তিগত দিক থেকে ভিন্ন বিশ্লেষন কর।
৬৬। আনিলা একটি মোবাইল ফোন ব্যবহার করত। কিন্তু সে বার বার সেট পরিবর্তন করত। অন্যদিকে তার ছোট ভাই হাসান ডেটা পরিবর্তন করতে চাইলেও পারত না। কিন্তু হাসানের সেটে ট্রান্সমিশন পাওয়ার কম প্রয়োজন হয়।
ক. ব্যান্ডউইডথ কী?
খ. মডুলেশন এবং ডিমডুলেশন বলতে কী বোঝায়। ব্যাখ্যা কর।
গ. আনিলার ব্যবহৃত মোবাইল ফোন প্রযুক্তির বৈশিষ্ট্য সমূহ লেখ।
ঘ. হাসান ও তার বোনের মোবাইল ফোন প্রদ্ধতিগত দিক থেকে ভিন্ন বিশ্লেষণ কর।
৬৭। প্রীতম এন্ড কোং ১৫টি কম্পিউটার নিয়ে তাদের অফিস শুরু করে। ব র্তমানে প্রতিটি কম্পিউটার থেকে প্রিন্ট ও স্ক্্যানে করার প্রয়োজনীয়তা দেখা দেওয়ায় তারা ১টি প্রিন্টার ও ১টি স্ক্যানার ক্রয় করে প্রতিটি কম্পিউটারের সাথে যুক্ত করে। এর ফলে স্বল্প খরচে অধিক সেবা নিশ্চিত হয়। এখন তারা একটি বৃহৎ প্রতিষ্টানের অনলাইডেটা প্রসেসিং এর কাজ করে দেওয়ার চুক্তি করতে যাচ্ছে। এতে প্রীতম কোম্পানির অতিরিক্ত ডেটা সংক্ষন ড্রাইভ নতুন কিছু সফটওয়্যার ও ২৪ ঘণ্টা ইন্টারনেট সংযোগের প্রয়োজন দেখা দেয় । উদ্ভুত পরিস্থিতিতে কোম্পানিটি অন্য আরেকটি কোম্পানির সার্ভার ভাড়া নেওয়র সিদ্ধান্ত গ্রহন করে ।
ক. রাউটার কাকে বলে?
খ. উচ্চ ব্যান্ড উইথ এর অর্থ্ হলো উচ্চগতির ডেটা আদান প্রদান ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে নেটওয়ার্ক স্থাপনের কোন উদ্দেশ্যটি প্রতিফলিত হয়েছে। ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের অবস্থায় কোম্পানীটির সিদ্ধান্ত কতটুকু যৌক্তিক বলে তুমি মনে কর বিশ্লেষন কর।
৬৮। ক ব্যাংটির অনেকগুলো শাখা সারা বাংলাদেশ জুড়ে বিভিন্ন শহও শহরতলীতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ব্যাংকের প্রতিটি বুথের টাকা উত্তোলন মানিট্রান্সফার ইত্যাদি ব্যাপকভবে গ্রাহকরা প্রতিদিনি করে থাকেন। প্রতিটি শাখায় কেন্দ্রী সার্ভারে রক্ষিত গ্রাহকদের যাবতীয় হিসেব নিকেশ প্রতিনিয়িত আপডেট হয়। এছড়া প্রদান কার্যালায়েও প্রতিনিয়িত এসক কর্মকান্ডহালনাদাগদ হয়ে থাকে স্বয়ংক্রিয়ভাবে।
ক. ইউনিকাস্ট কী?
খ. বøুটথকে উপযোগী প্রযুক্তি বলা হয় কেন?
গ. উদ্দীপকে নেট ওয়ার্ক স্থাপনের কোন উদ্দেশ্যটি প্রতিফলিত হয়েছে ? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে বর্ণিত অবস্থায় কমিউনিকেশন মাধ্যমে হিসেবে অপটিক্যাল ফাইবার ব্যবহারের যৌক্তিকতা মুল্যায়ন কর।
৬৯। দেশের প্রতিটি বিভাগীয় শহরে মধুমতি ব্যাংকের একটি করে শাখা রয়েছে। বিভাগীয় শহরের প্রতিটি শাখার কম্পিউটারগুলো সুইচের মাধ্যমে এর অন্তুর্ভূক্ত। সেখানে ব্যাংক কার্যক্রমের বিঘœ না ঘটিয়ে কম্পিউটার সহজে বাড়ানো কমানোর সুযোগ রয়েছে। ব্যাংক কর্তৃপক্ষ ভবিষৎ পরিকল্পনার অংশ হিসেবে গ্রাহক সেবা বৃদ্ধির জন্য দেশের সকল শাখাকে একই নেটওয়ার্কের আওতায় আনতে চাচ্ছে। সেই লক্ষে একজন বিশেষজ্ঞর পরামর্শ নেওয়া হলো।
ক. ব্লুটুথ কী?
খ. অপটিক্যাল ফাইবার দ্রত ডাটা প্রব াহিত হয় ব্যাখ্য কর।
গ. প্রতিটি শাখাতে কোন ধরনের টপোলজি ব্যবহৃত হয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. দেশের সকল শাখাকে ্একই নেটওর্য়াে কর আওতায় আনতে বিশেষজ্ঞর পরামর্শে যৌক্তিকতা কী হতে পারে। তোমার মতামত তুলে ধর।
৭০।
ক. নেটওয়ার্ক টপোলজি কী?
খ. চিত্রে দেখানো টপোলজি কোনটি বলে মনে করো? এটি ব্যবহারের সুবিধা কী?
গ. চিত্রে নেটওয়াকেৃ কীভাবে ডেটা আদান প্রদান হয়ে থাকে? ব্যাখ্যা করো।
ঘ. চিত্রের কম্পিউটার নেটওর্য়াকের প্রয়োজন আছে কী ? বিস্তারিতভাবে তোমার মতামত দাও।
৭১। চিত্র
ক. রাউটার কী?
খ.. মোবাইল ফোনের ডেটা ট্রান্সমিশন মোড ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের ২নং চিত্র নেটওয়ার্কের কোন টপোলজি অনুসরণ কর াহযেছে ? ব্যাখ্যা কর।
ঘ. ্উদ্দীপকের ১ নং ও ৩ নং চিত্রের টপোলজির মধ্যে কোনটি অধিক সুবিধাজনক ? বিশ্লেষন কর।
৭২।
ক. হটস্পট কী?
খ. অপটিক্যাল ফাইবার দ্রতু গতিতে ডেটা আদান প্রদান করে বুঝিয়ে লেখ।
গ. চিত্রে চিহিত ডিভাইসটির ব্যাখ্যা কর।
ঘ. কে ব্যবহার করে নতুন টপোলজি তৈরি সম্ভব কী? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
৭৩।
ক. সুইচ কী?
খ. আলোর গতির ন্যায় ডেটা প্রেরনের জন্য ব্যবহৃত ক্যালটি ব্যাখ্যা কর।
গ. চিত্র-১ কোন নেটওয়ার্ক টপোলজি ব্যাখ্যা কর।
ঘ. কম খরচে ল্যাবের জন তৈরি উদ্দীপকের কোন টপোলজি সুবিধাজনক তুলনামুলক আলোচনা করে মতামত দাও।
৭৪। সালাম ও কালাম দুই বন্ধ রাস্তা দিয়ে হেটে যাচ্ছে। তাদের পাশ দিয়ে একজন পুলিশ একটি ডিভাইসের মাধ্যমে কথা বলছে এবং কথা বলা শেষ হলে অপর পক্ষকে কথা বলার সিগন্যাল দিচ্ছে। সালাম সাথে থাকা একটি ডিভাইজ দিয়ে তার মার সাথে এ কই সময়ে কথা বলছে ও শুনছে। কলাম বলর দোস্ত তাড়াতাড়ি বাসায় ফিরতে হবে। আমার রেডিওতে সকালে শুনেছি আজ বৃষ্টি হতে পারে।
ক. লজিক গেইট কী?
