৫ম শ্রেণি | বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ১২ | বহুনির্বাচনি প্রশ্ন উত্তর: পঞ্চম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়টির ১২তম অধ্যায়টি হতে বেশ কিছু গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্ন উত্তর গুলো আমাদের এই পোস্টে আলোচনা করা হয়েছে। অতএব সম্পূর্ণ পোস্টটি মনযোগ সহকারে পড়ুন।
অধ্যায় ১২ বাংলাদেশ ও বিশ্ব বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
যোগ্যতাভিত্তিক
১. বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীতে নিষ্ঠা ও সাহসিকতার সাথে দায়িত্ব পালন করে বিশ্বের সুনাম কুড়িয়েছে। এর শান্তিরক্ষা বাহিনী জাতিসংঘের কোন শাখার অধীনে?
ক. সাধারণ পরিষদ
খ. অছি পরিষদ
গ. নিরাপত্তা পরিষদ
ঘ. সচিবালয়
২. বাংলাদেশের উপক‚লীয় অঞ্চলে প্রতিবছরই বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ আঘাত হানে। ফলে এদেশে খাদ্য ঘাটতি দেখা দেয়। এক্ষেত্রে কোন সংস্থার নিকট থেকে আমরা সহযোগিতা পেয়ে থাকি?
ক. ইউনেস্কো
খ. ইউএনডিপি
গ. খাদ্য ও কৃষি সংস্থা
ঘ. বিশ্ব স্বাস্থ্য সংস্থা
৩. বাংলাদেশের সাথে মায়ানমারের সমুদ্রসীমা নিয়ে বিরোধ ছিল। এ ধরনের বিভিন্ন বিরোধ মীমাংসার জন্য বাংলাদেশের করণীয় হলোÑ
ক. অছি পরিষদে মামলা করা
খ. নিরাপত্তা পরিষদে মামলা করা
গ. সাধারণ পরিষদে মামলা করা
ঘ. আন্তর্জাতিক আদালতে মামলা করা
৪. বাংলাদেশ কোন সংস্থার নিকট থেকে শিক্ষা, যোগাযোগ ও অন্যান্য ক্ষেত্রে উন্নয়নে আর্থিক সহায়তা পেয়ে থাকে?
ক. বিশ্ব স্বাস্থ্য সংস্থা
খ. বিশ্বব্যাংক
গ. ইউনেস্কো
ঘ. ইউনিসেফ
৫. খাসিয়াদের এলাকায় একটি সংস্থা শিশু উন্নয়নের কাজ করে। এক্ষেত্রে কোন নামটি গ্রহণযোগ্য?
ক. ইউনিসেফ
খ. ইউনেস্কো
গ. ইউএনডিপি
ঘ. সার্ক
৬. বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীতে নিষ্ঠা ও সাহসিকতার সাথে দায়িত্ব পালন করে বিশ্বের সুনাম অর্জন করেছে। এই শান্তিরক্ষা বাহিনী জাতিসংঘের কোন শাখার অধীন?
ক. সাধারণ পরিষদ
খ. সচিবালয়
গ. অছি পরিষদ
ঘ. নিরাপত্তা পরিষদ
৭. বাংলাদেশের সুন্দরবন, ষাটগম্বুজ মসজিদ, পাহাড়পুরসহ প্রতœতাত্তি¡ক নির্দশন রক্ষায় কোন সংস্থা সহযোগিতা করছে?
ক. সার্ক
খ. জাতিসংঘ
গ. ইউএনডিপি
ঘ. ইউনেস্কো
৮. জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে দশটি দেশকে নির্বাচন করে। এসকল অস্থায়ী সদস্যদের মেয়াদ কত বছর?
ক. দুই বছর
খ. এক বছর
গ. তিন বছর
ঘ. পাঁচ বছর
৯. বাংলাদেশ সেনাবাহিনী কীভাবে দায়িত্ব পালন করে বিশ্বে সুনাম কুড়িয়েছে?
