৮ম শ্রেণি‘র বিজ্ঞান ২০২৪ || কাজের উদ্দেশ্য: অক্ষরেখা ও দ্রাঘিমারেখা সম্পর্কে জানা || Class 8-2024. প্রিয় শিক্ষার্থীরা তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি ২০২৪ সালের নতুন কারিকুলাম এর অষ্টম শ্রেণির বিজ্ঞান অনুশীলন বই ২০২৪ কিভাবে পড়তে হবে এবং সঠিক সমাধান সহ সকল প্রশ্নে উত্তর নিয়ে।
প্রিয় শিক্ষার্থীরা যারা এখানো আমাদের ফ্রি শিক্ষামূলক ওয়েবসাইট সম্পর্কে জানে না তাদের কাছে পৌছানোর জন্য তোমরা তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে জানিয়ে দেও। যাতে তারাও তোমাদের মতো উপকৃত হতে পারে।
কাজ-৩ শিক্ষকের দেয়া গ্লোবটা ভালোভাবে লক্ষ করো। গ্লোবের উপর থেকে নিচে লম্বালম্বি এবং দু পাশে আড়াআড়ি বেশ কিছু রেখা টানা হয়েছে খেয়াল করেছ? এই রেখাগুলো কী কাজে লাগে বলতে পারো? তোমার ধারণা নিচে লিখে রাখো।
প্রয়োজনীয় সামগ্রী : কাগজ, কলম, পেন্সিল, অনুশীলন বই, গ্লোব, পোস্টার পেপার, মার্কার ইত্যাদি।
কাজের উদ্দেশ্য : অক্ষরেখা ও দ্রাঘিমারেখা সম্পর্কে জানা ।
কাজের ধরন : দলীয় কাজ।
কাজের ধারা :
- শিক্ষকের নির্দেশ মোতাবেক বিভিন্ন দলে ভাগ হয়ে যাই।
- পৃথিবীর একটা মডেল তৈরি করি ।
- বল বা গোলকের উপর সাদা কাগজ মুড়ে গ্লোব দেখে পৃথিবীর মডেলটি তৈরি করি।
- পৃথিবীর বিভিন্ন এলাকা এবং মহাদেশগুলো চিহ্নিত করি।
- অতিথি পাখির যাত্রাপথ সম্পর্কে ভালোভাবে ধারণা নিই।
- গ্লোবে আড়াআড়ি রেখাগুলোর কাজ লিপিবদ্ধ করি।
৮ম শ্রেণি‘র বিজ্ঞান ২০২৪ || কাজের উদ্দেশ্য: অক্ষরেখা ও দ্রাঘিমারেখা সম্পর্কে জানা
আরো দেখুন
দাঁত ও দাঁতের মাড়ি সুস্থ রাখতে চাইলে যেসব কাজ গুলো করা জরুরী
প্রতিটি মানুষের সকল মন্ত্রের মূল চাবিকাঠী স্বাস্থ্য! স্বাস্থ্য ভালো থাকলে মন ভালো থাকে, কাজের অগ্রগতিও ভাড়ে, স্বাস্থ্য ভালো আপনার সব...
শান্তিগঞ্জের বগুলারকাড়া গ্রামের স্কুল মাঠে কাবাডি খেলা
শান্তিগঞ্জের বগুলারকাড়া গ্রামের স্কুল মাঠে কাবাডি খেলা।। সুনামগঞ্জ প্রতিনিধি।। গ্রামবাংলার প্রাচীনতম ঐতিহ্য বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি(হা ডু ডু) খেলার ঐতিহ্য...
একজন মানবিক সমাজসেবক সাজ্জাদ পারভেজ
একজন মানবিক সমাজসেবক সাজ্জাদ পারভেজ ॥ গেস্ট ব্লগিং॥ নিজের পরিচিতি নয়, যার কাজ শুধু সামাজিক কাজের মধ্যে নিজেকে লুকিয়ে রাখা।...
নতুন করিকুলাম || অষ্টম শ্রেণির বাংলা অধ্যায় ২ নজরে ‘রেলের পথ
নতুন করিকুলাম || অষ্টম শ্রেণির বাংলা অধ্যায় ২ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর 2024 | সমাধান : অষ্টম শ্রেণীর বাংলা ১ম...
