৫ম শ্রেণীর গণিত সমাধান | অধ্যায় ৯ | শতকরা | PDF: পঞ্চম শ্রেণির প্রাথমিক গনিত বিষয়টির ৯ম অধ্যায়টি হতে বেশ কিছু গুরুত্বপূর্ণ শতকরা সম্পর্কিত সকল প্রশ্ন উত্তর গুলো আমাদের এই পোস্টে আলোচনা করা হয়েছে। অতএব সম্পূর্ণ পোস্টটি মনযোগ সহকারে পড়ুন।
অধ্যায়: ০৯ (শতকরা)
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
০১। ৭১০ কে শতকরায় প্রকাশ করলে কত হবে?
ক. ৭% খ. ১০% গ. ১৭% ঘ. ৭০%
০২। একটি কলম ২০০ টাকায় কিনে ২২০ টাকায় বিক্রয় করা হলো। এতে শতকরা কত লাভ হলো?
ক. ৫% খ. ১০% গ. ১৫% ঘ. ২০%
০৩। ৩৪ কে শতকরায় প্রকাশ করলে কত হবে?
ক) ২৫% খ. ৪% গ. ১০০% ঘ. ৭৫%
০৪। ৬% কে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করলে নিচের কোনটি হবে?
ক. ১৫০ খ. ৩৫০ গ. ৭৫০ ঘ. ১১৫০
০৫। ৪০ কেজির ২০% = কত কেজি?
ক. ৪ খ. ৮ গ. ১২ ঘ. ১৬
০৬। ৩৫ কে শতকরায় প্রকাশ করলে কোনটি হয়?
ক. ৫০% খ. ৬০% গ. ৭০% ঘ. ৮০%
০৭। ৬০ টাকার ২৫% = কত টাকা?
ক. ১০ খ. ১৫ গ. ২০ ঘ. ২৫
০৮। কোনো পরীক্ষায় ৪০ জন ছাত্রের মধ্যে ৪ জন ফেল করেছে। শতকরা কতজন ছাত্র ঐ পরীক্ষায় পাশ করেছে?
ক. ৭০% খ. ৮০% গ. ৯০% ঘ. ১০০%
০৯। শূন্যস্থানে কোনটি বসবে? ৮০ লিটারের ২৫% হলো লিটার।
ক. ২০ খ. ২৫ গ. ৩০ ঘ. ৩৫
৯। কোনটি ০.৪ এর শতকরায় প্রকাশ?
ক. ৩০% খ. ৪০% গ. ৫০% ঘ. ৬০%
১০। ৮০% কে ভগ্নাংশে প্রকাশ করলে নিচের কোনটি হয়?
ক. ২৫ খ. ৪৫ গ. ৮৯ ঘ. ৮১১
১১। ১২৫% কে দশমিকে প্রকাশিত রূপ কোনটি?
ক. ০.৭৫ খ. ১.২৫ গ. ৫৪ ঘ. ৪৫
১২। শফিক. পরীক্ষায় ৫০ এর ভেতর ৪২ নম্বর পেয়েছে। সে শতকরা কত নম্বর পেয়েছে?
ক. ৮০ খ. ৮২ গ. ৮৪ ঘ. ৯০
১৩। দিপালী গণিত পরীক্ষায় ৫৬% নম্বর পেয়েছে। সে আরও ৮ নম্বর বেশি পেলে ৬০% নম্বর পেত। গণিত পরীক্ষার মোট নম্বর কত?
ক. ৫০ খ. ১০০ গ. ১৫০ ঘ. ২০০
১৪। জান্নাত ৫০ নম্বরের মধ্যে ৩২ নম্বর পেয়েছে। সে শতকরা কত নম্বর পেয়েছে?
ক. ৩২ খ. ৪২ গ. ৬৪ ঘ. ৮৪
১৫। রবিউল ৩৫ নম্বর পাওয়ায় তার শতকরা নম্বর হয় ৭০%। আরও ১০ নম্বর বেশি পেলে তার শতকরা নম্বর কত হত?
ক. ৬০ খ. ৭০ গ. ৮০ ঘ. ৯০
১৬। কাজল ৫% বার্ষিক. মুনাফায় ৫০০০ টাকা ঋণ নিলে কাজলকে প্রতি বছর কত টাকা মুনাফা দিতে হবে?