ক. নিষ্ঠা ও দ্রততার সাথে
খ. ধৈর্য ও বীরত্বের সাথে
গ. নিষ্ঠা ও সাহসিকতার সাথেচ
ঘ. ধৈর্য ও ঐকান্তিকতার সাথে
১০. একটি রাষ্ট্রে শান্তি ফিরিয়ে আনার জন্য নিরাপত্তা পরিষদ কীভাবে ভ‚মিকা পালন করে?
ক. সামরিক শক্তির ব্যবহার করে
খ. সচিব নিয়োগ করে
গ. বোমা বর্ষণ করে
ঘ. গৃহযুদ্ধ লাগিয়ে
১১. বিশ্বের দেশগুলোর জন্য কী প্রয়োজন বলে তুমি মনে কর?
ক. ভ্রাতৃত্ব ও বন্ধুত্ব
খ. বন্ধুত্ব ও সহযোগিতা
গ. স¤প্রীতি ও সহযোগিতা
ঘ. ভ্রাতৃত্ব ও স¤প্রীতি
১২. বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রতিষ্ঠা করা হয়েছে কেন?
ক. কৃষি উন্নয়ন
খ. শিল্প উন্নয়ন
গ. স্বাস্থ্য উন্নয়ন
ঘ. জলবায়ু নিয়ে কাজ করতে
১৩. জাতিসংঘের বিভিন্ন উন্নয়নমূলক সংস্থা রয়েছে। তন্মধ্যে নিচের কোন সংস্থাটি বিশ্বের শিশুদের উন্নয়নে কাজ করে?
ক. ইউএনডিপি
খ. ইউনিসেফ
গ. ইউনেস্কো
ঘ. ইউএনএফপিএ
১৪. ইউএনডিপি প্রতিষ্ঠিত হয়েছে কেন?
ক. শিশু অধিকার রক্ষায়
খ. পরিবেশ উন্নয়নে
গ. নারী অধিকার রক্ষায়
ঘ. যুদ্ধ বন্ধ করতে
১৫. ২০০৬ সালেও দেশটি সার্কের সদস্য ছিল না। বর্তমানে সদস্য। এই সদস্য রাষ্ট্র কোনটি?
ক. বাংলাদেশ
খ. ভারত
গ. নেপাল
ঘ. আফগানিস্তান
১৬. আফগানিস্তান একটি আঞ্চলিক সহযোগিতা সংস্থার সর্বশেষ সদস্য রাষ্ট্র। এ সংস্থাটি গঠিত হয় কোন তারিখে?
ক. ৮ই ডিসেম্বর
খ. ৯ই ডিসেম্বর
গ. ১০ই ডিসেম্বর
ঘ. ৯ই মার্চ
১৭. ঋঅঙ-এর সদর দপ্তর দেখতে হলে আরিফকে কোন দেশে যেতে হবে?
ক. ডেনমার্ক খ. জার্মান গ. ইতালিচ ঘ. কানাডা
১৮. বাংলাদেশ ১৯৭১ সালে স্বাধীনতা লাভ করে। জাতিসংঘের সদস্যপদ লাভ করে কত সালে?
ক. ১৯৭১ খ. ১৯৭২ গ. ১৯৭৩ ঘ. ১৯৭৪
১৯. বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে তোমাদের বিদ্যালয়ে অনুষ্ঠান আয়োজন করা হবে। এক্ষেত্রে কত তারিখে অনুষ্ঠানটি হবে?
ক. ৭ই মার্চ
খ. ৭ই আগস্ট
গ. ৭ই জুন
ঘ. ৭ই এপ্রিল
২০. বিশ্বের দেশগুলোর মধ্যে সহযোগিতার লক্ষ্যে কোনটির কোনো বিকল্প নেই?
ক. ক্ষুধা ও দারিদ্র্যের
খ. বন্ধুত্ব ও ভ্রাতৃত্বের
গ. সমস্যা ও সমাধানের
ঘ. উৎসাহ ও আগ্রহের
২১. জাতিসংঘের উন্নয়নমূলক সংস্থাটি ইউএনডিপি কোন ক্ষেত্রে কাজ করছে?
