Class 8 2024 | ৮ম শ্রেণির ইসলাম শিক্ষা | বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর | Class 8 Islam Shikkha | সমাধান : অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা এর অধ্যায়টি হতে গুরুত্বপূর্ণ সব সমাধানগুলো গুলো আমাদের এই পোস্টে পাবেন। অতএব সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়তে থাকুন।
Class 8 2024 | ৮ম শ্রেণির ইসলাম শিক্ষা | বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর | Class 8 Islam Shikkha
যোগ্যতাভিত্তিক প্রশ্ন ও উত্তর
ধরন ১
১। বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর ।
১. আল-আসমাউল হুসনা বলা হয় কাকে ?
ক) আল্লাহর গুণবাচক নামসমূহকে
খ) নবিগণের গুণাবলিকে
গ) ফেরেশতাদের গুণাবলিকে
২. ‘কাদিরুন’ শব্দের অর্থ কী?
ক. মানুষের গুণাবলিকে
খ. সহশীল
(গ) সর্বশক্তিমান
ঘ) সর্বদ্রষ্টা
সর্বশ্রোতা
৩. ‘ওয়াদুদুন’ শব্দের অর্থ কী?
ক. সর্বজ্ঞানী
খ) প্রেমময়
(গ) দয়ালু
ঘ) ক্ষমাশীল
আরো দেখুন
শান্তিগঞ্জের বগুলারকাড়া গ্রামের স্কুল মাঠে কাবাডি খেলা
শান্তিগঞ্জের বগুলারকাড়া গ্রামের স্কুল মাঠে কাবাডি খেলা।। সুনামগঞ্জ প্রতিনিধি।। গ্রামবাংলার প্রাচীনতম ঐতিহ্য বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি(হা ডু ডু) খেলার ঐতিহ্য...
একজন মানবিক সমাজসেবক সাজ্জাদ পারভেজ
একজন মানবিক সমাজসেবক সাজ্জাদ পারভেজ ॥ গেস্ট ব্লগিং॥ নিজের পরিচিতি নয়, যার কাজ শুধু সামাজিক কাজের মধ্যে নিজেকে লুকিয়ে রাখা।...
নতুন করিকুলাম || অষ্টম শ্রেণির বাংলা অধ্যায় ২ নজরে ‘রেলের পথ
নতুন করিকুলাম || অষ্টম শ্রেণির বাংলা অধ্যায় ২ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর 2024 | সমাধান : অষ্টম শ্রেণীর বাংলা ১ম...
কোটা সংস্কার আন্দোলনে শহীদদের তালিকা সংগ্রহ চলছে-২০২৪
কোটা সংস্কার আন্দোলনে শহীদদের তালিকা সংগ্রহ চলছে-২০২৪।। প্রিয় পাঠক, ২০২৪ সালে বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনে যেসকল ছাত্র-ছাত্রী ভাই বোনসহ যারা...
৪. ‘আল্লাহ্ জাব্বাবুন’ শব্দের অর্থ কী?
ক. আল্লাহ পরাক্রমশালী
খ. আল্লাহ অধিপতি
গ) আল্লাহ দয়াশীল
ঘ. আল্লাহ ক্ষমাশীল
৫. ‘ইমান’ অর্থ কী?
ক) সত্যবাদিতা
খ) বিশ্বাস
(গ) গচ্ছিত রাখা
ঘ) শৃঙ্খলা
৬. সামাদ শব্দের অর্থ কী?
ক) দয়াময়
খ) অমুখাপেক্ষী
(গ) পবিত্র
ঘ. সৃষ্টিকারী
৭. সৃষ্টিজগতের সবকিছু কার মুখাপেক্ষী?
(ক) আল্লাহ তা আলার
(খ) ফেরেশতাগণের
গ) নবি-রাসুলগণের
ঘ) পিতামাতার
৮. সমগ্র সৃষ্টিজগৎ ধ্বংস হওয়ার পর পৃথিবীতে শুধুমাত্র কার অস্তিত্ব বিদ্যমান থাকবে?
(ক) আল্লাহ তা আলা
খ) হযরত জিবরাইল (আ.)
গ)ঘ) হযরত ইসরাইল (আ.)
হযরত ইব্রাহিম (আ.)
৯. কে সর্ববিষয়ে সর্বশক্তিমান?