ক. ১৫০ টাকা খ. ২০০ টাকা গ. ২৫০ টাকা ঘ. ৩০০ টাকা
১৭। রাকিব একটি ব্যাংক. থেকে ২৫০০ টাকা ঋণ নিয়ে এক. বছর পর ১২৫ টাকা মুনাফা দিল। বার্ষিক. মুনাফার হার কত ছিল?
ক. ৫% খ. ৬% গ. ১০% ঘ. ১২%
১৮। দিলরুবা কোনো ব্যাংক. থেকে বার্ষিক. ৬% মুনাফায় কিছু টাকা ঋণ নিয়ে এক. বছর পর ৩০০ টাকা মুনাফা দিল। আসল কত টাকা ছিল?
ক. ৪০০০ খ. ৪৫০০ গ. ৫০০০ ঘ. ৬০০০
১৯। সাইফ ব্যাংক. থেকে ৫ বছরের জন্য ৫০০০ টাকা ঋণ নিলেন। বার্ষিক. মুনাফার হার ৫%। ৫ বছর পর তাকে কত টাকা মুনাফা দিতে হবে?
ক. ২৫০ খ. ১২৫০ গ. ২৫০০ ঘ. ২৭০০
২০। একটি দ্রব্য ক্রয়মূল্য অপেক্ষা ১২ টাকা কমে বিক্রয় করায় ৪% ক্ষতি হলো। ক্রয়মূল্য কত টাকা?
ক. ২০০ খ. ২৫০ গ. ৩০০ ঘ. ৩৫০
২১। একজন ফল বিক্রেতা কিছু ফল ক্রয়মূল্য অপেক্ষা ২৪% কমে ৪৭৫ টাকায় বিক্রয় করল। ফলগুলোর ক্রয়মূল্য কত টাকা ছিল?
ক. ৪৫১ খ. ৫৫১ গ. ৫৮১ ঘ. ৬২৫
২২। ৭ টাকা ২৮ টাকার শতকরা কত?
ক. ২ % খ. ৪% গ. ২৫% ঘ. ৪০%
২৩। ৩০০ টাকার ৫% = কত?
ক. ১০ টাকা খ. ১৫ টাকা গ. ২০ টাকা ঘ. ২৫ টাকা
২৪। ১৮১৫ এর শতকরা প্রকাশ কোনটি?
ক. ১১০% খ. ১১২% গ. ১২০% ঘ. ১৩০%
২৫। ০.০৯ এর শতকরায় প্রকাশ নিচের কোনটি?
ক. ৯% খ. .৯% গ. .০৯% ঘ. ৯০%
২৬। মিজান গণিত পরীক্ষায় ১০০ নম্বরের মধ্যে ৯৫ নম্বর পেয়েছে। সে শতকরা কত নম্বর পেয়েছে?
ক. ৮০ খ. ৮৫ গ. ৯৫ ঘ. ৭৫
২৭। একটি জিনিস ১০০ টাকায় ক্রয় করে ৯৫ টাকায় বিক্রি করা হলে এতে শতকরা কত লাভ বা ক্ষতি হলো?
ক. ৫% ক্ষতি খ. ৫% লাভ গ. ১৫% লাভ ঘ. ১৫% ক্ষতি
২৮। ঢাকা শহরের একজন সরকারী কর্মকর্তা ৪০% বাড়িভাড়া পান। তিনি মূল বেতনের কত অংশ বাড়িভাড়া পান?
ক. ২৫ খ. ৫২ গ. ৩১০ ঘ. ১০৪
২৯। ৩৫০ টাকার ৭০% কত টাকা?
ক. ২৪০ খ. ২৫০ গ. ৩২৫ ঘ. ২৪৫
৩০। একটি কলম ৪০ টাকায় ক্রয় করে ৪৮ টাকায় বিক্রয় করা হলো শতকরা কত লাভ হবে?
ক. ২০% খ. ১৮% গ. ১২% ঘ. ২৫%
৩১। শতকরা একটি ভগ্নাংশ, যার
ক. লব ১০ খ. হর ১০ গ. লব ১০০ ঘ. হর ১০০
৩২। কোনটি সঠিক?
ক. বার্ষিক. মুনাফা = আসল + মুনাফার হার১০০ খ. বার্ষিক. মুনাফা = আসল মুনাফার হার১০০
গ. বার্ষিক. মুনাফা = আসল মুনাফার হার ১০০ ঘ. মুনাফার হার = আসল মুনাফার হার১০০
৩৩। শতকরা শব্দটিকে কোন চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়?
