৫ম শ্রেণীর গণিত সমাধান | অধ্যায় ১৪ | ক্যালকুলেটর ও কম্পিউটার: পঞ্চম শ্রেণির প্রাথমিক গনিত বিষয়টির ১৪ তম অধ্যায়টি হতে বেশ কিছু গুরুত্বপূর্ণ ক্যালকুলেটর ও কম্পিউটার সম্পর্কিত সকল প্রশ্ন উত্তর গুলো আমাদের এই পোস্টে আলোচনা করা হয়েছে। অতএব সম্পূর্ণ পোস্টটি মনযোগ সহকারে পড়ুন।
অধ্যায়: ১৪ (ক্যালকুলেটর ও কম্পিউটার)
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
০১। ১৭ + ৯ = ২৬ বের করতে একটি সচল ক্যালকুলেটরে কতটি বোতাম টিপতে হবে?
ক. ২টি খ. ৩টি গ. ৪টি ঘ. ৫টি
০২। ক্যালকুলেটরে ২৫ ৩ এর সমাধান কত?
ক. ২৫ খ. ২৩ গ. ২২ ঘ. ১৫
০৩। ক্যালকুলেটরে ২৫ ০ এর সমাধান কত?
ক. ২ খ. ২৫ গ. ১৫ ঘ. ১
০৪। ক্যালকুলেটরে ২২০ ০ এর সমাধান কত?
ক. ০ খ. ২০ গ. ২২০ ঘ. ১
০৫। ৪৫ ৫ ৮ ৭১ = কত? সমাধানে ক্যালকুলেটর কয়টি বোতাম টিপতে হবে?
ক. ৭টি খ. ৮টি গ. ৯টি ঘ. ১০টি
০৬। ৬ ৪ ৩ এর সমাধানে সবশেষে কোন বোতাম টিপতে হবে?
ক. = খ. গ. ৪ ঘ. ৩
০৭। ৮ + ৫ = ১৩ ; সমস্যাটির সমাধান করতে কয়টি বোতাম চাপতে হবে?
ক. ৩টি খ. ৪টি গ. ৫টি ঘ. ৬টি
০৮। ৯২ + ১৩ Ñ ৮ ৯ = ৩৩ পেতে ক্যালকুলেটর কতবার বোতাম টিপতে হবে?
ক. ৬ খ. ৮ গ. ১০ ঘ. ১৩
০৯। ৮ ৪ ৩ এর সমাধানে সবশেষে কোন বোতাম টিপতে হবে?
ক. = খ. গ. ৩ ঘ. ঙঘ/অঈ
১০। ৭৫ + ১১ ¬Ñ ৭ ৯ = ২৩ পেতে ক্যালকুলেটরে কতবার টিপতে হবে?
ক. ৮ খ. ১০ গ. ১২ ঘ. ১৩
১১। ইংরেজি কম্পিউট (ঈড়সঢ়ঁঃব) শব্দের বাংলা কোনটি?
ক. হিসাব করা খ. হিসাব রাখা গ. হিসাব দেওয়া ঘ. হিসাব নেওয়া
১২। কম্পিউটারের মূল অংশ কয়টি?
ক. ১টি খ. ২টি গ. ৩টি ঘ. ৪টি
১৩। ক্যালকুলেটর সচল করার জন্য কোন বোতাম টিপতে হয়?
ক. অঈ/ঙঘ. খ. ঈঊ গ. গ+ ঘ. গ
১৪। নিচের কোনটি ইনপুট ডিভাইস?
ক. মাউস খ. মেমোরি গ. প্রসেসর ঘ. প্রিন্টার
১৫। নিচের কোনটি আউটপুট ডিভাইস?
ক. কি-বোর্ড খ. মনিটর গ. মেমোরি ঘ. প্রসেসর
১৬। নিচের কোনটি কম্পিউটারের মূল অংশের একটি?
ক. কি-বোর্ড খ. মাউস গ. প্রসেসর ঘ. প্রিন্টার
১৭। প্রয়োজনীয় তথ্য, উপাত্ত ও নির্দেশাবলি প্রসেসর পালন করে এর ফলাফল কোথায় পাঠিয়ে দেয়?
