৫ম শ্রেণীর গণিত সমাধান | অধ্যায় ৩ | চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যাবলি: পঞ্চম শ্রেণির প্রাথমিক গনিত বিষয়টির ৩য় অধ্যায়টি হতে বেশ কিছু গুরুত্বপূর্ণ চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যাবলি সম্পর্কিত সকল প্রশ্ন উত্তর গুলো আমাদের এই পোস্টে আলোচনা করা হয়েছে। অতএব সম্পূর্ণ পোস্টটি মনযোগ সহকারে পড়ুন।
অধ্যায়: ০৩ (চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যাবলি)
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
০১। একজন শ্রমিক. সপ্তাহে ১৫৪০ টাকা আয় করেন। ১০ দিনে তিনি কত টাকা আয় করবেন?
ক. ২২০০ খ. ২১০০ গ. ২০২০ ঘ. ২০০০
০২। একটি ঝুড়িতে ১৬৮টি আম আছে। এরূপ ১৫টি ঝুড়িতে কতটি আম আছে?
ক. ৫২২০ খ. ২৫২০ গ. ২২৫০ ঘ. ২০৫০
০৩। হামিদা বেগম প্রতি মাসে বাড়িভাড়া দেন ৩৫০০ টাকা। তিনি বছরে কত টাকা বাড়িভাড়া দেন?
ক. ৪২০ টাকা খ. ৪২০০ টাকা গ. ২৪০০০ টাকা ঘ. ৪২০০০ টাকা
০৪। দুইটি সংখ্যার গুণফল ৮। একটি সংখ্যা ২ হলে, অপরটি কত?
ক. ৪ খ. ৬ গ. ১৬ ঘ. ১০
০৫। ৬ ডজন ডিমের দাম ৪৩২ টাকা হলে, ১টি ডিমের দাম কত?
ক. ৬ টাকা খ. ৮ টাকা গ. ৯ টাকা ঘ. ১০ টাকা
০৬। ১০টি পেয়ারার দাম ১০০ টাকা হলে, ৬টি পেয়ারার দাম কত?
ক. ১০ টাকা খ. ৩০ টাকা গ. ৬০ টাকা ঘ. ১০০ টাকা
০৭। ১২ টাকায় ৬টি লিচু পাওয়া গেলে, ৪ টাকায় কয়টি লেবু পাওয়া যাবে?
ক. ৫টি খ. ৪টি গ. ৩টি ঘ. ২টি
০৮। ৫টি আমের দাম ৩৫ টাকা হলে, ১টির দাম কত?
ক. ৩ টাকা খ. ৭ টাকা গ. ১৫ টাকা ঘ. ১৭৫ টাকা
০৯। ৩টি খাতার দাম ২৪ টাকা হলে, ৫টি খাতার দাম কত?
ক. ৩০ টাকা খ. ৩৫ টাকা গ. ৪০ টাকা ঘ. ৪৫ টাকা
১০। দুইটি সংখ্যার যোগফল ৮৭২৩, এদের মধ্যে বৃহত্তম সংখ্যাটি ৬১৯৮ হলে, ক্ষুদ্রতম সংখ্যাটি কত?
ক. ২৬২৫ খ. ২৫২৫ গ. ২৭২৫ ঘ. ২১২৫
১১। পিতা ও কন্যার বয়সের সমষ্টি ৮০ বছর। কন্যার বয়স ১৬ বছর হলে, পিতার বয়স কত?
ক. ৬৪ খ. ৬০ গ. ৫৪ ঘ. ৫০
১২। ৯৮ ২৯ – ৯৮৫৮ = ৮৮৮৭১; ফাঁকা ঘরে কোনটি হবে?
ক. ১২ খ. ১৭ গ. ২ ঘ. ৭
১৩। ২৪৮৩১ – ৫৮৩ = ১৮২৪ ; ফাঁকা ঘর দুইটিতে কোন কোন অঙ্ক. বসবে?
ক. ৬, ৪ খ. ৮, ৬ গ. ৫, ৮ ঘ. ৬, ৮
১৪। ৫টি আমের মূল্য ৭০ টাকা হলে, ১টি আমের মূল্য কত টাকা?
ক. ১৫ খ. ১৬ গ. ১৪ ঘ. ১৭
১৫। ৮টি খাতার দাম ১২৮ টাকা হলে, ২৩০৪ টাকায় কয়টি খাতা পাওয়া যাবে?
ক. ১৪০ খ. ১৫৪ গ. ১৫০ ঘ. ১৪৪
১৬। ৬ জন লোক. ২১ দিনে কোনো একটি কাজ সম্পন্ন করতে পারে। ৭ দিনে সম্পন্ন করতে চাইলে অতিরিক্ত আর কতজন লাগবে?