ক. % খ. ঃ গ. ঘ.
সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
০১। এক. কেজি আম ১০০ টাকায় ক্রয় করে ৯৫ টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?
উত্তর : শতকরা ৫ টাকা ক্ষতি হবে।
০২। ১০০ টাকায় ১ বছরের যে মুনাফা হয় তাকে কী বলে?
উত্তর : শতকরা মুনাফার হার।
০৩। ৪ টাকার ৭৫% = কত টাকা?
উত্তর : ৩ টাকা।
০৪। ৩৫% কে সাধারণ ভগ্নাংশে প্রকাশ কর।
উত্তর : ৭২০।
০৫। ৩৫ কে শতকরায় প্রকাশ কর।
উত্তর : ৬০%।
০৬। ৩৪ কে শতকরায় প্রকাশ কর।
উত্তর : ৭৫%।
০৭। একটি বইয়ের ক্রয়মূল্য ১০০ টাকা এবং বিক্রয়মূল্য ১২০ টাকা। শতকরা কত লাভ হলো?
উত্তর : ২০%।
০৮। ৬০ টাকার ২৫% = কত?
উত্তর : ১৫ টাকা।
০৯। ৮৯ কে শতকরা প্রকাশ কর।
উত্তর : ৮৮.৮৯%।
১০। একজন বিক্রেতা একটি চেয়ার ক্রয়মূল্যের চাইতে ৫% কমে ৭৬০০ টাকায় বিক্রয় করল। চেয়ারটির ক্রয়মূল্য কত?
উত্তর : ৮০০০ টাকা।
১১। কোনো পণ্য ১৬৫০ টাকা ক্রয় করে ১৪৫০ টাকায় বিক্রয় করলে শতকরা কত টাকা লাভ বা ক্ষতি হলো?
উত্তর : ১২.১২% ক্ষতি হলো।
১২। দীপন ব্যাংক. থেকে বার্ষিক. ৮% মুনাফায় ৬০০০ টাকা ঋণ নিলেন। ১০ বছর পর তাকে মোট কত টাকা পরিশোধ করতে হবে?
উত্তর : ১০৮০০ টাকা।
১৩। আবদুল মালেক. বার্ষিক. ৪% মুনাফায় ১২০০০ টাকা ঋণ করলেন। ৩ বছর পর তাকে কত টাকা মুনাফা পরিশোধ করতে হবে?
উত্তর : ১৪৪০ টাকা।
১৪। সাব্বির কোনো ব্যাংক. থেকে ১০% বার্ষিক. মুনাফায় কিছু টাকা ঋণ নিয়ে এক. বছর পর ১৫০০ টাকা মুনাফা দিল। সে কত টাকা ঋণ নিয়েছিল?
উত্তর : ১৫০০০ টাকা।
১৫। কোনো ব্যাংক. থেকে বার্ষিক. ৬% মুনাফায় কিছু টাকা ঋণ নিয়ে দুই বছর পর ১২০০ টাকা মুনাফা দেওয়া হলো। আসল কত টাকা ছিল?
উত্তর : ১০০০০ টাকা।
১৬। রাশিদুল ১৫০০০ টাকা ধার নিয়ে এক. বছর পর ১৫৯০০ টাকা ফেরত দিল। বার্ষিক. মুনাফার হার কত ছিল?
উত্তর : ৬%
১৭। সাত্তার সাহেব একটি ব্যাংক. থেকে ৬% বার্ষিক. মুনাফায় ২০০০০ টাকা ঋণ নিলেন। এক. বছর পর তাকে কত টাকা মুনাফা দিতে হবে?
উত্তর : ১২০০ টাকা।
১৮। ঝিকরগাছা থানায় মোট জনসংখ্যা ১২০০০ জন। তার মধ্যে শতকরা ৮৫% লোক. শিক্ষিত। শিক্ষিত লোকের সংখ্যা নির্ণয় কর।
উত্তর : ১০২০০ জন।
১৯। কোনো পরীক্ষায় ৯২% শিক্ষার্থী এ প্লাস পেয়েছে। ১২৪২ জন এ প্লাস পেলে মোট শিক্ষার্থীর সংখ্যা কত?
