Class 8 2024 | ৮ম শ্রেণির ইসলাম শিক্ষা | স্পেশাল কুইজ প্রশ্নোত্তর পর্ব | Class 8 Islam Shikkha | সমাধান : অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা এর অধ্যায়টি হতে গুরুত্বপূর্ণ সব সমাধানগুলো গুলো আমাদের এই পোস্টে পাবেন। অতএব সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়তে থাকুন।
ধরন ২ স্পেশাল কুইজ
প্রশ্ন ১। পৃথিবীতে দৃশ্যমান এবং অদৃশ্য সকল কিছু কে সৃষ্টি করেছেন?
উত্তর : আল্লাহ তা’আলা ।
প্রশ্ন ২। তাওয়াবুন (ভাল) শব্দের অর্থ কী?
উত্তর : তওবা কবুলকারী, ক্ষমাকারী।
প্রশ্ন ৩। আল-আসমাউল হুসনা শব্দদ্বয়ের অর্থ কী?
উত্তর : সুন্দরতম নামসমূহ ।
প্রশ্ন ৪। হাদিস শরীফে আল্লাহ তা’আলার কয়টি গুণবাচক নামের কথা উল্লেখ রয়েছে?
উত্তর : ৯৯টি।
প্রশ্ন ৫। ইসলামি পরিভাষায় আল্লাহ্ তা’আলার গুণবাচক নামসমূহকে একত্রে কী বলা হয়?
উত্তর : আসমাউল হুসনা ।
প্রশ্ন ৬। কাদিরুন শব্দের অর্থ কী?
উত্তর : সর্বশক্তিমান ও মহা ক্ষমতাধর।
প্রশ্ন ৭। পৃথিবীর সব মানুষ পুনরায় জীবিত হবেন কবে?
উত্তর : কিয়ামতের দিন ।
প্রশ্ন ৮। কিয়ামতের দিন মহান আল্লাহ কাদেরকে পুরস্কৃত করবেন?
উত্তর : সৎকর্মশীলদেরকে।
প্রশ্ন ৯। ওয়াদুদ শব্দের অর্থ কী?
উত্তর : পরম স্নেহপরায়ণ, প্রেমময় ও প্রেমাস্পদ ।
প্রশ্ন ১০। সৃষ্টিজগতের মধ্যে সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবি কে?
উত্তর : হযরত মুহাম্মদ (সা.)।
প্রশ্ন ১১। মহানবি (সা.)-এর উপাধি কী ছিল?
উত্তর : হাবিব।
প্রশ্ন ১২। জব্বার শব্দের অর্থ কী?
উত্তর : পরাক্রমশীল, মহিমান্বিত, পরম স্নেহশীল ইত্যাদি।
প্রশ্ন ১৩। সামাদ শব্দের অর্থ কী?
উত্তর : অমুখাপেক্ষী, চিরন্তন, অবিনশ্বর ইত্যাদি।
প্রশ্ন ১৪। আল্লাহ তা’আলা সৃষ্টিজগতের মধ্যে কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন?
উত্তর : হযরত মুহাম্মদ (সা.)-কে।
প্রশ্ন ১৫। মহান আল্লাহর ভালোবাসা অর্জনের সর্বোত্তম পন্থা কী?
উত্তর : আল্লাহর প্রিয় রাসুল মুহাম্মদ (সা.)-এর অনুসরণ করা।
প্রশ্ন ১৬। পবিত্র কুরআনে আল্লাহ তা’আলা তার ‘জাব্বারুন’ গুণবাচক নামটি কয়বার উল্লেখ করেছেন?
উত্তর : একবার ।
Class 8 2024 | ৮ম শ্রেণির ইসলাম শিক্ষা | স্পেশাল কুইজ প্রশ্নোত্তর পর্ব
আরো দেখুন
বরিশাল ইতিহাস ঐতিহ্য
বরিশাল ইতিহাস ঐতিহ্য ।। বরিশাল বাংলাদেশের একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী অঞ্চল। এর ইতিহাস ও সংস্কৃতি দীর্ঘ এবং সমৃদ্ধ। বরিশালকে বলা...
ফ্রী শিক্ষামূলক ভিডিও মেকার,শিক্ষামূলক ভিডিও কিভাবে করা যায়
ফ্রী শিক্ষামূলক ভিডিও মেকার,শিক্ষামূলক ভিডিও কিভাবে করা যায়।। শিক্ষামূলক ভিডিও তৈরি করতে কিছু ধাপ অনুসরণ করা প্রয়োজন। এখানে কিছু ধাপ...