বিষুবীয় রেখা
দক্ষিণ পোল
অক্ষ রেখা
দ্রাঘিমা রেখা
চিত্র: পৃথিবীর মানচিত্রে বিভিন্ন রেখা
নমুনা উত্তর : তৈরিকৃত পৃথিবীর মডেলটির উপর থেকে নিচে লম্বালম্বি এবং দু’পাশে আড়াআড়ি টানা রেখাগুলো হলো যথাক্রমে দ্রাঘিমা রেখা এবং অক্ষরেখা। অর্থাৎ পৃথিবীর উত্তর-দক্ষিণ বরাবর লম্বালম্বি রেখাগুলোকে দ্রাঘিমা রেখা এবং পূর্ব-পশ্চিম বরাবর আড়াআড়ি রেখাগুলোকে অক্ষরেখা বলে ।
পৃথিবীর স্থানাঙ্ক বোঝানোর জন্য অক্ষরেখা এবং দ্রাঘিমারেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পৃথিবীর যেকোন স্থানের দ্রাঘিমার মান জানা থাকলে ওই স্থানের সময় সহজেই নির্ণয় করা যায়। পৃথিবীর কোন স্থান মূল মধ্যরেখা থেকে কতটা পূর্বে বা পশ্চিমে অবস্থিত তা দ্রাঘিমা রেখা দ্বারা বুঝা যায়।
দ্রাঘিমা রেখা এবং অক্ষরেখার সাহায্যে কোনো দেশের ভৌগোলিক সীমারেখা নির্দেশ করা যায়। বিশ্বের মানচিত্র অঙ্কনে অক্ষরেখা ব্যবহার করা হয়। একই অক্ষরেখায় অবস্থিত বিভিন্ন স্থানের দিন-রাত্রির দৈর্ঘ্য এবং জলবায়ুর অবস্থা পর্যবেক্ষণ এবং নিরূপণ করা যায় অক্ষরেখার সাহায্যে।
কাজ-৩ এর পারদর্শিতার মাত্রা নির্ণয়
কাজের পারদর্শিতার মাত্রা নির্ণয়:
শিখনযোগ্যতা | পারদর্শিতা সূচক(PI) | পারদর্শিতার মাত্রা |
৪.৮.৭ ম্যাক্রো ও মাইক্রো স্কেলে সিস্টেমের উপাদানসমূহের নিয়ত পরিবর্তন ও পারস্পরিক মিথস্ক্রিয়ার ফলে যে দৃশ্যমান স্থিতাবস্থা সৃষ্টি হয় তা অনুসন্ধান করতে পারা। | ৪.৮.৭.১ ম্যাক্রো/মাইক্রো স্কেলে কোনো নির্দিষ্ট সিস্টেমের উপাদানসমূহের চলমান পরিবর্তন চিহ্নিত করছে। | D O Δ |
৪.৮.৭.২ ম্যাক্রো/মাইক্রো ছেলে কোনো নির্দিষ্ট সিস্টেমের উপাদানসমূহের মধ্যকার আন্তঃক্রিয়া চিহ্নিত করছে। |
প্রশ্নঃ একটি চিত্রের সাহায্যে কোনো স্থানের অক্ষাংশ কীভাবে নির্ণয় করা হয়, তা ব্যাখ্যা কর।
উত্তর : ধরি, পৃথিবীর উপরে অবস্থিত একটি স্থান হলো P এবং পৃথিবীর কেন্দ্র হলো C। আমরা এই স্থানের অক্ষাংশ নির্ণয় করব অক্ষাংশ বলতে নিরক্ষীয় তল এর সাথে ওই স্থান ও পৃথিবীর কেন্দ্র এর সংযোগ রেখাংশ যে কোণ তৈরি করে তাকেই বোঝায়। P ও C এর সংযোগ রেখাংশ নিরক্ষীয় তল এর সাথে চিত্র অনুযায়ী ৪০ ডিগ্রি কোণ উৎপন্ন করেছে।
তাই আমরা বলতে পারি P স্থানের অক্ষাংশ ৪০ ডিগ্রি। যেহেতু বিন্দু উত্তর গোলার্ধে অবস্থিত তাই P স্থানের অক্ষাংশ ৪০ ডিগ্রি উত্তর। অনুরূপভাবে দক্ষিণ গোলার্ধের কোন স্থানের অক্ষাংশ নির্ণয় করা যাবে এবং অক্ষাংশের মান এর শেষে দক্ষিণ কথাটি উল্লেখ করতে হবে।
উক্ত বিষয় সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।
আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে ফেইজবুক পেইজে যুক্ত হতে এখানে ক্লিক করুন। গুরুত্বপূর্ণ আপডেট ও তথ্য পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন।