মশা-আতঙ্ক সম্পর্কে অভিযোগপত্র (With English) / Complaint letter about mosquito-menace.
To,
The Mayor,
Rangpur City Corporation, Rangpur.
Subject: Regarding complaints against mosquito menace.
Sir,
Humble submission that I am a local resident of Rangpur City Corporation. Mosquito infestation is increasing in our city for several months. Mosquitoes are everywhere around the house. And now during the year, waterlogging has occurred in different parts of the city. As a result dengue mosquitoes are born in these accumulated dirty water. The general population of the city has become sick due to the attack. Already, severe pressure of dengue affected patients is being noticed in Zilla Sadar Hospital. So now, if the authirity does not take proper measures to kill mosquitoes, the residents will have to suffer more.
So I request to sir, city corporation to apply mosquito repellent in every ward of the city. In addition, necessary measures should be taken to remove waterlogging in different parts of the city.
Loyal to you
Sultana Parveen
For the residents of Ward No. 5, Khulna City Corporation.
Complaint letter about anti-social activities (বাংলাসহ)
মশা-আতঙ্ক সম্পর্কে অভিযোগপত্র (With English)
বাংলা অনুবাদ
বরাবর,
মাননীয় মেয়র,
রংপুর সিটি কর্পোরেশন, রংপুর।
বিষয়: মশার উৎপাতের বিরুদ্ধে অভিযোগ প্রসঙ্গে।
জনাব,
বিনীত নিবেদন এই যে, আমি রংপুর সিটি কর্পোরেশনের একজন স্থানীয় বাসিন্দা। বেশ কয়েকমাস ধরে আমাদের নগরীতে মশার উপদ্রপ বেড়েই চলছে। বাড়ি-ঘরের আনাচে-কানাচে সর্বত্রই মশার উৎপাত। আর এখন বর্ষকাল চলায় নগরীর বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ফলে এসব জমে থাকা নোংরা পানিতে ডেঙ্গু মশার জন্ম হচ্ছে। যার আক্রমণে নগরীর সাধারণ জনগণ অসুস্থ্য হয়ে পড়েছে। ইতোমধ্যেই জেলা সদর হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীদের তীব্র চাপ লক্ষ্য করা যাচ্ছে। সুতরাং এখন নগরী থেকে মশা নিধনের যথাযথ কার্যক্রম গ্রহণ না করা হলে বাসীন্দাদের আরো বড় ধরনের দুর্ভোগ পোহাতে হবে।
তাই জনাবের কাছে আকুল প্রার্থনা, সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নগরীর প্রতিটি ওয়ার্ডে মশা নিধনের জন্য ওষুধ প্রয়োগ করা হোক। পাশাপাশি নগরীর বিভিন্ন স্থানে জলাবদ্ধতাগুলো দুর করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক।
আপনার অনুগত
সুলতানা পারভীন
৫ নম্বর ওয়ার্ড, খুলনা সিটি কর্পোরেশনের বাসীন্দাদের পক্ষে।
Complaint letter about anti-social activities (বাংলাসহ)
- আরো পড়ুন: আন্তর্জাতিক সংস্থা, সদর দপ্তর এবং সংগঠন যুক্ত জোটসমুহ
- আরো পড়ুন: বিখ্যাত সীমারেখা-ভৌগোলিক উপনাম, সাধারণ জ্ঞান প্রশ্নত্তো
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।