দাঁত ও দাঁতের মাড়ি সুস্থ রাখতে চাইলে যেসব কাজ গুলো করা জরুরী
প্রতিটি মানুষের সকল মন্ত্রের মূল চাবিকাঠী স্বাস্থ্য! স্বাস্থ্য ভালো থাকলে মন ভালো থাকে, কাজের অগ্রগতিও ভাড়ে, স্বাস্থ্য ভালো আপনার সব...
শান্তিগঞ্জের বগুলারকাড়া গ্রামের স্কুল মাঠে কাবাডি খেলা
শান্তিগঞ্জের বগুলারকাড়া গ্রামের স্কুল মাঠে কাবাডি খেলা।। সুনামগঞ্জ প্রতিনিধি।। গ্রামবাংলার প্রাচীনতম ঐতিহ্য বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি(হা ডু ডু) খেলার ঐতিহ্য...
প্রশ্ন ১৭। “নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান।” এটি কোন সূরার আয়াত?
উত্তর : সূরা আল-বাকারা।
প্রশ্ন ১৮। “আল্লাহ কারও মুখাপেক্ষী নন, সকলেই তার মুখাপেক্ষী।” এটি কোন সূরায় বলা হয়েছে?
উত্তর : সূরা আল-ইখলাস।
প্রশ্ন ১৯। কিতাব অর্থ কী?
উত্তর : বই বা পুস্তক ।
প্রশ্ন ২০। আল্লাহ তা’আলা কাকে অত্যন্ত ভালোবাসেন?
উত্তর : তওবাকারীকে।
প্রশ্ন ২১। মহান আল্লাহর কোন গুণবাচক নামটি তার প্রতি পরিপূর্ণ আস্থা ও ভরসা রাখতে শেখায়?
উত্তর : জাব্বারুন ।
প্রশ্ন ২২। পূর্বে পৃথিবীতে সবকিছু কেমন ছিল?
উত্তর : অস্তিত্বহীন।
প্রশ্ন ২৩। রিসালাত শব্দের শাব্দিক অর্থ কী?
উত্তর : চিঠি, বার্তা, সংবাদ ইত্যাদি।
প্রশ্ন ২৪। আল্লাহ তা’আলার বাণী, আদেশ-নিষেধ মানুষের নিকট পৌঁছে দেওয়ার দায়িত্বকে কী বলে অভিহিত করা হয়? উত্তর : রিসালাত
প্রশ্ন ২৫। রাসুল শব্দটি কোন শব্দ থেকে এসেছে?
উত্তর : রিসালাত ।
প্রশ্ন ২৬। নবি-রাসুলের প্রতি বিশ্বাস স্থাপন ছাড়া কী হওয়া
সম্ভব নয়?
প্রশ্ন ২৭। ইমানের মৌলিক বিষয় কয়টি?
উত্তর : মুমিন ।
উত্তর : ৭টি।
প্রশ্ন ২৮। আল্লাহ তা’আলা মানবজাতিকে সঠিক পথপ্রদর্শনের
লক্ষ্যে যুগে যুগে কাদেরকে প্রেরণ করেছেন?
উত্তর : অসংখ্য নবি-রাসুলগণকে ।
পাতাধর।
প্রশ্ন ২৯। নবি-রাসুলের প্রতি কী আনা মুসলমানদের জন্য
ফরজ বা আবশ্যক?
উত্তর : ইমান।
প্রশ্ন ৩০। মানবজাতির মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ কারা?
উত্তর : নবি-রাসুলগণ ।
প্রশ্ন ৩১। নবি-রাসুলগণ ওহির মাধ্যমে কী লাভ করতেন?
উত্তর : আল্লাহর বাণী ।
প্রশ্ন ৩২। মানবজাতি আল্লাহর বিধান অনুযায়ী জীবন পরিচালনা করলে মৃত্যুর পরে কী লাভ করবে?
উত্তর : জান্নাত।
প্রশ্ন ৩৩। হযরত ইবরাহিম (আ.)-কে আল্লাহ তা’আলা কী বলে আখ্যায়িত করেছেন?
উত্তর : ‘খলিল’ বা বন্ধু ।
প্রশ্ন ৩৪। আল্লাহ তা’আলা কাকে ধৈর্যের মূর্তপ্রতীক হিসেবে সম্মান ও মর্যাদাদান করেছিলেন?
উত্তর : হযরত আইয়ুব (আ.)-কে ।
প্রশ্ন ৩৫। হযরত মুসা (আ.) কোথায় আল্লাহ তা’আলার সাথে কথা বলার সুযোগ পেয়েছিলেন?
উত্তর : তুর পাহাড়ে।
প্রশ্ন ৩৬। রাসুলগণের প্রতি বিশ্বাস স্থাপন করা কাদের একান্ত কর্তব্য?
উত্তর : প্রত্যেক মুমিন ব্যক্তির।
প্রশ্ন ৩৭। মহান আল্লাহ কবে আমাদের প্রিয় নবি হযরত মুহাম্মদ (সা.)-কে দিদার দান করেছিলেন?
উত্তর : পবিত্র মিরাজের রাতে।
প্রশ্ন ৩৮। ‘রুহুল্লাহ’ কার উপাধি ছিল?
উত্তর : হযরত ঈসা (আ.)-এর।
প্রশ্ন ৩৯। মহান আল্লাহর হুকুমে কে মৃত ব্যক্তিকে জীবিত করতে পারতেন?
উত্তর : হযরত ঈসা (আ.)।
প্রশ্ন ৪০। কিয়ামতের দিন আল্লাহর দরবারে সর্বপ্রথম সুপারিশ করবে কে?
উত্তর : হযরত মুহাম্মদ (সা.)।
প্রশ্ন ৪১। আল-কুরআনে কতজন নবি-রাসুলের নাম উল্লেখ করা হয়েছে?
উত্তর : মাত্র ২৫ জন ।
প্রশ্ন ৪২। নবি শব্দের অর্থ কী?
উত্তর : সংবাদ বাহক ।
প্রশ্ন ৪৩। রাসুল শব্দের অর্থ কী?
উত্তর : দূত ।
প্রশ্ন ৪৪। রাসুলগণ দুনিয়াতে কী প্রচার করতেন?
উত্তর : আল্লাহর বাণী ।
প্রশ্ন ৪৫। খতম শব্দের অর্থ কী?
উত্তর : শেষ বা সমাপ্ত ।
প্রশ্ন ৪৬। নবুওয়াত শব্দের অর্থ কী?
উত্তর : পয়গম্বারি, নবিগণের দায়িত্ব ইত্যাদি ।
প্রশ্ন ৪৭। খতমে নবুওয়াত অর্থ কী?
উত্তর : নবিগণের দায়িত্বের পরিসমাপ্তি বা নবুওয়াতের সমাপ্তি ।
প্রশ্ন ৪৮। খাতামুন নাবিয়্যিন বলা হয় কাকে?
উত্তর : হযরত মুহাম্মদ (সা.)-কে ।
প্রশ্ন ৪৯। খতমে নবুওয়াতের প্রমাণস্বরূপ আল-কুরআনের কোন সূরায় দলিল দেওয়া হয়েছে?
উত্তর : সূরা আল-আহযাব (আয়াত : ৪০)।
প্রশ্ন ৫০। কিয়ামত পর্যন্ত সমগ্র বিশ্বের সকল মানুষের নবি কে ?
উত্তর : হযরত মুহাম্মদ (সা.)।
আমাদের ইউটিউব চ্যানেলে যুক্ত হন। নিয়মিত শিক্ষামূলক ভিডিও আপলোড করা হচ্ছে।
প্রশ্ন ৫১। আখেরি যামানায় কিয়ামতের সর্বপ্রথম বড়ো আলামত কী?
উত্তর : ইমাম মাহদি (আ.)-এর আগমন ।
প্রশ্ন ৫২। ইমাম মাহদি (আ.) কার উম্মত হিসেবে দুনিয়াতে আসবেন?
উত্তর : হযরত মুহাম্মদ (সা.)-এর ।
প্রশ্ন ৫৩। ইমাম মাহদি (আ.)-এর আবির্ভাবের কয় বছরের মধ্যে দাজ্জালের আবির্ভাব ঘটবে?
উত্তর : সাত বছর।
প্রশ্ন ৫৪। হযরত ঈসা (আ.) দু’জন ফেরেশতার কাঁধে ভর করে। কোথায় অবতরণ করবেন?
উত্তর : দামেস্কের একটি মসজিদে।
প্রশ্ন ৫৫। হযরত ঈসা (আ.) পুনরায় অবতরণের পর মোট কত বছর দুনিয়াতে থাকবেন ?
উত্তর : চল্লিশ বছর
প্রশ্ন ৫৬। হযরত ঈসা (আ.) কোন দ্বীনের অনুসারী হবেন?