ক. বিজ্ঞান ও সংস্কৃতির উন্নয়ন
খ. শিশুদের পুষ্টিহীনতা দূর
গ. পরিবেশ উন্নয়ন
ঘ. রোগ ব্যাধি থেকে রক্ষা
২২. তোমার ছোট ভাই প্রথম শ্রেণিতে পড়ে। তুমি পঞ্চম শ্রেণিতে। তোমাদের জন্য জাতিসংঘের কোন সংস্থা কাজ করবে?
ক. টঘউচ
খ. ঋঅঙ
গ. টঘওঈঊঋ
ঘ. ডঞঙ
২৩. বিশ্বের বিভিন্ন দেশে শান্তির জন্য সশস্ত্রবাহিনী প্রেরণ করলেও কাদের নিজস্ব কোনো সামরিক বাহিনী নেই?
ক. বাংলাদেশের
খ. সার্কের
গ. জাতিসংঘের
ঘ. যুক্তরাষ্ট্রের
২৪. ১৯৪৫ সালে জাতিসংঘ গঠিত হয়। এর বর্তমান মহাসচিব দক্ষিণ কোরিয়ার নাগরিক। তার নাম কী?
ক. ট্রিগভেলি
খ. বান কি মুন
গ. কফি আনান
ঘ. কুট ওয়াল্ড হেইম
২৫. বাংলাদেশ দুইবার নিরাপত্তা পরিষদের সদস্য হয়। এ সদস্যপদ ছিল
ক. স্থায়ী
খ. অস্থায়ী
গ. সামরিক
ঘ. বছরব্যাপী
২৬. জাতিসংঘের মহাসচিব নিয়োগ কীভাবে করা হয়?
ক. অছি পরিষদের মাধ্যমে
চখ. সাধারণ পরিষদের মাধ্যমে
গ. নিরাপত্তা পরিষদের মাধ্যমে
ঘ. সচিবালয়ের মাধ্যমে
সাধারণ
২৭. সদস্য দেশগুলোর জীবনযাত্রার মান উন্নয়ন কোন সংস্থার লক্ষ?
ক. জাতিসংঘ
খ. সার্ক
গ. ইউনিসেফ
ঘ. ইউনেস্কো
২৮. পৃথিবীতে বাংলাদেশসহ মোট কয়টি দেশ আছে?
ক. ১৯০
খ. ১৯২
গ. ১৯৪
ঘ. ১৯৫
২৯. পরিবেশ উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে জাতিসংঘের যে সংস্থাটি কাজ করে তার নাম কী?
ক. ইউনিসেফ
খ. ইউনেস্কো
গ. ইউএনডিপি
ঘ. খাদ্য ও কৃষি সংস্থা
৩০. জাতিসংঘের প্রশাসনিক কাজ করে কোন শাখা?
ক. সাধারণ পরিষদ
খ. অছি পরিষদ
গ. জাতিসংঘ সচিবালয়
ঘ. নিরাপত্তা পরিষদ
৩১. কোনটি বিশ্বব্যাংক এর কাজ?
ক. খাদ্যাহিদা পূরণ
খ. বিশ্বের জনগণের স্বাস্থ্যের উন্নয়ন
গ. মহাসচিব নিয়োগ
ঘ. ঋণ ও সাহায্য প্রদান
৩২. বাংলাদেশ কতবার নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছে?
ক. এক খ. দুই গ. তিন ঘ.ার
৩৩. নিচের কোন দেশটি সার্কের সদস্য নয়?
ক. বাংলাদেশ
খ. ভারত
গ.ীন
ঘ. আফগানিস্তান
৩৪. মায়ানমারের সাথে বাংলাদেশের সমুদ্র সীমানা সংক্রান্ত বিরোধের রায় আন্তর্জাতিক আদালত কত সালে দেয়?
ক. ২০১০ খ. ২০১১ গ. ২০১২চ ঘ. ২০১৩
৩৫. জাতিসংঘের মহাসচিব হলেন
ক. দক্ষিণ কোরিয়ার নাগরিক
খ. উত্তর কোরিয়ার নাগরিক
গ. যুক্তরাজ্যের নাগরিক
ঘ. যুক্তরাষ্ট্রের নাগরিক
৩৬. বাংলাদেশের জাতিসংঘের সদস্য হয়Ñ
ক. ১৯৮০ সালে
খ. ১৯৭৮ সালে
গ. ১৯৭৪ সালে
ঘ. ১৯৭৬ সালে
৩৭. বর্তমানে জাতিসংঘের সদস্য সংখ্যা কত?