ক. ৬ জন খ. ১২ জন গ. ১৮ জন ঘ. ২৬ জন
১৭। ৩টি ঝুড়িতে রয়েছে ৪৮টি আপেল। ১টি ঝুড়িতে কয়টি রয়েছে?
ক. ১৫টি খ. ১৬টি গ. ১৪টি ঘ. ১৩টি
১৮। ৩৬ জন লোকের যে খাদ্যে ২৫ দিন চলে, ৪৫ জন লোকের ঐ খাদ্য কত দিন চলবে?
ক. ১৫ দিন খ. ১৮ দিন গ. ১৯ দিন ঘ. ২০ দিন
১৯। রহমত আলী প্রতি মাসে ১৪০০ টাকা জমা করেন। বছর শেষে তার সঞ্চয় কত টাকা হবে?
ক. ১৬৮০০ খ. ১৬৪০০ গ. ১৫৮০০ ঘ. ১৫৪০০
২০। জুলাই মাসে কোনো শ্রমিক. ৬০৪৫ টাকা আয় করলে, তার সাপ্তাহিক. আয়ের পরিমাণ কত টাকা?
ক. ১৪৬৫ খ. ১২৬৫ গ. ১৩৬৫ ঘ. ১৫৬৫
২১। ২০ জন লোক. কোনো কাজ ১৫ দিনে করে। ১৫ জন লোক. ঐ কাজ কত দিনে করতে পারবে?
ক. ১৫ খ. ২২ গ. ১৭ ঘ. ২০
২২। ১০০টি লিচুর দাম ৩০০ টাকা হলে, ২৫টি লিচুর দাম কত?
ক. ৭০ টাকা খ. ৭৫ টাকা গ. ৮০ টাকা ঘ. ৮৫ টাকা
২৩। ৭টি চেয়ার ও ৩টি টেবিলের মূল্য একত্রে ৮৬৭০ টাকা। একটি টেবিলের মূল্য ৯৬৫ টাকা হলে, একটি চেয়ারের মূল্য কত টাকা?
ক. ৮২৫ খ. ৯২৫ গ. ৮৭৫ ঘ. ৯৭৫
২৪। জুলাই মাসে কোনো শ্রমিক. ৬২০০ টাকা আয় করলে, তার দশদিনের আয়ের পরিমাণ কত টাকা?
ক. ১৮০০ খ. ১৯০০ গ. ১৯৫০ ঘ. ২০০০
২৫। পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৭৫ বছর। পিতার বয়স পুত্রের বয়সের ৪ গুণ হলে, পিতার বয়স কত?
ক. ৬০ বছর খ. ৫০ বছর গ. ৫৫ বছর ঘ. ৪৫ বছর
২৬। মমিন ও আমিনের মাসিক. বেতন একত্রে ৮৭৮৫ টাকা। মমিনের বেতন আমিনের অপেক্ষা ৩৫৭ টাকা বেশি হলে আমিনের বেতন কত টাকা?
ক. ৪৩১৪ খ. ৪২২৪ গ. ৪২১৪ ঘ. ৪৩২৪
২৭। ১৬ ডজন আমের মূল্য ৪২২৪ টাকা হলে, ১১টি আমের দাম কত টাকা?
ক. ২৪২ খ. ২৪১ গ. ২৪৩ ঘ. ২৪৭
২৮। ৪৫ ভাগ ৫ * ৮ -৭১ = কত?
ক. ০ খ. ১ গ. ২ ঘ. ৩
২৯। ৯ ডজন পেন্সিলের দাম ১৬২০ টাকা। ঐরূপ ৫টি পেন্সিলের দাম কত?
ক. ১৫ টাকা খ. ৮০ টাকা গ. ৭৫ টাকা ঘ. ৭০ টাকা
৩০। একজন শ্রমিক. সপ্তাহে ১৫৪৭ টাকা আয় করেন। ১০ দিনে কত টাকা আয় করবেন?
ক. ২২১০ খ. ২১০০ গ. ২০২০ ঘ. ২০০০
৩১। ১৩ হালি কলার দাম ৩৬৪ টাকা হলে ৫ হালি কলার দাম কত?
ক. ১৪০ টাকা খ. ১৬০ টাকা গ. ১৭০ টাকা ঘ. ১৮০ টাকা
৩২। দুইটি সংখ্যার যোগফল ৭৮৪৩। একটি সংখ্যার ৪ গুণ ৪১৪৪ হলে, অপর সংখ্যাটি কত?
ক. ৫৮০৭ খ. ২৮০৭ গ. ৬৮০৭ ঘ. ২১০৭
৩৩। ৬, ৮, ৯, ৫, ০, ৪ অঙ্কগুলোর প্রত্যেকটি একবার ব্যবহার করে গঠিত ছয় অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল কত?
