ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম | বরিশাল বোর্ড ২০১৬ | বহুনির্বাচনি : ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রের বরিশাল বোর্ডের গুরুত্বপূর্ণ সব কমন বরিশাল বোর্ডের প্রশ্ন গুলো আমাদের এই পোস্টে পাবেন।
প্রিয় ছাত্র ছাত্রী বন্ধুরা আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন । এটা জেনে আপনারা খুশি হবেন যে, আপনাদের জন্য ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রের সকল কলেজের গুরুত্বপূর্ণ সব কমন উপযোগী বহুনির্বাচনি প্রশ্ন গুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি ।
সুতরাং সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন। আর এইচ এস সি– HSC এর যেকোন বিভাগের গুরুত্বপূর্ণ সকল সাজেশন পেতে জাগোরিকের সাথে থাকুন।
৫৭. বরিশাল বোর্ড-২০১৬
সময় ৪০ মিনিট পূর্ণমান ৪০ ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা-প্রথম পত্র: বহুনির্বাচনি অভীক্ষা বিষয় কোড : ২ ৭ ৭
[বিশেষ দ্রষ্টব্য : সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসম্বলিত বৃত্তসমূহ হতে সঠিক/সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি
বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট করো। প্রতিটি প্রশ্নের মান ১।]
১. অংশীদারি ব্যবসায়ের গুরুত্বপূর্ণ উপাদান কোনটি?
ক. মূলধনের প্রাচুর্যতা
খ. সততা
গ. পারস্পরিক আস্থা ও বিশ্বাস
ঘ. আইনগত সত্তা
২. সামাজিক কাঠামো উন্নয়নে কোন পরিবেশের ভ‚মিকা অগ্রগণ্য?
ক. সামাজিক পরিবেশ
খ. সাংস্কৃতিক পরিবেশ
গ. রাজনৈতিক পরিবেশ
ঘ. আইনগত পরিবেশ
৩. যোগাযোগ প্রযুক্তির একমাত্র সংশ্লিষ্ট মাধ্যম কোনটি?
ক. সফটওয়্যার পরিবেশ
খ. হার্ডওয়্যার
গ. মডেম
ঘ. কম্পিউটার
উদ্দীপকটি পড়ো এবং ৪ ও ৫ নং প্রশ্নের উত্তর দাও।
রূপসী ফেব্রিকেয়ার সরকারি ব্যবস্থাপনায় পরিচালিত একটি প্রতিষ্ঠান। ২ বছর যেতেই নতুন ব্যবস্থাপনা পরিচালক দায়িত্ব নেয়ার পর বিদেশের বাজার হারায়। বর্তমানে প্রতিষ্ঠানটি লোকসান গুণছে। হারানো বাজার পুনরায় সৃষ্টি করার জন্য নতুন ব্যবস্থপনা পরিচালক নিয়োগ প্রদান করা হবে।
৪. প্রতিষ্ঠানটিতে ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ করবে কে?
ক. বাণিজ্য মন্ত্রণালয়
খ. সরকারি কর্ম কমিশন
গ. রাষ্ট্রপতি
ঘ. সরকার
৫. রূপসী ফেব্রিকেয়ারের বৈশিষ্ট্য হলো
I. জনকল্যাণ
II. ব্যক্তি মালিকানা
III. বৃহদায়তন প্রতিষ্ঠান
নিচের কোনটি সঠিক?
ক. I ও II
খ. II ও III
গ. I ও III
ঘ. I, II ও III
৬. ব্যবসায়ের সব থেকে মর্যাদার বিষয় কোনটি?
ক. মুনাফা খ. সমৃদ্ধি গ. শৃঙ্খলা ঘ. সুনাম
৭. তুহিন নিজ প্রচেষ্টায় ঢাকার সাভারে একটি গার্মেন্টস প্রতিষ্ঠা করেছেন। প্রতিষ্ঠানটি লাভজনক হওয়ায় তার বন্ধুর সাথে সমঝোতার ভিত্তিতে ব্যবসায়ের সম্প্রসারণ করতে চান? সেক্ষেত্রে তাদের ব্যবসায়টি কী ধরনের ব্যবসায় হবে?
ক. একমালিকানা
খ. অংশীদারি
গ. যৌথ মূলধনী
ঘ. সমবায়
৮. কোন ধরনের প্রতিষ্ঠান বৃদ্ধি পেলে ব্যবসায়ীরা পুঁজির যোগান বাড়াতে পারে?