ক. মেমোরিতে খ. মনিটরে গ. প্রিন্টারে ঘ. কি-বোর্ডে
১৮। কম্পিউটারের কোন অংশটি বাইরে থেকে দেখা যায় না?
ক. মেমোরি খ. মনিটর গ. মাউস ঘ. প্রিন্টার
সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
০১। ‘অন’ করা ক্যালকুলেটর কয়টি বোতাম টিপে নিচের হিসাবটি পাওয়া যাবে? ১৭ + ৯ = ২৬
উত্তর : ৫টি
০২। ৮ + ৭ = কত? এই যোগটি সচল ক্যালকুলেটর ব্যবহার করে করতে গেলে কয়টি বোতাম টিপতে হবে?
উত্তর : ১৫, ৪টি
০৩। ৮ ৩ = কত? ক্যালকুলেটর ব্যবহার করে দেখাও।
উত্তর : ২৪; অঈ /ঙঘ. ৮ ৩ = ২৪
০৪। ক্যালকুলেটর ব্যবহার করে নির্ণয় কর : ৫ ৩ = কত?
উত্তর : ঙঘ. ৫ ৩ = ১৫
০৫। ইংরেজি কম্পিউট (ঈড়সঢ়ঁঃব) বাংলা অর্থ কী?
উত্তর : ইংরেজি কম্পিউট (ঈড়সঢ়ঁঃব) বাংলা অর্থ হিসাব করা।
০৬। কম্পিউটারের একটি ইনপুট ডিভাইস-এর নাম লিখ।
উত্তর : কি-বোর্ড
০৭। ক্যালকুলেটর কী?
উত্তর : ক্যালকুলেটর হিসাব-নিকাশের একটি সহায়ক. যন্ত্র।
০৮। ক্যালকুলেটরে কয়টি প্রদর্শন বক্স থাকে?
উত্তর : ১টি
০৯। ক্যালকুলেটর ব্যবহারের শুরুতে কোন বোতাম টিপে মেশিন সচল করতে হয়?
উত্তর : ঙঘ/অঈ
১০। ক্যালকুলেটরের ব্যবহার শেষ হলে কোন বোতাম টিপে তা বন্ধ করতে হয়।
উত্তর : ঙঋঋ
১১। কম্পিউটার কী?
উত্তর : কম্পিউটার একটি ইলেকট্রনিক. যন্ত্র।
১২। ক্যালকুলেটর কয় প্রকার?
উত্তর : ২ প্রকার।
১৩। বর্তমান যুগকে কীসের যুগ. বলা হয়?
উত্তর : কম্পিউটারের যুগ।
১৪। ক্যালকুলেটর সাধারণত কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়?
উত্তর : দৈনন্দিন বাড়ির কাজে, দোকানে এবং ক্ষুদ্র ব্যবসায় হিসাবের কাজে ব্যবহার করা হয়।
১৫। বৈজ্ঞানিক. ক্যালকুলেটর ব্যবহারের ক্ষেত্র উল্লেখ. কর।
উত্তর : বৈজ্ঞানিক. ক্যালকুলেটর মাধ্যমিক. বিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এবং পরীক্ষাগারে ব্যবহার করা হয়।
আরো পড়তে পারেনঃ
পঞ্চম শ্রেণি | বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ১ | সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
পঞ্চম শ্রেণি | বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ২ | সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
পঞ্চম শ্রেণি | বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ৩ | সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
পঞ্চম শ্রেণি | বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ৫ | সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
কাঠামোবদ্ধ প্রশ্ন ও উত্তর
১. রুবেল দোকান থেকে ৪২০ টাকার মাছ, ৫০ টাকার সবজি, ৭০ টাকার পেঁয়াজ ও ১৯০ টাকার তেল ক্রয় করল। সে দোকানদারকে ৫০০ টাকার ২টি নোট দিল।
