তৃতীয় শ্রেণির বাংলা পাঠ: ১৩, নদীর দেশ‘র প্রশ্ন উত্তর PDF।। 2024 সালের নতুন বছরের নতুন বই থেকে সৃজনশীল প্রশ্ন উত্তর সহ সকল বিষয় নিয়মিত আপলোড করা হয় জাগোরিক এ।
তৃতীয় শ্রেণি ● আমার বাংলা বই ● অধ্যায়ভিত্তিক কাজের সমাধান পাঠ: ১৩- নদীর দেশ পাঠ্যবইয়ের অনুুুশীলনমূলক কাজের সমাধান হতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সব প্রশ্ন উত্তর গুলো আমাদের এই পোস্টে আলোচনা করা হয়েছে। অতএব সম্পূর্ণ পোস্টটি মনযোগ সহকারে পড়ুন।
তৃতীয় শ্রেণির বাংলা পাঠ: ১৩, নদীর দেশ‘র প্রশ্ন উত্তর PDF
তৃতীয় শ্রেণি ● আমার বাংলা বই ● অধ্যায়ভিত্তিক কাজের সমাধান
পাঠ: ১৩- নদীর দেশ
এই বিভাগে আরো দেখুন
- আরো পড়ুন: তৃতীয় শ্রেণির আমার বাংলা বই ২০২৪, পাঠ-৮ ব্যাঙের সাজা প্রশ্ন-উত্তর
- আরো পড়ুন: তৃতীয় শ্রেণির আমার বাংলা বই ২০২৪, পাঠ-৯ আনন্দের দিন প্রশ্ন-উত্তর
- আরো পড়ুন: PDF তৃতীয় শ্রেণির আমার বাংলা বই: পাঠ-১০ আনন্দের দিন সৃজনশীল প্রশ্ন উত্তর
পাঠ: ১৩- নদীর দেশ
পাঠ্যবইয়ের অনুুুশীলনমূলক কাজের সমাধান
শব্দ শিখি
স্রোত -পানির প্রবাহ
খরস্রোতা-অনেক -স্রোত আছে যার
দূষিত – নষ্ট
ডলফিন – তিমি জাতীয় জলজ প্রাণী
বিখ্যাত – নামকরা
বাক্য বানাই ও লিখি
এঁকেবেঁকে ট্রেনটি এঁকেবেঁকে চলছে।
-স্রোত সময় ও -স্রোত কারো জন্য অপেক্ষা করে না।
শান্ত শ্রভ্র খুবই শান্ত ছেলে।
শখ আমার শখ বাগান করা।
শক্তি ফল খেলে শক্তি বাড়ে।
সঠিক উত্তরটি বলি ও লিখি
ছোট নদী
ক. পদ্মা খ. মেঘনা
গ. ধানতারা √ ঘ. যমুনা
হিমালয় পর্বতে জন্ম
ক. পদ্মা নদীর √ খ. কর্ণফুলি নদীর
গ. পিয়াইন ঘ. বুড়িগঙ্গা
প্রতিবেশী দেশকে দেখার শখ
ক. আত্রাই নদীর√ খ. যমুনা নদীর
গ. হালদা নদীর ঘ. ধলেশ্বরী নদীর
প্রশ্ন: বাম পাশের সাথে ডান পাশের মিল করি
হিমলায় থেকে যাত্রা শুরু করেছে …………………………………হালদা নদী
বঙ্গোপসাগরে মিশেছে………………………………… সোমেশ্বরী নদী
ভরতের লুসাই পাহাড় থেকে জন্ম …………………………………পিয়াইন নদী
মা- মাছেরা ডিম ছাড়ার জন্য আসে …………………………………পদ্মা নদী
সাপের মতো পেঁচিয়ে চলেছে …………………………………মেঘনা নদী
ছোট- বড়ো পাথর বয়ে আনে …………………………………কর্ণফুলি নদী
তৃতীয় শ্রেণির বাংলা পাঠ: ১৩ নদীর দেশ‘র সৃজনশীল
উত্তর:
হিমলায় যাত্রা শুরু করেছে ………………………………… পদ্মা নদী।
বঙ্গোপসাগরে মিশেছে …………………………………মেঘনা নদী।
ভরতের লুসাই পাহাড় থেকে জন্ম …………………………………কর্ণফুলি নদী।
মা- মাছেরা ডিম ছাড়ার জন্য আসে …………………………………হালদা নদী।
সাপের মতো পেঁচিয়ে চলেছে …………………………………সোমেশ্বরী নদী।
ছোট- বড়ো পাথর বয়ে আনে …………………………………পিয়াইন নদী।
উত্তর বলি ও লিখি
প্রশ্ন: কোন নদীর ইলিশ বিখ্যাত?
উত্তর: পদ্মা নদীর ইলিশ বিখ্যাত।
প্রশ্ন: হরিণটানা নদী কোন বনের ভিতর দিয়ে বয়ে চলেছে?
উত্তর: হরিণটানা নদী সুন্দরবনের ভিতর দিয়ে বয়ে চলেছে।
প্রশ্ন: কোন নদীর পানি ময়লায় কালো হয়ে গেছে?
উত্তর: ঢাকার বুড়িগঙ্গা নদীর পানি ময়লায় কালো হয়ে গেছে।
প্রশ্ন: তিনটি বড়ো নদীর ও তিনটি ছোটোনদীর নাম লিখি।
উত্তর: তিনটি বড়ো নদীর নাম হলো: পদ্মা, মেঘনা, যমুনা।
তিনটি ছোটো নদীর নাম হলো: আগুনমুখা, দুধকুমার, ধানতারা।
প্রশ্ন: একটি নদীর ছবি আঁকি।
উত্তর: (ছবি)।
- আরো পড়ুন: PDF তৃতীয় শ্রেণির নতুন বাংলা বালুচরে একদিন‘র সৃজনশীল প্রশ্ন উত্তর
- আরো পড়ুন: PDF তৃতীয় শ্রেণির নতুন বাংলা পাঠ-১২: আমাদের গ্রাম বন্দে আলী মিঞা‘র সৃজনশীল প্রশ্ন উত্তর
- আরো পড়ুন: তৃতীয় শ্রেণির বাংলা পাঠ: ১৩, নদীর দেশ‘র সৃজনশীল প্রশ্ন উত্তর PDF
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।