ক. ব্যাংক. খ. বিমা গ. শিল্প ঘ. সমবায়
৯. রাষ্ট্রীয় ব্যবসায় গঠনের উদ্যোগ নেয়া হয় কোনটির জন্য?
ক. মুনাফার জন্য
খ. সরকারের প্রকল্পে অর্থায়নের জন্য
গ. জনকল্যাণের জন্য
ঘ. বেসরকারি উদ্যোগ হ্রাস করার জন্য
১০. বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা নিয়ন্ত্রণ ও পরিচালনা করেন কে?
ক. যোগাযোগ মন্ত্রণালয়
খ. সমবায় মন্ত্রণালয়
গ. অর্থ মন্ত্রণালয়
ঘ. বাণিজ্য মন্ত্রণালয়
১১. ই-বিজনেস পরিচালনার জন্য কোনটি আবশ্যক?
ক. টেলিফোন
খ. টেলিভিশন
গ. অর্থ
ঘ. ওয়েবসাইট
১২. রুবেল সাহেব একজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা। কাজের চাপে নিত্যপ্রয়োজনীয় কিছু পণ্য ঘরে বসে পাওয়ার জন্য তার ডেবিট ও ক্রেডিট কার্ড একটি দোকানে প্রদান করলেন। তিনি কী পদ্ধতিতে পণ্য ক্রয় করেন?
ক. ই-মার্কেটিং
খ. ই-রিটেইলিং
গ. ই-ব্যাংকিং
ঘ. ই-কমার্স
১৩. একজন ব্যবসায়ীর জন্য গুণগত ও মানসম্পন্ন পণ্যসামগ্রী উৎপাদন করা কোনটির বহিঃপ্রকাশ ঘটায়?
ক. দেশাÍবোধ খ. সুনাম
গ. নৈতিকতার ঘ. আস্থার
১৪. আমাদের বাংলাদেশকে দ্রুত মধ্যম আয়ের দেশে পরিণত করতে হলে সবচেয়ে বেশি প্রয়োজন হলো
I. রাজনৈতিক স্থিতিশীলতা
II. সম্মিলিত প্রচেষ্টা
III. নারী-পুরুষের অধিকারের সমতা
নিচের কোনটি সঠিক?
ক. র ও ররর খ. র ও রর গ. II ও III ঘ. I, II ও III
১৫. কোনটি বিনিয়োগ উদ্যোক্তার জন্য অনুপ্রেরণামূলক হতে পারে?
ক. শ্রমনীতি
খ. করনীতি
গ. রাজস্বনীতি
ঘ. শিল্পনীতি
১৬. কোন ব্যবসায়ের জন্য সর্বোচ্চ ১০ জন লোকের চুক্তিবদ্ধ হওয়া দরকার?
ক. অংশীদারি ব্যাংকিং ব্যবসায়
খ. যৌথ মূলধনী ব্যবসায়
গ. ব্যবসায়ী জোট
ঘ. রাষ্ট্রীয় ব্যবসায়
১৭. যৌথ মূলধনী ব্যবসায়ে পরিমেল নিয়মাবলিতে উলিখিত বিষয় কী?
ক. ব্যবসায়ের উদ্দেশ্য
খ. ৗদনক্টিদন অভঞ্রীণ কাযট্টাবলি
গ. আইন-কানুন
ঘ. সংবিধান
উদ্দীপকটি পড়ো এবং ১৮ ও ১৯ নং প্রশ্নের উত্তর দাও।
আলম সাহেব বরিশালের একজন কাঁচামাল ব্যবসায়ী। তিনি উত্তরবঙ্গ থেকে কাঁচামাল আমদানি করে বরিশালের বিভিন্ন বাজারে বিক্রয় করে থাকেন। কিন্তু গত ২ মাস হরতাল অবরোধের কারণে কাঁচামাল আমদানি এবং সরবরাহ বিঘিœত হয়। যার ফলে তিনি আর্থিকভাবে দারুণ ক্ষতির সম্মুখীন হন। এতে তিনি ব্যবসায়ের উদ্যোগ হারিয়ে ফেলেন।
১৮. আলম সাহেব তার ব্যবসায়ে উদ্যোগ হারানোর পিছনে কোন পরিবেশগত সমস্যা দায়ী?
ক. প্রাকৃতিক.
খ. রাজনৈতিক
গ. অর্থনৈতিক.
