Class 8 science book 2024 || ভ্রমণপথ বা ফ্লাইওয়ে অনুযায়ী পরিযায়ী পাখিদের শ্রেণিবিন্যাস | Class 8-2024. প্রিয় শিক্ষার্থীরা তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি ২০২৪ সালের নতুন কারিকুলাম এর অষ্টম শ্রেণির বিজ্ঞান অনুশীলন বই ২০২৪ কিভাবে পড়তে হবে এবং সঠিক সমাধান সহ সকল প্রশ্নে উত্তর নিয়ে।
যারা এখানো আমাদের ফ্রি শিক্ষামূলক ওয়েবসাইট সম্পর্কে জানে না তাদের কাছে পৌছানোর জন্য তোমরা তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে জানিয়ে দেও। যাতে তারাও তোমাদের মতো উপকৃত হতে পারে।
পঞ্চম সেশন
৫ কাজ- ৫ ভ্রমণপথ বা ফ্লাইওয়ে অনুযায়ী পরিযায়ী পাখিদের শ্রেণিবিন্যাস কর।
প্রয়োজনীয় সামগ্রী : কাগজ, কলম, অনুসন্ধানী পাঠ, অনুশীলন বই, গ্লোব । কাজের উদ্দেশ্য : ফ্লাইওয়ে অনুযায়ী পরিযায়ী পাখিদের শ্রেণিবিন্যাস সম্পর্কে জানা।
কাজের ধরন : দলীয় কাজ।
কাজের ধারা :
- অনুশীলন বইয়ে দেয়া পৃথিবীর মানচিত্রটি লক্ষ করি
- পাখি পরিযানের ভ্রমণপথগুলো মনোযোগসহ পর্যবেক্ষণ করি।
- আমাদের দেখা অথবা চেনা পরিযায়ী পাখিগুলো কোন ভ্রমণপথ ব্যবহার করে তা আলোচনা করি
- অনুশীলন বইয়ের ভ্রমণপথগুলো ব্যবহারকারী পরিযায়ী পাখিদের নাম খুঁজে বের করি।
- ভ্রমণপথ অনুযায়ী পাখিদের ছকে লিখে রাখি ।
নমুনা ছক
ভ্রমণপথ বা ফ্লাইওয়ে | পরিযায়ী পাখিদের নাম |
East Asian-Australasian Flyway | কালো লেজ জৌরালি, কুমির পাখি বা প্লোবার পাখি, কাঁদাখোচা । |
Central Asian Flyway | নীলশির, চখাচখি, খঞ্জন, সরালি, সবুজপা নর্ডম্যান। |
West Asian East African Flyway | কালো চিল, সাদা সারস, লেসার স্পটেড ঈগল, নীলকান্ত পাখি। |
Black sea/Mediterranean Flyway | মোহনচূড়া পাখি, আবাবিল পাখি, অগ্নিশিখা রবিন, বাঁশপাতি পাখি, বাতাসি পাখি। |
কাজ-৬] পৃথিবীর ভৌগোলিক অঞ্চলসমূহ বৈশিষ্ট্য অনুয়ায়ী আলাদা কর।
প্রয়োজনীয় সামগ্রী : কাগজ, কলম, অনুসন্ধানী পাঠ, অনুশীলন বই, গ্লোব।
কাজের উদ্দেশ্য : পৃথিবীর প্রধান ভৌগোলিক অঞ্চলের বৈশিষ্ট্য জানা।
কাজের ধরন : দলীয় কাজ ।
কাজের ধারা :
- প্রথমে বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাই।
- পৃথিবীর মডেলটি ভালোভাবে লক্ষ্য করি ।
- অঞ্চলগুলো সম্পর্কে দলগত আলোচনা করি ।
- অনুসন্ধানী পাঠ বইয়ের “বিভিন্ন ধরনের ভৌগোলিক অঞ্চল” অংশটুকু ভালোভাবে পড়ি ।
অঞ্চলভেদে বৈশিষ্ট্যগুলো লিখে রাখি ।
Class 8 science book 2024 || ভ্রমণপথ বা ফ্লাইওয়ে অনুযায়ী পরিযায়ী পাখিদের শ্রেণিবিন্যাস
আরো দেখুন
দাঁত ও দাঁতের মাড়ি সুস্থ রাখতে চাইলে যেসব কাজ গুলো করা জরুরী
প্রতিটি মানুষের সকল মন্ত্রের মূল চাবিকাঠী স্বাস্থ্য! স্বাস্থ্য ভালো থাকলে মন ভালো থাকে, কাজের অগ্রগতিও ভাড়ে, স্বাস্থ্য ভালো আপনার সব...