ক. ৫৮০৬৯৩ খ. ৫৮০৭৫১ গ. ৫৮০৮৫১ ঘ. ৫২০৬৫১
৩৪। (৩৬ ৩) {৪ (৫ + ৪ Ñ ৮ + ১)} = কত?
ক. ৮৭ খ. ৮৯ গ. ৮১ ঘ. ৯৬
৩৫। ৫ {২৪ (১৮ Ñ ১৫)} = কত?
ক. ৩০ খ. ২০ গ. ৪০ ঘ. ১৫
৩৬। চার অঙ্কের বৃহত্তম সংখ্যার সাথে কত যোগ. করলে যোগফল নয় লক্ষ হবে?
ক. ৮৯০০১ খ. ১ গ. ৮৯০১ ঘ. ৮৯০০০১
৩৭। কোনো ভাগ. অঙ্কের ভাজ্য ১৯৫০। ভাগফল ৭৮ হলে, ভাজক. কত?
ক. ২৪ খ. ২৫ গ. ২৬ ঘ. ২৭
৩৮। ১টি পেনসিলের মূল্য ১৫ টাকা হলে, ৩ ডজন পেনসিলের মূল্য কত?
ক. ১৮০ টাকা খ. ৩৬০ টাকা গ. ৫৪০ টাকা ঘ. ৭২০ টাকা
৩৯। দুইটি সংখ্যার গুণফল ৬১৪৪। একটি সংখ্যা ৫১২ হলে, অপর সংখ্যাটি কত?
ক. ১২ খ. ২৪ গ. ৩৬ ঘ. ৪৮
৪০। একজন শ্রমিক. সপ্তাহে ৮৭৫ টাকা আয় করেন। ১ দিনে তিনি কত টাকা আয় করেন?
ক. ১০৫ খ. ১০৭ গ. ১১৫ ঘ. ১২৫
৪১। ৫ হালি ডিমের দাম ১২০ টাকা হলে, ১টি ডিমের দাম কত?
ক. ৫ টাকা খ. ৬ টাকা গ. ৭ টাকা ঘ. ৮ টাকা
৪২। ২ ডজন আমের দাম ৯৬ টাকা হলে, ১টি আমের দাম কত?
ক. ৪ টাকা খ. ৫ টাকা গ. ৬ টাকা ঘ. ৮ টাকা
৪৩। ৬টি খাতার দাম ৩২ টাকা। এর দ্বিগুণ সংখ্যক. খাতা ক্রয় করতে কত টাকা প্রয়োজন?
ক. ৯৬ টাকা খ. ৮৬ টাকা গ. ৭৪ টাকা ঘ. ৬৪ টাকা
৪৪। ১টি কলমের দাম ১৩ টাকা হলে, ৪টি কলমের দাম কী করে সহজে নির্ণয় করা যায?
ক. যোগ. করে খ. বিয়োগ. করে গ. গুণ করে ঘ. ভাগ. করে
৪৫। দুইটি সংখ্যার গুণফল ৮৯২৬২। একটি সংখ্যা ৩৪২ হলে, অপর সংখ্যা কোনটি?
ক. ২৪১ খ. ২৫১ গ. ২৬১ ঘ. ২৭১
সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
০১। ১ ডজন কলার দাম ১৫০ টাকা হলে ১ হালি কলার দাম কত?
উত্তর : ৫০ টাকা।
০২। পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও চার অঙ্কের বৃহত্তম সংখ্যার মধ্যে পার্থক্য কত?
উত্তর : ১।
০৩। ১০টি কলমের দাম ৪০ টাকা। এরূপ ১৫টি কলমের দাম কত?
উত্তর : ৬০ টাকা।
০৪। ১২ জন লোকের ১ সপ্তাহে ২৪ কেজি চাল লাগে। ২৪ জন লোকের ১ সপ্তাহে কত কেজি চাল লাগবে?
উত্তর : ৪৮।
০৫। ৯টি আপেলের ওজন ৫৪ গ্রাম হলে, ১টি আপেলের ওজন কত?
উত্তর : ৬ গ্রাম।
০৬। ১০০টি লিচুর দাম ৮০ টাকা হলে, ২৫টি লিচুর দাম কত?
উত্তর : ২০ টাকা।
০৭। একজন শ্রমিকের সাপ্তাহিক. আয় ৮৭৫ টাকা হলে, ১ দিনের আয় কত?
উত্তর : ১২৫ টাকা।
০৮। ১টি খাতার দাম ৭ টাকা হলে, ২১ টাকায় কয়টি খাতা পাওয়া যাবে?
উত্তর : ৩টি।
০৯। ১২টি কলমের দাম ১৪৪ টাকা হলে, ৯টি কলমের দাম কত?
উত্তর : ১০৮ টাকা।
১০। ৬টি ডিমের দাম ৩৬ টাকা হলে, ১টি ডিমের দাম কত?