খ. যে ক্যাবলকে নেটওর্য়াকের ব্যাকবনা বলা হয ব্যাখ্যা কর।
গ. পুলিশের ব্যবহৃত ডিভাইসটির ডেটা ট্রান্সমিশন মোড ব্যাখ্যা কর।
ঘ. সালাম ও কালামের ব্যবহৃত ডিভাইসদ্বয়ের মধ্রে কোনটির ডেটা ট্রান্সমিশন মোড বেশি সুবিধাজনক বিশ্লেষনপূর্বক মতামত দাও্।
৭৫। মিঃ ব্যবসার জন্য একটি বহুতল ভবনে স্থাপিত অফিসের কম্পিউটারসমূহ ক্যাবল মাধ্যমে সংযুক্ত করেন যার গতি ৮০০ । এতে তার কার্যক্রম ইঞ্জিনিয়ার বন্ধুর পরামর্শে অধিক গতিসম্পন্ন ক্যাবল নেটওয়াকৃ স্থাপন করলেন।
ক. ক্লাউড কম্পিউটিং কী?
খ. কোন ট্রান্সমিশনে একই সঙ্গে উভয়দিকে ডাটা আদান প্রদান করাযায়? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপক মি কোন ধরনের ব্যান্ডউইথ ব্যবার করছেন? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের অলোকে ডেটা চলাচলের গতিবৃদ্ধির সপক্ষে যুক্তি দাও।
৭৬। বিদ্যা নিকেতন কলেজে সার্ভারের সাথে একটিমাত্র হাব ব্যবহার করে অপটিক্যাল ফাইবারের মাধ্যমে কয়েকটি কম্পিউটারের বৃদ্ধি পাওয়ায় এই ব্যবস্থা সম্প্রসারণের উদ্যোগ গ্রহণ করা হয়। এছাড়া ্দুটিমাত্র প্রিন্টার এবং ্ একটি স্ক্যানোর ব্যবহার করেই প্রতিষ্ঠানটি প্রত্যেকটি কম্পিউটার থেকে সেগুলো ব্যবহার করতে পারেছ। এর ফলে হার্ডওর্য়্যারগত খরচ অনেক কমে আসে।
ক. ডেটা কমিউনিকেশন মোড কাকে বলে?
খ. ডেটা পরিবহনে ফাইবার অপটিক ক্যাবল নিরাপদ কেন?
গ. উদ্দীপকে কোন নেটওয়ার্ক টপোলজির উল্লেখ করা হয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে নেটওয়ার্ক স্থাপনের উদ্দেশ্যে যথাযথ বাস্তবায়ন হয়েছে উক্তিটির মুল্যায়ন কর।
৭৭। কজেল ছাত্রী সুমাইয়া গ্রামের বাসিন্দা হয়ে কলেজ প্রাঙ্গলে ভিডিও ফোনে কথা বলাসহ ইন্টারনেটের সুবিধাগুলো ভোগ করেত পারছে। কিন্তু দিনের বিশেষ বিশেষ সময় সে চাহিদামত সুবিধা পায়না। বন্ধুদের কাছেও একই সমস্যার কথা জানতে পেরে কলেজ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করলে অধ্যক্ষ মহোদয়। শিক্ষককে দ্রত বিকল্প উপায়ে সমস্যাটি সমাধানের নিদের্শ দেন।
ক. Lan কী?
খ. ডেটা ট্রান্সমিশনে আলোকে রশ্মি পরিবাহী তার উত্তম ?ব্যাখ্যা কর।
গ. সুমাইয়া কোন প্রজন্মের ডিভাইস ব্যবহার করছে? ব্যাখ্যা কর ।
ঘ. উদ্দীপকের সমস্যাটি সামধানে শিক্ষক কী ধরনের পদক্ষেপ গ্রহণ করতে পারেন? যুক্তিসহ বিশ্লেষন কর।
৭৮। একদিন রফিক সাহেবের অফিসে ব্যবহৃত নেটওয়ার্কের কোনো কম্পিউটারই কাজ করছিলনা। অনুসন্ধানেজানা যায় যে মাত্র একটি কম্প্উিটার নষ্ট হওয়ার কারণে এমনটি ঘটে। অপর দিকে মিজান সাহেবের অফিসে ব্যবহৃত নেটওয়ার্কের দুটি কম্পিউটার নষ্ট হলেও অন্যান্য কম্পিউারগুলো সচল ছিল। এক্ষেত্রে কম্পিউটারগুলো একটি কেন্দ্রীয় ডিভাইসের সাথে যুক্ত ছিল।
ক. ব্যান্ড উইডথ কী?