ক. ১৮৯ খ. ১৯৩ গ. ১৯১ ঘ. ১৯২
৩৮. কতটি রাষ্ট্রকে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচন করা হয়?
ক. ১০ খ. ১২ গ. ১১ ঘ. ১৪
আরো পড়ুনঃ
-
- ৫ম শ্রেণি | বাংলা | প্রার্থনা কবিতার প্রশ্ন উত্তর | PDF
- ৫ম শ্রেণি | বাংলা | ঘাসফুল কবিতার প্রশ্ন উত্তর | PDF
- ৫ম শ্রেণি | বাংলা | ভাবুক ছেলেটি গল্প প্রশ্ন উত্তর | PDF
- ৫ম শ্রেণি | বাংলা | অবাক জলপান নাটকটির প্রশ্ন উত্তর | PDF
৩৯. বিশ্ব মাতৃভাষা দিবস কত তারিখে?
ক. ১১ ফেব্রয়ারি
খ. ২১ ফেব্রয়ারি
গ. ২১ মার্চ
ঘ. ২৬ মার্চ
৪০. ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত?
ক. প্যারিসেচ খ. জেনেভায় গ. ব্রাসেলসে ঘ. নিউইয়র্কে
৪১. জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্র কয়টি?
ক. ৫ খ. ৬ গ. ৭ ঘ. ৮
৪২. দক্ষিণ এশিয়া আঞ্চলিক সহযোগিতা সংস্থা গঠিত হয় কবে?
ক. ১৯৮৫ সালের মার্চ
খ. ১৯৮৫ সালের এপ্রিল
গ. ১৯৮৫ সালের মে
ঘ. ১৯৮৫ সালের ডিসেম্বর
৪৩. সার্ক এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
ক. কাঠমুন্ডুতেচ খ. ঢাকায় গ. ভারতে ঘ. ইসলামাবাদে
৪৪. বিভিন্ন প্রতœতাত্তি¡ক নিদর্শন রক্ষায় কোন সংস্থা কাজ করছে?
ক. বিশ্ব স্বাস্থ্য সংস্থা
খ. বিশ্ব ব্যাংক
গ. ইউনেস্কো
ঘ. ইউনিসেফ
৪৫. কোনটি আঞ্চলিক সহযোগিতা সংস্থা?
ক. ঝঅঅজঈ
খ. টঘউচ
গ. টঘঊঝঈঙ
ঘ. টঘওঈঊঋ
৪৬. ইউনিসেফ কাদের জন্য কাজ করে?
ক. সকলের
খ. নারীদের
গ. শিশুদের
ঘ. পুরুষদের
৪৭. জাতিসংঘ গঠিত হয়
ক. ১৯২০ সালের ১০ই জানুয়ারি
খ. ১৯৪৬ সালের ২৪শে অক্টোবর
গ. ১৯৪৫ সালের ২৪শে অক্টোবর
ঘ. ১৯৪০ সালের ১০ই জানুয়ারি
৪৮. বাংলাদেশ কখন জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করে?
ক. ১৯৮৩ সালে
খ. ১৯৭৯ সালে
গ. ১৯৯১ সালে
ঘ. ১৯৮৬ সালে
৪৯. বিশ্বব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত?
ক. ওয়াশিংটনে
খ. ইতালিতে
গ. প্যারিসে
ঘ. শ্রীলঙ্কায়
৫০. পৃথিবীতে এখন পর্যন্ত কয়টি বিশ্বযুদ্ধ হয়েছে?
ক. ৪ খ. ৩ গ. ১ ঘ. ২
৫১. বাংলাদেশ কতবার নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছে?
ক. ৭ খ. ২ গ. ১ ঘ. ৪
৫২. জাতিসংঘ আন্তর্জাতিক শিশু তহবিল এর সংক্ষিপ্ত রূপ কোনটি?
ক. ইউনিসেফ
খ. ইউনেস্কো
গ. ইউএনডিপি
ঘ. সাক
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।