নতুন করিকুলাম || অষ্টম শ্রেণির বাংলা অধ্যায় ২ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর 2024 | সমাধান : অষ্টম শ্রেণীর বাংলা ১ম পত্রের ২য় অধ্যায়টি হতে গুরুত্বপূর্ণ সব সমাধানগুলো গুলো আমাদের এই পোস্টে পাবেন। অতএব সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়তে থাকুন।
ধরন ১ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর।
(সেশন ও বিষয়বস্তুর ধারায় যোগ্যতাভিত্তিক প্রশ্ন ও উত্তর)
১. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেন?
ক) ১৮৯১
খ. ১৮৯২
গ) ১৮৯৩
ঘ. ১৮৯৪
২. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কত সালে মৃত্যুবরণ করেন? ¬
ক) ১৯৫০
খ) ১৯৫১
(গ) ১৯৬০
(ঘ) ১৯৬২
৩. সত্যজিৎ রায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কোন উপন্যাস থেকে চলচ্চিত্র নির্মাণ করেছিলেন?
ক) আরণ্যক
খ) ইছামতী
গ) পথের পাঁচালি
ঘ) অপরাজিত
নতুন করিকুলাম || অষ্টম শ্রেণির বাংলা অধ্যায় ২ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর 2024
আরো দেখুন
বরিশাল ইতিহাস ঐতিহ্য
বরিশাল ইতিহাস ঐতিহ্য ।। বরিশাল বাংলাদেশের একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী অঞ্চল। এর ইতিহাস ও সংস্কৃতি দীর্ঘ এবং সমৃদ্ধ। বরিশালকে বলা...
ফ্রী শিক্ষামূলক ভিডিও মেকার,শিক্ষামূলক ভিডিও কিভাবে করা যায়
ফ্রী শিক্ষামূলক ভিডিও মেকার,শিক্ষামূলক ভিডিও কিভাবে করা যায়।। শিক্ষামূলক ভিডিও তৈরি করতে কিছু ধাপ অনুসরণ করা প্রয়োজন। এখানে কিছু ধাপ...
দাঁত ও দাঁতের মাড়ি সুস্থ রাখতে চাইলে যেসব কাজ গুলো করা জরুরী
প্রতিটি মানুষের সকল মন্ত্রের মূল চাবিকাঠী স্বাস্থ্য! স্বাস্থ্য ভালো থাকলে মন ভালো থাকে, কাজের অগ্রগতিও ভাড়ে, স্বাস্থ্য ভালো আপনার সব...
শান্তিগঞ্জের বগুলারকাড়া গ্রামের স্কুল মাঠে কাবাডি খেলা
শান্তিগঞ্জের বগুলারকাড়া গ্রামের স্কুল মাঠে কাবাডি খেলা।। সুনামগঞ্জ প্রতিনিধি।। গ্রামবাংলার প্রাচীনতম ঐতিহ্য বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি(হা ডু ডু) খেলার ঐতিহ্য...
8. রেলের পথ’ গল্পটি কোন রীতিতে লেখা?
ক) সাধু রীতি
খ) চলিত রীতি
গ) কথ্য রীতি
ঘ) আঞ্চলিক রীতি
৫. ‘রেলের পথ’ গল্পটি কোন গল্প থেকে নেওয়া হয়েছে?
ক) পথের পাঁচালি
খ) চাঁদের পাহাড়
গ) ইছামতী
ঘ) অপরাজিত
অষ্টম শ্রেণির বাংলা প্রশ্ন উত্তর 2024
৬. নিচের কোনটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস?
ক) যোগাযোগ
খ) বিষবৃক্ষ
গ) অপরাজিত
ঘ) দেয়াল
৭. সর্বপ্রথম গ্রামের বাইরে পা দিল কে?
ক) অপু
খ) দিদি
(গ) মা
ঘ) বাবা
৮. বাবা যেখান দিয়ে রেল যায়, সেই রেলের রাস্তা কোন দিকে?- জানতে চেয়েছিল কে?
