৮ম শ্রেণি | গনিত | অধ্যায় ২ | দৈনন্দিক কাজে বাস্তব সংখ্যা | PDF: অষ্টম শ্রেণির প্রাথমিক গনিত বিষয়টির ২য় অধ্যায়টি হতে বেশ কিছু গুরুত্বপূর্ণ দৈনন্দিক কাজে বাস্তব সংখ্যা সম্পর্কিত সকল প্রশ্ন উত্তর গুলো আমাদের এই পোস্টে আলোচনা করা হয়েছে। অতএব সম্পূর্ণ পোস্টটি মনযোগ সহকারে পড়ুন।
দৈনন্দিক কাজে বাস্তব সংখ্যা
১। ক্রীড়া প্রতিযোগিতায় একটি মজার খেলা হলো দীর্ঘ লাফ। ধরা যাক তোমাকে দীর্ঘ লাফ প্রতিযোগিতায় ১০ মিটার দূরের একটি দেয়াল ছুতেুঁ হবে কিন্তু তুমি প্রতি লাফে শুধু অর্ধেক পথ যেতে পারবে। যেমন, প্রথম লাফে ১০/২ = ৫ মিটার পথ গেলে, এরপরের লাফে ৫/২ = ২.৫ মিটার পথ গেলে দেয়াল ছুতেুঁ কটি লাফ দিতে হবে তা কি বের করতে পারবে?
সমাধান:
এখানে,
১ম লাফের দূরত্ব, a = 5 মিটার;
সাধারণ অন্তর, a = 2.5/5 = ½;
মোট অতিক্রান্ত দূরত্ব s = 10 মিটার।
এখন, গুনোত্তর ধারা অনুসারে, r<1 হলে, nতম পদের সমষ্টি
= a(1-rn)/(1-r)
বা, a(1-rn)/(1-r) = s
বা, a(1-rn) = s(1-r)
বা, 5(1-½n) = 10(1- ½)
বা, 5(1-½n) = 10×½
বা, 5(1-½n) = 5
বা, (1-½n) = 1
বা, -½n = 1-1
বা, -½n = 0 যা গাণিতিকভাবে সম্ভব নয়।
অর্থাৎ, n এর মান বা লাফ সংখ্যা অগণিত হবে।
২। একটি বর্গাকার আমবাগানে ১৩৬৯টি আমগাছ আছে। বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ উভয় দিকে সমান সংখ্যক আমগাছ থাকলে, প্রত্যেক সারিতে গাছের সংখ্যা যুক্তিসহকারে উপস্থাপন করো। দৈর্ঘ্য ও প্রস্থে দুটি গাছের মধ্যে দূরত্ব ১০০ ফুট হলে, বাগানের ক্ষেত্রফল আনুমানিক কত হবে বলে তুমি মনে করো?
সমাধান:
ধরি,
a = দৈর্ঘ্য বরাবর আমগাছের সংখ্যা = প্রস্থ বরাবর আমগাছের সংখ্যা।
প্রশ্নমতে,
a×a = 1369
বা, a2 = 1369
বা, a = √1369 = 37
অর্থাৎ, আম বাগানটিতে দৈর্ঘ্য বরাবর যে সারিটি আছে সেখানে 37 টি আমগাছ আছে, একইভাবে প্রস্থ বরাবর সারিতেও 37 টি আমগাছ আছে।
এখন দৈর্ঘ্য বা প্রস্থ বরাবর যেহেতু 37 টি করে আমগাছ আছে সেহেতু বাগানটিতে মোট সারি আছে
= 1369/37 = 37 টি।
এখন,
শর্তমতে,
১ম গাছ থেকে ২য় গাছের দূরত্ব = 100 ফুট
∵ ১ম থেকে ৩য় গাছের দূরত্ব = 200 ফুট
∵ ১ম থেকে ৩৭তম গাছের দূরত্ব = 3600 ফুট
অর্থাৎ, বাগানের দৈর্ঘ্য = 3600 ফুট = বাগানের প্রস্থ।
∵ বাগানের ক্ষেত্রফল
= 3600×3600 বর্গ ফুট
= 12960000 বর্গ ফুট।
৩। ১ থেকে ১০০ পর্যন্ত সকল পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল ও পূর্ণঘন সংখ্যার ঘনমূল নির্ণয় করো।
সমাধান:১ থেকে ১০০ পর্যন্ত সকল পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল নির্ণয়ের জন্য নিচের সারণিটি তৈরি করিঃ
