HSC | হিসাববিজ্ঞান ২য় পত্র | রাজশাহী বোর্ড-২০১৭ | সৃজনশীল | PDF : হিসাববিজ্ঞান ২য় পত্রের সকল বোর্ডের গুরুত্বপূর্ণ সব সৃজনশীল প্রশ্ন গুলো এই পোস্টে পাবেন।
৪. রাজশাহী বোর্ড-২০১৭
হিসাববিজ্ঞান: দ্বিতীয় পত্রবিষয় কোড :২৫৪
সময় ২ ঘণ্টা ৩০ মিনিট সৃজনশীল প্রশ্ন পূর্ণমান ৭০
[দ্রষ্টব্য : ডান পাশের সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। ক বিভাগ থেকে দুইটি ও খ বিভাগ থেকে যেকোনো পাঁচটিসহ মোট সাতটি প্রশ্নের উত্তর দিতে হবে।]
ক বিভাগ
১.▶ জনতা লি.
রেওয়ামিল
৩১ ডিসেম্বর ২০১৬
হিসাবের নাম ডেবিট (টাকা) ক্রেডিট (টাকা)
ইস্যুকৃত, বিলিকৃত ও আদায়কৃত মূলধন (১০ টাকা মূল্যের ৩০,০০০ শেয়ার) ৩,০০,০০০
আসবাবপত্র ও সরঞ্জাম ১,০০,০০০
প্রাপ্য হিসাব ৪০,০০০
সুনাম ১,৫০,০০০
নগদ ৫০,০০০
মজুদ পণ্য (৩১-১২-২০১৬) ৪০,০০০
৯% বন্ড ৬০,০০০
সঞ্চিতি তহবিল ২,০০০
অন্তর্বতীকালীন লভ্যাংশ ২০,০০০
বিশদ আয় বিবরণীর জৈর (৩১-১২-২০১৬) ৭,০০০
সংরপ্টিত আয় বিবরণীর জৈর (০১-০১-২০১৬) ২৩,০০০
অগ্রিম ভাড়া ১২,০০০
আয়কর ১৫,০০০
আয়কর ফেরত ৫০০
দাবিহীন লভ্যাংশ ১৯,৫০০
প্রদেয় হিসাব ১৫,০০০
৪,২৭,০০০৪,২৭,০০০
অন্যান্য তথ্য: র. শেয়ার প্রতি ২ টাকা হারে লভ্যাংশ ঘোষণা করতে হবে। রর. দাবিহীন লভ্যাংশের অর্ধেক অবলোপন করতে হবে। ররর. ৯% বন্ড বছরের মাঝামাঝি সময় ইস্যু করা হয়। রা. অর্ন্তবর্তী লভ্যাংশকে চ‚ড়ান্ত ঘোষণাকৃত লভ্যাংশের সাথে সমন্বয় করতে হবে।
ক. বন্ডের উপর প্রদেয় সুদের পরিমাণ নির্ণয় করো। ২
খ. বছর শেষে সংরক্ষিত আয় বিবরণী প্রস্তুত করো। ৪
গ. আর্থিক অবস্থার বিবরণীর ছকে ৩১ ডিসেম্বর ২০১৬ তারিখে শেয়ার মূলধন, সঞ্চিতি ও উদ্বৃত্ত এবং মোট দায়ের পরিমাণ দেখাও। ৪
২.▶ সাগর লি.