উত্তর : ৬ টাকা।
১১। ৩ ডজন ডিমের দাম ২৮৮ টাকা হলে, ১টি ডিমের দাম কত?
উত্তর : ৮ টাকা।
১২। ১৪টি চেয়ারের মূল্য ১১২০০ টাকা হলে ১০টি চেয়ারের মূল্য কত টাকা?
উত্তর : ৮০০০ টাকা।
১৩। ৩৮ হালি কলার দাম ১২১৬ টাকা হলে, ৯৬০ টাকায় কয়টি কলা কেনা যাবে?
উত্তর : ১২০টি।
১৪। ৬ জন লোক. ২১ দিনে কোনো একটি কাজ সম্পন্ন করতে পারে। ৭ দিনে সম্পন্ন করতে চাইলে অতিরিক্ত আর কতজন লাগবে?
উত্তর : ১২ জন।
১৫। ৬টি চেয়ার ও ৪টি টেবিলের মূল্য একত্রে ৯৫৭০ টাকা। একটি চেয়ারের মূল্য ৬৭৫ টাকা হলে, ১টি টেবিলের মূল্য কত?
উত্তর : ১৩৮০ টাকা।
১৬। রফিক. ও শফিকের একত্রে ১২০০৮ টাকা আছে। রফিকের নিকট শফিকের অপেক্ষা ৩০০৮ টাকা বেশি আছে। রফিকের কত টাকা আছে?
উত্তর : ৭৫০৮ টাকা।
১৭। এক. ব্যক্তির সাপ্তাহিক. আয় ১৭৯২ টাকা হলে, আগস্ট মাসে তার আয় কত টাকা হবে?
উত্তর : ৭৯৩৬ টাকা।
১৮। ১০ জন লোক. ৩ দিনে একটি জমির ফসল কাটতে পারে। ১ জন লোকের ঐ ফসল কাটতে কত দিন লাগবে?
উত্তর : ৩০ দিন।
১৯। একটি ছাত্রীবাসে ১৬ জন ছাত্রীর ২৫ দিনের খাদ্য আছে। কয়েকজন নতুন ছাত্রী আসায় ২০ দিনে খাদ্য শেষ হয়ে গেল। নতুন ছাত্রীর সংখ্যা কত?
উত্তর : ৪ জন।
২০। ১২টি বইয়ের মূল্য ৫৪৭২ টাকা হলে, এরূপ ২০টি বইয়ের মূল্য কত?
উত্তর : ৯১২০ টাকা।
২১। আকবর সাহেবের মাসিক. বেতন ৮৭৬৫ টাকা। তিনি প্রতি মাসে সংসার ও বাড়িভাড়া বাবদ যথাক্রমে ৪৮৫০ টাকা ও ৩২২৫ টাকা খরচ করেন। বাকি টাকা সঞ্চয় করেন। প্রতি মাসে কত টাকা তিনি সঞ্চয় করেন?
উত্তর : ৬৯০ টাকা।
২২। বিয়োজন ৯৮৫২১৪ এবং বিয়োজ্য ৯৭৪৬৫ হলে, বিয়োগফল কত?
উত্তর : ৮৮৭৭৪৯।
২৩। কোনো ভাগ. অঙ্কে ভাজক. ৭৮, ভাগফল ২৫ এবং ভাগশেষ ৬৩, ভাজ্য কত?
উত্তর : ২০১৩।
২৪। ৮ ডজন খাতার দাম ২৪০০ টাকা হলে, ১টি খাতার দাম কত?
উত্তর : ২৫ টাকা।
২৫। ৩৮ হালি আমের দাম ১২১৬ টাকা। ১টি আমের দাম কত?
উত্তর : ৮ টাকা।
২৬। দুইটি সংখ্যার গুণফল ৭২। একটি সংখ্যার ৩ গুণ ৯ হলে, অপর সংখ্যাটি কত?
উত্তর : ২৪।
২৭। ১টি সংখ্যার ৪ গুণ ২৫৬ হলে, সংখ্যাটি কত?
উত্তর : ৬৪।
২৮। হাসান ও মারুফের একত্রে ৯৯০৫ টাকা আছে। মারুফের হাসান অপেক্ষা ৪৮৯ টাকা বেশি আছে। হাসানের কত টাকা আছে?
উত্তর : ৪৭০৮ টাকা
২৯। ৬টি চেয়ারের মূল্য ৪০৫০ টাকা হলে, ১টি চেয়ারের মূল্য কত?
উত্তর : ৬৭৫ টাকা।
৩০। আমিন সাহেব প্রতি মাসে ৪২০ টাকা ব্যাংকে জমা রাখেন। তিনি ১ বছরে কত টাকা জমা রাখেন?