ঘ. সামাজিক
১৯. আলম সাহেবের আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হওয়ার কারণ হলো
I. সময়মতো পণ্য সরবরাহ করতে না পারা
II. ব্যবসায়ের প্রয়োজনীয় অর্থ যোগান দিতে না পারা
III. গুদামে কাঁচামাল পচে যাওয়া
নিচের কোনটি সঠিক?
ক. I ও II
খ. II ও III
গ. I ও III
ঘ. I, II ও III
২০. নীতিবোধ মূলত কিসের ওপর প্রতিষ্ঠিত?
ক. মানুষের মনোভাবের
খ. সত্য ও ন্যায়ের
গ. মানুষের আচরণের
ঘ. সামাজিক সংস্কৃতির
২১. নিচের কোনটি অর্থনৈতিক পরিবেশের উপাদান?
ক. সঞ্চয় ও বিনিয়োগ.
খ. উন্নত প্রযুক্তি
গ. মানব সম্পদ
ঘ. প্রাকৃতিক সম্পদ
২২. কপিরাইট নিবন্ধনের জন্য নির্ধারিত ফরমে কার কাছে আবেদন করতে হবে?
ক. নিয়ন্ত্রকের
খ. উকিলের
গ. নিবন্ধকের
ঘ. ব্যাংকার
২৩. নতুন পণ্যের বাজার সৃষ্টি ও বণ্টনে একমালিকানা ব্যবসায় গুরুত্বপূর্ণ কেন?
ক. বিক্রয় বৃদ্ধির জন্য
খ. ভোক্তার সাথে প্রত্যক্ষ সম্পর্কের জন্য
গ. অধিক মুনাফার জন্য
ঘ. দক্ষ বণ্টন ব্যবস্থার জন্য
২৪. পরিবহন ব্যবসায়ের কোন শাখার অন্তর্ভুক্ত?
ক. শিল্প
খ. প্রত্যক্ষ সেবা
গ. পণ্য বিনিময়
ঘ. বাণিজ্য
২৫. নৌবিমা বাণিজ্যের কোন ক্ষেত্রে সহায়তা করে?
ক. বণ্টন
খ. প্রযুক্তিগত
গ. উৎপাদন
ঘ. আমদানি-রপ্তানি
২৬. তাজ লি. একটি বহুজাতিক কোম্পানি। এটি কোন বৈশিষ্ট্যের জন্য নিজেই অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে চুক্তি সম্পাদন করতে সক্ষম?
ক. আইন সৃষ্ট প্রতি‘ষ্ঠান
খ. চিরন্তন অস্তিত্ব
গ. কৃত্রিম ব্যক্তিসত্তা
ঘ. সীমাবদ্ধ দায়
২৭. পণ্যদ্রব্যকে তার প্রকৃতি ও গুণাগুণের ওপর ভিত্তি করে বিভক্ত করাকে বলে
ক. পর্যায়িতকরণ
খ. একত্রীকরণ
গ. প্রমিতকরণ
ঘ. বণ্টনকরণ
২৮. যৌথ মূলধনী ব্যবসায়ের সংবিধান কোনটি?
ক. প্রত্যয়নপত্র
খ. বিবরণপত্র
গ. স্মারকলিপি
ঘ. নিবন্ধনপত্র
৩০. সরবরাহকারীকে যথাসময়ে মূল্য প্রদান নিচের কোনটির সাথে সম্পর্কযুক্ত?
ক. ন্যায়বিচার
খ. মূল্যবোধ
গ. নৈতিকতা
ঘ. সামাজিক দায়বদ্ধতা
৩১. খাদ্য উৎপাদনে নিয়োজিত শ্রমিকদের কোন ক্ষেত্রে সচেতনতা বাড়াতে হবে?
ক. ভোক্তার স্বাস্থ্য
খ. দেশের সুনাম
গ. ভৈান্ঠত্তার আ^িট্টক অবর্’
ঘ. ব্যবসায়ের নৈতিকতা
৩২. বাংলাদেশের পোশাক শিল্প ব্যাপকভাবে গড়ে উঠার কারণ কী?