উত্তর : ১৩৫০ জন।
২০। ৭% হারে ৩০০ টাকার ৪ বছরের মুনাফা কত?
উত্তর : ৮৪ টাকা।
২১। কিছু কলম ৫০ টাকায় ক্রয় করে ৪৬ টাকায় বিক্রয় করলে শতকরা কত ক্ষতি হবে?
উত্তর : ৮ টাকা।
২২। কিছু ডিম ৫০ টাকায় ক্রয় করে ৫৫ টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
উত্তর : ১০ টাকা।
২৩। ক্রয়মূল্য অপেক্ষা বিক্রয়মূল্য বেশি হলে কী হয়?
উত্তর : লাভ হয়।
২৪। লাভ ও ক্ষতি কিসের উপর হিসাব করা হয়?
উত্তর : লাভ ও ক্ষতি ক্রয়মূল্যের উপর হিসাব করা হয়।
২৫। আসল নির্ণয়ের সূত্রটি লেখ।
উত্তর : আসল = মুনাফা ১০০মুনাফার হার সময়
২৬। শতকরা কী?
উত্তর : শতকরা একটি ভগ্নাংশ, প্রতিক্ষেত্রে যার হর ১০০।
২৭। শতকরা মুনাফার হার বলতে কী বোঝ?
উত্তর : ১০০ টাকার ওপর ১ বছরের মুনাফা।
২৮। মুনাফা কী?
উত্তর : আসল টাকার অতিরিক্ত যে টাকা ব্যাংক. প্রদান করে তা হচ্ছে ব্যাংক. প্রদত্ত মুনাফা।
২৯। মুনাফা নির্ণয়ের সূত্রটি লেখ।
উত্তর : আসল হার সময়১০০
৩০। লাভ বা ক্ষতি কিসের ওপর নির্ভর করে?
উত্তর : ক্রয়মূল্যের ওপর
৩১। বার্ষিক. ৭% মুনাফা অর্থ কী?
উত্তর : ১০০ টাকার ১ বছরের মুনাফা ৭ টাকা।
৩২। ৫% ক্ষতি কথাটির অর্থ কী?
উত্তর : ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য ৯৫ টাকা।
আরো পড়তে পারেনঃ
পঞ্চম শ্রেণি | বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ১ | সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
পঞ্চম শ্রেণি | বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ২ | সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
পঞ্চম শ্রেণি | বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ৩ | সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
পঞ্চম শ্রেণি | বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ৫ | সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
কাঠামোবদ্ধ প্রশ্ন ও উত্তর
১. শ্রেণি মোট ছাত্র ছাত্রী
৪র্থ ৬০ ৪০ ২০
৫ম ৫০ ৩০ ২০
(ক) ৪র্থ শ্রেণির ছাত্র সংখ্যা মোট সংখ্যার শতকরা কত? ২
(খ) ৪র্থ শ্রেণির ছাত্রী সংখ্যা মোট সংখ্যার শতকরা কত? ২
(গ) ৫ম শ্রেণি ছাত্র সংখ্যা মোট সংখ্যার শতকরা কত? ২
(ঘ) ৫ম শ্রেণি ছাত্রী সংখ্যা মোট সংখ্যার শতকরা কত? ২
২. একটি বিদ্যালয়ের ৬০ জন শিক্ষার্থীর ১৫% ছাত্রী।
(ক) বিদ্যালয়ে মোট ছাত্রী সংখ্যা কত? ২
(খ) যদি শিক্ষার্থী ৪০ জন হবে তবে মোট ছাত্রী সংখ্যা কত হবে? ২
(গ) যদি প্রদত্ত শিক্ষার্থীর ২০% ছাত্রী হয় এক্ষেত্রে ছাত্রী সংখ্যা কত? ২
(ঘ) ২৫% ছাত্রী হলে মোট ছাত্রী সংখ্যা কত জন? ২
৩. রায়হান সাহেব একটি ব্যাংক. থেকে ৫% বার্ষিক. মুনাফায় ২০০০ টাকা ঋণ নিল।
(ক) প্রতি বছর তাকে কত টাকা মুনাফা দিতে হবে?
(খ) যদি ৬% মুনাফায় প্রদত্ত ঋণে প্রতি বছর কত টাকা মুনাফা দিতে হবে?