উত্তর : ৫০৪০ টাকা।
৩১। ৬ জন লোক. ৩ দিনে একটি জমির ফসল কাটতে পারে। ১ জন লোকের ঐ ফসল কাটতে কত দিন লাগবে?
উত্তর : ১৮ দিন।
৩২। গাণিতিক. বাক্যে কোন বন্ধনীর কাজ প্রথমে করতে হয়?
উত্তর : প্রথম বন্ধনী।
৩৩। চার প্রক্রিয়া সংবলিত বন্ধনীহীন গানিতিক. বাক্যে কোন প্রক্রিয়ার কাজ পরে করতে হয়?
উত্তর : যোগ. ও বিয়োগ।
৩৪। গাণিতিক. বাক্যে শেষে কোন বন্ধনীর কাজ করতে হয়?
উত্তর : তৃতীয় বন্ধনী।
৩৫। ঐকিক. নিয়ম কী?
উত্তর : একটির মান নির্ণয় করে গাণিতিক. সমস্যা সমাধান করার প্রক্রিয়াকে ঐকিক. নিয়ম বলে।
৩৬। চার প্রক্রিয়া সম্পর্কিত গাণিতিক. বাক্যে কোন প্রক্রিয়ার কাজ প্রথমে করতে হয়?
উত্তর : ভাগ।
কাঠামোবদ্ধ প্রশ্ন ও উত্তর
প্রশ্ন \ ১ \ জাহিদুল হাসান বাজার থেকে ৩০ কেজি চাল, ২৬৫ টাকায় ৫ লিটার সয়বিন তেল এবং কিছু টাকার মাছ কিনে দোকানদারকে ৩০০০ টাকা দিলেন। প্রতি কেজি চালের দাম ২৮ টাকা এবং দোকানদার তাকে ৫৭২ টাকা ফেরত দিলেন।
(ক) তিনি মোট কত টাকার চাল কিনলেন? ২
(খ) ১ লিটার সয়াবিন তেলের দাম কত? ২
(গ) তিনি মোট কত টাকা খরচ করলেন? ২
(ঘ) তিনি কত টাকার মাছ কিনেছিলেন? ২
প্রশ্ন \ ২ \ ১২টি প্লেট ও ২০টি কাপের মূল্য ৩৯২০ টাকা। একটি কাপের মূল্য ১৪৫ টাকা।
(ক) ৭টি কাপের মূল্য কত? ২
(খ) ১টি কাপের মূল্য যদি ১০ টাকা বৃদ্ধি পায়, তাহলে ২০টি কাপের মূল্য কত হবে? ২
(গ) ১২টি প্লেটের মূল্য কত? ২
(ঘ) ১টি কাপ ও ২টি প্লেটের মূল্যের পার্থক্য কত? ২
প্রশ্ন \ ৩ \ পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি ৬০ বছর। পিতার বয়স, পুত্রের বয়সের ৪ গুণ।
(ক) পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি, পুত্রের বর্তমান বয়সের কতগুণ? ২
(খ) পুত্রের বর্তমান বয়স কত? ২
(গ) পিতার বর্তমান বয়স? ২
(ঘ) ৬ বছর পর পিতার বয়স, পুত্রের বয়সের কতগুণ হবে? ২
প্রশ্ন \ ৪ \ চারটি ঘণ্টা প্রথমে একত্রে বেজে প্রতি ৬, ৯, ১২ ও ১৫ মিনিট পর বাজতে লাগল।
(ক) ৬, ৯, ১২ ও ১৫ এর গসাগু নির্ণয় কর। ২
(খ) ৬, ৯ ও ১২ এর ল. সা.গু. নির্ণয় কর। ২
(গ) নূন্যতম কতক্ষণ পর ঘণ্টাগুলো আবার একত্রে বাজবে? ৪
প্রশ্ন \ ৫ \ রেদোয়ান সাহেব ৪০ টাকা কেজি দরে ১৫ কেজি চাল, ৫০৪ টাকায় ১২ কেজি চিনি কিনলেন। এছাড়াও ২ কেজি সয়াবিন তেল কিনে দোকানদারকে ১৫০০ টাকা দিলেন, দোকানদার তাকে ৯৬ টাকা ফেরত দিলেন।
(ক) তিনি মোট কত টাকার জিনিস কিনলেন? ২
(খ) ১৫ কেজি চালের দাম কত? ২
(গ) ৪ কেজি সয়াবিন তেলের দাম কত? ৪
প্রশ্ন \ ৬ \ একজন শ্রমিক. সপ্তাহে ১৪০০ টাকা আয় করেন। এ তথ্য ব্যবহার করে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও :
(ক) তিনি একদিনে কত টাকা আয় করেন? ২