(ক) বাবা
খ) দিদি
গ) অপু
ঘ) মা
৯. রেলের রাস্তা দেখার কথা কে বলল?
(ক) অপু
খ) দিদি
গ) ঠাকুর মা
(ঘ) বাবা
১০. ‘আমি রেলগাড়ি দেখব বাবা’- কথাটি কে বলেছিল?
ক) অপু
খ) দিদি
গ) অপুর ছোটো ভাই
ঘ). অপুর ঠাকুর মা
১১. ট্রেন দেখতে হলে কতক্ষণ অপেক্ষা করতে হবে?
ক) রাত পর্যন্ত
খ) দুপুর পর্যন্ত
গ) বিকেল পর্যন্ত
ঘ) সন্ধ্যা পর্যন্ত
১২. অপু দিদির সাথে বাছুর খুঁজতে কোন মাঠে গিয়েছিল?
(ক) নদীর ধারের মাঠে
খ) দক্ষিণ মাঠে
গ) উত্তর মাঠে
ঘ) পূৰ্ব মাঠে
১৩. অপু কার সঙ্গে বিকালে নদীর ঘাটে দাঁড়াত?
ক) মা
(খ) বাবা
গ) দিদি
ঘ) মামা
১৪. সেবার অপুদের হারিয়েছিল, যা দুতিন দিন ধরে খুঁজে পাওয়া যায়নি?
ক) রাঙা ছাগল
খ) রাঙ্গী গাইয়ের বাছুর
গ) সাদা হাস
ঘ) পালিত মুরগি
৮ম শ্রেণির বাংলা বই ২০২৪ ২য় অধ্যায়
ধরন ২ স্পেশাল কুইজ ।
প্রশ্ন ১. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কী হিসেবে পরিচিত?
উত্তর : বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্যের একজন বিখ্যাত কথাসাহিত্যিক হিসেবে পরিচিত
প্রশ্ন ২. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেন?
উত্তর : বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ১৮৯৪ সালে জন্মগ্রহণ করেন ।
প্রশ্ন ৩. ‘পথের পাঁচালি’ কার লেখা বিখ্যাত উপন্যাস ?
উত্তর : ‘পথের পাঁচালি’ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা বিখ্যাত উপন্যাস।
প্রশ্ন ৪. বিভূতিভূষণের কোন উপন্যাস থেকে সত্যজিৎ রায় চলচ্চিত্র নির্মাণ করেন?
উত্তর : বিভূতিভূষণের ‘পথের পাঁচালি’ উপন্যাস থেকে সত্যজিৎ রায় চলচ্চিত্র নির্মাণ করেন ।
প্রশ্ন ৫. ‘রেলের পথ’ গল্পটি কোথা থেকে নেওয়া হয়েছে?
উত্তর : ‘রেলের পথ’ গল্পটি, ‘পথের পাঁচালি’ উপন্যাস থেকে নেওয়া হয়েছে।
প্রশ্ন ৬. ‘রেলের পথ’ গল্পে কে জন্ম থেকে কখনো কোথাও যায়নি?
উত্তর : ‘রেলের পথ’ গল্পে অপু জন্ম থেকে কখনো কোথাও যায়নি
প্রশ্ন ৭. ‘রেলের পথ’ গল্পে ‘এই পর্যন্ত তাহার দৌড়’- কোন পর্যন্ত?
উত্তর : ‘রেলের পথ’ গল্পে গাঁয়ের বকুলতলা, গোঁসাইবাগান, চালতেতলা, নদীর ধার, বড়ো জোর নবাবগঞ্জ যাইবার পাকা সড়ক এই পর্যন্ত তার দৌড় ।
প্রশ্ন ৮. মাঝে মাঝে দিদির সঙ্গে অপু কোথায় যেত?