উত্তর : মহানবি (সা.)-এর আনীত দ্বীন ইসলামের
প্রশ্ন ৫৭। হযরত ঈসা (আ.) কার পিছনে মুক্তাদি হয়ে আসরের সালাত আদায় করবেন?
উত্তর : ইমাম মাহদি (আ.)-এর।
প্রশ্ন ৫৮। ইমাম মাহদি কার বংশধর হবেন?
উত্তর : ইমাম হাসান (রা.)-এর।
প্রশ্ন ৫৯। ইমাম মাহদি (আ.)-এর পিতার নাম কী?
উত্তর : আব্দুল্লাহ ।
প্রশ্ন ৬০। ইমাম মাহদি (আ.)-এর প্রকৃত নাম কী হবে?
উত্তর : মুহাম্মদ।
প্রশ্ন ৬১। আখিরাত শব্দটি কোন ভাষার শব্দ?
উত্তর : আরবি।
প্রশ্ন ৬২। আখিরাত শব্দের অর্থ কী?
উত্তর : পরকাল ।
প্রশ্ন ৬৩। মৃত্যুর পরবর্তী জীবনকে কী বলে?
উত্তর : আখিরাত
প্রশ্ন ৬৪। আখিরাতের সময়কাল কতদিন?
উত্তর : অনন্তকাল
প্রশ্ন ৬৫। কিয়ামত শব্দের অর্থ কী?
উত্তর : মহাপ্রলয়, দণ্ডায়মান ।
প্রশ্ন ৬৬। পুনরুত্থান অৰ্থ কী?
উত্তর : পুনরায় উত্থান, কবর হতে মৃতের উত্থান ।
প্রশ্ন ৬৭। হাশর বলতে কী বোঝায়?
উত্তর : বিচারের দিন মহাসম্মেলনকে বোঝায় ।
প্রশ্ন ৬৮। পুনরুত্থান দিবসের অপর নাম কী?
উত্তর : ইয়াওমুল বাছ
প্রশ্ন ৬৯। তাকদির শব্দের অর্থ কী?
উত্তর : নির্ধারণ করা, নির্দিষ্ট করা, ভাগ্য, নিয়তি ইত্যাদি ।
প্রশ্ন ৭০। তাকদির কয় প্রকার?
উত্তর : ২ প্রকার ।
প্রশ্ন ৭১। তাকদির কী শব্দ?
উত্তর : আরবি।
প্রশ্ন ৭২। শাফাআত-এর শাব্দিক অর্থ কী?
উত্তর : কোনোকিছু জোড় সংখ্যক হওয়া, কারও জন্য সুপারিশ করা ইত্যাদি ।
প্রশ্ন ৭৩। শাফাআত কোন ভাষার শব্দ?
উত্তর : আরবি।
প্রশ্ন ৭৪। কিয়ামতের দিন সর্বপ্রথম শাফাআত করার অনুমতি পাবেন কে?
উত্তর : হযরত মুহাম্মদ (সা.)।
প্রশ্ন ৭৫। শিরক শব্দের অর্থ কী?.
উত্তর : অংশীদার সাব্যস্ত করা, সহযোগী বানানো ইত্যাদি।
প্রশ্ন ৭৬। শিরক কত প্রকার?
উত্তর : ৩ প্রকার ।
প্রশ্ন ৭৭। আল্লাহ তা আলার নিকট সবচেয়ে জঘন্যতম অপরাধ কী?
উত্তর : শিরক।
প্রশ্ন ৭৮। আল্লাহ তা’আলার সৃষ্টিকুলের মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি কী?
উত্তর : আশরাফুল মাখলুকাত বা মানুষ ।
প্রশ্ন ৭৯ । আল্লাহ তা’আলা মানুষকে কেন সৃষ্টি করেছেন?
উত্তর : শুধু তার ইবাদতের জন্য ।
প্রশ্ন ৮০। যে শিরক করে তাকে কী বলা হয়?
উত্তর : মুশরিক।
প্রশ্ন ৮১। পৃথিবীতে সবচেয়ে বড়ো পাপ কী?
উত্তর : শিরক।
প্রশ্ন ৮২। পরকালে মুশরিকের চিরস্থায়ী আবাসস্থল কোনটি?
উত্তর : জাহান্নাম ।
প্রশ্ন ৮৩। শিরক কিসের বিপরীত?
উত্তর : তাওহিদের ।
প্রশ্ন ৮৪। “বলুন, তিনিই আল্লাহ্, এক ও অদ্বিতীয়।” এটি কোন সূরার আয়াত?
উত্তর : সূরা আল-ইখলাস (আয়াত : ১)।
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।