খ. আলোর গতিতে ডেটা স্থানান্তর ব্যাখ্যা কর।
গ. রফিক সাহেবের অফিসে ব ্যবহৃত নেটওয়ার্কে সাধারণত যে ধরনের ক্যাবল ব্যবহৃত হয় তা ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে উল্লিখিত টপোলজিতদ্বয়ের মধ্যে কোনটি বেশি নির্ভরযোগ্য বিশ্লেষন পূর্বক মতামত দাও।
৭৯। তোমার মাদরাসা একাডেমিক ভবরেন বিভিন্ন তলার ১২টি কম্পিউটার একটি নেওটায়ার্কের আওতায় আনা হলো। কিছুদিন কাজ করার পর বিশেষ ১টি কম্পিউটার নষ্টহওয়ায় বাকি কম্প্উিটারগুলো থেকে পরস্পর তথ্য আদান প্রদান জটিলতা দেখা দিল।
ক. ব্রিজ কী?
খ. ওয়্যারেলেস কমিউনিকেশন ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকে উল্লিখিত নেটওয়ার্কে কোন টপোলজি ব্যবহার করা হয়েছে? ব্যখ্যা কর।
ঘ. জটিলতা এড়াতে মাদরাসটির কোন টপোলজি ব ্যবহার করা উচিৎ ছিল? উত্তরের সপক্ষে যুক্তি দাও।
৮০। সরকারি বিজ্ঞান কলেজে বিভিন্ন বিভাগে কম্পিউটার আছে । কাজের সুবিধার জন্য সবগুলো বিভাগ অধ্যক্ষ মহোদয়েরকাছে ও সংযোগের আবেদন করে । অধ্যক্ষ মহোদয় জানালেন সকল বিভাগকে এই মুর্হুতে সবগুলো সেবা দেওয়ার মত আর্থিক সঙ্গতি নেই। পরর্বতীতে অধ্যক্ষ মহোদয় একজন প্রযুক্তিবিদের সহায়তায় স্বল্প খরচে সকল বিভাগের চাহিদা পুরণ করতে সক্ষম হন।
ক. কী
খ. সুইচ সার্ভারের বিকল্প নয় ব্যাখ্যা র্ক
গ. উদ্দীপকের পরিস্থিতিতে সকল বিভাগের প্রিন্টার ব্যবহাররের প্রক্রিয়া ব্যাখ্যা র্ক
ঘ. উদ্দীপকের প্রযুক্তিগুলো বিভাগের শিক্ষক শিক্ষাথীদের সার্বিক উন্নয়নে কী ভুমিকা রাখবে মূল্যায়ন কর।
৮১। সরকার সারাদেশে কমিউনিটি স্বাস্থ্যসেবা চালু করেছেন। এই সকর স্বাস্থ্য কেন্দ্রে রোগীরা স্াধারণ স্বাস্থ্য সেবা নিতে পারেন। বিষয় চিন্তা ভাবনা করছেন। এক সাথে প্যাথলজিক্যাল রিপোর্ট রোগী যেন প্রযুক্তির মাধ্যমে বাসায় বসে পেতে পারেন সে বিষয়েও চিন্তাবনা চলছে।
ক. হ্যাকিং কি?
খ. নেটওয়ার্ক ব্যাকবোন হিসাবে অপটিক্যাল ফাইবার সুবিধাজনক কেন?