শান্তিগঞ্জের বগুলারকাড়া গ্রামের স্কুল মাঠে কাবাডি খেলা
শান্তিগঞ্জের বগুলারকাড়া গ্রামের স্কুল মাঠে কাবাডি খেলা।। সুনামগঞ্জ প্রতিনিধি।। গ্রামবাংলার প্রাচীনতম ঐতিহ্য বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি(হা ডু ডু) খেলার ঐতিহ্য...
একজন মানবিক সমাজসেবক সাজ্জাদ পারভেজ
একজন মানবিক সমাজসেবক সাজ্জাদ পারভেজ ॥ গেস্ট ব্লগিং॥ নিজের পরিচিতি নয়, যার কাজ শুধু সামাজিক কাজের মধ্যে নিজেকে লুকিয়ে রাখা।...
নতুন করিকুলাম || অষ্টম শ্রেণির বাংলা অধ্যায় ২ নজরে ‘রেলের পথ
নতুন করিকুলাম || অষ্টম শ্রেণির বাংলা অধ্যায় ২ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর 2024 | সমাধান : অষ্টম শ্রেণীর বাংলা ১ম...
নমুনা উত্তর :
মেরু অঞ্চল : পৃথিবীর ভৌগোলিক দুই মেরুর কাছাকাছি চারপাশের এলাকা মেরু অঞ্চলের অন্তর্ভুক্ত। এই অঞ্চলের প্রধান বৈশিষ্ট্যগুলো হচ্ছে :
১. সূর্যের আলো তির্যকভাবে পড়ে, তাই তাপমাত্রা কম ।
২. বরফের পুরুস্তর এবং অল্পসংখ্যক উদ্ভিদ-প্রাণীর উপস্থিতি ।
৩. গ্রীনল্যান্ড, রাশিয়া, কানাডা প্রভৃতি এ অঞ্চলে অবস্থিত।
তুন্দ্রা অঞ্চল : তুন্দ্রা অঞ্চল হচ্ছে উত্তর গোলার্ধে, বিশেষ করে আর্কটিক এলাকায় অবস্থিত বিস্তীর্ণ অঞ্চল । এ অঞ্চলের বৈশিষ্ট্য :
১. ঠাণ্ডা তাপমাত্রা, ঠাণ্ডায় জমে থাকা মাটি এ অঞ্চলের প্রধান বৈশিষ্ট্য।
২. অল্প বৃষ্টিপাত, অধিক তুষারপাত হয় এ অঞ্চলে ।
৩. আলাস্কা, স্ক্যান্ডিনেভিয়ান দেশে (নরওয়ে, ডেনমার্ক, ফিনল্যান্ড) তুন্দ্রা অঞ্চলে অবস্থিত।
মরুভূমি : অতিমাত্রায় শুষ্কতা, ২৫০ মিলিমিটারেরও কম বৃষ্টিপাত, অতি উচ্চ তাপমাত্রা প্রভৃতি বৈশিষ্ট্য সংবলিত অঞ্চলগুলোকে
মরুভূমি আখ্যায়িত করা হয় । এ অঞ্চলের বৈশিষ্ট্য
১. দিনে এবং রাতে তাপমাত্রার ব্যাপক পার্থক্য ।
২. বছরে ২৫০ মিলিমিটারেরও কম বৃষ্টিপাত ।
৩. মরুভুমির উদ্ভিদগুলোর দেহের বাইরে মোমের আস্তরণ থাকে যা পানি শুকিয়ে যাওয়া রোধ করে ৷
চিরহরিৎ বন : চিরহরিৎ বন হলো ঘন বনাঞ্চল, যেগুলো সারা বছর এমনকি শুষ্ক আবহাওয়াতেও সবুজ থাকে। এ অঞ্চলের বৈশিষ্ট্যগুলো হলো :-
১. তাপমাত্রা এবং বৃষ্টিপাত তুলনামূলকভাবে বেশি ।
২. গাছপালার অত্যধিক ঘনমাত্রার কারণে সূর্যালোক খুব অল্প পরিমাণই মাটিতে পৌঁছায় ।
৩ অ্যামাজন বনাঞ্চল, ইন্দোনেশিয়া এবং আফ্রিকার কঙ্গো বনাঞ্চল চিরহরিৎ বনের অন্তর্ভুক্ত।
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।