৮ম শ্রেণির শিল্প ও সংস্কৃতি || বাংলাদেশের আটটি বিভাগের নদীকেন্দ্রিক লোকসংস্কৃতি || Class 8 Shilpo o Sonskriti 2024, প্রিয় শিক্ষার্থীরা তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি ২০২৪ সালের নতুন কারিকুলাম এর অষ্টম শ্রেণির শিল্প ও সংস্কৃতি বই ও গাইড থেকে কিভাবে পড়তে হবে এবং সঠিক সমাধান সহ সকল প্রশ্নে উত্তর নিয়ে।
প্রিয় শিক্ষার্থীরা যারা এখানো আমাদের ফ্রি শিক্ষামূলক ওয়েবসাইট জাগোরিক সম্পর্কে জানে না তাদের কাছে পৌছানোর জন্য তোমরা তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে জানিয়ে দেও। যাতে তারাও তোমাদের মতো উপকৃত হতে পারে।
কাজ ৬ ] বাংলাদেশের আটটি বিভাগের নদীকেন্দ্রিক সংস্কৃতি বন্ধুখাতায় লিখি ।
উদ্দেশ্য : আটটি বিভাগের নদীকেন্দ্রিক লোক সংস্কৃতির সাথে পরিচিত হওয়া ।
কাজের ধরন : একক কাজ ।
উপকরণ : পাঠ্যবই, ইন্টারনেট, বন্ধুখাতা, কলম ইত্যাদি ।
নমুনা উত্তর : বাংলাদেশের আটটি বিভাগের নদীকেন্দ্রিক লোকসংস্কৃতি ।
ঢাকা বিভাগ : বুড়িগঙ্গা নদীর তীরে ঢাকা অবস্থিত। ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল, নরসিংদী, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী, মানিকগঞ্জ, কিশোরগঞ্জ এই তেরোটি জেলা নিয়ে ঢাকা বিভাগ গঠিত।
বুড়িগঙ্গা ছাড়াও শীতলক্ষ্যা, তুরাগ ইত্যাদি প্রধান নদী এই বিভাগেরই। পালাগান, জারিগান, জারিনাচ, রিকশা পেইন্টিং এই অঞ্চলের লোকসংস্কৃতিকে সমৃদ্ধ করেছে।
রাজশাহী বিভাগ : রাজশাহী, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া, জয়পুরহাট এই আট জেলা নিয়ে রাজশাহী বিভাগ গঠিত । বিভাগের প্রতিটি জেলা প্রাচীন ঐতিহ্যে সমৃদ্ধ। রাজশাহী বিভাগে অনেক উল্লেখযোগ্য নদী রয়েছে। এখানে প্রধান নদী পদ্মা এছাড়া মাথাভাঙা, পুনর্ভবা, বারণই নদী, রানি নদী, কম্পো নদী ইত্যাদি।
পদ্মার তীরে জেগে ওঠা চরে অনুষ্ঠিত মেলা, গম্ভীরা গান, রাজশাহী সিল্ক, তাঁত, বাঁশ-বেত, মাটি, কাঁসা-পিতল, কাঠসহ বিভিন্ন উপকরণে তৈরি সামগ্রী পদ্মা তীরের জেলা রাজশাহীকে লোকসংস্কৃতিতে সমৃদ্ধ করেছে।
চট্টগ্রাম বিভাগ : কর্ণফুলী নদী তীরের জনপদ বন্দর নগরী চট্টগ্রাম। বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত চট্টগ্রাম বিভাগ ১১টি জেলা নিয়ে গঠিত। যার মধ্যে রয়েছে চট্টগ্রাম, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, চাঁদপুর, লক্ষ্মীপুর, ফেনী, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান।
প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি চট্টগ্রাম হলো পাহাড়, নদী, সমুদ্রের এক অপূর্ব মিলনক্ষেত্র। ঝিনুক শিল্প, জব্বারের বলীখেলা, চট্টগ্রামের আঞ্চলিক গান, কবিগান, মাইজভাণ্ডারি গান এ অঞ্চলের লোক সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে।
৮ম শ্রেণির শিল্প ও সংস্কৃতি || বাংলাদেশের আটটি বিভাগের নদীকেন্দ্রিক লোকসংস্কৃতি
আরো দেখুন
বরিশাল ইতিহাস ঐতিহ্য
বরিশাল ইতিহাস ঐতিহ্য ।। বরিশাল বাংলাদেশের একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী অঞ্চল। এর ইতিহাস ও সংস্কৃতি দীর্ঘ এবং সমৃদ্ধ। বরিশালকে বলা...