ক) আল্লাহ তা’আলা
খ) ফেরেশতাগণ
গ) নবিগণ
ঘ) রাসুলগণ
১০. রাসুলগণের নিকট ওহি নিয়ে আসতেন কোন ফেরেশতা?
হযরত আযরাইল (আ.).
খ) হযরত মিকাইল (আ.)
গ) হযরত ইসরাফিল (আ.)
ঘ) হযরত জিবরাইল (আ.)
১১. “নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদেরকে ভালোবাসেন।” এটি পবিত্র কুরআনের কোন সূরায় উল্লেখ করা হয়েছে?
ক) সূরা আল-বাকারা
খ) সূরা আল-ইমরান
গ. সূরা আত-তওবা
(ঘ) সূরা আল-ইখলাস
১২. মহান আল্লাহর কোন গুণবাচক নামটি আমাদেরকে আত্মনির্ভরশীল ও সাহসী হতে শেখায়?
ক. আল্লাহু কাদিরুন
খ. আল্লাহু ওয়াদুদুন
গ) আল্লাহু জাব্বারুন
ঘ) আল্লাহু সামাদুন
১৩. আল্লাহ তাআলার কোন গুণবাচক নাম আমাদেরকে শিক্ষা দেয় যে, তিনিই একমাত্র ভরসাস্থল ?
ক) রাহিমুন
খ) ওয়াদুদুন
গ) হাকিমুন
(ঘ) মুহাইমিনুন
১৪. রিসালাত শব্দের শাব্দিক অর্থ কী?
ক. আনুগত্য
খ. বার্তা
(গ) প্রার্থনা
ঘ. জ্ঞানী
১৫. আল্লাহ তা’আলার বাণী দায়িত্বকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার কী বলা হয়?
ক) তাওহিদ
খ) নবুওয়াত
গ) রিসালাত
ঘ) ইবাদত
১৬. মানবজাতিকে সরল-সঠিক পথপ্রদর্শনের লক্ষ্যে আল্লাহ্ তা’আলা দুনিয়াতে কাদেরকে পাঠিয়েছেন?
ক)নবি-রাসুলগণকে
খ) ফেরেশতাগণকে
গ. মুমিন বান্দাগণকে
ঘ) রাজা-বাদশাগণকে
১৭. রাসুলগণের প্রতি ইমান না আনলে কিসের বিশ্বাস পূর্ণ হবে না?
ক) তাওহিদের
খ) খতমে নবুওয়াতের
গ) কিয়ামতের
(ঘ) আখিরাতের
১৮. ইমানের পূর্ণতা লাভের জন্য ইসলামের কয়টি মৌলিক বিষয়ের ওপর বিশ্বাস স্থাপন করতে হবে?
(ক) ৫টি
(খ) ৬টি
(গ) ৭টি
(ঘ) ৯টি
আমাদের ইউটিউব চ্যানেলে যুক্ত হন। নিয়মিত শিক্ষামূলক ভিডিও আপলোড করা হচ্ছে।
১৯. দুনিয়াতে আগমনকারী সর্বপ্রথম নবি কে ছিলেন?
(ক) হযরত আদম (আ.)
খ) হযরত ইদরীস (আ.)
গ) হযরত ইবরাহীম (আ.)
(ঘ) হযরত ইসমাইল (আ.
20. কারা প্রত্যেকেই ধৈর্যশীল ও সৎকর্মপরায়ণ ছিলেন?
ক) মুসলমানগণ
খ) নবি-রাসুলগণ
(গ) সাহাবিগণ
(ঘ) মুমিন বান্দাগণ
২১. আল্লাহ তা’আলা কাকে ‘খলিল’ বা বন্ধু বলে আখ্যায়িত করেছেন?
(ক) হযরত মুসা (আ.)
(থ) হযরত দাউদ (আ.)
(গ) হযরত ইসরাইল (আ.)
ঘ) হযরত ইবরাহিম (আ.)
২২. হযরত মুসা (আ.) কোন পাহাড়ে দাঁড়িয়ে আল্লাহ তা’আলার সাথে কথা বলেছিলেন?
ক. সাফা-মারওয়া পাহাড়
(খ) আরাফাতের পাহাড়
(গ) সিনাই পাহাড়
ঘ) তুর পাহাড়
২৩. কে দোলনায় কথা বলেছেন?
ক. হযরত আদম (আ.)
(থ) হযরত মুসা (আ.)
(গ) হযরত ঈসা (আ.)
ঘ) হযরত মুহাম্মদ (সা.)
