৮ম শ্রেণির বাংলা || সেশন ৫ গল্প হতে সাধু ভাষার বাক্যকে প্রমিত বাক্যে রূপান্তর প্রশ্ন ও উত্তর 2024 | সমাধান : অষ্টম শ্রেণীর বাংলা ১ম পত্রের ২য় অধ্যায়টি হতে গুরুত্বপূর্ণ সব সমাধানগুলো গুলো আমাদের এই পোস্টে পাবেন। অতএব সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়তে থাকুন।
সেশন ৫ গল্প হতে সাধু ভাষার বাক্যকে প্রমিত বাক্যে রূপান্তর, প্রমিত উচ্চারণ অনুশীলনের জন্য বিষয় নির্ধারণ ও স্ক্রিপট প্রস্তুতি।
কাজ- ২.৩.২] সাধুরীতির বাক্যকে প্রমিত বাক্যে রূপান্তর : ‘রেলের পথ’ গল্প থেকে সাধুরীতির কয়েকটি বাক্য নিচের ছকে লেখো এবং একই সঙ্গে বাক্যগুলোকে প্রমিত গদ্যরীতিতে রূপান্তর করো। কাজ শেষে সহপাঠীদের সঙ্গে আলোচনা করো এবং প্রয়োজনে সংশোধন করে নাও।
একটি নমুনা-উত্তর করে দেওয়া হলো।
সাধুরীতির বাক্য | প্রমিত রূপ |
১. দিন গনিতে গনিতে অবশেষে যাইবার দিন আসিয়া গেল । | ১. দিন গুনতে গুনতে অবশেষে যাওয়ার দিন এসে গেল। |
৮ম শ্রেণির বাংলা || সেশন ৫ গল্প হতে সাধু ভাষার বাক্যকে প্রমিত বাক্যে রূপান্তর
আরো দেখুন
বরিশাল ইতিহাস ঐতিহ্য
বরিশাল ইতিহাস ঐতিহ্য ।। বরিশাল বাংলাদেশের একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী অঞ্চল। এর ইতিহাস ও সংস্কৃতি দীর্ঘ এবং সমৃদ্ধ। বরিশালকে বলা...
ফ্রী শিক্ষামূলক ভিডিও মেকার,শিক্ষামূলক ভিডিও কিভাবে করা যায়
ফ্রী শিক্ষামূলক ভিডিও মেকার,শিক্ষামূলক ভিডিও কিভাবে করা যায়।। শিক্ষামূলক ভিডিও তৈরি করতে কিছু ধাপ অনুসরণ করা প্রয়োজন। এখানে কিছু ধাপ...
দাঁত ও দাঁতের মাড়ি সুস্থ রাখতে চাইলে যেসব কাজ গুলো করা জরুরী
প্রতিটি মানুষের সকল মন্ত্রের মূল চাবিকাঠী স্বাস্থ্য! স্বাস্থ্য ভালো থাকলে মন ভালো থাকে, কাজের অগ্রগতিও ভাড়ে, স্বাস্থ্য ভালো আপনার সব...
শান্তিগঞ্জের বগুলারকাড়া গ্রামের স্কুল মাঠে কাবাডি খেলা
শান্তিগঞ্জের বগুলারকাড়া গ্রামের স্কুল মাঠে কাবাডি খেলা।। সুনামগঞ্জ প্রতিনিধি।। গ্রামবাংলার প্রাচীনতম ঐতিহ্য বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি(হা ডু ডু) খেলার ঐতিহ্য...
নমুনা উত্তর
সাধুরীতির বাক্য | প্রমিত রূপ |
১. দিন গনিতে গনিতে অবশেষে যাইবার দিন আসিয়া গেল । | ১. দিন গুনতে গুনতে অবশেষে যাওয়ার দিন এসে গেল। |
২. সেদিন তাদের রাঙ্গী-গাইয়ের বাছুর হারাইয়াছিল। | ২.সেদিন তাদের লাল রঙের গাভির বাছুর হারিয়েছিল। |
৩. লোভও হইতেছিল, ভয়ও হইতেছিল। | ৩.লোভও হচ্ছিল, ভয়ও হচ্ছিল। |
৪. দুইজনে চারিদিকে চাহিয়া দেখিল। | ৪.দুজনে চারদিকে চেয়ে দেখল । |
৫. পরে যাহা হইল, তাহা সুবিধাজনক নয় । | ৫.পরে যা হলো, তা সুবিধাজনক না । |
৬. তাহারা বহু কষ্টে আবার পাকা রাস্তায় উঠিয়া আসিল | ৬.তারা অনেক কষ্টে আবার পাকা রাস্তায় উঠে এলো । |
৭. বাড়ি আসিয়া তাহার দিদি ঝুড়ি ঝুড়ি মিথ্যা কথা বলিয়া নিজের ও তাহার পিঠ বাঁচাইল | ৭. বাড়ি এসে তার দিদি ঝুড়ি ঝুড়ি/অনেক মিথ্যা কথা বলে নিজের ও তার পিঠ বাঁচাল । |
৮. সে বিস্ময়ের সহিত চাহিয়া দেখিল। | ৮. সে বিস্ময়ের সঙ্গে চেয়ে দেখল। |
৯. তাহার বাবা বলিল- ঐ দেখ খোকা রেলের রাস্তা। | ৯.তার বাবা বলল- ওই দেখ খোকা রেলের রাস্তা/রেলপথ । |
১০. অপু একদৌড়ে ফটক পার হইয়া রাস্তার উপর আসিয়া উঠিল | ১০. অপু এক দৌড়ে দরজা পার হয়ে রাস্তার ওপর এসে উঠল । |
কাজের পারদর্শিতার মাত্রা নির্ণয়
শিখনযোগ্যতা | পারদর্শিতা সূচক | পারদর্শিতার মাত্রা | ||
D | O | Δ | ||
১.৮.২ ব্যক্তিক, সামাজিক, রাষ্ট্রীয় পরিসরে যথাযথভাবে প্রমিত বাংলায় কথা বলতে/প্রকাশ করতে পারা | ১.৮.২.১ ব্যক্তিক ও সামাজিক পরিসরে প্রমিত বাংলায় কথা বলতে/প্রকাশ করতে পারছে |
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।