গ. উদ্দীপকে অনুযায়ী রিপোট পাওয়ার প্রক্রিয়াটি ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে বিশেষজ্ঞ পরামর্শ ও একজন স্থানীয় বিশেষজ্ঞের সেবার মধ্যে পাথর্ক্য বিশ্লেষন কর।
৮২। আরিফ তার অফিসের দ্বিতীয় তলায় পাশে বসা বন্ধুর সাথে বিনা করচে তথ্য শেয়ারিং করছিল। এমন সময পঞ্চম তলায় তার সহকর্মী একটি ফাইলের তথ্য দেখতে চাইলে সে সিটে বসেই নিজস্ব নেটওয়ার্ক ব্যবস্থায় সহকমীর কম্পিউটারে তা পাঠিয়ে দেয়। পরবর্তীতে আরিফ ফাইলেরর তথ্য বিদেশে অবস্থানরত বায়ারের কাছে তাৎক্ষনিকভাবে প্রেরন করে।
ক. ফুল ডুপ্লেক্স কী?
খ. কোন ক্যাবল দ্বারা সবচেয়ে দ্রæত তথ্য পাঠানো যায? ব্যাখ্যা কর।
গ. তথ্য শেয়ারিং এ আরিফ কর্তৃক ব্যবহৃত নেটওয়ার্কটি ব্যাখ্যা র্ক
ঘ. ফাইলের তথ্য পাঠাতে আরিফের ব্যবহৃত নেটওয়ার্কদ্বযের মধ্যে কোনটি উত্তম? বিশ্লেষনপূর্বক মতামত দাও।
HSC | বহুনির্বাচনি | তথ্য ও যোগাযোগ প্রযুক্তি | তৃতীয় অধ্যায় | PDF
HSC | বহুনির্বাচনি 1-60 | তথ্য ও যোগাযোগ প্রযুক্তি | PDF
HSC | বহুনির্বাচনি | কমিউনিকেশন সিস্টেম এবং নেটওয়ার্কিং | PDF
৮৩।
ক. মেশটপোলজি কী?
খ. হাব ও সুইচের মধ্যে তুলনামূরক পার্থক্য লেখ।
গ. চিত্র-১ ও চিত্র -২ এর তুলনামূলক ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকে উল্লেখিত টপোলজি হতে তোমার কলেজে কোনটি ব্যবহার করা শ্রেয়? এর স্ব পক্ষে যুক্তি দাও।
৮৪।একটি কলেজে অফিসসহ প্রতিটি বিভাগে একটি করে কম্পিউটার আছে। বিষয়ের শিক্ষক কলেজের প্রতিটি বিভাগ এবং অফিসের মধ্যে সহজ যোগাযোগ স্থাপনের জন্য সব গুলো কম্পিউটারকে একটি মাত্র নেটওয়ার্কের আওতায় নিয়ে আসেন। এছাড়া তিনি কলেজের শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট সকলের সুবিধার কথা চিন্তা করে স্বল্প খরচে বি শ্ব নেটওয়ার্কের সাথেও যুক্ত হতে চান যাতে ইচ্ছানুযায়ী সকলে ইন্টারনেট ব্যবহার করতে পারে ও অন্যান্য কম্পিউটার সফটওয়্যার ও হার্ডওয়্যার ব্যবহার করতে পারে।
ক.ব্রডব্যান্ড কী?
খ.ডেটা চলাচলের ক্ষেত্রেকোন ধরনের ক্যাবল অধিক কার্যকর।
গ.উদ্দীপকের কলেজের কম্পিউটাগুলোতে যুক্ত নেটওয়ার্ক এর ধারণাটি ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের কলেজ শিক্ষকের চিন্তায় বাস্তবায়ন সম্ভাব্যতা যাচাই কর।
৮৫।
ক. নেটটওয়ার্কের ক্ষেত্রে প্রধানত কত ধরনের মাধ্যম ব্যবহার করা হয়?
খ. নেটওয়ার্কের ক্ষেত্রে কী কী ক্যাবল এবং কোন কোন ওয়্যারলেস মাধ্যম ব্যবহৃত হয়?
গ. চিত্রে চিহিত প্রত্যেকটি স্তরের ব্যাখ্যা দাও।
ঘ. টুইস্টেড পেয়ার ক্যাবলের সাথে চিত্রটির ক্যাবলের পার্থক্য বিশ্লেষন করো।
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।