২৪. আল্লাহ তা’আলা কাকে বিশ্বজগতের প্রতি কেবল রহমতরূপেই প্রেরণ করেছেন?
ক) হযরত ঈসা (আ.)
খ. হযরত মুসা (আ.)
গ. হযরত দাউদ (আ.)
ঘ) হযরত মুহাম্মদ (সা.)
২৫. কিয়ামতের দিন সর্বপ্রথম কার সুপারিশ কবুল করা হবে?
ক) হযরত জিবরাইল (আ.)
খ.হযরত আদম (আ.)
গ) হযরত মুসা (আ.)
(ঘ) হযরত মুহাম্মদ (সা.)
২৬. নবিদের সংখ্যা কত ছিল?
(ক) ১ লাখ ২০ হাজার
(থ) ১ লাখ ২৪ হাজার
গ) ১ লাখ ২৫ হাজার
(ঘ) ১ লাখ ২৬ হাজার
২৭. আল-কুরআনে মাত্র কতজ ননবি-রাসুলের নাম এসেছে?
(ক) ২০ জন
(থ) ২৩ জন
(গ) ২৫ জন
(ঘ) ৩০ জন
২৮. আখেরি যামানায় ইমাম মাহদি (আ.)-এর আত্মপ্রকাশ কিসের সর্বপ্রথম বড়ো আলামত?
ক. আখিরাতের
খ) কিয়ামতের
ঘ) ইহকালের
গ) পরকালের
২৯. ইমাম মাহদি (আ.)-এর আবির্ভাবের কত বছরের মধ্যে দাজ্জালের আবির্ভাব ঘটবে?
ক) ৫ বছর
(খ) ৬ বছর
(গ) ৭ বছর
(ঘ) ৮ বছর
৩০. হযরত ঈসা (আ.) আসমান হতে পুনরায় অবতরণের পর মোট কত বছর দুনিয়াতে থাকবেন?
ক) ৩০ বছর
(খ) ৪০ বছর
(গ) ৫০ বছর
(ঘ) ৬০ বছর
৩১. আল্লাহ তা’আলার নির্দেশে কে শিঙ্গায় ফুঁ দিলে কিয়ামত সংঘটিত হবে?
ক) হযরত জিবরাইল (আ.)
খ) হযরত মিকাইল (আ.)
গ) হযরত আযরাইল (আ.)
(ঘ) হযরত ইসরাফিল (আ.)
৩২. পুনরুত্থান শব্দের অর্থ কী?
ক) অবতরণ
(খ) আগমন
গ) পুনরায় জীবিত হওয়া
(ঘ) পুনরায় গমন
৩৩. মৃত্যুর পর মানুষকে পুনরায় জীবিত করবেন কে?
(ক) আল্লাহ তা’আলা
(খ) জিবরাইল (আ.)
গ. হযরত আদম (আ.)
(ঘ) হযরত মুহাম্মদ (সা.)
৩৪. হাশর অর্থ কী?
(ক) একত্রিত হওয়া
(খ) সংরক্ষণ করা
(গ) পরিমাপ করা
(ঘ) গণনা করা
৩৫. কোন দিন পৃথিবী উদ্ভিদশূন্য সমতল প্রান্তরে পরিণত হবে?
ক) আখিরাত
খ. কিয়ামত
গ) পরকাল
(ঘ) হাশর
৩৬. হাশরের দিনের দৈর্ঘ্য কত বছর হবে?
(ক) ত্রিশ হাজার
(খ) চল্লিশ হাজার
(গ) পঞ্চাশ হাজার
ঘ) ষাট হাজার
৩৭. তাকদির কোন ভাষার শব্দ?
ক) আরবি
খ) ফারসি
(গ) উর্দু
ঘ) বাংলা
৩৮.তাকদির শব্দের অর্থ কী
ক. অধিকার
(খ) কিয়ামত
গ) অংশীদার
ঘ. বিধান
৩৯. পৃথিবীতে সবকিছুই কী অনুযায়ী সংঘটিত হয়?
ক) আখিরাত
খ) তাওহিদ
গ) তাকদির
ঘ) রিসালাত
৪০. পৃথিবীতে সংঘটিত সবকিছুই পূর্ব থেকে নির্ধারণ করে রাখেন কে?
ক) আল্লাহ তা’আলা
খ) নবি-রাসুলগণ
গ) ফেরেশতাগণ
ঘ) সাহাবিগণ
৪১. তাকদির কত প্রকার?