রেওয়ামিল
৩১ ডিসেম্বর ২০১৬
হিসাবের নাম ডেবিট (টাকা) ক্রেডিট (টাকা)
শৈয়ার মলধন (১০,০০০ শৈয়ার পণট্টমএলঞ্ঝ আদায়কতে) ১,০০,০০০
ইজারা সম্পত্তি (১০ বছর) ২০,০০০
সুনাম ৪১,০০০
কলকব্জা ৬০,০০০
মজুদ পণ্য (০১-০১-২০১৬) ১০,০০০
ক্রয় ৮০,০০০
বিক্রয় ১,৪৫,০০০
মজুরি ১০,০০০
ভাড়া আয় ৫,০০০
শেয়ার অধিহার ৫,০০০
রক্ষিত আয় ৪,০০০
নগদ ৩৮,০০০
২,৫৯,০০০২,৫৯,০০০
সমন্বয়সমূহ: র. সমাপনী মজুদ পণ্য ৩০,০০০ টাকা। রর. ১-১০-২০১৬ তারিখে ক্রয়কৃত ৮,০০০ টাকার নতুন কলবব্জার সংস্থাপন ব্যয় ২,০০০ টাকা মজুরির অন্তর্ভুক্ত। ররর. ভাড়া আয় ৩,০০০ টাকা অগ্রিম গৃহীত হয়েছে। রা. শেয়র অধিহারকে সুনামের সাথে সমন্বয় করো এবং অবশিষ্ট সুনামের ১/৪ অংশ চলতি বছরের মুনাফা দ্বারা অবলোপন করো। া. কলকব্জার উপর ১০% অবচয় ধরো।
ক. কলকব্জার অবচয়ের পরিমাণ নির্ণয় করো। ২
খ. যথাযথ ছকে বছর শেষে মোট লাভ নির্ণয় করো। ৪
গ. আর্থিক অবস্থার বিবরণীর ছকে স্থায়ী সম্পদ ও চলতি দায়ের পরিমাণ দেখাও। ৪
খ বিভাগ
৩.▶ উজালা সংঘের ৩১ ডিসেম্বর ২০১৬ তারিখে সমাপ্ত বছরের প্রাপ্তি ও প্রদান বিবরণী নিæরূপ:
হিসাব শিরোনাম টাকা টাকা
জের:
নগদ ১০,০০০
ব্যাংক জমা ১৫,০০০ ২৫,০০০
যোগ : প্রাপ্তিসমূহ :
চাঁদা ৪০,০০০
বৃত্তি তহবিলে প্রাপ্তি ৩০,০০০
উইলকৃত সম্পদ ১০,০০০ ৮০,০০০
মোট প্রাপ্তি : ১,০৫,০০০
বাদ : প্রদানসমূহ :
ছাপা খরচ ৯,০০০
বেতন প্রদান ২০,০০০
মেরামত খরচ ৬,০০০
বিলিয়ার্ড টেবিল ক্রয় (০১-১০-২০১৬)২০,০০০
বৃত্তি প্রদান ৭,০০০
মোট প্রদান: ৬২,০০০
জের :
নগদ ১৩,০০০
ব্যাংক জমা ৩০,০০০
৪৩,০০০
২০১৬ সালের ১ জানুয়ারিতে বিলিয়ার্ড টেবিল ২০,০০০ টাকা, আসবাবপত্র ২৫,০০০ টাকা, বৃত্তি তহবিল ১৬,০০০ টাকা, অনাদায়ী চাঁদা ২,০০০ টাকা।
অন্যান্য তথ্য: স্থায়ী সম্পত্তির উপর ৫% হারে অবচয়ের ব্যবস্থা করতে হবে।
ক. ৩১ ডিসেম্বর ২০১৬ তারিখে বৃত্তি তহবিলের জের নির্ণয় করো। ২
খ. প্রারম্ভিক মূলধন তহবিল নির্ণয় করো। ৪
গ. ৩১ ডিসেম্বর ২০১৬ তারিখে সমাপ্ত বছরের আয়-ব্যয় বিবরণী প্রস্তুত করো। ৪
৪.▶ রুমা ও সোমা একটি অংশীদারি ফার্মের দুজন অংশীদার। ১ জানুয়ারি ২০১৬ তারিখে তাদের মূলধন ছিল যথাক্রমে ১,৮০,০০০ ও ১,৬০,০০০ টাকা। চুক্তি মোতাবেক মূলধন ও উত্তোলনের উপর ৫% হারে সুদ ধরতে হবে। রুমা প্রতি মাসে ১,৫০০ টাকা বেতন পাবেন। সারা বছরের রুমা ও সোমা ব্যবসায় থেকে যথাক্রমে ১৭,০০০ টাকা ও ১৬,০০০ টাকা উত্তোলন করেন। ১ অক্টোবর ২০১৬ তারিখে সোমা ব্যবসায়ে ১২,০০০ টাকা ঋণ হিসেবে আনেন।
উপরোক্ত সমন্বয়গুলো হিসাবভুক্ত করার পূর্বে ২০১৬ সালের ৩১ ডিসেম্বর তারিখে শেষ হওয়া বছরে ব্যবসায়ের নিট লাভ ছিল ১,৫০,০০০ টাকা।
ক. সোমার ঋণ হিসাব প্রস্তুত করো। ২
খ. লাভ-লোকসান বণ্টন প্রস্তুত করো। ৪
