তৃতীয় শ্রেণির বাংলা পাঠ: ১৭ রাষ্ট্রভাষা বাংলা চাই‘র প্রশ্ন উত্তর PDF ।। 2024 সালের নতুন বছরের নতুন বই থেকে সৃজনশীল প্রশ্ন উত্তর সহ সকল বিষয় নিয়মিত আপলোড করা হয় জাগোরিক এ।
তৃতীয় শ্রেণি ● আমার বাংলা বই ● অধ্যায়ভিত্তিক কাজের সমাধান পাঠ: ১৭-রাষ্ট্রভাষা বাংলা চাই অনুুুশীলনমূলক কাজের সমাধান হতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সব প্রশ্ন উত্তর গুলো আমাদের এই পোস্টে আলোচনা করা হয়েছে। অতএব সম্পূর্ণ পোস্টটি মনযোগ সহকারে পড়ুন।
তৃতীয় শ্রেণির বাংলা পাঠ: ১৭ রাষ্ট্রভাষা বাংলা চাই‘র প্রশ্ন উত্তর PDF
তৃতীয় শ্রেণি ● আমার বাংলা বই ● অধ্যায়ভিত্তিক কাজের সমাধান
পাঠ: ১৭-রাষ্ট্রভাষা বাংলা চাই
এই বিভাগে আরো দেখুন
- আরো পড়ুন: তৃতীয় শ্রেণির বাংলা পাঠ: ১৩, নদীর দেশ‘র সৃজনশীল প্রশ্ন উত্তর PDF
- আরো পড়ুন: PDF তৃতীয় শ্রেণির বাংলা পাঠ:১৪ হারজিতের গল্প‘র সৃজনশীল প্রশ্ন উত্তর
- আরো পড়ুন: PDF তৃতীয় শ্রেণির বাংলা পাঠ: ১৬ আমাদের উৎসব‘র সৃজনশীল প্রশ্ন উত্তর
পাঠ: ১৭-রাষ্ট্রভাষা বাংলা চাই
পাঠ্যবইয়ের অনুশীলনমূলক কাজের সমাধান
শব্দ শিখি
শাসন – দেশ পরিচালনা
ক্ষোভ – অসন্তোষ
পোষ্টার – বড়ো কাগজে লেখা বিজ্ঞপ্তি
স্লোগান – দাবি আদায়ের জন্য উঁচু গলায় আওয়াজ
রাজপথ – বড়ো রাস্তা
একত্র – একসাথে
মিছিল – শোভযাত্রা
সমাবেশ – একত্র অবস্থান
আক্রমণ – হামলা
যুক্তবর্ণ ভেঙে লিখি। শব্দ বলি ও লিখি
পাকিস্তান স্ত স + ত সস্তা
পোস্টার স্ট স + ট স্টেশন
পরিকল্পনা ল্প ল + প গল্প
বাক্য বলি ও লিখি
রাষ্ট্রভাষা আমাদের রাষ্ট্রভাষা বাংলা।
মিছিল ভাষার দাবিতে ছাত্র- ছাত্রীরা মিছিল করেছিল।
পোস্টার ছাত্ররা পোস্টারে অ, আ, ক,খ লিখেছিল।
প্রশ্ন: সমাবেশ শিক্ষার্থীরাস্কুলের সামনে সমাবেশ করল।
উত্তর: বলি ও লিখি
প্রশ্ন: রাষ্ট্রভাষা উর্দ করতে চাইল কারা?
উত্তর: পাকিস্তানিরা রাষ্ট্রভাষা উর্দ করতে চাইল।
প্রশ্ন: দেশের বেশির ভাগ মানুষ কোন ভাষায় কথা বলত?
উত্তর: দেশের বেশির ভাগ মানুষ বাংলা ভাষায় কথা বলত।
প্রশ্ন: রাষ্ট্রভাষা বাংলার দাবি কারা করেছিল?
উত্তর: বাঙালিরা রাষ্ট্রভাষা বাংলার দাবি কারা করেছিল।
প্রশ্ন: পোস্টারে কী লেখা ছিল?
উত্তর পোস্টারে ‘অ, আ, ক,খ’ ও ‘রাষ্ট্রভাষা বাংলঅ চাই’ লেখা ছিল।
আন্তজার্তিক মাতৃভাষা দিবস কত তারিখে পালিত হয়?
উত্তর:আন্তজার্তিক মাতৃভাষা দিবস ২১ শে ফেব্রুয়ারিতে পালিত হয়?
নিচের শব্দ বসিয়ে খালি জায়গা পূরণ করি
সমাবেশ, রাষ্ট্রভাষা, লাল, মুষ্টিবদ্ধ
বাংলাকে করতে হবে।
হাতে তারা স্লোগান তুলল।
পরের দিনও মানুষÑ করল।
কালো রাজপথ রক্তেÑ হয়ে গেল।
উত্তর:বাংলাকেরাষ্ট্রভাষা করতে হবে।
মুষ্টিবদ্ধ হাতে তারা স্লোগান তুলল।
পরের দিনও মানুষসমাবেশ করল।
কালো রাজপথ রক্তেলাল হয়ে গেল।
বুঝে নিই
রাষ্ট্রভাষা – কোনো দেশের সরকার স্বীকৃতভাষা।
পরিকল্পনা – ভবিষ্যৎ কাজের অগ্রিমচিন্তা।
শহিদ – ন্যায়সঙ্গত অধিকার প্রতিষ্ঠার জন্য যাঁরা জীবন দেন।
তৃতীয় শ্রেণির বাংলা পাঠ: ১৭ রাষ্ট্রভাষা বাংলা চাই‘র সৃজনশীল প্রশ্ন উত্তর PDF
- আরো পড়ুন: তৃতীয় শ্রেণির বাংলা পাঠ: ১৭ রাষ্ট্রভাষা বাংলা চাই‘র সৃজনশীল প্রশ্ন উত্তর PDF
- আরো পড়ুন: PDF তৃতীয় শ্রেণির নতুন বাংলা বালুচরে একদিন‘র সৃজনশীল প্রশ্ন উত্তর
- আরো পড়ুন: PDF তৃতীয় শ্রেণির নতুন বাংলা পাঠ-১২: আমাদের গ্রাম বন্দে আলী মিঞা‘র সৃজনশীল প্রশ্ন উত্তর
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।