ক. দুই প্রকার
(খ) তিন প্রকার
(গ) পাঁচ প্রকার
ঘ) ছয় প্রকার
৪২. “দোয়া ভাগ্যকে পরিবর্তন করাতে পারে আর নেক আমল বয়সকে বৃদ্ধি করাতে পারে।”- এ উক্তিটি কে করেছেন?
(ক) আল্লাহ তা’আলা
খ) হযরত মুসা (আ.)
গ) হযরত ঈসা (আ.)
ঘ) হযরত মুহাম্মদ (সা.)
৪৩. কাকে আলিমুল গায়েব বলা হয়?
ক) আল্লাহ তা’আলাকে
খ) হযরত জিবরাইল (আ.) কে
গ) হযরত আযরাইল (আ.) কে
(ঘ) হযরত আদম (আ.) কে
৪৪. শাফাআত-এর শাব্দিক অর্থ কী?
ক) কল্যাণ লাভ করা
(থ) ক্ষমা করা
গ) মুক্তি দেওয়া
ঘ) সুপারিশ করা
৪৫. কিয়ামতের দিন সর্বপ্রথম শাফাআত করার অনুমতি পাবেন কে?
ক) হযরত আদম (আ.)
খ. হযরত ঈসা (আ.)
গ) হযরত মুসা (আ.)
ঘ) হযরত মুহাম্মদ (সা.)
৪৬. কিয়ামতের দিন সকল মানুষের কৃতকর্মের হিসাব নিবেন কে?
ক) আল্লাহ তা’আলা
(খ) ফেরেশতাগণ
গ) নবি-রাসুলগণ
ঘ) সাহাবিগণ
Class 8 2024 | ৮ম শ্রেণির ইসলাম শিক্ষা | বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর | Class 8 Islam Shikkha
৪৭. কিয়ামতের দিন কাদের জন্য কোনো শাফাআত থাকবে না?
ক) মুমিন বান্দা
খ) কাফির-মুশরিক
গ) অহংকারী ব্যক্তি
(ঘ) পুণ্যবান ব্যক্তি
৪৮.“পৃথিবীতে যত ইট পাথর আছে, আমি তার চেয়েও বেশি মানুষের জন্য কিয়ামতের দিন শাফাআত করবো।” এ কথাটি কে বলেছেন?
ক) হযরত আদম (আ.)
গ)হযরত মুহাম্মদ (সা.)
খ) হযরত দাউদ (আ.)
ঘ) হযরত আলী (রা.)
৪৯. শিরক শব্দের অর্থ কী?
ক) অবিশ্বাস করা
(খ) অংশীদার সাব্যস্ত করা
(গ) অস্বীকার করা
ঘ. গোপন করা
৫০. যে ব্যক্তি শিরক করে তাকে কী বলা হয়?
ক) মুশরিক
(খ) মুনাফিক
(গ) কাফির
(ঘ) পাপী
৫১. শিরক কিসের বিপরীত?
(ক) ইমানের
খ) আখিরাতের
(গ) রিসালাতের
(ঘ) তাওহিদের
৫২. বলুন, তিনিই আল্লাহ, এক-অদ্বিতীয়। এ উক্তিটি সূরা ইখলাসেরকত নং আয়াতে বলা হয়েছে?
(ক) আয়াত – ১
(খ) আয়াত – 2
(গ) আয়াত
ঘ. আয়াত – ৪
৫৩. শিরক মোট কত প্রকার?
ক) ২ প্রকার
খ. ৩ প্রকার
(গ) ৪ প্রকার
ঘ) ৫ প্রকার
৫৪. তাওহিদ শব্দের অর্থ কী?
(ক) অংশীদারিত্ব
(খ) গোপনীয়তা
(গ) একত্ববাদ
(ঘ) অবিশ্বাসী
৫৫. “নিশ্চয় শিরক চরম যুলুম।” .এ কথাটি পবিত্র কুরআনের কোন সূরায় বলা হয়েছে?
(ক) সূরা আল-ইমরান
(খ) সূরা আল-আন’আম
(গ) সূরা আন-নিসা
(ঘ) সূরা লুকমান
৫৬. কোন কিতাবে অনেকবার শিরক থেকে বেঁচে থাকার নির্দেশ দেওয়া হয়েছে?
ক) পবিত্র কুরআনে
(খ) যাবুরে
(গ) তাওরাতে
(ঘ) ইঞ্জিলে
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।