ফ্রী শিক্ষামূলক ভিডিও মেকার,শিক্ষামূলক ভিডিও কিভাবে করা যায়
ফ্রী শিক্ষামূলক ভিডিও মেকার,শিক্ষামূলক ভিডিও কিভাবে করা যায়।। শিক্ষামূলক ভিডিও তৈরি করতে কিছু ধাপ অনুসরণ করা প্রয়োজন। এখানে কিছু ধাপ...
দাঁত ও দাঁতের মাড়ি সুস্থ রাখতে চাইলে যেসব কাজ গুলো করা জরুরী
প্রতিটি মানুষের সকল মন্ত্রের মূল চাবিকাঠী স্বাস্থ্য! স্বাস্থ্য ভালো থাকলে মন ভালো থাকে, কাজের অগ্রগতিও ভাড়ে, স্বাস্থ্য ভালো আপনার সব...
শান্তিগঞ্জের বগুলারকাড়া গ্রামের স্কুল মাঠে কাবাডি খেলা
শান্তিগঞ্জের বগুলারকাড়া গ্রামের স্কুল মাঠে কাবাডি খেলা।। সুনামগঞ্জ প্রতিনিধি।। গ্রামবাংলার প্রাচীনতম ঐতিহ্য বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি(হা ডু ডু) খেলার ঐতিহ্য...
সিলেট বিভাগ : বাংলাদেশের উত্তর-পূর্ব অঞ্চলে অবস্থিত সিলেট বিভাগ। সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ চারটি জেলা নিয়ে গঠিত এ বিভাগ। ছোট বড় মিলিয়ে প্রায় ৩৬টি নদী রয়েছে সিলেট বিভাগে, যার মধ্যে অন্যতম প্রধান নদী সুরমা আর কুশিয়ারা। বৈচিত্র্যময় প্রাকৃতিক রূপ সিলেটকে করেছে অনন্য ।
বরিশাল বিভাগ : বরিশাল, পটুয়াখালী, ভোলা, পিরোজপুর, বরগুনা, ঝালকাঠি এই ছয়টি জেলা নিয়ে বরিশাল বিভাগ গঠিত। প্রাকৃতিক সম্পদ আর লোকসংস্কৃতির বিশাল উৎস এই বিভাগ। কীর্তনখোলা এই বিভাগের প্রধান নদী। যাত্রা, হস্ত ও কুটিরশিল্প এই অঞ্চলের লোকসংস্কৃতিকে সমৃদ্ধ করেছে।
খুলনা বিভাগ : খুলনা জনপদ একটি শিল্পসমৃদ্ধ জনপদ হিসেবে পরিচিত। বাংলাদেশের প্রাচীন নদীবন্দরগুলোর মধ্যে খুলনা • অন্যতম। খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, ঝিনাইদহ, কুষ্টিয়া, মাগুরা, নড়াইল, চুয়াডাঙ্গা, মেহেরপুর এই দশটি জেলা নিয়ে লোকসাংস্কৃতিক উপাদান । খুলনা বিভাগ গঠিত। রূপসা এই অঞ্চলের গুরুত্বপূর্ণ নদী। গাজীরপট, বাউলগান, গাজীকালু চম্পাবতীর পালা এখানকার অন্যতম
রংপুর বিভাগ : রংপুর, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, গাইবান্ধা, দিনাজপুর, পঞ্চগড় এই আটটি জেলা নিয়ে রংপুর বিভাগ গঠিত। তিস্তা এই অঞ্চলের গুরুত্বপূর্ণ নদী। রংপুর শহরের উপকণ্ঠে ঘাঘট নদীর তীরে অবস্থিত নিসবেতগঞ্জ।
এই অঞ্চলে হস্তশিল্পজাত পণ্য হিসেবে শতরঞ্জি তৈরি হয়। শত বছরের গৌরবময় এই পণ্য বর্তমানে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে । শতরঞ্জি, ভাওয়াইয়া গান আর সাঁওতাল নাচ এই বিভাগের সংস্কৃতিকে করেছে সমৃদ্ধ ।
ময়মনসিংহ বিভাগ : ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোনা এই চারটি জেলা নিয়ে ময়মনসিংহ বিভাগ গঠিত । ব্রহ্মপুত্র বিধৌত এ অঞ্চলের নদী। আর এ বিভাগের রয়েছে প্রাচীন ঐতিহ্য।
ময়মনসিংহ গীতিকা, জারি-সারি, পালা, কিসসা-কাহিনি, উঠান নকশি পিঠা, বিভিন্ন প্রকার হস্ত ও কারুশিল্প তৈরিতে ব্যস্ত থাকে । বৈঠক, লোক সাহিত্যকর্ম, গীতবাদ্য, বাঁশ-বেতের কাজ ইত্যাদি এই বিভাগের লোক সংস্কৃতির অন্যতম দিক। এই জনপদের নারীরা
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।