সংখ্যার বর্গের আকার —–ফলাফল
সংখ্যার বর্গের আকার | ফলাফল |
১২ | ১ |
২২ | ৪ |
৩২ | ৯ |
৪২ | ১৬ |
৫২ | ২৫ |
৬২ | ৩৬ |
৭২ | ৪৯ |
৮২ | ৬৪ |
৯২ | ৮১ |
১০২ | ১০০ |
∵ ১ থেকে ১০০ পর্যন্ত সকল পূর্ণবর্গ সংখ্যা হলোঃ ১,৪,৯,১৬,২৫,৩৬,৪৯,৬৪,৮১,১০০ যাদের বর্গমূল হলোঃ ১,২,৩,৪,৫,৬,৭,৮,৯,১০।
আবার,
১ থেকে ১০০ পর্যন্ত সকল পূর্ণঘন সংখ্যার ঘনমূল নির্ণয়ের জন্য নিচের সারণিটি তৈরি করিঃ
সংখ্যার ঘনের আকার——- ফলাফল
সংখ্যার ঘনের আকার | ফলাফল |
১৩ | ১ |
২৩ | ৮ |
৩৩ | ২৭ |
৪৩ | ৬৪ |
৫৩ | ১২৫ |
∵ ১ থেকে ১০০ পর্যন্ত সকল পূর্ণঘন সংখ্যা হলোঃ ১,৮,২৭,৬৪ যাদের ঘনমূল হলোঃ ১,২,৩,৪।
৪। একটি সংখ্যারেখায় P, Q, R, S, T, U, A এবং B বিন্দুগুলো এমনভাবে আছে যে, TR = RS = SU এবং AP = PQ = QB. এমতাবস্থায় P, Q, R এবং S মূলদ সংখ্যাসমূহের মান নির্ণয় করো।
সমাধান:
সংখ্যারেখায়, TU = -৩-(-২) = -৩+২ = -১
দেওয়া আছে,
TR = RS = SU
∵ TR = -১/৩
∵ TS = -২/৩
এখন, সংখ্যারেখায় T এর মান = -২
∵ সংখ্যারেখায় R এর মান = -২ -১/৩ = -৬-১/৩ = – ৭/৩
∵ সংখ্যারেখায় S এর মান = -২ -২/৩ = -৬-২/৩ = – ৮/৩
আবার,
সংখ্যারেখায়, AB = ২-১ = ১
দেওয়া আছে,
AP = PQ = QB
∵ AP = ১/৩
∵ AQ = ২/৩
এখন, সংখ্যারেখায় A এর মান = ১
∵ সংখ্যারেখায় P এর মান = ১ + ১/৩ = ৩+১/৩ = ৪/৩
∵ সংখ্যারেখায় Q এর মান = ১ + ২/৩ = ৩+২/৩ = ৫/৩
৫. নিচের সংখ্যাগুলো মূলদ নাকি অমূলদ যুক্তিসহ ব্যাখ্যা দাও।
৮.৯২৯২৯২…, ০.১০১০০১০০০১…, ৬৫৩৪.৭৮৯৭৮৯…, ২.১৮২৮১৮২৮, ০.১২২৩৩৩…
সমাধান:
(i) ৮.৯২৯২৯২……..
এটি একটি পৌনঃপুনিক দশমিক সংখ্যা।
অর্থাৎ একে p/q আকারে প্রকাশ করা যাবে যেখানে p ও q পূর্ণসংখ্যা এবং q≠0।
∵ এটি একটি মূলদ সংখ্যা।
(ii) ০.১০১০০১০০০১…
এটি পৌনঃপুনিক দশমিক সংখ্যা নয়।
অর্থাৎ একে p/q আকারে প্রকাশ করা যাবে না যেখানে p ও q পূর্ণসংখ্যা এবং q≠0।
∵ এটি একটি অমূলদ সংখ্যা।
(iii) ৬৫৩৪.৭৮৯৭৮৯…
এটি একটি পৌনঃপুনিক দশমিক সংখ্যা।
অর্থাৎ একে p/q আকারে প্রকাশ করা যাবে যেখানে p ও q পূর্ণসংখ্যা এবং q≠0।
∵ এটি একটি মূলদ সংখ্যা।
(iv) ২.১৮২৮১৮২৮
এটি একটি পৌনঃপুনিক দশমিক সংখ্যা।
অর্থাৎ একে p/q আকারে প্রকাশ করা যাবে যেখানে p ও q পূর্ণসংখ্যা এবং q≠0।
∵ এটি একটি মূলদ সংখ্যা।
(v) ০.১২২৩৩৩…
এটি একটি পৌনঃপুনিক দশমিক সংখ্যা।
অর্থাৎ একে p/q আকারে প্রকাশ করা যাবে যেখানে p ও q পূর্ণসংখ্যা এবং q≠0।
∵ এটি একটি মূলদ সংখ্যা।
৬। ২√২+৫√৮ এবং ৭√৮-৪√২ সংখ্যা দুটির যোগ, বিয়োগ, গুণ, ভাগ করে সংখ্যারেখায় উপস্থাপন করো।