(গ) যদি ৪% মুনাফায় প্রদত্ত ঋণের পরিমাণ ঋণ নিত তবে প্রতি বছর কত টাকা কম মুনাফা দিতে হতো?
(ঘ) ৮% মুনাফায় তাকে প্রতিবছর কত টাকা মুনাফা দিতে হবে?
৪. কোনো ব্যাংক. থেকে বার্ষিক. ৮% মুনাফায় কিছু টাকা ঋণ নিয়ে, এক. বছর পর ৪০০ টাকা মুনাফা দেওয়া হলেÑ
(ক) আসল কত ছিল?
(খ) এক. বছর পর মুনাফা ১০০ বেশি হলে আসল কত হতো?
(গ) আসল কত হলে এক. বছর পর মুনাফা ২০০ টাকা বেশি হতো?
(ঘ) যদি এক. বছর পর মুনাফা ১০০ টাকা কম দেয় তবে আসল কত হবে?
৫. জাবের সাহেব কোনো ব্যাংক. থেকে বার্ষিক. ৮% মুনাফায় কিছু টাকা ঋণ নিয়ে, এক. বছর পর ১২৯৬ টাকা দিলে-
(ক) আসল কত ছিল? ২
(খ) এক. বছর পর ১১৮৮ টাকা দিলে আসল কত হবে? ২
(গ) আসল কত হবে যদি এক. বছর পর ১৬২০ টাকা পরিশোধ করে? ২
(ঘ) যদি এক. বছর পর ২১৬০ টাকা পরিশোধ করে তবে আসল কত হবে? ২
৬. আবির হোসেন একটি ব্যাংক. থেকে ৪৫০০ টাকা ঋণ নিলেন। বার্ষিক. ৮% মুনাফা আসলের উপর ধার্য করা হলো।
(ক) ৩ বছর পর তাকে মোট কত টাকা পরিশোধ করতে হবে? ২
(খ) ৫ বছর তাকে মোট কত টাকা পরিশোধ করতে হবে? ২
(গ) ১০ বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে? ২
(ঘ) কত বছর পর মোট মুনাফার পরিমাণ ২৫২০ টাকা হবে? ২
৭. একটি দোকানে ২৫০০ টাকার পণ্য ১০% কমে বিক্রয় করা হলো।
(ক) পণ্যটির বিক্রয়মূল্য কত? ২
(খ) ১৫% ক্ষতিতে বিক্রয় করলে বিক্রয়মূল্য কত হতো? ২
(গ) ২০% ক্ষতিতে বিক্রয় করলে বিক্রয়মূল্য কত হতো? ২
(ঘ) ২৫% লাভে বিক্রয় করলে বিক্রয়মূল্য কত হবে? ২
৮. একজন বিক্রেতা কৃষকের কাজ থেকে এক. ঝুড়ি সবজি কিনে ১০% লাভে ৬৬০০ টাকায় বিক্রয় করলেন।
(ক) সবজির ক্রয়মূল্য কত ছিল? ২
(খ) ২০% লাভে প্রদত্ত টাকায় বিক্রয় করলে ক্রয়মূল্য কত হবে? ২
(গ) ক্রয়মূল্য কত হলে ৩০% লাভে প্রদত্ত বিক্রয়মূল্য পাওয়া যাবে? ২
(ঘ) ৪০% লাভে প্রদত্ত বিক্রয়মূল্যের ক্রয়মূল্য কত হবে? ২
৯. একটি কলম ৬০ টাকায় ক্রয় করে ৫৪ টাকায় বিক্রয় করা হলো।
(ক) কত টাকা লাভ বা ক্ষতি হলো? ২
(খ) ১ টাকায় কত লাভ বা ক্ষতি হলো? ২
(গ) শতকরা কত লাভ বা ক্ষতি হলো? ২
(ঘ) কলমটির ক্রয়মূল্যের ১৫% কত টাকা? ২
১০. ৪৮ টাকা ডজন দরে কলা ক্রয় করে ৫০% লাভে বিক্রি করা হল।
(ক) ১ হালি কলার ক্রয় মূল্য কত? ২
(খ) এক. কুড়ি কলার বিক্রয়মূল্য কত? ৩
(গ) ১ কুড়ি কলা ১২০ টাকায় বিক্রি করলে ২০% লাভ হয়। তাহলে ১ কুড়ি কলার ক্রয়মূল্য কত? ৩
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।