(খ) তিনি একমাসে (৩০ দিনে) কত টাকা আয় করবেন? ২
(গ) তিনি এক. বছরে (৩৬৫ দিনে) কত টাকা আয় করবেন? ২
(ঘ) তিনি কত দিনে ৩০০০ টাকা আয় করবেন? ২
প্রশ্ন \ ৭ \ সামাদ সাহেবের মাসিক. বেতন ২৫০০০ টাকা। তিনি মাসে বাড়ি ভাড়া বাবদ ৮৫০০ টাকা এবং সংসার খরচ বাবদ ১১৫০০ টাকা ব্যয় করেন। বাকি টাকা ব্যাংকে জমা রাখেন।
(ক) সামাদ সাহেবের বেতন বছরে কত টাকা? ২
(খ) তিনি ২ মাসে মোট কত টাকা খরচ করেন? ২
(গ) ৬ মাসে সংসার খরচ বাবদ তিনি কত টাকা খরচ করেন? ২
(ঘ) তিনি প্রতিমাসে ব্যাংকে কত টাকা জমা রাখেন? ২
প্রশ্ন-৮ : ৩০ জন শ্রমিক. একটি কাজ ১৫ দিনে শেষ করতে পারবে। এরূপে
(ক) ৩০ জন শ্রমিক. ১ দিনে কতটুকু কাজ করতে পারবে? ২
(খ) ৩০ জন শ্রমিক. ৫ দিনে কতটুকু কাজ করতে পারবে? ২
(গ) ৩০ জন শ্রমিক. ১০ দিনে কতটুকু কাজ করতে পারবে? ২
(ঘ) ১ দিনে কাজটি শেষ করতে মোট কতজন শ্রমিক. লাগবে? ২
প্রশ্ন \ ৯ \ ২টি গরু ও ২টি খাসির মূল্য একত্রে ৭৫০০০ টাকা। একটি খাসির মূল্য ৭৫০০ টাকা।
(ক) ৩টি খাসি কিনতে কামালের কত টাকা লাগবে? ২
(খ) ১টি গরুর কিনতে কামালের কত টাকা লাগবে? ২
(গ) ১টি গরু ও ১টি খাসির দামের পার্থক্য কত টাকা? ২
(ঘ) ১টি গরুর দাম দিয়ে কামাল কয়টি খাসি কিনতে পারবে? ২
প্রশ্ন \ ১০ \ ১০০টি লিচুর দাম ২০০ টাকা হলে,
(ক) ১টি লিচুর দাম কত? ২
(খ) ২৫টি লিচুর দাম কত? ২
(গ) ৭৫টি লিচুর দাম কত? ২
(ঘ) ১০ টাকায় কয়টি লিচু কেনা যাবে? ২
(ঙ) ৫০ টাকায় কয়টি লিচু কেনা যাবে? ২
প্রশ্ন \ ১১ \ ফরিদা ও ফাতেমার বেতন একত্রে ২৯৯৫০ টাকা। ফাতেমার বেতন ফরিদা অপেক্ষা ২১৫০ টাকা বেশি।
(ক) কার বেতন বেশি? ২
(খ) মোট টাকা থেকে ২১৫০ টাকা বাদ দিলে কত থাকে? ২
(গ) ফরিদা ও ফাতেমার বেতন কত? ২
(ঘ) ফাতেমা প্রতি মাসে ১৪৭৩০ টাকা ব্যয় করেন। বাকি টাকা ব্যাংকে জমা রাখেন। বছরে তাঁর কত টাকা জমা হবে? ২
প্রশ্ন \ ১২ \ পিতা ও কন্যার বয়সের সমষ্টি ৮০ বছর। পিতার বয়স কন্যার বয়সের ৪ গুণ।
(ক) পিতা ও কন্যার বয়সের সমষ্টি কন্যার বয়সের কত গুণ? ২
(খ) পিতার বয়স ৮০ বছর হলে, কন্যার বয়সের কত গুণ হবে? ২
(গ) কন্যা ও পিতার বয়স কত? ২
(ঘ) পিতা ও কন্যার বয়সের পার্থক্য কত? ২
প্রশ্ন \ ১৩ \ ১৪টি চেয়ার ও ৬টি টেবিলের মূল্য একত্রে ১৭৬৫০ টাকা। একটি টেবিলের মূল্য ১২৫০ টাকা।
(ক) ৬টি টেবিলের মূল্য কত? ২
(খ) ১৪টি চেয়ারের মূল্য কত? ২
(গ) ১২৫০০ টাকায় কয়টি টেবিল কেনা যাবে? ২
(ঘ) ২০টি চেয়ার ও ১০টি টেবিলের মোট মূল্য নির্ণয় কর। ২
প্রশ্ন \ ১৪ \ চারটি সংখ্যার যোগফল ৪৬৮৫২০। প্রথম দুইটি সংখ্যা ৭৩৫৮৪ ও ৬৪২০৯। তৃতীয় সংখ্যাটি প্রথম সংখ্যা অপেক্ষা ৯৪৮৫ কম।
(ক) প্রথম দুইটি সংখ্যার যোগফল কত? ২
(খ) সংখ্যা দুইটির যোগফল অপেক্ষা সংখ্যা চারটির যোগফল কত বড়? ২