গ. অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত করো। ৪
৫.▶ আয়ান লি.-এর তুলনামূলক আর্থিক অবস্থার বিবরণী নিæরূপ:
হিসাবের নাম ডিসেম্বর ৩১, ২০১৬ টাকা ডিসেম্বর ৩১, ২০১৫ টাকা
সম্পত্তিসমূহ :
নগদ ৩৫,৭০০ ২৬,৭০০
প্রাপ্য হিসাবসমূহ ৫৩,০০০ ৫৮,০০০
দালানকোঠা ১,৭৫,০০০ ১,৭৫,০০০
পুঞ্জীভ‚ত অবচয় (দালানকোঠা) (৩৭,৫০০) (২৫,০০০)
জমি ৫০,০০০ ৬৫,০০০
২,৭৬,২০০২,৯৯,৭০০
দায়এদনা ও শৈয়ার মালিকএদর তহবিল :
প্রদেয় হিসাবসমূহ ৩০,০০০ ৭৭,০০০
শেয়ার মূলধন (প্রতিটি ১০ টাকার শেয়ার) ১,৮৭,৫০০ ১,৭২,৫০০
সংরক্ষিত আয় ৫৮,৭০০ ৫০,২০০
২,৭৬,২০০২,৯৯,৭০০
অতিরিক্ত তথ্য : র. ২০১৬ সালে ঘোষিত ও পরিশোধিত লভ্যাংশ ছিল ৪৮,০০০ টাকা। রর. ১৫,০০০ টাকার জমি ১২,২০০ টাকায় বিক্রি করা হয়।
ক. ৩১ ডিসেম্বর ২০১৬ তারিখে সমাপ্ত বছরের নিট আয় নির্ণয় করো। ২
খ. পরোক্ষ পদ্ধতিতে ৩১ ডিসেম্বর ২০১৬ তারিখে সমাপ্ত বছরের পরিচালন কার্যাবলি হতে নিট নগদ প্রবাহ নির্ণয় করো। ৪
গ. নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করো। (পরোক্ষ পদ্ধতিতে) ৪
৬.▶ চৌধুরী সিরামিক লি. ১০ টাকা মূল্যের ২০,০০০ শেয়ারে বিভক্ত ২,০০,০০০ টাকার অনুমোদিত মূলধনে নিবন্ধিত। কোম্পানি ১৫,০০০ শেয়ার বিক্রয়ের উদ্দেশ্যে বিজ্ঞপ্তি জারি করে। মোট ১৭,০০০ শেয়ারের আবেদন পাওয়া যায়। অতিরিক্ত অর্থ সংশ্লিষ্ট আবেদনকারীকে ফেরত দেয়া হয় এবং ১৫,০০০ শেয়ার বণ্টন করা হয়। কোম্পানি শেয়ার প্রতি ০.৭৫ টাকা অবলেখককে কমিশন বাবদ প্রদান করে।
ক. কোম্পানির অবিলিকৃত মূলধনের পরিমাণ নির্ণয় করো। ২
খ. কোম্পানির বইতে প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও। (ব্যাখ্যা প্রয়োজন নেই) ৪
গ. আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো। ৪
৭.▶ সানমুন লি.-এর হিসাব বই থেকে নিম্নের আর্থিক তথ্য পাওয়া গেল:
টাকা
মোট মুনাফা ৮৫,০০০
নিট মুনাফা ৩৭,০০০
বিকয় ২,৫০,০০০
বিনিয়োজিত মূলধন ২,০০,০০০
চলতি সম্পদ ৭৫,০০০
চলতি দায় ৪২,০০০
সমাপনী মজুদ পণ্য ১০,০০০
ক. বিক্রীত পণ্যের ব্যয় নির্ণয় করো। ২
খ. মুনাফা অর্জন ক্ষমতা যাচাইয়ের জন্য দুটি অুনপাত নির্ণয় করো। ৪
গ. চলতি দায় পরিশোধের ক্ষমতা যাচাইয়ের জন্য দুটি অনুপাত নির্ণয় করো। ৪
৮.▶ রায় এসোসিয়েটস এর কর্মকর্তা আশা ও নিশার ২০১৬ সালের এপ্রিল মাসের বেতন সংক্রান্ত তথ্যাদি নিম্নে প্রদত্ত হলো:
আশানিশা
মূল বেতন টাকা ৩০,০০০ ২৮,০০০
বাড়িভাড়া ভাতা (মূল বেতনের) ৪৫% ৪৫%
যাতায়াত ভাতা টাকা ৪,০০০ ৪,০০০
আপ্যায়ন ভাতা টাকা ৮০০ ৮০০
চিকিৎসা ভাতা টাকা ৬০০ ৬০০
ভবিষ্যৎ তহবিলে চাঁদা (মূল বেতনের) ১০% ১০%
যৌথ বিমায় চাঁদা (মূল বেতনের) ২% ২%
কল্যাণ তহবিলের চাঁদা (মূল বেতনের) ১% ১%
আয়কর (মূল বেতনের) ৫% ৫%