উত্তর : মাঝে মাঝে দিদির সঙ্গে অপু নদীর ঘাটে যেত।
প্রশ্ন ৯. আজ সর্বপ্রথম অপু কোথায় গেল?
উত্তর : আজ সর্বপ্রথম অপু গ্রামের বাইরে পা দিল ।
প্রশ্ন ১০. গ্রামের পথটি কোথায় মিশেছে?
উত্তর : গ্রামের পথটি মাঠের বাইরে আষাঢ় দুর্গাপুরের কাঁচা রাস্তার সঙ্গে মিশেছে।
প্রশ্ন ১১. ‘রেলের পথ’ গল্পে কী হারিয়ে গিয়েছিল?
উত্তর : ‘রেলের পথ’ গল্পে রাঙ্গী-গাইয়ের বাছুর হারিয়ে গিয়েছিল ।
প্রশ্ন ১২. দুই-তিন দিনেও কাকে খুঁজে পাওয়া গেল না?
উত্তর : রাঙ্গী-গাইয়ের বাছুরকে দুই-তিন দিনেও খুঁজে পাওয়া গেলো না।
প্রশ্ন ১৩. ‘রেলের পথ’ গল্পে অপু কার সঙ্গে বাছুর খুঁজতে বের হয়েছিল?
উত্তর : ‘রেলের পথ’ গল্পে অপু দিদির সঙ্গে বাছুর খুঁজতে বের হয়েছিল ।
প্রশ্ন ১৪. অপুরা কোন মাঠে বাছুর খুঁজতে বের হয়েছিল?
উত্তর : অপুরা দক্ষিণ মাঠে বাছুর খুঁজতে বের হয়েছিল ।
প্রশ্ন ১৫. অপুর দিদি কোন দিকে এক দৃষ্টিতে তাকিয়ে ছিল?
উত্তর : অপুর দিদি মাঠের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে ছিল ।
প্রশ্ন ১৬. অপু কার দিকে বিস্ময়ের সঙ্গে তাকাল?
উত্তর : অপু তার দিদির দিকে বিস্ময়ের সঙ্গে তাকাল ।
প্রশ্ন ১৭. দেরি হলে অপুরা কী বলবে বলে ভাবল?
উত্তর : ‘বাছুর খুঁজতে দেরি হয়ে গেছে’— এমনটা মাকে তারা বলবে বলে ভাবল ।
প্রশ্ন ১৮. ‘রেলের পথ’ গল্পে বড়ো জলা কীসে পূর্ণ ছিল?
উত্তর : ‘রেলের পথ’ গল্পে বড়ো জলা হোগলা আর শোলা গাছে পূর্ণ ছিল।
প্রশ্ন ১৯. ‘রেলের পথ’ গল্পে কোথায় গিয়ে তারা পথ হারাল?
উত্তর : ‘রেলের পথ’ গল্পে বড়ো জলার ওখানে গিয়ে তারা পথ হারাল।
প্রশ্ন ২০. ‘রেলের পথ’ গল্পে তারের মধ্যে কেমন শব্দ?
উত্তর : ‘রেলের পথ’ গল্পে তারের মধ্যে সোঁ সোঁ শব্দ।
প্রশ্ন ২১. ‘রেলের পথ’ গল্পে রেল লাইনে কয়টি লোহার পাত থাকে?
উত্তর : ‘রেলের পথ’ গল্পে রেল লাইনে দুইটি লোহার পাত থাকে ।
প্রশ্ন ২২. ‘রেলের পথ’ গল্পে ট্রেন আসার এখনো কত সময় দেরি?
উত্তর : ‘রেলের পথ’ গল্পে ট্রেন আসার চার-পাঁচ ঘণ্টা দেরি।
প্রশ্ন ২৩. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কত সালে মৃত্যুবরণ করেন?
উত্তর : বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ১৯৫০ সালে মৃত্যুবরণ করেন।
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।