(গ) প্রথম তিনটি সংখ্যার যোগফল কত? ২
(ঘ) চতুর্থ সংখ্যাটির সাথে কত যোগ. করলে যোগফল ৯ লক্ষ হবে? ২
প্রশ্ন \ ১৫ \ একটি পুকুর খনন করতে ২০০ জন লোকের ২৫ দিন লাগে। প্রতিজন লোকের মজুরি ২৫০ টাকা।
(ক) পুকুরটি খনন করতে ১ জন লোকের কতদিন লাগবে? ২
(খ) ১ দিনে পুকুরটি খনন করতে কতজন লোক. লাগবে? ২
(গ) পুকুরটি ২০দিনে খনন করতে চাইলে অতিরিক্ত কতজন লোক. লাগবে? ২
(ঘ) ২০ দিনে পুকুরটি খনন করতে মোট কত টাকা খরচ হবে? ২
প্রশ্ন \ ১৬ \ পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৯৬ বছর। পিতার বয়স পুত্রের বয়সের ৩ গুণ।
(ক) পিতা ও পুত্রের বয়সের সমষ্টি পুত্রের বয়সের কতগুণ? ২
(খ) পুত্রের বয়স কত? ২
(গ) পিতার বয়স কত? ২
(ঘ) ৫ বছর পর পিতা ও পুত্রের বয়সের সমষ্টি কত? ২
প্রশ্ন \ ১৭ \ একজন শ্রমিক. মাসে ১০৫০০ টাকা আয় করেন এবং সপ্তাহে ১২২৫ টাকা ব্যয় করেন। মাস শেষে অবশিষ্ট টাকা ব্যাংকে জমা রাখেন।
(ক) তিনি মাসে কত টাকা ব্যয় করেন? ২
(খ) এক. বছরে তিনি কত টাকা আয় করেন? ২
(গ) এক. বছরে তিনি কত টাকা ব্যয় করেন? ২
(ঘ) ৫ বছরে তিনি কত টাকা ব্যাংকে জমা রাখতে পারবেন? ২
প্রশ্ন \ ১৮ \ ২০ জন লোক. একটি কাজ ১৫ দিনে করতে পারে।
(ক) ১ জন লোকের ঐ কাজটি করতে কত দিন সময় লাগবে? ২
(খ) ৫ জন লোকের ঐ কাজ করতে কত দিন সময় লাগবে? ২
(গ) ১০ দিনে ঐ কাজ শেষ করতে কত জন লোক. লাগবে? ২
(ঘ) ১০ দিনে শেষ করতে অতিরিক্ত কতজন লোক. লাগবে? ২
প্রশ্ন \ ১৯ \ ১২টি খাতা ও ৬টি কলমের মূল্য একত্রে ৬৩০ টাকা এবং ১টি কলমের মূল্য ২৫ টাকা।
(ক) ৩টি কলমের মূল্য কত? ২
(খ) ৬টি কলমের মূল্য কত? ২
(গ) ১২টি খাতার মূল্য কত? ২
(ঘ) ১টি খাতা ও ১টি কলমের মূল্যের পার্থক্য কত? ২
প্রশ্ন \ ২০ \ আলতাফ সাহেবের মাসিক. বেতন ৯৮৭০ টাকা।
তিনি প্রতি মাসে বাড়িভাড়া বাবদ ৩৮০০ টাকা ও সংসার খরচ বাবদ ৫৬৫০ টাকা ব্যয় করেন। অবশিষ্ট টাকা তিনি একটি ব্যাংকে জমা রাখেন।
(ক) প্রতি মাসে বাড়িভাড়া ও সংসার খরচ বাবদ মোট ব্যয় কত? ২
(খ) প্রতি মাসে ব্যাংকে কত টাকা জমা রাখেন? ২
(গ) বছরে কত টাকা ব্যাংকে জমা রাখেন? ২
(ঘ) অর্ধ বছরে তার বাড়িভাড়া ও সংসার খরচ বাবদ মোট কত খরচ হয়? ২
আরো পড়তে পারেনঃ
পঞ্চম শ্রেণি | বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ১ | সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
পঞ্চম শ্রেণি | বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ২ | সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
পঞ্চম শ্রেণি | বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ৩ | সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