অগ্রিম বেতন কর্তন ৫,০০০ শূন্য
গৃহনির্মাণ ঋণ কর্তন শূন্য ৮,০০০
প্রতিষ্ঠানের প্রভিডেন্ট ফান্ড কন্ট্রিবিউটরি এবং নিয়োগকর্তাও সমপরিমাণ দান করেন।
ক. প্রভিডেন্ট ফান্ডে জমার পরিমাণ নির্ণয় করো। ২
খ. মোট উপার্জন নির্ণয় করো। ৪
গ. নিট পরিশোধের পরিমাণ নির্ণয় করো। ৪
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ১ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর| PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ২ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর| PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৩ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৪ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
- HSC | হিসাব বিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ৫ | জ্ঞানমূলক প্রশ্ন উত্তর | PDF
৯.▶ নাঈম গার্মেন্টস-এর ২০১৬ সালের জুন মাসের কাঁচামাল সংক্রান্ত তথ্যাদি নিæরূপ:
২০১৬
জুন ১ জের ৫০০ এককপ্রতি একক ৪ টাকা দর।
৭ক্রয় ৬০০ এককপ্রতি একক ৫ টাকা দর।
১৮ইস্যু ৭০০ একক।
২৫ক্রয় ৩০০ এককপ্রতি একক ৬ টাকা দর।
৩০ইস্যু ৫০০ একক।
৩০ জুন তারিখে কাঁচামালের মজুদ ১৫০ একক।
ক. ঘাটতি একক নির্ণয় করো। ২
খ. ঋওঋঙ পদ্ধতিতে বিক্রীত পণ্যের ব্যয় নির্ণয় করো। ৪
গ. ভারযুক্ত গড় ব্যয় পদ্ধতিতে বিক্রীত পণ্যের ব্যয় নির্ণয় করো। ৪
১০.▶ রহমান স্টিলস একটি উৎপাদনকারী প্রতিষ্ঠান। ২০১৬ সালের নভেম্বর মাসের ব্যয় নিæরূপ:
র. কারখানার মেশিন ভাড়া ৩,০০০ টাকা।
রর. কারখানার সুপারভাইজারের বেতন ১৬,০০০ টাকা।
ররর. কারখানার তাপ ও পানি বাবদ ব্যয় ২,০০০ টাকা।
রা. কারখানা মেশিনের বার্ষিক অবচয় ২,৫০০ টাকা।
া. বিক্রীত পণ্য ডেলিভারি ভ্যানের অবচয় ১,০০০ টাকা।
ার. বিজ্ঞাপন খরচ ২,৪০০ টাকা।
ারর. গুদামজাতকরণ কর্মীর বেতন ৫,০০০ টাকা।
াররর. অফিস অভ্যর্থনাকারীর বেতন ৪,০০০ টাকা।
ক. নিমজ্জিত ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। ২
খ. কালীন ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। ৪
গ. পণ্য ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। ৪
১১.▶ একটি পণ্য উৎপাদন এককপ্রতি ৪ টাকার কাঁচামাল ও ২ টাকা প্রত্যক্ষ মজুরি বাবদ ব্যয় হয়। কারখানা ভাড়া ও অন্যান্য স্থায়ী ব্যয় বাবদ ২০,০০০ টাকা ব্যয় হয়। পণ্যটির বিক্রয়মূল্য ১০ টাকা নির্ধারণ করা হয়। বিক্রয় লক্ষ্যমাত্রা ধরা হয় ৭,০০০ একক।
ক. এককপ্রতি দত্তাংশ নির্ণয় করো। ২
খ. কত একক পণ্য এবং কত টাকার পণ্য বিক্রয় করলে কোনো লাভ বা ক্ষতি হবে না নির্ণয় করো। ৪
গ. নিরাপত্তাপ্রাপ্ত (একক) এবং মুনাফার পরিমাণ দেখাও। ৪
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।