ক. কাঁচামালের প্রাচুর্য
খ. মূলধনের সহজপ্রাপ্যতা
গ. উন্নত প্রযুক্তি
ঘ. সস্তা জনশক্তি
উদ্দীপকটি পড়ো এবং ৩৩ নং প্রশ্নের উত্তর দাও।
আলিম খুলনার একজন মৌসুমি ফল ব্যবসায়ী। সে তার সমপেশার ২০ জন স্থানীয় সদস্য নিয়ে নিজেদের কল্যাণের উদ্দেশ্যে একটি সমিতি গঠন করল। সমিতিটি সঠিকভাবে পরিচালনার জন্য একটি নীতিমালা তৈরি করল।
৩৩. উদ্দীপকে উলিখিত সমিতিটি কোন ধরনের?
ক. পণ্ঠা^মিক সমবায় সমিতি
খ. কৈক্টদণ্ডীয় সমবায় সমিতি
গ. আম্ফলিক সমবায় সমিতি
ঘ. জাতীয় সমবায় সমিতি
৩৪. বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থার সংক্ষিপ— নাম কী?
ক. বাসস
খ. বিসিআইসি
গ. বিসিক.
ঘ. বিএসটিআই
- উত্তর ডাউনলোড করুন> (১ম পত্র) ব্যবসায়ের মৌলিক ধারণা ১ম পত্র সৃজনশীল প্রশ্ন
- উত্তর ডাউনলোড করুন>(১ম পত্র)১ম: ব্যবসায়ের মৌলিক ধারণা প্রশ্ন উত্তরসহ PDF
- উত্তর ডাউনলোড করুন> HSC ব্যবসায়ের মৌলিক ধারণা প্রশ্নের উত্তরসহ অধ্যায়-১: PDF
- উত্তর ডাউনলোড করুন> HSC অধ্যায়-১: প্রশ্নের উত্তরসহ ব্যবসায়ের মৌলিক ধারণা PDF
- উত্তর ডাউনলোড করুন>অধ্যায়৩: SSC ফিন্যান্স ও ব্যাংকিং‘র সৃজনশীল প্রশ্নোত্তর PDF
- উত্তর ডাউনলোড করুন> অধ্যায়৩: SSC ফিন্যান্স ও ব্যাংকিং‘র জ্ঞানমূলক প্রশ্নোত্তরPDF
৩৫. সমবায় সমিতি আইনগত ভিত্তি কখন লাভ করে?
ক. উপবিধি প্রণয়নের পর
খ. কার্যারম্ভের অনুমতির পর
গ. উদ্যোগ গ্রহণের পর
ঘ. নিবন্ধনের পর
উদ্দীপকটি পড়ো এবং ৩৬ ও ৩৭ নং প্রশ্নের উত্তর দাও।
স্বপন, শফিক এবং জামাল ৩ জনে পর্যাপ্ত মূলধন নিয়ে সীমাবদ্ধ দায়ের ভিত্তিতে একটি ব্যবসায় প্রতিষ্ঠান গড়ে তুললেন। দক্ষ ব্যবস্থাপনার লক্ষ্যে প্রচুর জনশক্তিও নিয়োগ করেন।
৩৬. স্বপন, শফিক ও জামালের ব্যবসায়টি কোন ধরনের?
ক. অংশীদারি
খ. প্রাইভেট লি.
গ. সমবায় সমিতি
ঘ. পাবলিক লি.
৩৭. উদ্দীপকের ব্যবসায়টি গঠন করা হয় যে ব্যবসায়ের সমস্যা দূর করার জন্য তা হলো
I. যৌথ্য উদ্যোগ
II. একমালিকানা
III. অংশীদারি
নিচের কোনটি সঠিক?
ক. I ও II
খ. II ও III
গ. I ও III
ঘ. I, II ও III
৩৮. ব্যবসায়ের বিনিয়োগের ঝুঁকি কে বহন করেন?
ক. উদ্যোক্তা খ. ব্যবস্থাপক
গ. বিমাকারী ঘ. সরকার
৩৯. নৈতিক চরিত্র গঠনে কোন প্রতিষ্ঠানটির দায়িত্ব বেশি?
ক. একমালিকানা সংগঠন
খ. অংশীদারি সংগঠন
গ. সমবায় সংগঠন
ঘ. কোম্পানি সংগঠন
৪০. চুক্তির অবর্তমানে অংশীদারি ব্যবসায় পরিচালনা করার যুক্তিযুক্ত নিয়ম হলো
ক. সকলের মতামত অনুযায়ী
খ. ১৯৩২ সালের অংশীদারি আইন অনুযায়ী
গ. ১৮৭০ সালের আইন অনুযায়ী
ঘ. যে কোনো অংশীদারের ইচ্ছানুযায়ী
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।