পঞ্চম শ্রেণি | বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ৫ | সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
প্রশ্ন \ ২১ \ ২টি গরু ও ৩টি খাসির মূল্য একত্রে ৪৫০৮০ টাকা।
একটি খাসির মূল্য ৪৫৬০ টাকা।
(ক) ২টি গরুর মূল্য কত? ২
(খ) ১টি খাসি অপেক্ষা ১টি গরুর মূল্য বেশি কত টাকা? ২
(গ) ২টি খাসি ও ৩টি গরুর মূল্য একত্রে কত টাকা? ২
(ঘ) ৬টি খাসির মূল্য ৩টি গরুর মূল্য অপেক্ষা কত টাকা কম অথবা বেশি? ২
প্রশ্ন \ ২২ \ একজন শ্রমিক. সপ্তাহে ১৫৭৫ টাকা আয় করেন এবং ৬৩০ টাকা ব্যয় করেন।
(ক) ১ দিনে তিনি কত টাকা আয় করেন? ২
(খ) তার মাসিক. আয় কত? ২
(গ) তার মাসিক. ব্যয় কত? ২
(ঘ) তিনি ৫ মাসে কত টাকা সঞ্চয় করতে পারবেন? ২
প্রশ্ন \ ২৩ \ ৬টি চেয়ার ও ৪টি টেবিলের মূল্য একত্রে ৯৫৭০ টাকা। একটি চেয়ারের মূল্য ৬৭৫ টাকা।
(ক) ৬টি চেয়ারের মূল্য কত? ২
(খ) ৪টি টেবিলের মূল্য কত? ২
(গ) ১টি টেবিলের মূল্য কত? ২
(ঘ) ১টি চেয়ার ও ১টি টেবিলের মূল্য একত্রে কত টাকা? ২
প্রশ্ন \ ২৪ \ মিনা ও রিনার একত্রে ১২০০৮ টাকা আছে। মিনার নিকট রিনা অপেক্ষা ৩০০৮ টাকা বেশি আছে।
(ক) মোট টাকা থেকে ৩০০৮ টাকা বাদ দিলে কত থাকে? ২
(খ) রিনা ও মিনার টাকার পরিমাণ কত? ২
(গ) রিনা ১৩০০ টাকা ব্যাংকে রাখলে তার কাছে কত টাকা রইল? ২
(ঘ) মিনা ৬১৩৯ টাকা মাকে দিলে তার হাতে কত টাকা অবশিষ্ট রইল? ২
প্রশ্ন \ ২৫ \ আকবর সাহেবের মাসিক. বেতন ৮৭৬৫ টাকা। তিনি প্রতি মাসে সংসার খরচ বাবদ ৪৮৫০ টাকা খরচ করেন এবং প্রতি বছর ৩৮,৭০০ টাকা বাড়ি ভাড়া দেন।
(ক) সংসার খরচের পর প্রতি মাসে তার নিকট কত টাকা থাকে? ২
(খ) তিনি প্রতি মাসে কত টাকা বাড়িভাড়া দেন? ২
(গ) প্রতি মাসে তার নিকট কত টাকা থাকে? ২
(ঘ) ১০ বছরে তার কত টাকা সঞ্চয় হয়? ২
প্রশ্ন \ ২৬ \ একটি হোস্টেলে ১৬ জন ছাত্রীর ২৫ দিনের খাদ্য আছে। কয়েকজন নতুন ছাত্রী আসায় ২০ দিনে খাদ্য শেষ হয়ে গেল।
(ক) ১ জন ছাত্রীর ঐ খাদ্য কতদিন চলবে? ২
(খ) ১০ জন ছাত্রীর ঐ খাদ্যে কতদিন চলবে? ২
(গ) ঐ হোস্টেলে নতুন ছাত্রীর সংখ্যা কত? ২
(ঘ) যদি একজন ছাত্রীর দৈনিক. ১৫০ টাকার খাবার লাগে তাহলে নতুন ছাত্রীদের দৈনিক. মোট খাবার খরচ কত? ২
প্রশ্ন \ ২৭ \ ৬ ডজন খাতার দাম ১৫৮৪ টাকা এবং ৩ ডজন কলমের দাম ১৮০ টাকা।
(ক) ২ ডজন খাতার দাম কত? ২
(খ) ১টি খাতার দাম কত? ২
(গ) ১টি কলমের দাম কত? ২
(ঘ) ১টি খাতা ও ২টি কলমের দাম একত্রে কত? ২
প্রশ্ন \ ২৮ \ কোনো ভাগ. অঙ্কে ভাজক. ভাগশেষের ১২ গুণ, ভাজ্য ৯৮৯৬ এবং ভাগশেষ ৮।
(ক) ভাজক. কত? ২
(খ) ভাজক. ও ভাগশেষের যোগফল কত? ২
(গ) ভাগফল কত? ২
(ঘ) ভাজক. ৮ হলে ভাগশেষ কত হবে? ২
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।