ক্যালকুলেটরের সাহায্যে হিসাব কর :
(ক) রুবেল কত টাকার পেঁয়াজ ও তেল ক্রয় করল? ২
(খ) ১ লিটার তেলের মূল্য ৯৫ টাকা হলে সে কত লিটার তেল ক্রয় করল? ২
(গ) রুবেল মোট কত টাকার বাজার করল? ২
(ঘ) দোকানদার তাকে কত টাকা ফেরত দিল? ২
২. অমিত দোকান থেকে ৪৪ টাকা করে ৫ কেজি চাল, ১২০ টাকার ১ কেজি ডাল, এবং ৬০ টাকা করে ৩ কেজি পেঁয়াজ কিনল। সে দোকানদারকে ১০০০ টাকা দিল।
ক্যালকুলেটরের সাহায্যে হিসাব কর :
(ক) অমিত মোট কত কেজি সামগ্রী কিনল? ২
(খ) অমিত মোট কত টাকার বাজার করল? ২
(গ) দোকানদার অমিতকে কত টাকা ফেরত দিল? ২
(ঘ) দোকানদার তাকে কতটি ২০ টাকার নোট ফেরত দিতে পারে? ২
৩. ১ হালি ডিমের দাম ৪০ টাকা। সেলিম ২ ডজন ডিম কিনে দোকানদারকে ৫০০ টাকার একটি নোট দিল। [১ ডজন = ১২টি]
ক্যালকুলেটরের সাহায্যে হিসাব কর :
(ক) সেলিম কত হালি ডিম কিনল? ২
(খ) সেলিম কত টাকার ডিম কিনল? ২
(গ) দোকানদার সেলিমকে কত টাকা ফেরত দিল? ২
(ঘ) প্রতি ডজন ডিমের দাম ১০ টাকা বেড়ে গেলে দোকানদারের ফেরত দেওয়া টাকায় আর কত ডজন ডিম কেনা যাবে? ২
৪. একটি গাড়ি ঘণ্টায় ৮০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে। ঢাকা থেকে কোনো স্থানের দূরত্ব ৩৬০ কিলোমিটার। মাঝে গাড়িটি ৩০ মিনিটের যাত্রাবিরতি দেয়।
ক্যালকুলেটরের সাহায্যে হিসাব কর :
(ক) গাড়িটি সাড়ে ৬ ঘণ্টায় কত দূরত্ব অতিক্রম করবে? ২
(খ) যাত্রাবিরতি দিলে ঢাকা থেকে উক্ত স্থানে যেতে গাড়িটির কত সময় লাগবে? ২
(গ) যাত্রাবিরতি না দিলে ঢাকা থেকে উক্ত স্থানে যেতে কত সময় লাগবে? ২
(ঘ) প্রতি কিলোমিটারের ভাড়া ১.১০ টাকা হলে ঢাকা থেকে উক্ত স্থানে যেতে ভাড়া বাবদ কত খরচ হবে? ২
৫. নন্দিনী দোকান থেকে ৪৫ টাকা করে ৩টি খাতা, ২৫ টাকা করে ২টি কলম ও ১০ টাকা করে ২টি রাবার ক্রয় করে। সে দোকানদারকে ৫০ টাকার ৪টি নোট দিল।
ক্যালকুলেটরের সাহায্যে হিসাব কর :
(ক) নন্দিনী কতটি সামগ্রী ক্রয় করে? ২
(খ) নন্দিনী মোট কত টাকার সামগ্রী ক্রয় করে? ২
(গ) দোকানদার নন্দিনীর কাছে আর কত টাকা পাবে? ২
(ঘ) অবশিষ্ট টাকা পরিশোধে দোকানদারকে আরো ৫০ টাকা দেওয়া হলে দোকানদারের ফেরত দেওয়া টাকায় নন্দিনী ৫ টাকা করে কয়টি পেন্সিল কিনতে পারবে? ২
৬. শাবাব মোহাম্মদপুর বাজার থেকে ৩৫০ টাকার মাছ, ৭৬ টাকার সবজি, ২৪ টাকার ডিম ও ৮২ টাকার ফল ক্রয় করল। সে ৬০০ টাকা দোকানদারকে দিল।
ক্যালকুলেটর বা কম্পিউটার ব্যবহার করে :
(ক) মাছ ও সবজির মোট মূল্য কত? ২
(খ) সবজি, ডিম ও ফল বাবদ কত টাকা খরচ করল? ২
(গ) শাবাব মোট কত টাকা খরচ করল? ২
(ঘ) বাজার থেকে আসতে রিকসা ভাড়ায় ২০ টাকা খরচ করলে আর কত টাকা থাকবে? ২
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।