সমাধান:
১ম সংখ্যা
= ২√২+৫√৮
= ২√২+৫√(২×২×২)
= ২√২+৫×২√২
= ২√২+১০√২
=১২√২
২য় সংখ্যা
৭√৮-৪√২
= ৭√(২×২×২)-৪√২
= ৭*২√২-৪√২
= ১৪√২-৪√২
= ১০√২
∵ ১ম ও ২য় সংখ্যার যোগঃ
১২√২+১০√২
= ২২√২
∵ ১ম ও ২য় সংখ্যার বিয়োগঃ
১২√২-১০√২
= ২√২
∵ ১ম ও ২য় সংখ্যার গুণঃ
১২√২×১০√২
= ১২×১০×√২×√২
= ১২×১০×২
= ২৪০
∵ ১ম ও ২য় সংখ্যার ভাগঃ
১২√২÷১০√২
= ১২÷১০
= ৬/৫
= ১.২
সংখ্যারেখায় উপস্থাপনঃ
পরে যুক্ত করা হবে; এই সমাধান পেতে আমাদেরকে লিখে জানাও-তাহলে আমরা দ্রুত এটার সমাধান নিয়ে আসব।
৭। সরল করোঃ
৩√(৩/৫) + ৩√৯/৫ – ৩√৮১
সমাধান:৩√(৩/৫) + ৩√৯/৫ – ৩√৮১
= ৩√(৩/৫) + ৩√৯/৫ – ৩.৩√৩
= ৫/৫.৩√(৩/৫) + ৩√৯/৫ + ৫/৫.(-৩.৩√৩)
= (৫.৩√(৩/৫) + ৩√৯ + ৫(-৩)৩√৩)/ ৫
= (-১৫.৩√৩+৫.৩√(৩/৫)+৩√৯)/ ৫
৮. নিশিত চাকমার দুইটি বর্গাকার সবজি বাগান আছে। একটির দৈর্ঘ্য ২√২ একক এবং অন্যটির ক্ষেত্রফল এটির ক্ষেত্রফলের দ্বিগুণ। তাহলে অন্য বাগানের দৈর্ঘ্য কত?
সমাধান:
নিশিত চাকমার একটি বাগানের প্রতি বাহুর দৈর্ঘ্য = ২√২ একক
∵ এই বাগানের ক্ষেত্রফল
= (২√২×২√২) বর্গ একক
= ২×২×√২×√২ বর্গ একক
= ৪×২ বর্গ একক
= ৮ বর্গ একক
শর্তমতে, অন্য বাগানের ক্ষেত্রফল = ২×৮ বর্গ একক = ১৬ বর্গ একক
∵ অন্য বাগানের দৈর্ঘ্য = √১৬ একক = ৪ একক।
পড়ুনঃ
- English | Unseen Passage for Class 8 with Answers 31-35 | PDF
- English | Unseen Passage for Class 8 with Answers 36-40 | PDF
- English | Unseen Passage for Class 8 with Answers 41-45 | PDF
- English | Unseen Passage for Class 8 with Answers 46-50 | PDF
- Class 8 | English | Most Important Letter Writing 21-28 | PDF
৯. তোমার দুইটি ঘনক আকৃতির বক্স আছে। একটির আয়তন ১৬ ঘনফুট এবং অন্যটির আয়তন ১১ ঘনফুট। প্রতিটি বক্সের প্রতি বাহুর দৈর্ঘ্য কত? যদি উক্ত বক্স দুটি ভেঙ্গে তাদের আয়তনের যোগফলের সমান আয়তনের একটি ঘনক আকৃতির বক্স বানানো হয় তবে সেটির প্রতি বাহুর দৈর্ঘ্য কত হবে?
সমাধান:আমার ১ম ঘনক আকৃতির বক্স এর আয়তন = ১৬ ঘনফুট
∵ ১ম বক্সের প্রতি বাহুর দৈর্ঘ্য = ৩√১৬ ফুট = ৩√(২×২×২) ফুট = ২ ফুট।
আবার,
আমার ২য় ঘনক আকৃতির বক্স এর আয়তন = ১১ ঘনফুট
∵ ২য় বক্সের প্রতি বাহুর দৈর্ঘ্য = ৩√১১ ফুট
এখন, ১ম ও ২য় বক্সের আয়তনের যোগফল = (১৬+১১) ঘনফুট = ২৭ ঘনফুট
অর্থাৎ, দুইটি বক্স ভেঙ্গে যে নতুন বক্স বানানো হয় তার আয়ুতন = ২৭ ঘনফুট
∵ নতুন বক্সের প্রতি বাহুর দৈর্ঘ্য = ৩√২৭ ফুট = ৩√(৩×৩×৩) ফুট = ৩ ফুট।
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।